ডেমো ট্রেড কত দিন করা উচিত এই নিয়ে বিভিন্ন ফোরাম ফরেক্স বন্ধুরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকেন কিন্তু এই বিষয়ে আমি যা বলবো সেটা হল যতক্ষন আপনার ট্রেডিং ধারনা পুরাপুরি পরিস্কার না হয় আপনি ততদিন ডেমো প্রাকটিস করবেন। ধন্যবাদ।
Printable View
ডেমো ট্রেড কত দিন করা উচিত এই নিয়ে বিভিন্ন ফোরাম ফরেক্স বন্ধুরা বিভিন্ন সময় উল্লেখ করে থাকেন কিন্তু এই বিষয়ে আমি যা বলবো সেটা হল যতক্ষন আপনার ট্রেডিং ধারনা পুরাপুরি পরিস্কার না হয় আপনি ততদিন ডেমো প্রাকটিস করবেন। ধন্যবাদ।
আমি মনে করি ৩-৪মাস ডেমো ট্রেড করা উচিত
একজন ভাল ফরেক্স ট্রেডার কে সম সময় ডেমো ট্রেড অনুশিলন করা উচিত। তা হলে সে আরো ভাল ট্রেডার হতে পারবে। এটা ঠিক গানের সারগাম অনুিশীলন করার মত যে শিল্পী প্রতিদিন সকালে গানের সারগাম অনুশীলন করে সে অনেক ভাল গান করতে পারে। ঠিক তেমন ভাবে একজন ফরেক্স ট্রেডারকে সব সময় ডেমো ট্রেড অনুশীলন করে যেতে হয়। তা হলে রিয়েল ট্রেড সে ভাল করবে।
আমার মতে মিনিমাম ৩ মাস ডেমো ট্রেড করে তারপর রিয়েল ট্রেডে আসা উচিত।কারন ফরেক্স মার্কেটে অনেক কিছু শিখার আছে এবং অনেক কিছু জানার আছে।এগুলা না শিখতে পারলে কখনই ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়।টাই আমার মতে কমপক্ষে তিন মাস বা তার বেশী সময় ডেমো করা উচিত।
রিয়েল ট্রেডের পাশাপাশি ও ডেমো ট্রেড করা যেতে পারে। শুধুমাত্র ২ মাস বা নির্দিষ্ট সময় ডেমো ট্রেড করেই রিয়েল ট্রেড এ নামতে হবে বিষয় তা এরকম্ভাবে না নেওয়াই ভাল, কারন ডেমো ট্রেড থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন লাভ লস ছাড়াই, কিন্তু সবসময় যদি রিয়েল ট্রেড থেকে শিখতে চান তবে আপনার মূলধন হারানোর ভয় থাকতে পারে । তবে সেক্ষেত্রে অবশ্যই ডেমো ট্রেড রিয়েল ট্রেড মনে করেই করতে হবে না হলে কোন সুফল পাওয়া যাবেনা ।
ফরেক্স এ নতুন ট্রেডারদের জন্য ডেমো ট্রেড এর বিকল্প নাই। ডেমো ট্রেড করে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায়। ডেমো ট্রেড এ সফল হবার পর লাইভ ট্রেড শুরু করা ভাল। ডেমো ট্রেড এ সফল না হয়ে লাইভ ট্রেড করা রিস্ক। আমার মতে কমপক্ষে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করা ভাল।
ফরেক্স শেখার প্রথম ধাপ হচ্ছে ডেমো ট্রেডিং। ডেমো ট্রেডিং এর মাধ্যমে রিয়েল একাউন্ট এ ট্রেডিং এর নিয়ম জানা যায় কারন ডেমো একাঊন্ট রিয়েল একাঊন্টের মতই। ডেমো একাঊন্টে অন্তত ৩ মাস ট্রেড করা উচিত।
ফরেক্স নিয়ে আপনার অভিজ্ঞতা না আসা পর্যন্ত ডেমো ট্রেড করা উচিত। অন্তত ৬ মাস ডেমো ট্রেড করা উচিত। যত বেশি ডেমো করবেন তত ফরেক্স সম্পরকে ধারনা বাড়বে। লাভ ও লস নিয়ে ধারনা বাড়াতে পারবেন ডেমো করলে।
ডেমো ট্রেড করা উচিত ৫-৬ মাস ।
ডেমো ট্রেড করা শিখা হলে আসল ট্রেড করা যায় তখন
আর লস হবার সম্ভবানা থাকে না । বলে আমি মনে করি
ডেমো ট্রেডিং মানে ভার্সুয়াল টাকা দিয়ে ট্রেড করা। ট্রেডারদের সুবিধার্থে অর্থাৎ ট্রেডিং সম্বন্ধে ট্রেডারদের দক্ষ করে তোলার নিমিত্তেই এই ডেমো ট্রেডিং সিস্টেম চালু হয়েছে। এখানে আপনি কত দিন ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার অর্জনের উপর। যতদিন একজন ট্রেডার ডেমো একাউন্টে সফল হবে না কিংবা নিজের ট্রেডিং এর উপর আশ্বাস আসবেনা ততদিন ডেমো ট্রেড করা উচিত।
