যেহেতু ফরেক্স ২৪ ঘণ্টা খোলা থাকে তাই চাকরি সহ যেকোনো কাজের পাশাপাশি ফরেক্স করা যায়। ঠিকমত মনোযোগ দিয়ে ট্রেড করলে সবসময় সফলতা পাওয়া সম্ভব।
Printable View
যেহেতু ফরেক্স ২৪ ঘণ্টা খোলা থাকে তাই চাকরি সহ যেকোনো কাজের পাশাপাশি ফরেক্স করা যায়। ঠিকমত মনোযোগ দিয়ে ট্রেড করলে সবসময় সফলতা পাওয়া সম্ভব।
আমার জানা মতে চাকরীর পাশা-পাশি , ফরেক্স করা অনেক সুবিধা জনক । যে কেউ অন্য কাজের পাশা-পাশি এই ফরেক্স ব্যবসায় করতে পারে , কোন সমস্যা হয় না । শুধু তাকে কাজ জানতে হবে ।
ফরেক্স সম্পুর্ন দক্ষতা নির্ভর ব্যবসা। দক্ষ হয়ে গেলে ফরেক্সে অল্প সময় দিয়েও ভালো প্রফিট করা সম্ভব। যদি ফরেক্সে দক্ষ কেউ চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে পারে তবে তার অবশ্যই ফরেক্স ট্রেডিং করা উচিত। আমি মনে করি দক্ষতা থাকলে চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিং করা যায়।
চাকরি বা অন্য ব্যবসার পাশাপাশি ফরেক্স ব্যবসা করা যায় । ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এ ব্যবসা সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা করা যায় । ফরেক্স ব্যবসা যে কেউই জ্ঞান অর্জন করে করতে পারে । তাই অনেকে চাকরি বা ব্যবসা পাশাপাশি ফরেক্স ব্যবসা করতে পারে । এখন তো অরেক ছাত্র তাদের পড়াশোনার পাশাপাশি ফরেক্স ব্যবসা করচ্ছে ।
আমি মনেকরি এটি অনেক ভাল যে চাকরীর সাথে সাথে পার্ট হিসাবে ফরেক্স ব্যাবসা করা , কারন ফরেক্স করে যদি আমরা একটু বাড়তি আয় কোত পারি তা আমাদের জন্য ভাল ও আমাদের ভাল সময় কাটাতে পারব ।
হ্যা, আমি চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেড করি। আমি এখন ফ্যামেলির খরচ ফরেক্স ট্রেড করেই চালাই, আর বেতনের টাকা ব্যাংকে জমাই। আর ফরেক্স মার্কেট যেহেতু সপ্তাহে ৫ দিন খোলা থাকে তাই চাকরির পর অবসর সময় ও কাজে লাগে।
চাকরির সাথে সাথে ফরেক্স ব্যবসার সাথে যুক্ত হওয়া যায়। আপনি আপনার চাকুরীর নির্দিষ্ট সময় পার করে দিন এ অবশিষ্ট যে সময় পান সে সময়ে ফরেক্স ট্রেড করতে পারেন। সুধু বাংলাদেশ এই নয় বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষই কোন না কোন পেশার পাশাপাশি ফরেক্স করছে। তাই চাকুরীর পাশাপাশি পার্টটাইম ব্যবসা হিসেবে আপনি ফরেক্স কে বেছে নিতে পারেন কারন এখানে ধরা বাধা কোন নিয়ম কানুন নাই, যে কোন সময় ই ট্রেড করতে পারেন ।
যারা জব করেণ আমি মনে করি তাদের ফরেক্স ব্যবসা করাটা একটা বাড়তি উপার্জন। যেহেতু ফরেক্স ব্যবসার জন্য আপনাকে আলাদা করে সময় দিতে হচ্ছে না এবং যেকোন সময় যে কোন জায়গায় যেকোন অবস্থাতে ফরেক্স ব্যবসা টা করতে পারছেন তাই আমি মনে করি এটা আপনার সংসার এর খরচের বাড়তি আর একটা সাপোর্ট।
ফরেক্স এমন একটি ব্যাবসা যেটা সবসময় এবং অন্য যেকোন কাজ করার পরেও করা যায় । আর হা চাকরি করেও ফরেক্স ব্যাবসা অনায়াসেই করা যায় । কারন ফরেক্স করতে হলে আপনাকে অফিসের বসের সামনে যেমন সারাক্ষন বসে থাকতে হয় তেমন টা কিন্তু ফরেক্স এর জন্য করতে হই না । তাই আপনি চাকরির পাশাপাশি অনায়াসেই ফরেক্স ব্যাবসা চালিইয়ে যেতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন তাই আর কোন দ্বিধার মধ্যে না থেকে এখনই ফরেক্স শিক্ষার অভিযান আরম্ভ করে দিন ।
কেউ যদি চাকুরীর পাশাপাশি ফরেক্স করতে চাই তাহলে সে তো অনেক ভালো একটা ধারনা তাহলে সেটা তার জন্য বাড়তি এবং লাভজনক একটা আয়ের উতস হবে । 'আসলে ফরেক্স করার জন্য ২৪ ঘন্টা মার্কেট এর দিকে তাকিয়ে থাকার দরকার নাই । ফরেক্স ব্যাবসা করতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরী সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা এবং অবসর সময় এ মার্কেট নিয়ে ভালভাবে এনালাইসিস করা । আর এখন তো আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থেকে তাহলে তো কথাই নাই সেটি দিয়েই আপনি ট্রেড করতে পারবেন । অফিসে বসে করলেও কাউ সেটা বুঝতেও পারবে না ।
হা আমার মতে চাকরির পাশা পাশি ফরেক্স করা যায় । কারন ফরেক্স ব্যবসায়ে সপ্তাহে সোম থেকে শুক্র পয’ন্ত ২৪ ঘন্টা খোলা থাকে।চাকরির থেকে আশার পর রাতে আপনি যদি ২-৩ ঘন্টা কষ্ট করে সময় দেন তাহলে ফরেক্স ব্যবসা ভাল ভাবে করতে পারেন ।তাই আমি বলব যে যারা চাকরির জীবি তারা যেন ফরেক্স ব্যবসায় আগ্রহী হয়ে আসে।
চাকরি বা ব্যবসার পাশাপাশিও ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব।কেননা সপ্তাহে পাঁচদিনই যেকোনো সময়ই ট্রেট মার্কেট খোলা থাকে।তবে একটা কথা আপনি যদি চাকরি, ব্যবসা এবং ফরেক্স মার্কেট সবকিছুতেই অধিক লাভের আশায় থাকেন তবে তা কষ্টসাধ্য ব্যাপার।কেননা মানুষের কার্য শক্তির একটা লিমিট থাকে।তবে হ্যাঁ চাকরি বা ব্যবসার পাশাপাশি সল্প লাভের আশায় ফরেক্স সম্ভব।
চাকুরীর পাশাপাশি ফরেক্স ট্রেডিং করা যায়। আমি নিজেও একজন চাকুরীজীবী। আমি ফরেক্স করছি। এতে চাকুরীতে কোন সমস্যা হচ্ছে না। তবে এ জন্য অভিজ্ঞতা অর্জন করতে হবে। চাকুরীজীবীদের আবশ্যই লংটার্ম ট্রেড করতে হয়। দৈনিক ক্যান্ডেল টিকের উপর ভিত্তি করে ট্রেড দিলে এদিকে লস হওয়ার সম্ভবনা খুব কম থাকে। অন্যদিকে চাকুরীতেও কোন অসুবিধা হয় না।
শুদু চাকরি কারার পাশা পাশি নয় আজকাল দেখা যাচ্ছে যে অনেকে ফরেক্স কে নিজের জিবনের একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে। আমি মনে করি চাকরি করার পাশা পাশি ফরেক্স মানুষ কে দিতে পারে বারতি কিছু সুবিদা । কেন না ফরেক্স যে কেও যে কুথাও থেকে করতে পারছে। তাই আমি মনে করছি চাকরি করারা পাশা পাশগি ফরেক্স করা টা খুবি ভাল হবে।
আমার মতে যেহেতু ফরেক্স দিন রাত সারাক্ষন খোলা থাকে তাই যেকোনো পেশার মানুষই এখানে ট্রেড করতে পারবে।কারন কোন পেশার কাজই ২৪ ঘন্টা করার না। তাই যে কেউ ইচ্ছা করলেই এখানে ট্রেড করতে পারে।
আমি বিএসসি ৩য় বর্ষের ছাত্র।। আমি এখন থেকেই ট্রেড করি।। আপনি যেকনো জাইগা বা যেকনো অবথাতেই ট্রেড করতে পারেন ।। শুধুই চাকরি কেন আপনি ভ্রোমন অবথা বেস্ততার মদ্ধেউ ট্রেড করতে পারেন।। তবে হ্যা আপনাকে মাথা টা ঠানডা করে বুঝে শুনে ট্রেড ওপেন করতে হবে।। আর আমি মনে করি আপনি একজন ভাল ফরেক্স ট্রেডার হলে আপনার চাকরি করার দরকার নাই।। এটার পিছনেই সমই দেন আপনার লাইফ টা উপভগ করেন।।
আমি এখন ব্যচেলর ৩য় বর্ষের ছাত্র ।। আমি এখন থেকেই ট্রেড করি।। আমার ছাত্র জিবনে পড়া শুনাই ফরেক্স তেমন কোন প্রভাব ফেলেনা।। আশা করি চাকরি জীবনেও কোন প্রভাব ফেলতে পারবেনা।।
হ্যা আমি মনে করি আপনি চাকরির পাশা পাশি খুব ভাল ভাবে ফরেক্স করতে পারবেন এতে আপনার চাক্রিতে কোন প্রভাব পরবেনা।।
ফরেক্স নিয়ে সত্যি বলতে গেলে দেখা যায় তা আমাদের জীবনে এসেছে কল্যাণকর হয়ে। ফরেক্স কে আমরা যে কেও ২ ভাবে বেছে নিতে পারি পার্ট টাইম এবং ফুল টাইম হিসেবে। আমাদের মধ্যে জিনারা বিভিন্ন চাকরি করেন কিবা নানান পেশার সাথে জরিত উনারা ও কিন্তু ফরেক্স বিজনেস করতে পারেন। আমি মনে করি উনারা যদি চাকরীর পাশা পাশি ফরেক্স বিজনেস করেন তবে সেটা উনাদের জন্য খুবি ভালো। এবং আর একটি আয়ের মাধ্যম।
বর্তমানে প্রতিযোগিতার যুগে চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে।আবার চাকরি পেলেও পুরো আর্থিক চাহিদা মিটছে না।তাই চাকরির পাশাপাশি অন্য পেশার প্রয়োজন দেখা দিচ্ছে।এজন্য আজকাল অনেকেই চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেডিংয়ে যুক্ত হচ্ছে।মূলত চাকরীর পাশাপাশি ফরেক্স ট্রেডিং সম্ভব বলেই অনেকে করছে।বর্তমানে আমি এখনও চাকুরিজীবি না হলেও স্টুডেন্ট।লেখাপড়ার পাশাপাশি ফরেক্স করছি।ভবিষ্যতে চাকরি পেলেও চাকরির পাশাপাশি ফরেক্স করে যাওয়ার ইচ্ছা আছে।
