-
ফরেক্স বলতে সাধারনত বুঝা যায় যে আমাদের দেশের কোন কিছু না কারন ফরেক্স মানে সবাই জানে যে বাইরের দেশের কারেন্সি।তাই আমরা ফরেক্স মার্কেট এর মধ্যে কারেন্সি ট্রেড করি থাকি ।কারেন্সি সাধারনত দুইটা দেশের মধ্যে যে পরিবত্তন হয় তার বিনিময়ের মাধ্যমে আমরা নিজের পুজি ব্যবহার করে একটা প্রফিত নিয়ে থাকি আমাদের জন্য ও ভাল আবার ব্রকারদের জন্যও ভাল।
-
ফরেক্সে মুদ্রা বা কারেন্সি ট্রেড করা হয়। মুদ্রা ক্রয় এবং অবাধে বিক্রয়ের মার্কেট ফরেক্স। এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা ক্রয় করছেন এবং যে পরিমাণ ক্রয় করছেন মুলত সেই দেশের অর্থনীতির কিছু শেয়ার ক্রয় করছেন। ধরুন কোন দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে বলে আপনি তাদের কিছু শেয়ার ক্রয় করলেন এবং আপনি তা বিক্রয় করে দিবেন যখন আপনার ক্রয়কৃত শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাবে। মূলত এটাই আপনার কাজ হবে ফরেক্স মার্কেটে। আমরা জানি প্রত্যেক দেশের অর্থনৈতিক পরিকাঠামোর উপর ভিত্তি করে ঐ দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। কখনও ইউরো’র বিপরীতে ইউ.এস.ডি. শক্তিশালী হচ্ছে, আবার কখনও ইউ.এস.ডি.’র বিপরীতে ইউরো শক্তিশালী হচ্ছে, এরকম সব দেশের মুদ্রা একটি আরেকটির বিপরীতে শক্তিশালী এবং দুর্বল হয়। পেয়ারের একটি মুদ্রার দাম বাড়লে অপরটির দাম কমে। তাই দাম বাড়লেও আপনি প্রফিট করতে পারবেন আবার দাম কমলেও আপনি প্রফিট করতে পারবেন, আর ফরেক্সের এই সুবিধাটিই হল অন্যান্য সব ব্যাবসা থেকে আলাদা যা ফরেক্সকে আরও বেশি জনপ্রিয় করে তুলছে।
-
আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।যখন আমরা জাপানিজ ইয়েন কিনি , আমরা মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি করে দেব, আশা করি আমরা লাভ করব।
অ্থ্যাং এক কথাই কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।
-
আপনার উত্তর একটাই কারেন্সি। কারন আমরা বাস্তবে কিছু কিনছি না। কারেন্সি ক্রয় করা কোন পথিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির উপর নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা।
-
যদিও এখানে কোন কিছু ক্রয় বিক্রয় করা হচ্ছেনা কিন্ত এখানে বৈশ্বিকভাবে আমাদের ট্রেডগুলো প্রত্যকটা দেশের অর্থনীতেকে প্রভাবিত করছে প্রকৃত পক্ষে আমরা ট্রেড করছি কারেন্সি অর্থ্যাৎ আমরা এখানে পজিশন বুঝে কারেন্সিসমূহের অবস্থান নির্ণয়ের চেষ্টা করি এনালাইসিসের মাধ্যমে একজন ভারো ফরেক্স এনালাইসিস্ট বলে দিতে পারবে যে মার্কেট ঠিক কোন দিকে যেতে পারে , অর্থ্যাৎ কারেন্সিসমূহের অবস্থা শক্তিশালী নাকি দুর্বর সে হিসেব বুঝে আমরা প্রফিট অথবা লস করে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি ক্ষেত্র বিশেষে অনেকে তার পুরো পুঁজি হারিয়ে ফেলছেন এই মার্কেটে
-
ফরেক্সে মূলত বিভিন্ন দেশের কারেন্সির ট্রেড করা হয়।একেক দেশের কারেন্সি একেক দেশের অর্থনীতির প্রতিক।এগুলোর মান সবসময় একরকম থাকে না। পরিবর্তনের বিভিন্ন পজিশনে বাই এবং সেলের মাধ্যমে ট্রেডিং সম্পন্ন হয়।ফরেক্স বাব্যসা হচ্ছে বিভিন্ন মুদ্রা কেনা বেচার একটি জায়গা । আপনি এই মার্কেট এ অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করতে পারেন । ফরেক্স এ আপনি কোন একদেশের মুদ্রা কেনে রেখে দাম কম্লে তা বিক্রি করে দিয়ে অনেক ভাল পরিমানে লাভ করতে পারেন ।
-
