আপনি এই ফোরামে যে একাউন্ট যুক্ত করেছেন তা ওপেন করার সময় এফিলিয়েড কোড এর ঘরে পোর্টালফোরাম ইংরেজিতে লিখে দিয়েছিলেন কিনা তা নিশ্চিত হয়ে নিন। না লিখে থাকলে আবার নতুন করে আরেকটি একাউন্ট তৈরী করুন। তারপর সেই একাউন্ট এই ফোরামে যুক্ত করুন দেখবেন বোেোসর ডলার প্রতি মাসের 7 তারিখের মধ্যে আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে।