ফরেক্স ট্রেডিং কি হালাল না হারাম এ বিষয়ে আমার যথেষ্ট দ্বিমত রয়েছে । ফরেক্স ট্রেডিং আমার মতে হালাল কারন এখানে রিস্ক রয়েছে । তবে সোয়াপ ফ্রি একাউন্ট করতে হবে । আর লিভারেজ না নেওয়াটােই উত্তম ।
Printable View
ফরেক্স ট্রেডিং কি হালাল না হারাম এ বিষয়ে আমার যথেষ্ট দ্বিমত রয়েছে । ফরেক্স ট্রেডিং আমার মতে হালাল কারন এখানে রিস্ক রয়েছে । তবে সোয়াপ ফ্রি একাউন্ট করতে হবে । আর লিভারেজ না নেওয়াটােই উত্তম ।
আম্র দৃস্টিতে ফরেক্স মার্কেট অন্যান্য ব্যবসার মতই একটি ব্যবসা। কারন ফরেক্স মার্কেট করতে হলে অনেক সময় ফরেক্স ট্রেডারকে লস দিতে হয়।আবার অনেক সময় লাভও হয়। আর আমার জানা মতে যেখানে লাভ এবং লস আছে সেটাই সরিয়ত মোতাবেগ হালাল।
ইসলামী শরিয়তের নিয়ম কানুন অনেক পুরাতন।কিন্তু ফরেক্স অত পুরাতন ব্যবসা না।এজন্য ইসলামী শরিয়াতে ফরেক্স সম্পর্কে সরারসরি কিছুই নেই।এজন্য আমরা ইসলামী নিয়ম মেনে ফরেক্সে ট্রেড করার চেষ্টা করবরবো।সোয়াপফ্রি ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেড করবো এবং সর্বদা পরিশ্রম এবং ধৈর্য্য সাথে ট্রেড করার চেষ্টা করবো।
হা এটা শরীয়ত সম্মত কারন এখানে সুদ ফ্রি একাইন্ট খোলার বাবস্থা আছে। এখানে লাভ লস আছে আমার জানা মতে যে ব্যবসায় লাভ বা লস থাকে তা শরিয়ত সম্মত । আপনি নি:চিন্তে ফরেক্স ব্যবসা করতে পারেন্।
ইসলামী শরিয়তের নিয়ম হল এক প্রকার মানদন্ড আর এই মানদন্ডে বিচার করে দেখতে হয় এটা ইসলামী শরিয়ত সম্মত কি না! ইসলামী শরিয়তে ব্যবসাকে হালাল করা হয়েছে । তবে অবশ্যই ব্যবসায় লাভ এবং লস থাকবে,পণ্যটি হালাল হতে হবে,সুদ থাকবেনা, ছলচাতুরি করা যাবেনা অর্থাৎ বলাযায় যা কিছু মানুষের জন্য ক্ষতিকর। এখানে নতুন বা পুরাতুনের কোন বিষয় নেই। এ ক্ষেত্রে বলা যায় এই মানদন্ডটি চিরসবুজ।
ফরেক্স ইসলামি শরীয়ত সম্মত কিনা এই বিষয়ে আমি অনেক তথ্য জেনেছি । কোথাও লেখা আছে ফরেক্স কোন ক্রমেই নাকি ইসলামি শরীয়ত সম্মত হতে পারেনা । আবার কোথাও লেখা আছে ইসলামি শরীয়ত সম্মত । এখন কোনটা রেখে কোনটা বিশ্বাস করবো তা বুঝতেছিনা ।
ফরেক্স অবশ্যই শরিয়ত মত হালাল। কারন এখানে লাভ লস আছে।। আর সব ব্যাবসাতেই লাভ লস আছে।। অনেকেই মনেকরে এখানে পন্য কোথায়।। ফরেক্সে পন্য হিসেবে আমিরা বিভিন্ন দেশের কারেন্সি ব্যবহার করে থাকি।।
সুদমুক্ত যদি এ্যাকাউন্ট করা হয় তাহলেই এটি শরিয়ত সম্মত হতে পারে । যখন আমরা এ্যাকাউন্ট করব তখন আমরা সোয়াপমুক্ত এ্যাকাউন্ট করব তাহলেই আশাকরি শরিয়ত সম্মত হতে পারে । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য সুদমুক্ত এ্যাকাউন্ট করে নেব ।
আমি মনে করি যে ফরেক্স মুলত শরীয়ত সম্মত নয় । তবে বর্তমানে আমাদের মুসলিমদের জন্য ব্রোকারগুলো সুদমুক্ত একাউন্ট এর ব্যবস্থা করেছে । যেহেতু আমাদের জন্য সুদ নেওয়া ও দেওয়া হারাম সেহেতু অবশ্যেই আমাদেরেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে । আর আমি মনে করি যে এ বিষয়ে গভীরভাবে কোন অভিজ্ঞ আলেমের পরামর্শ গ্রহণ করা উচিত ।
আমার মনে হয় ফরেক্স শরিয়ত সম্মত। একটু লাভজনক বিজনেসে কখনোই থেমে যায় না। আর যতদিন সারা বিশ্বে মুদ্রা লেনদেন থাকবে ততদিন ফরেক্স বিজনেস চলতে থাকবে। যদি আপনি মনে করেন ফরেক্স লাইফ টাইম ব্যবসা তাহলে আপনি ঠিক পত ই বেছে নিয়েছেন। ট্রেডিং এর মাধ্যমে আপনি আপনার ব্যবসায় দ্রুত সাফল্য বয়ে আনতে পারেন নিজেকে অভিজ্ঞ করে তোলার মাধ্যমে। আপনার পরিবারের সবাই এই ব্যবসায় অংশ গ্রহণ করতে পারেন।
শরীয়ত অনুযায়ী ফরেক্স হালাল নাকি হারাম তা বলতে পারবো না। তবে যে সকল ব্যবসায়ে সুদ বিষয়টি যুক্ত থাকবে তা হারাম। ফরেক্সে সুদ মুক্ত ট্রেড করার ব্যবস্থা আছে। তাই চাইলেই সুদ না নিয়ে ট্রেড করতে পারে। সুদ মুক্ত ট্রেড করতে চাইলে একাউন্ট করার সময় সোয়াপ অপশনে নো ক্লিক করে নিতে হয়। এছাড়াও অন্যদের এ বিষয়ে জানা থাকলে জানাবেন।
ফরেক্স ইসলামি শরিইয়ত সম্মত হবে যদি আমরা এখান থকে সুদ কে তুলে দেই। ফরেক্স এর ভাষায় এটাকে swap বলে। আপনি জাস্ট আপনার একাউন্ট থেকে এই অপশন টা তুলে দেন আর লিভারেজ অফ করে দেন আপনার একাউন্ট সুদ মুক্ত থাকবে ।
ফরেক্স এ সুদ নেওা এবং দেয়া উভয় ই আছে , তবে কেও যদি তা উঠিয়ে ফেলে এবং সেটা থেকে নিজেকে মুক্ত রাখে তাহলে ফরেক্স তার জন্য হালাল ।
আর ফরেক্স এর ভাষায় এটাকে swap বলে ।
ফরেক্স মার্কেটের ব্যাবসা কি শরীয়ত সম্মত কিনা তা বলতে পারিনা, আমরা ব্যাবসা করে অর্থ উপার্জন করতে এই ফরেক্স মার্কেটের ব্যাবসা করে থাকি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি, ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল ইনকাম করা যায় তাই ফরেক্স আমি।মনেকরি হালাল।
আমি আপনার দেয়া লিংকে গিয়ে কোন নিউজ পাইনি। তাই তাদের মন্তব্যটি পড়তে পারলাম না। আমার মনে হয় না এ রকম কোন অসুবিধা আছে শরীয়তে। যেহেতু এটি একটি ব্যবসা। তবে এ ব্যাপারে আলেমরা বিশেষ করে যারা মুফতি তারা সঠিক মন্তব্য করতে পারবে। তাই আপনার উচিত আপনার মনে যদি কোন সন্দেহ থেকে থাকে তাহলে আপনি কোন মুফতির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন।
আমি মনে করি ফরেক্স ইসলাম শরিয়াত মতে হালাল কারন ইসলামে সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করা হয়েছে ফরেক্স একটা মুদ্রা ব্যবসায় টাই আমার মতে এটা হালাল। আপনি যদি ফরেক্স থেকে সুদ না নেন তাহলে এটা আপনার কাছে হালাল।
ইসলাম মতে সুদ আর জুয়া খেলা হারাম, আমি ফরেক্সে বিষয়ে লিখছি। এখানে আপনি যদি সুদমুক্ত একাউন্ট করতে চান তাহলে করে নিতে পারেন। সুদমুক্ত একাউন্টে কোন সুদ নাই। এবার আসি জুয়া খেলার বিষয়ে। ফরেক্স একটি ব্যবসা এটা কোন খেলাই নয়, তাহলে জুয়ার বিষয়টি আসছে কেন? ব্যবসা তো হালাল, তাই নয় কি?