সহজে বলা যাই কারেঞ্ছি। কোন এক দেশের মুদ্রা অন্য এক দেশের কাছে ক্রয় বা বিক্রয় করে থাকে। আর ফরেক্স হল এর একটি মাধ্যম। এখানে শুধু ডলারই নয় সোনা, রুপাও ক্রয় বিক্রয় করা হয়।
-
ফরেক্সে মূলত বিভিন্ন দেশের কারেন্সির ট্রেড করা হয়।একেক দেশের কারেন্সি একেক দেশের অর্থনীতির প্রতিক।এগুলোর মান সবসময় একরকম থাকে না। পরিবর্তনের বিভিন্ন পজিশনে বাই এবং সেলের মাধ্যমে ট্রেডিং সম্পন্ন হয়।ফরেক্স বাব্যসা হচ্ছে বিভিন্ন মুদ্রা কেনা বেচার একটি জায়গা । আপনি এই মার্কেট এ অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করতে পারেন । ফরেক্স এ আপনি কোন একদেশের মুদ্রা কেনে রেখে দাম কম্লে তা বিক্রি করে দিয়ে অনেক ভাল পরিমানে লাভ করতে পারেন ।
-
কারেন্সি, কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে।আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি।
-
এখানে বেচা কেনা করা হয় কি করা হয় তার উত্তর কারেন্সি। আমরা এক দেসের কারেন্সি কিনি আবার এক সময় টা সেল করে দেই এভাবে আমরা লাভ করি। এখানে আমরা বাই বা সেল দুই ভাবে লাভ করি।
-
ফরেক্স মার্কেট এ কারেন্সি বা মুদ্রা ট্রেডিং করা হয়ে থাকে,কিন্তু মুদ্রা নিয়মিত উঠানামা করে থাকে কারন এই টি নির্ভর করে অর্থনৈতিক বাজারের উপরে, তাই ফরেক্স মার্কেট এর বাজার তেমিনি ভাবে উঠানামা করে থাকে,তাই এখানে মুদ্রার বিনিময় করে বা ট্রেডিং করে প্রফিট করতে পারি
-
ফরেক্স মার্কেটটা হচ্ছে এক দরনের ব্যবসা। যা ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।আর এই ব্যবসাটা মুলত মানি এক্সচেঞ্জের ব্যবসা। এই ব্যবসায় এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হয়ে থাকে। যেমন urusd, gpbusd,এই রকম আর অনেক কিছুর ট্রেড করা হয়ে থাকে।
-
বিভিন্ন মুদ্রা বেচা কেনা একটি জায়গা । আপনি এই মার্কেট এ শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা বেচাকেনা করতে পারেন । ফরেক্স এ আপনি একদেশের মুদ্রা কিনে রেখে দাম কম্লে তা বিক্রি করে দিয়ে লাভ করতে পারেন ।
-
আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে আমাকে প্রশ্ন করেন যে কি ট্রেড করা হয় । আমি েএই প্রশ্নের উত্তর হিসেবে আপনাকে আবার প্রশ্ন করব যে এখানে কি ট্রেড করা হয় না । ফরেক্স মার্কেটে সবকিছুই ট্রেড করা হয় । আপনি যেকোন কারেন্সি পেয়ার এ ট্রেড করতে পারবেন । এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফিচার । যার মাধম্যে ট্রেড করে লাভবান হতে পারেন ।
-
আমি বলবো এখানে আসলে কেনা হচ্ছে কারেন্সি। আমরা করেন্সি এর স্ট্রং অথবা উইক পজিশনের জন্য ওয়েট করি এবং সঠিক পজিশনে সঠিক অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা মার্কেকেট ইন করি এবং পজিশন ওয়াইজ প্রোফিট অথবা লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসি। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কোন প্রোডাক্ট কেনাবেচা হচ্ছে না। শুধু মাত্র কারেন্সিকে টার্গেট করে মার্কেট করা হয়।
-
আমি ও কারেন্সী ট্রেড করে থাকি.ফরেক্স মার্কেট এ অনেক কারেন্সী পার নয়েছে যা বিভিন্ন টাইম ফ্রেম এ ট্রেড করতে হয়.এই কারেন্সী তে বাই/সেল এর মাধ্যমে আয় করতে হয়.বর্তমান দুম বেবেচনা করে ভবিশ্সত দুম পুব অনুমান করে এই বাই/সেল করতে হয়.এই অনুমান বাস্তবে পরিনত হবার মাধ্যমে ত্রাদের গণ লাভ করে থাকে.এই কারেন্সী ট্রেড ফরেক্স এ তিনটি ট্রেড মাধ্যম এর মধ্যে একটি.