আমদের দেশে এমনিতেই অনেক বেকার লোকজন আছে তার উপর আমাদের দেশের মাথাপিছু আয় খুবই কম তো একজন চাকুরিজীবি লোক শুধুমাত্র তার একটা চাকরি দিয়ে তার নিজেদের অর্থনৈতিক অবস্থার তেমন একটা উন্নত করতে পারে না । তাই আমি মনে করি তাদের চাকরির পাশাপাশি অন্য ব্যবসা করা উচিত এবং ফরেক্স হচ্ছে শ্রেষ্ট পার্ট টাইম ব্যবসা তাদের জন্য।
ফোরেক্স ব্যাসায় যেহেতু ক্যাপিাল একটি গুরুত্ব পূর্ণ বিষয় তাই চাকুরিজীবিদের জন্য এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক। অনেকে মনে করেন যে চাকুরীর সাথে হয়তো ফরেক্স করা যাবেনা কারন ফরেক্স করতে অনেক টাইম দরকার বা সে টাইম পাবেনা এমন আর কী। কিন্তু ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তার এটি করতে যে খুব বেশি সময় লাগে তাও কিন্তু নয়। বরংচ তাদের ক্ষেত্রে ক্যাপিটালটা ইউজ করা অনেক সহজ হয় ফলে তারা আরো ভালোভাবে জিন্তাহীন ভাবে মার্কেট করতে পারবেন। সুতরাং ফরেক্স মার্কেট চাকুরিজীবীদের জন্য একটি আদর্শ স্থান অতিরিক্ত ইনকাম করার জন্য।
ফরেক্স অনলাইন ব্যবসা তাছাড়া সোম থেকে শুক্রবার ২৪ ঘন্টায় খোলা থাকে তাই যে কেও চাকুরীর পাশাপাশি যে কেউ যে কোন সময় ফরেক্স এ ট্রেড করতে পারেন। এবং চাকুরীর বেতন এর পাশাপাশি এটি একটি ভাল সাপট দিবে ব্যক্তি জীবনে।
আমি চাকুরী করি না তবে লেখা পড়া করার পাশাপাশি ফরেক্স ট্রেড করি এবং আশা করচ্ছি লেখা পড়া শেষে চাকুরীর পাশাপাশি ফরেক্স ট্রেড করবো কারন ফরেক্স ট্রেডে জন্য আপনার কোন সময়ের বাধ্যবাধকতা নেই তাই আপনি যে কোন পেশার পাশাপাশি আপনার অবসর সময়ে ফরেক্স ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে পারেন । ধন্যবাদ।
ফরেক্সকে আপনি পার্টটাইম ব্যবসা হিসেবে নিতে পারেন। আপনি যেহেতু একজন চাকুরিজীবী সেহেতু চাকুরীর পাশাপাশি আপনি ফরেক্সও চালিয়ে নিতে পারবেন। আপনি চাইলে আপনার অবসর সময়ে স্ক্যাল্পিং করে ফরেক্স ব্যবসা করতে পারেন। বর্তমানে অনেকেই এরকম চাকুরীর পাশাপাশি ফরেক্স ব্যবসা করছে। আপনি যদি এভাবে ট্রেড করতে থাকেন তাহলে একসময় অভিজ্ঞ ট্রেডার হয়ে যাবেন, তখন ফরেক্সকে আপনি ফুল টাইম ব্যবসা হিসেবেও নিতে পারবেন।
আসলে ফরেক্সে কাজ করার জন্য কোন ধরা বাধা সময় দেওয়া না থাকায় একজন ছাত্র, পেশাজীবি, চাকুরী জীবি সবাই ফরেক্সে কাজ করতে পারে। যারা চাকুরি জীবি তারা সাধারনত তাদের অফিসে কাজ সামলিয়ে রাতে ফরেক্সে কাজ করে থাকে। আমার মনে হয় চাকরির সাথে সাথে ফরেক্স ব্যবসায় করলে যেমন অভিজ্ঞতা হয় ব্যবসায় সম্পর্কে তেমনি বাড়তি আয়ের ও সংস্হান হয়ে যায় এর মাধ্যমে। আমাদের দেশের বেশির ভাগ চাকুরি জীবিরা েএই ব্যবসায়ের প্রতি আগ্রহী হয়ে থাকেন। ধন্যবাদ।