কম পক্ষে ৪ মাস টেড করা উচিত। কিন্তু টেড এর কোন নিদিষ্ট সময় নাই । তবে বেসি অভিঞতা থাকলে অনেক আয় করা যায়।
ফরেক্স শেখার কোন শেষ নেই , যারা নতুন ট্রেডার তাদেরকে প্রথম ৮ মাস ভাল করে রিয়েল ট্রেড করার মত ডেমো করা ১০০% উচিত এতে করে তারা যেমন শিখতে পারবে ফরেক্স সম্পর্কে তেমনি জানতেও পারবে ।
ফরেক্স এর জন্য ডেমো ট্রেড করা জরুরী , রিয়েল ট্রেড না বুঝা পর্যন্ত ডেমো করতে থাকা সেটা ১বছর লাগুক বা যাই লাগুক।
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসায় ডেমো ট্রেড প্রাথমিক পর্যায় । ডেমো ট্রেডের মাধ্যমে জানা যায় কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় । ফরেক্স ব্যবসা প্রথমে ডেমো ট্রেডের মাধ্যমে শুরু করাটাই ভাল । আমার মতে অন্তত ২ বছর ডেমো ট্রেড করা উচিত ।
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং খুব গরুত্বপূর্ণ একটি বিষয়। ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই। প্রথম অবস্থায় ৫-৬ মাস ডেমোতে ট্রেড করা উচিৎ। ৫-৬ মাস ডেমোতে ট্রেড করার পরে যদি সাফল্য আসে তবে রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য আগানো উচিৎ।
আমি মনেকরি ১ মাস অথবা ২ মাস নয় , বরং যত সময় ভালকরে ফরেক্স ট্রেড করা না বুঝে আসবে ততদিন ডেমোতে ট্রেড করতে হবে । আর যথন ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা হয়ে যাবে তখন ট্রেড করতে হবে মূল ডলার দিয়ে ।
ডেমো ট্রেডিং এক এক জনের ক্ষেত্রে এক এক রকম সময় নিয়ে করা উচিত যতদিন না সে এই বিষয়ে ভাল জ্ঞান না করে। তবে আমার মনে হয় ১ মাস ট্রাই করলেই ভাল কিছু করা সম্ভব।
যতই ট্রেড করা যাবে ততই দক্ষতা বাড়তে থাকবে ফরেক্স ট্রেড এ ডেমো একাউন্ট এর গুরুত্ব অপরিসীম আপনি যদি রিয়াল ট্রেড শুরু ও করে থাকেন তাহলেও আমি বলব রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো একাউন্ট এ ও সুযোগ পেলে ট্রেড করুন আমার মতে কম পক্ষে ৬ মাস ডেমো একাউন্ট এ ট্রেড করা উচিত
ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে ট্রেড করার গুরুত্ব অপরিসীম। ফরেক্স ট্রেডিং শিখার জন্য ডেমো একাউন্টে ট্রেড এর বিকল্প নেই। তবে কত দিন ডেমো ট্রেডিং করবেন তা নির্ভর করছে আপনার দক্ষতা অর্জনের উপর। আপনি যদি নিয়মিত অনুশীল করে দেখতে পান আপনার প্রায় সকল ট্রেডই লাভ হচ্ছে অর্থ ৯০ ভাগ ট্রেড লাভ হয়। তখন আপনি রিয়েল ট্রেড করতে পারেন। আমি মনেকরি কমপক্ষে ৬ মাস নিয়মিত ডেমো ট্রেডিং করা উচিত।
আমার মতে কতদিন ডেমো ট্রেডিং করা উচিত এটি নির্দিষ্ট করে বলা যায় না। এটি সম্পুর্ন নির্ভর করে একজন কিভাবে এবং কত দ্রুত ফরেক্সের ব্যপার গুলো আয়ত্তে নিচ্ছে। কারো জন্য এক সপ্তাহ ডেমো ট্রেডিং যথেষ্ট আবার কারো জন্য ৬মাসও যথেষ্ট নয়। তবে আমার মতে ১-২মাস ডেমো ট্রেডিং করলে বেশ ভালো কাজে দিবে।
