ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং, যেমন m1, m5, m15, & m30 চার্টে কিছুক্ষনের জন্য ১-২০ পিপস এর একটা ট্রেড করা, এই ট্রেড গুলো অল্প সময়ে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তবে আমার মতে অল্প ডলার নিয়ে ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড করা ভাল।
Printable View
ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং, যেমন m1, m5, m15, & m30 চার্টে কিছুক্ষনের জন্য ১-২০ পিপস এর একটা ট্রেড করা, এই ট্রেড গুলো অল্প সময়ে লাভ ও হতে পারে লস ও হতে পারে, তবে আমার মতে অল্প ডলার নিয়ে ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড করা ভাল।
স্কাল্পিং হল শর্ট টাইম ট্রেডিং অর্থাৎ খুব তারাতারি অল্পসময়ের মধ্য ট্রেড ক্লোজ করা
ফরেক্স মার্কেটে স্কেলপিং বেশি হয়ে থাকে। কম সময়ে মধ্যে ছোট ছোট ট্রেড গুলোকে স্কেলপিং বলে। কম স্পীডে স্কেলপিং করা কারণ লাবের চেয়ে লসের সম্ভাবনা বেশি।
ন।ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে গেলে অল্প অল্প করে আয় করা স্কাল্পিং করার জন্য বেশি আশা করলে হবে না তাতে লস যাবে তাই ছট করে ট্রেড ওপেন করতে হবে অল্প সময়ের মধ্যে ৫ পিপ ৭ পিপ করে প্রফিট করে ভের হয়ে আস্তে হবে স্কাল্পিন করতে হয় ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেমে।
ফোরেক্স মার্খেটে ট্রেডের অনেকগুলো ট্রেডের মধ্যে স্কালপিং একটি পদ্ধতি। অনেকে আসলে স্খালপিং করে থাকে বিশেষ করে নতুনরা। আসলে সর্টটাইম মার্কেট করাকে স্কালপিং করা বলে । আর এইক্ষেত্রে তারা সাধারনত ১০ থেকে ২০ পিপস নিয়ে থাকে অল্ড কিছু সময়ের মধ্যে। তবে আমার মনে হয় এটা কিছুটা রিস্কি।
স্কাল্পিং খুব ভাল একটি ট্রেডিং স্ত্রাতেজি এবগ আমরা স্কাল্পিং করে অনেক টাকা আয় করতে পারি। আমাদের যদি এনালাইসিস ভাল হয় তাহলে আমরা অনেক টাকা এই বাবসা থেকে আয় করতে পারবো। আমাদের উচিত সব অস্ময় ভাল ভাবে মার্কেট এনালাইসিস করা এবং তাহলে আমরা অনেক টাকা আয় করতে পারবো।
সহজ কথায় বলবে যে স্ক্যারিক হলে যদি আপনি পাচ মিনিটের কম সময়ে আপনার ট্রেডটি ক্লজ করে দিন তাহলে সেটিকে স্কারিক বলে আর যদি তার বেশি করে তাহলে সেটিকে স্ক্যারিক বলা যাবে না তাকে লং টাইব বা টাইম ফ্রেমে ট্রেড করা বলে ধরা হয়। আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।
খুব অল্প সময়ের ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । স্ক্যাল্পিং এ আমাদের প্রফিট খুব কম থাকে কারন স্ক্যালিং বলতেই বুঝায় অল্প সময়ে অল্প কিছু [প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে আসা । স্ক্যাল্পিং করতে হলে খুব অল্প সময়ের টাইম ফ্রেম গুলো এনালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিতে হয় । যেমন - ৫ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা পর্যন্ত । দিনে অনেক গুলো ছোট ছোট ট্রেড করেও ভালো লাভ করা যায় । একাউন্ট ব্যালেন্স কম থাকলে স্ক্যাল্পিং করাই ভালো ।