এখানে মোটামুটি কথা হল একজন ট্রেডার যদি চাকু্রিজীবী হন তাহলে তার সাথে ফরেক্স ট্রেড করতে পারবে এক্ষেত্ররে হয়তো একটু কম সুবিধা পাবে কারন সে বেশি সময় দিতে পারবে না
ফরেক্স এমন একটি জনপ্রিয় ট্রেড আপনি যখন খুশি যেখান থেকে পারেন করেন কোন ধরাবাঁধা নিয়ম এখানে নিদিষ্ট করা নেই সেটা হোক আপনার চাকুরী, অন্যান্য বাবসা, ছাত্র/ছাত্রী, বেকার, অবসরপ্রাপ্য সবাই ফরেক্স করতে পারেন, আর একটা বিষয় হল বেশীর ভাগ ট্রেডার ফরেক্স এ পার্টটাইম হিসেবে ট্রেড করে তাই আপনি ও চাকুরীর পাশাপাশী একজন ভালো ট্রেডার হতে পারেন প্রয়োজন শুধু হচ্ছে শক্তি।
আমি মনে করি ফরেক্স মারকেতে চাকরি করে ফরেক্স কাজ করা সম্ভব । আমি ফরেক্স কাজ করি কিন্তু এখন জব হই নি। আমার জব জলেও আমি ফরেক্স মারকেত এর ট্রাড করা চালিয়ে জাব । ফরেক্স মারকেতে নিসন্ধে আপনি ফরেক্স থেকে প্রফিট পেতে পারেন সেতা নিরভর করবে আপনার ইচ্ছার উপর । ফরেক্স মারকেত ট্রাড করা অনেক সহজ । ফরেক্স মারকেত থেকে টাকা তুলার তেমন কোন জামেলা নেই । তাই আপনি চাই লে চাক্রির পাসা পাসি ফরেক্স মারকেতে কাজ করতে পারেন ।
হ্যা আমি মনে করি চাকরির পাশাপাশি ফরেক্স ব্যাবসা ভালভাবে করা শম্ভাব চাকুরিজীবী কিংবা ব্যাবসায়ি হউন ফরেক্স মার্কেটে আপনি আপনার ইচ্ছামতো ট্রেড করা শম্ভাব হবে মোবাইল থাকলেই যেকোন যায়গায় থেকে ট্রেড করতে পারবেন তাই চাকরির পাশাপাশি সহজেই ট্রেড করা সম্ভব তাই চাকরির পাশাপাশি ফরেক্স বেবসা করায় কোন বাধা নিষেধ নাই ফরেক্স বেবসা যে কোন চাকরিজীবীর জন্য বারতি আয়ের একটি ভালো উপায়।
ফরেক্স ব্যবসা হচেছ একটি অনলাইন ভিত্তিক ব্যবসা ফরেক্স ব্যবসা যেকেউ চাইলে করতে পারে ফরেক্স ব্যবসা সবার জন্য উনমুক্ত।আপনে যেকোনো প্রান্ত থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন।আমি বলব চাকরি করেও ফরেক্স ব্যবসা করা যায়।এখন ট্রেড করা অনেক সহজ কারন আপনে মোবাইল এর মাধ্যমে ফরেক্স ব্যবসা ট্রেড করতে পারেন।চাকরি করেও ফরেক্স ব্যবসা সফল হওয়া সম্বভ।
চাকরির পাশাপাশি ফরেক্স কাজ করা যায়,,,, সাধারনত চাকরির পাশাপাশি সময় বের করে এখানে কাজ করা যায়,,,, ভালো মতো কাজ যানা থাকলে অনেক কিছু করেই কাজ করা যায়,,,,
অনেক চাকরিজীবি আছে যারা ফরেক্স ট্রেডার অথবা অনেক ফরেক্স ট্রেডার আছে যারা চাকরিজীবি তাই বলা যায় চাকরির পাশাপাশি ফরেক্স করা সম্ভব। তবে চাকরিজীবিরা লং টাইম ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে ট্রেড করে বেশী উপকৃত হতে পারেন। কারন তাতে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হয় না এবং মানসিক চাপ কম থাকে।