ফরেক্স মার্কেটে দির্ঘ দিন কাজ করি তবে ফরেক্স ইসলামি দিক সম্পর্কে যত গুলো জানতে পারলাম তা থেকে বুজ লাম ফরেক্স শরিয়ত সম্মত। এই খানে সোয়াপ মুক্ত ট্রেড করা যায়। তাই ফরেক্স কে ইসলামি বা শরিয়ত সম্মত বলা যায়।
আসলে এই ব্যাপার টা নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। কেউই সঠিক ভাবে এই ব্যাপারে বলতে পারেনি। তবে একাউন্ট খোলার সময় সুদ মুক্ত একাউন্ট খুলবেন।তবে লিভারেজ মানে লোন নিয়ে মূল সন্দেহ। কারন লিভরেজ এর সিস্টাম টা ইসলামিক দৃষ্টিতে কেমন তা জানা খুব দরকার।
আমরা জানি ইসলামে কিন্তু ব্যবসাকে হালাল করা হয়েছে। এবং সুদ কে হারাম করা হয়েছে। ফরেক্সও এক ধরনের ব্যবসা। আপনি চাইলে এখানে সুদ মুক্ত একাউন্ট করতে পারবেন। তখন তো এটি ইসলাম সম্মতই হচ্ছে। আবার আপনি এখানে নিজের শ্রম দিচ্ছেন, নিজের মেধা খাটাচ্ছেন। অর্থ খাটিয়ে মুনাফা নিচ্ছেন আবার লসও নিচ্ছেন। তাই শরীয়ত সম্মত না হওয়ার কারন দেখিনা।
আসলে ফরেক্স শরীয়ত সম্মত কিনা তা আমি জানি না তবে জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ।
হা ফরেক্স মার্কেটে যদি কোন ব্যক্তি সোয়াপ মুক্ত না করে ব্যবসা করে তাহলে তার জন্য এই ব্যবসা হারাম হবে কারন ইসলাম সুদকে সম্পুর্ন ভাবে হারাম করেছে । আমি এ্ই মার্কেটে ব্যবসা করি সোয়াপ মুক্ত করে এই জন্য আমার ব্যবসা হালাল হচ্ছে যদি আমি সোয়াপ মুক্ত না করতাম তাহলে আমার ব্যবসা হালাল হতো না সেটা হতো হারাম ব্যবসা । তাই সকল মুসলমানের উচিৎ হবে সোয়াপ মুক্ত একাউন্ট খোলা তাহলে আপনার ব্যবসা হবে হলাল ।
আমি মনে করি ফরেক্স অবশ্যই শরীয়ত সম্মত। কারন এটি একটি হালাল ব্যবসা। পরিশ্রম করে আয় করে ট্রেডিং করতে হয় এখানে । তাই বলা যায় ফরেক্সে কাজ করা একটি শরীয়ত সম্পন্ন পেশা ।
ফরেক্স মার্কেটে একাউন্ট করার সময় সুদ মুক্ত একাউন্ট করবেন যেহেতু সুদ মুক্ত একাউন্ট করার সুযোগ আছে।
যেখানে কাজ বা পরিশ্রম না করে আয় করা যায় সেটা হারাম হতে পারে। ইসলাম এ সুদ কে হারাম বলা হয়েছে। আমরা এখানে ইনভেস্ট করেই টাকা আয় করতে পারি না। এখানে কিন্তু আমাদের পচুর পরশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া আমরা লাভ করতে পারব না। তাই ফরেক্স শরিয়ত সম্মত।
যারা শরীয়ত নিয়ে বাড়াবাড়ি করে তারা আসলে শরীয়ত সম্পর্কে কিছুই জানেনা৷একটা সমাজের নির্দিষ্ট রীতিনীতি কে ঐ সমাজের শরীয়ত বোঝায়৷কিছু মূর্খ,বাজে লোকেরা এই সব কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে৷নিজেরা কাজ করে না আর অন্যদেরকেও কাজে ব্যাঘাত সৃষ্টি করে৷ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷এখানে আপনি যদি না বুঝেই বলেন হারাম,বেদাত,শিরক,সুদি ব্যাবসা....তাতে ট্রেডারদের কিছুই যায় আসেনা৷অবশ্যই আমি ও আমরা অনেকেই সুদমুক্ত/সোয়াপ ফ্রী একাউন্টে ট্রেড করে থাকি৷