d‡i· gv‡K©‡U A‡b‡K A‡bK mvB‡Ri †UªW K‡i †mUv‡K Avgiv jU ewj| ‡KD Avevi Zv‡`i GKvD‡›Ui Gg¨vD›U Abyhvqx ‡QvU †UªW K‡i| GB †QvU AvKv‡ii †UªW ¸‡jv‡K ¯‹¨vwís e‡j| GB †UªW ¸‡jv 1-20 †m›Ui g‡a¨ nq|
দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করে থাকে তারা মূলত শর্ট টাইমফ্রেমে ট্রেড করে থাকে আর প্রফিট ও অনেক নিয়ে থাকে তবে আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের দক্ষতা এবং াভিজ্হতা বৃদ্ধির জন্য শর্র্টটাইমফ্রেম অপেক্ষা লং টাইফ্রেমে ট্রেড করাটা অনেক বেশি জরুরি কারন এতে করে বড় ধরনের লসের সম্ভাবনা অনেকাংশে কুমিযে আনা সম্ভাব হয় এবং ঝুকিও যথেষ্ট কম থাকে।
স্ক্যাল্পিং হল খুব কম সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং কিছু লাভ হলেই ট্রেড ক্লোজ করে দেয়া।যখন কারেন্সির মুভমেন্ট অনেক বেড়ে যায় তখন স্ক্যাল্পিং করে অনেক প্রফিট করা যায় এবং তখনই উপযুক্ত সময় সেটা করার।
শর্ট টাইমফ্রেমে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা অধিক প্রফিট লাভের জন্য যে ধরনের ট্রেড করে থাকে সেটিই হল ফরেক্সের ভাষায় স্ক্যাল্পিং ট্রেডিং। স্ক্যাল্পিং ট্রেডিংয়ে অনেক বেশি লসের ঝুকি থাকে তাই অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ছাড়া অন্যরা এখান থেকে ভাল প্রফিট সহজে লাভ করতে পারে না।স্ক্যাল্পিং ট্রেডিংয়ে সাধারনত লট বা ভলিউম অনেক বেশি ধরা হয় অধিক প্রফিট লাভের জন্য।
ফরেক্স মার্কেটে স্কালপিং হলো শর্ট টার্ম ট্রেড। ১-২০ পিপসের নিচে প্রফিট করতে আগ্রহী ট্রেডকে স্কালপিং বলে। আমরা জানি যে ফরেক্স একটা গতিশীল মার্কেট। এখানে প্রতিটি মুহুর্তে মার্কেটের প্রাইস উঠানামা করে। এই উঠানামার গতি কাজে লাগিয়ে অনেকেই দ্রুত প্রফিট করতে চাই। এজন্য ফরেক্স মার্কেটে স্কালপিং জনপ্রিয় বটে।
আমি মনে করি এটা হলো মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।
স্কাল্পিং সম্পর্কে আমার বিশদ জ্ঞান নেই তবে ফরেক্স মার্কেটে স্কাল্পিং বহুল ব্যবহৃত একটা শব্দ । ফরেক্স মার্কেটে অল্প সময়ে লাভ করে সে ট্রেড বন্ধ করে দেওয়াকে বলা হয় স্কাল্পিং । অর্থ্যাৎ যখন মার্কেট উঠতে থাকে ঠিক সেই মুহুর্তে একটা ট্রেড দিয়ে সেটার স্থায়িত্ব কয়েক মিনিট রেখে সেখান হতে কিছু পিপস লাভ করে আবার ট্রেডটি ক্লোজ করে দেওয়া হয় । আমি আগে স্কাল্পিং করার চেষ্টা করতাম কিন্ত তাতে বিশেষ কোন লাভ নেই তাই এখন লং ট্রাম ট্রেড ইনজয় করার চেষ্টা করি ।
ফরেক্স মার্কেটে আমরা অনেক সময় খুব ছোট ছোট টাইমফ্রেম এনালাইসিস করে ট্রেড করে থাকি আর এর জন্য আমরা বেশির ভাগ সময় অল্প সময়ের টাইম্ফ্রেম এনালাইসিস করে ট্রেড করি । এবং আমাদের চিন্তা থাকে অল্প কিছু লাভ হলেই আমরা ট্রেডটি ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে আসব । আর আমরা যখন এধরনের ট্রেড করি তখন সেই ট্রেডকে স্ক্যাল্পিং বলে । স্ক্যাল্পিং ট্রেড এর প্রফিট সাধারনত ২০ পিপস এর বেশি হয় না।