-
ফরেক্সে আমরা কিসের ট্রেড করি তা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই নতুন ফরেক্সে আসেন বলে জানেন না হয়তো। তাদের জন্য বলছি ফরেক্সে কারেন্সির ট্রেড করা হয়।কারেন্সি অর্থাত মুদ্রাজোড়। বিভুন্ন উন্নত দেশের মুদ্রা নিয়ে জোর তৈরি করা হয়। আর আমরা ফরেক্স ট্রেডাররা এসব মুদ্রাজোড়ের ট্রেডই করে থাকি।
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যে মার্কেটে আমরা আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করে থাকি। এই মার্কেটে বিশ্বের সকল গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার কেনা বেচা করা হয়ে থাকে। এই মুদ্রা সাধারনত মুদ্রা জোড়ের মাধ্যমে বিনিময় করা হয়ে থাকে। এই মার্কেটে বিভিন্ন ধরনের মুদ্রা জোড় রয়েছে। যেমন-ইউরো/ইউএসডি,জিবিপি/ইউএসডি ইত্যাদি। ফরেক্স মার্কেট সম্পূর্ণভাবেই অনলাইন ভিত্তিক বলে এখানে অনলাইনেই মুদ্রার কেনা বেচা সম্পন্ন হয়ে থাকে।
-
ফরেক্সে আমরা মুলত বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে ব্যাবসা করে থাকি।।। বিভিন্ন দেশের কারেন্সিরর মুল্য প্রতিনিয়ত পরিবর্তনসশিল
।। এই সুযোগ টাকে কাজে লাগিয়ে ফরেক্সে মুদ্রা ব্যাবসা করা হয়।। ফরেক্সে দু অবস্থাতেই লাভ করা যায়।। তাই এখানে ফরেক্স সম্পরকে ভাল মত বুঝে ট্রেড করতে পারলে অবশ্যই লাভ করতে পারবেন।।।।
-
ফরেক্স মার্কেট এ আমরা কারেঞ্ছি বেচাকেনা করি । এক দেশের বিপরীতে আর এক দেশের কারেঞ্ছি ক্রয় -বিক্রয় করি । আর এ ক্রয় - বিক্রয় এর মাধ্যমে আমরা যখন লাভ করি তখন লাভ টেক করি আর যখন লস করি তখন টেক করি । এ ছাড়া ফরেক্স মার্কেট আমরা তেল, সুনা ইত্যাদি নিয়ে ক্রয় - বিক্রয় করে থাকি ।
-
হ্যা ফরেক্স মার্কেটে আমরা কি কিনছি তা নিয়ে অনেকেই দ্বিদায় পড়ে যায় । আসলে ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি কিনে থাকি । আমাদের এই ক্রয়কৃত কারেন্সির দাম বাড়লে *বা কমলে আমরা মার্কেটে লাভ অথবা লস করে থাকি । মার্কেটে ভালভাবে অভিজ্ঞতা *অর্জন করে তারপর রিয়েল একাউন্টে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে সাধারনত মুদ্রা কেনা বেচা করা হয়।তাছাড়া আপনি কমিডিটিস ও কেনা বেচা করতে পারেন যেমন-গোল্ড, সিল্ভার,নিকেল,প্লটিনাম ইত্যাদি।এই কেনা বেচাকে ফরেক্স ভাষাতে ট্রেড বলে।
-
কি ট্রেড করা হয়??