ডেমো কতদিন করতে হয় তার নিদিষ্ট কোন সময় বেধে দেওয়া নেই। এটি একজন মানুষের কাজের গতি ও শিখার আগ্রহর উপর নির্ভর করে। যদি কেউ ভাল করে শিখতে চায় আর প্রতিদিন বেশি করে সময় দেয় তা হলে সে খুব তাড়াতাড়ি ট্রেড করা শিখা যাবে। আর যদি কেউ ট্রেড করার সময় অমনোযোগি থাকে তাহলে সে অনেক কম সময় পাবে। ভাল করে ট্রেড করতে পারবেনা।
আমার মতে যতদিন ভাল করে ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন না হবে তক্ষন পযন্ত ডেমোতে ট্রেড করতে , তাছাড়া ফরেক্স মার্কেটে ভাল করা সম্বভ না । তাই এর কোন নির্দিষ্ট কোন সময় নেই ।
ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত। যদি আপনি কোন অভিজ্ঞ ট্রেডারের কাছে হাতে কলমে প্রশিক্ষন নিয়ে থাকেন তাহলে কমপক্ষে ২ মাস ডেমো করবেন। আর যদি ব্লগ পড়ে ট্রেড করেন তাহলে ৬ মাস থেকে ১ বছন ডেমো করা উচিত।
আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে।ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।
আপনি যদি মনে জোগ দিয়ে ডেমো ট্রেডিং করে থাকেন তাহলে আপনি ৩ থেকে ৫ মাসে শিখতে পারেন । আমি ৪ মাসে ট্রেড করা শিখেছি ।
ডেমো ট্রেড যেমন প্রথম ধাপ ফরেক্স ব্যবসায়ের তাই সকল ব্যবসায়ীকে ভালোভাবে ট্রেড করার জন্য একটা নিদিৃষ্ট সময় ধরে এই ট্রেড করতে হতে পারে। যদিও অনেক জ্ঞানী ভাই রা বলেছেন কেউ ২মাস আবার কেউ ৬ মাস আবার কেউ ২ বছর। আমার মতে ১-২ মাস যদি কেউ ডেমো ট্রেডে ভালো ভাবে করে তবে ট্রেডিং বিষয়ে তার একরকম ধারনা অর্জন হয়ে যাবে আর তার মাধ্যমে সে ফরেক্স ব্যবসায়ের সকল শর্ত পালন করতে পারে।
যত প্রাকটিস করবো ততো স্কিল বাড়বে।তাই ফরেক্স করতেও যত ডেমো ট্রেডিং করা যাবে ফরেক্স সম্পর্কে ততো ভালো জানা যাবে।তাই আমার মনে হয় ১-২বছর শুধু ডেমো ট্রেডিং করলে ভালো হবে।তবে অনেকেই অল্প দিনে অনেক পরিশ্রম করে ভালো ট্রেডার হতে পারে।তাদের জন্য ব্যাপারটা আলাদা।তবে আমি রিয়েল ট্রেড করার পাশাপাশি ও ডেমো ট্রেডিং করি।
যতদিন না ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন হবে ততোদিন পর্যন্ত ডেমো ট্রেড করতে হবে।কারন ডেমো ট্রেড আমরা প্র্যাকটিস করি অভিজ্ঞতা অর্জনের জন্য।সাধারনতভাবে একজন ট্রেডার ৫-৬ মাস ডেমো ট্রেড প্র্যাকটিস করলেই অনেক অভিজ্ঞতা অর্জন হয়।ডেমো ট্রেড হলো ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড প্রস্তুতি।মোট কথা ডেমো ট্রেড অভিজ্ঞতা অর্জন করার জন্য।
ডেমো হচ্ছে ফরেক্সের অভিজ্ঞতা যাচাই করার উপযুক্ত জায়গা এখানে কমপক্ষে ৪ মাস অনুশীলন করা উচিত যখন ডেমোতে অধিকাংশ ট্রেড আপনার পক্ষে বা লাভ হলে তার পর রিয়েল ট্রেড করা উচিত, নিদিষ্টভাবে ৪ মাসই যে পাকটিস করতে হবে তার মানে নেই এটা পুরোপুরি আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে কেউ ২/৩ মাস করেই রিয়েল শুরু করছে আবার কেউ ৬/৮ মাস করেও তেমন সুবিদা করতে না, তাই আমি মনে করি এটা আপনার চেষ্টার উপর নিভর করবে।
আমি মনে করি আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান হ প্রয়ে গেলে কমপক্ষে ২ মাস ডেমোতে প্র্যাকটিস করা উচিৎ। কারণ মুলত প্রাকটিসই আপনাকে এগিয়ে নিতে প্রত্যক্ষ ভাবে সাহায্য করবে। তাই আপনাকে প্রথমে কমপক্ষে ২ মাস প্র্যাকটিস করা ভাল। আর যদি এর থেকে বেশি করতে পারেন তাহলে আপনার জন্য আর ভাল। ধন্যবাদ