স্ক্যালপিং ফরেক্স মার্কেটে অতি পরিচিত শব্দ। কারন গতিশীল ফরেক্স মার্কেটকে কাজে লাগিয়ে অনেকেই দ্রুতই প্রফিট করে নিতে চায়। মূলত ট্রেডে ১ থেকে ২০ পিপস পর্যন্ত লাভ করা হলে তাকে স্ক্যালপিং বলে। অর্থাৎ ২০ পিপসের নিচে প্রফিট করা হলে সেই সকল ট্রেডকে স্ক্যালপিং বলা হয়ে থাকে। স্ক্যালপিং অনেক রিস্কি ট্রেডিং স্ট্রেটেজি।
ফরেক্স এ স্কাল্পিং ভালো আয় করা যায়। আপনি অল্প সময়ের মধ্য ট্রেড ওপেন করে ভালো লাভ করতে পারেন। ৫-১৫ মিনিট টাইম্ফ্রেম ব্যহার করে ছোট ট্রেড ওপেন করা হ্য়। ১০-২০ পিপ্স প্রফিট করে ট্রেদ ক্লোজ করাই হছে স্কাল্পিং।
ফরেক্সে ট্রেডিং কে জেনারেলি দুই ভাগে ভাগ করা যায়। এক হলো লং টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং আর দুই হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং বা স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হলো মূলত অল্প সময় ব্যবধানে ট্রেড ওপেন করে ক্লোজ করা। এক্ষেত্রে অল্প পিপস প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করা হয়। সাধারনত ১০-১৫ পিপস লাভেই ক্লোজ করা হয়। স্ক্যাল্পিং এর জন্য সাধারনত শর্ট টাইম ফ্রেম ব্যবহার করা হয়।
আমি মনে করি অল্প সময়ের ট্রেডকে স্কাল্পিং বলে।এধরনের ট্রেড সাধারনত ১ থেকে ২০ পিপস এর হয়ে থাকে।৫,১০,১৫,৩০ মিনিটের চার্টে উপর এধরনের ট্রেড করা হয়।স্কাল্পিং করলেও এর উপর এনালাইসিস করতে হয় কারন স্ক্যালি্পং করা রিক্সের । তাই প্রথম ডেমো একাউন্টে প্রাকটিস করতে হয়।
এর সাথে সাথে আর একটা বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে যে স্ক্যাপিং করার জন্য অবশ্যই একেবারে ছোট টাইমফ্রেম ব্যবহার করুন । বড় টাইমফ্রেম ব্যবহার করলে নিশ্চিত ধরা খাবেন । আর এর জন্য যথেস্ট পরিমান ব্যালেন্স থাকা জরুরী ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় যেমন অনেক ভাবে মানুস ট্রেড করে কেউ লং টাইম কেউ সর্ট টাইম ট্রেড করে আবার কেউ স্কাল্পিং করে তাই স্কাল্পিং বলতে বঝা জায় যে ফরেক্স মার্কেটে ছোট ছোট করে ট্রেড করে অল্প করে প্রফিট করে লাভ করার পর ট্রেড ওপেন করা আবার ট্রেড ক্লোজ করা হয় খুভ কম সময়ের মধ্যে ।
ফরেক্স মার্কেটে স্কাল্পিং ট্রেড ভাল একটি ট্রেডিং পদ্দতি কারন ফরেক্স মার্কেটে স্কাল্পিং করলে ভাল করা জায় কারন সারা দিন ফরেক্স মার্কেটে ছোট ছোট করে ট্রেড করলে ভাল করা জায় আর লাভ করা জায় তাই স্কাল্পিং করলে ভাল প্রফিট আশা করা জায় ।
সাধারনত ফরেক্স মার্কেটে সর্ট টাইমফ্রেমে ট্রেড করে ডলার আয় করাকে স্ক্যাল্পিং বলে । ফরেক্স মার্কেট স্ক্যাল্পিং করাটা অনেক ঝুকিপূর্ণ বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই স্ক্যাল্পিং করে মার্কেটে লস করে থাকে । হ্যা অনেক সময় স্ক্যাল্পিং করে লাভ করা যায় ঠিকই তবে অতিরিক্ত স্ক্যাল্পিং নেশার মত হয়ে যায় যার ফলে মার্কেটে ঠিকে থাকা কষ্টকর হয়ে যায় । তাই আমি মার্কেটে কখনো স্ক্যাল্পিং করি না । ধন্যবাদ ।