আমরা ফরেক্স মার্কেটে কারেন্সি ট্রেড করে থাকি।।।
-
আপনার মত অনেকেই এই প্রশ্নটি করে থাকে যে ফরেক্সে আসলে কি দিয়ে ট্রেড করা হয়! ফরেক্স হর আন্তজার্তিক কারেন্সি বা মুদ্রা বাজার যেখানে প্রতিদিন বিশ্বের সব চেয়ে বেশি পরিমান মুদ্রা ক্রয়-বিক্রয় হয়ে থাকে। আর ফরেক্স ট্রেডারা মূলত ঐ সকল কারেন্সি পেয়ারের মাধ্যমে বা ব্যাবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে এবং লাভ বা লস করে থাকে।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেড করা হয়। আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী যে কোন দেশের মুদ্রা নিয়েই ট্রেড করা যায়। প্রত্যেক ট্রেডারের প্রয়োজন ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরন করা। তাজলে আপনি এই মার্কেটে ভাল কিছু করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনি বিশ্বাসের সাথে ট্রেড করে যেতে থাকেন আশা করি আপনি ভাল কিছু করতে পারবেন। আপনাকে মার্কেট সম্পর্কে ভাল করে এনালাইসিস করতে হবে। ছোট ভলিউম দিয়ে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি কিনে থাকি । আমাদের এই ক্রয়কৃত কারেন্সির দাম বাড়লে *বা কমলে আমরা মার্কেটে লাভ অথবা লস করে থাকি । মার্কেটে ভালভাবে অভিজ্ঞতা *অর্জন করে তারপর রিয়েল একাউন্টে ট্রেড করতে হবে ।
-
সহজ কথায় বলতে গেলে আমরা ফরেক্স এ কারেন্সি ট্রেড করি । ফরেক্স এ আমরা বিভিন্ন দেশের কারেন্সি কিনে থাকি । প্রতেকটি দেশের কারেন্সি সব সময়ই উঠা নামা করে । আর কারেন্সি হল কোন একটি দেশের অর্থনৈতিক অবস্থা । আমরা বিভিন্ন দেশের কারেন্সি দেখে ট্রেড করে থাকি । ফরেক্স এ অন্য কিছু কেনা বেচা করা হই না ।
-
ফরেক্সে কারেন্সি ট্রেড করা হয়।ক্রস মুদ্রা জোড়ার হারকে বলা হয় ক্রস হার।ক্রস মুদ্রার গতিবিধি বিশ্লেষণ করার পাশাপাশি সেই দেশের অর্থনৈতিক নিউজগুলো জানুন।
-
ফরেক্স মার্কেটে বিশেষ করে কারেন্সির উপর ট্রেড করা হই।তাছারা আপনি কমিডিটিসে ট্রেড করতে পারেন।কমিডিটিসের মধ্যে হল -গোল্ড আর সিল্ভার ।তাছাড়া আরো অনেক ধাতু আছে।আর কারেন্সির ভিতর হল-euro/usd,usd/jpy, cad/aud ।
-
কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়। আমরা একটি দেশের কারেন্সি দিয়ে অন্য দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করি। কারেন্সি ক্রয় বিক্রয় এর মাধ্যমে এখানে আমরা ব্যবসা করে থাকি।
-
সহজ কথায় বলতে গেলে আমরা কারেন্সি ক্রয়-বিক্রয় করে থাকি। কিন্তু বাস্তবে আমরা কিছুই ক্রয় করি না। এখানে কোন দেশের কারেন্সি ক্রয় মানে হল সেই দেশের অর্থনীতির শেয়ার ক্রয় করার মত। কেননা আমরা যখন কোন দেশের কারেন্সি ক্রয় করি আর সেই দেশের অর্থনীতি যদি ভাল হয় তাহলে আমরা লাভ করতে পারি। আর সেই দেশের অর্থনীতি যদি খারাপ হয় তাহলে আমাদের লস হবে।
-
ফরেক্স মার্কেটে কারেন্সি বা বিভিন্ন দেশের মদ্রা আমরা কিনে থাকি এবং লাভ হলে আবার বেচে দিই এর মাধ্যমে আমাদের ট্রেড করা হয় ফরেক্স মার্কেটে । এছাড়াও আমরা সুনা , তেল ইত্যাদি দিয়ে কাজ করে থাকি ।
-