আমার মনে হয় ডেমো যে যত বেশি করবে সেটাই ভালো।তবে এক্ষেত্রে ৪মাস ডেমো করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করি।এ ছাড়া ফরেক্স বই গুল ভালো ভাবে পরতে হবে
আমার মনে হয় আমরা বুধ হয় ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং না করে কোন ভাবেই অত্তাধিক ভালো রেজাল্ট পেতে পারি না । ফরেক্স থেকে আমরা যদি ভালো কিছু পেতে চাই তবে সেখানে আমাদের দরকার খুব বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা । ফরেক্স মার্কেটে কেও ডেমো ট্রেডিং না করলে উনি পরিপূর্ণ ভাবে অভিজ্ঞ ট্রেডার হতে পারেন না। তাই আমি মনে করি ফরেক্স এ নিজেদেরকে অভিজ্ঞ করে গড়ে তুলার জন্য আমাদের কমপক্ষে ২-৬ মাস ডেমো ট্রেডিং করা।
ডেমো ট্রেড করতে হলে আপনাকে আমার মতে যত দিন না লস এড়িয়ে প্রফিট ট্রেড এর পরিমান বেশি না হয় তত দিন পর্যন্ত ফরেক্স মার্কেটর এ ট্রেড করা উচিত ডেমো একাউন্ট এ যতই ট্রেড করা যাবে ততই অনেক ভাল অভিজ্ঞাতা থাকবে ফরেক্স ট্রেড এ কমপক্ষে ৬-৭ মাস ধরে ডেমো করা উচিত আর তা না করলে ডেমো ট্রেডিঙে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই বুঝে শুনে ডেমো ট্রেডিং করা উচিত।
ফরেক্স মার্কেট রিয়াল ট্রাড এর প্রস্তুতির জন্য দারকার ভাল দখতা । এবং ভাল অভিগতা । ফরেক্স সিখার জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে। ফরেক্স মার্কেটে ভাল করতে হলে আপনার দেম কয়ারার বিকল নাই । ফরেক্স মার্কেটে ডেমো ফ্রী টে করা জায় ।সে জন্য আপনার খাছ থেকে কোন টাকা নিবে না ফরেক্স মার্কেট । ফরেক্স মার্কেট আপ্ননি অন্তত আপনি ২/৩ মাস ডেমো প্রাচতিস করতে পারেন ।
ফরেক্স মার্কেট ডেমো ট্রেডিং এ নির্দিষ্ট কনো সময় নেই।আমি মনে করি আপনে ডেমোতে যত বেশি প্রাকটিস করবেন তত বেশি ফরেক্স সম্পর্কে অবিজ্ঞতা অর্জন করতে পারবেন।তবে ডেমোতে কমপক্ষে ৫-৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে।তাহলে ফরেক্স ব্যবসায় আপনার ভালো জ্ঞান ধারনা হবে।আপনে রিয়েল ট্রেড করে ভাল টাকা আয় করতে পারবেন বলে আমি মনে করি।
কম্পক্ষে ৪ মাস ডেমো ট্রেডিং করতে হবে,, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন
প্রিয় বন্ধু সত্য বলতে ডেমোটেডের জন্য এরুপ কোন সময় নিদ্দিষ্ট করা ঠিক হবেনা কারন ডেমো ট্রেডে যেহেতু রিয়েল ট্রেডে প্রযোগ করার জন্য অনেক কোশল প্রথমে প্রয়োগ করে দেখা হয় তাই আপনি যতডেমো ট্রেড করবেন ততবেশি দক্ষ হবেন কারে আমি এখনো সেব নতুন কোশল প্রথমে ডেমোতে টেস্ট করে দেখি। ধন্যবাদ।
আমার মতে যত দিন না আপনার ফরেক্স সম্পর্কে ভাল ভাবে না জানবেন তত দিন পর্যন্ত আপনি ডেমো ট্রেডিং করেন। । তাতে আপনার কোন লস হবে না কারণ আপনি যদি না শিখে কাজ করেন তা হলে লস খাবার জুকি বেশি থাকে / তাই আমি মনে করি আপনি ৩ মাস ডেমো ট্রেড করতে পারেন ।
আমি মনে করি কেউ যদি ফরেক্স তেকে সত্তিকার অরতে লাভ করতে চায় তাহলে কম্পক্কে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত।
ডেমো করার কোন নিদিষ্ট কোন সময় নেয়। আপনি যখন বুঝবেন যে আপনি ডেমো তে ভাল করছেন এর রিয়েল করার জন্য আপনি প্রস্তুত ততক্ষণ পর্যন্ত আপনাকে ডেমো করতে হবে। সেটা ২ মাস লাগতে পারে আবার ছয় মাস ও লাগতে পারে।