আপনি চাকরির পাশাপাশি ফরেক্স বাবসা করতে পারবেন। কিন্তু প্রথম দিকে আপনাকে অনেক শ্রম দিতে হবে। ট্রেইনিং নেওয়ার সাথে সাথে আপনি বেশি বেশি ডেমোতে প্র্যাকটিস করতে পারেন। আপনি যত ডেমোতে প্র্যাকটিস করবেন আপনি ফরেক্স সম্পর্কে তত ধারণা পেতে পারবেন। ধন্যবাদ
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে । আর এই সময়ের যেকোনো সময় ট্রেড করা যাই । তাই সবাই যার যার সুবিধা মত সময়ে ট্রেড করতে পারে । যারা চাকুরিজীবী আছেন তারা তাদের সুবিধা মত সময়ে ট্রেড করতে পারবেন । ফরেক্সে এই সুবিধা থাকার কারনে আমরা অন্ন যেকোন কাজের ফাকে ফরেক্স মার্কেট করতে পারি । এর থেকে ভাল ফলাফল পেতে পারি । সুবিধাজনক একটা ইনকাম এর রাস্তা তৈরি করতে পারি । জীবন টাকে একটু অন্যভাবে আরও সুন্দর করে সাজাতে পারি ।
আসলে চাকুরির পাসাপাশি ফরেক্সে আপনি আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন এতে কোন সমস্যা হবে না। কারন এখানে কাজ করার জন্য সবসময় মনিটর এর সামনে বসে থাকতে হয় না। প্রতি সপ্তাহের ৫ দিন শনিবার ও রবিবার বাদে দিন রাতের যে কোন সময় / ২৪ ঘন্টাই মার্কেট খোলা থাকে। তাই বলা যেতে পারে চাকুরির পাসাপাশি আপনার এখানে কাজ করতে কোন সমস্যাই হবে না।
হ্যা আমি মনে করি চাকরির সাথে ফরেক্স করা যাবে। চাকরির পাশাপাশি ফরেক্স বাবসায় যে কোন মানুষের জন্য বারতি আয়ের একটি ভালো সুযোগ। ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে , আপনি যেকোনো সময় এই ফরেক্স এ ট্রেড করতে পারেন। আর চাকরি করার পাসাপাসি এই ফরেক্স করলে আপনার আয় দিগুন হবে।
চাকরির সাথে সাথে ফরেক্স ব্যবসা করা যায়।কারন ফরেক্স ব্যবসা চাইলে কম সময় ব্যবহার করেও করা যায়।আর তাছাড়া ফরেক্স তো ইচ্ছামত সময়ে ট্রেডিং করা যায়।তাই চাকরির পাশাপাশি যতটুকু ফ্রি সময় পাওয়া যায় সেই সময়টুকু ফরেক্স করা যেতে পারে।এজন্য আজকাল অনেক চাকুরিজীবি মানুষ চাকরির পাশাপাশি পার্ট টাইম হিসেবে ফরেক্সে ট্রেডিং করে।
আপনি চাইলে চাকরির পাশাপাশি আপনি ফরেক্স বাবসা করতে পারেন কিছু বারতি আয়ের লক্ষে। কারণ ফরেক্সে ট্রেড করতে কার কাছে যেতে হয় না, এমনকি এটি একটি আন্তর্জাতিক বাবসা। ফরেক্সে ট্রেড করে আপনি প্রতিদিন অনেক প্রফিট করতে পারেন। ধন্যবাদ
ফরেক্স ব্যবসা সকলের করার অধিকার রয়েছে । যারা চাকরিজীবী তাদের জন্য ফরেক্স ব্যবসা অনেক সুবিধা জনক ব্যবসা । এই ব্যবসা যেকোনো যাইগাতে করা যাই । এই ব্যবসা করতে হলে খুব বেশি সময় এর দরকার হয় না । এই ব্যবসা করতে হলে ভালো আনালাইসিস জানতে হবে । অফিস থেকে বাসায় এসে খুব সহজে ফরেক্স ব্যবসায় সময় দিয়ে অনেক মুনাফা আয় করা যাই ।