ফরেক্স মার্কেটে কারেন্সি নিয়ে ট্রেড করে থাকি। কারেন্সির প্রাইস মুভমেন্টের উপর নির্ভর করে আমরা ট্রেড ওপেন করে থাকি। কারেন্সীর স্ট্রং নেস এবং উইকনেসের উপর নির্ভর করে ট্রেড দিয়ে থাকি। নিজেদের অনুকূলে গেলে ট্রেড ক্লোজ করে থাকি। প্রাইস মুভমেন্টের উপর অ্যানালাইসিস করে ট্রেড এন্ট্রি নিয়ে থাকি। প্রতিটি ট্রেডের আগে বিচক্ষনতার মাধ্যমে বায় সেল নিয়ে থাকি। কারেন্সীর উপর ডিফেন্ড করে সে দেশের আর্থিক অবস্থা নির্ধারন করা হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট এ আমরা ভিবিন্ন দেশের মুদ্রা বিনিময় এর মাধ্যমে ট্রেড করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ মুদ্রা চারাও আরো অনেক প্রকার জিনিষ নিয়ে ট্রেড করা হয়।যেমন-গোল্ড,প্লাটিনাম,ইত্যাদি। এই গুলার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য জোর কারেঞ্ছি গুলাকেই বেশী প্রাধান্য দিয়ে থাকি।এতে আই ভালোভাবে ট্রেড করতে পারি।
-
ফরেক্স মার্কেট হল আর্ন্তজাতিক শেয়ার মার্কেট এখানে একটি কারেন্সি এর বিনিময়ে অন্য আরেকটি কারেন্সি ক্রয় বিক্রয় করা হয় বিভিন্ন খনিজ পদার্থ বিনিময়ে অন্য খনিজ পদার্থ ক্রয় বিক্রয় এবং অন্য ধাতব পর্দাথ বিনিময়ে অন্যান্য ধাতাব পদার্থ কেনা বেচা করা হয়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাবসায়। এখানে মুলত কারেসি ট্রেড করা হয়। আপনি জইখন ট্রেড ওপেন করবেন তখন আপনাকে বিভিন্ন দেশের কারেন্সি কিনতে হবে এবং বেচতে হবে। আপনি জহন দেখবেন একটি দেশের কারেন্সি নিচে নামছে তখন আপনি কিনবেন ার যখন উপরে উথবে তখন বেচবেন। এভাবে ট্রেড করে আপনি টাকা আয় করবেন।
-
এখানে ট্রেড করা হয় বিভিন্ন দেশের কারেন্সি এবং গোল্ড ইত্যাদি । আসলে আমি একজন নতুন ট্রেডার বলে এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ধারণা নেই । ফরেক্সে তারাই সফল ট্রেডার যারা কিনা নিজের ট্রেডিং স্ট্যাটাসকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারে । ফরেক্সে সফলতার পূর্ব শর্ত হলো দক্ষতা অর্জন । যেমন ফরেক্সে কি ট্রেড করা হয় সেটা জানাও কিন্ত একধরনের বড় দক্ষতার মধ্যই পড়ে । তাই দক্ষতা অর্জন করার চেষ্টা আমাদের করতে হবে ।
-
ফরেক্স এক টি আন্তর জাতিক মুদ্রা কেনা বেচার জায়গা ।ফরেক্স মার্কেট হল কারেন্সি কিনি আমরা বিভিন্ন দেশের কারেন্সি কিনে ট্রেড করি এখান থেকে আমরা লাভ ও করতে পারি আবার লস খেতে পারি।যদি অর্থনৈতিক অবস্হা সেই দেশের খারাপ হয় তাহলে আমরা লসের ভাগিদার হচ্ছি।কারেন্সি বাদেও আজকাল কিছু ধাতব পদার্থ যেমন সোনা,রূপা এবং ওয়েলেরও ট্রেড করা হয়।
-
প্রতি দেশের মুদ্রার বা ঐ দেশের টাকার উপর তাই আপনি যদি ফরেক্স করে থাকেন তাহলে আপনি যেই দেশের হয়ে আপনার ট্রেড ওপেন করবেন সেই ট্রেড এর কারেন্সি সর্ম্পকে আপনার ধারনা থাকতে হবে। তাই আপনি যদি ধারনা রেখে আনালাইসিস করে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই সাফল্য ফর্জন করতে পারবোন আর ফরেক্স ট্রেড এ এই গুলাই করা হয়ে থাকে।
-
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মূদ্রা ব্যাবসায় । এখানে বিভিন্ন দেশের জাতীয় মূদ্রা এক একটি জোড়ায় ট্রেড করা হয় ।এছাড়া গোল্ড , ওয়েল, ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা যায় ।