কম সময়ে অল্প টাইম ফ্রেম এ ট্রেড করাকে স্ক্যাল্পিং বলা হয়। এটার জন্য বড় টাইম ফ্রেম করা উচিৎ না। আমি স্ক্যাল্পিং এর জন্য এম৫ ব্যাবহার করি। আমি স্ক্যাল্পিং এ ৫/১০ পিপস লাভ থাকেই নিয়ে নেই। বেশী সময়ের জন্য অপেক্ষা করি না। কিন্তু আমি স্ক্যাল্পিং বেশী করি না। কারণ এতে লস হওয়ার সম্ভাবনা থাকে।
স্ক্যাল্পিন স্বল্প সময়ে ট্রেড করা । আমি মনে করি ছোটো ট্রেড আর স্ক্যাল্িপং করতে পারে । বড় ট্রেড আর কখনও এটি করে না । এটি করে আপনি যতটা না উপকৃত হবেন তার চেয়ে বেশি উপকৃত হবেন বড় ট্রেড করে । আমি আগে স্ক্যাল্পিং করতাম কিন্তু এখন করি না । এটি করে বেশি দূর আগানো যায় না বলে আমার মনে হয় । তবে কেউ যদি এটা করে উপকার পান তাহলে সে এটা করতে পারে ।
সাধারণত স্বল্প টাইম ফ্রেমে ট্রেড করে টাকা ইনকাম করাকেই ফরেক্স মার্কেটে স্ক্যালিং বলে । আমার মতে স্ক্যালিং করা উচিত নয় । কারণ এতে লস হওয়ার সম্ভবনাই বেশি । আপনারা যদি টাকা ইনকাম করতে চান এবং লস না করতে চান তাহলে স্ক্যালিং না করাটাই ভালো । তবে এটি একান্তই যার যার নিজের ব্যাপার ।
আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং শব্দটি শুনেছেন। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।
স্কাল্পিং হচ্ছে খুব অল্প একটা সময় নিয়ে অল্প অল্প করে প্রফিট নিয়ে ট্রেড করা।এটা ১ মিনিট অথবা ৫ মিনিট টাইমফ্রেম বিবেচনা করেন। যারা ভাল স্কাল্পিং করতে পারেন তার মাসে ভাল একটা প্রফিট লাভ করেন। আর যারা পারেননা তারা তাদের এমাউন্ট হারাতে থাকেন। তাই স্কাল্পিং এ লাভ যেমন বেশি লসও ঠিক তেমনি বেশি।
আমরা বিভিন্ন জায়গা স্ক্যাল্পিং শব্দটা দেখি। মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের সব বিষয় জানার পরে ট্রেডিং করতে হয়,যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে তারা সবাই স্ক্যাল্পিং সম্পর্কে কম বেশি জানে,তাই আমি মনে করি ২০ পিপসের নিচে যারা ট্রেডিং করে প্রফিট করে তাদের এই ট্রেডিংকে বলা হয় স্ক্যাল্পিং, এটা যারা করে তারা বেশি সময় ট্রেড না করে লাভ হক বা লস হক তারা ট্রেড ক্লোজ করে দেয়।
ফরেক্স মমার্কেটে অনেক ধরনের ট্রেড পদ্ধতি আছে যার মধ্য স্কেল্পিং হচ্ছে একটা। আপনি যদি কম সময়ের জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করেন তবে আমি মনেবকরি সেটা হবে স্কেল্পিং আর যদি বেশি সময় ধরে ট্রেড করেন তবে আপনার সেটা হবে লংটাইম ট্রেড তাই আমি মনে করি লং টাইম ট্রেড অনেক ভাল।
ফরেক্স মার্কেটে যারা স্কেলপিং করে তারা খুব তারাতারি মার্কেট থেকে বিতারিত হবে এপা নিশ্চিত। তাই স্কেলপিং করা থেকে বিরত থাকতে হবে। ফরেক্স করে কিছু করতে হলে স্কেলপিং করা মাথায় আনা যাবেনা।
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ।
অতি অল্প সময়ে আমরা যে ছোট ছোট ট্রেডগুলি করে আয় করার চেষ্টা করি সেই পদ্ধতিটাকেই স্ক্যাল্পিং বলে। এটি একটি লাভজনক ও নতুনদের কাছে খুবই জনপ্রিয় একটি ট্রেড। লস হলেও এপদ্ধতিতে ট্রেড শেখার প্রবণতা খুবই বেশি। ভাল ট্রেডাররা এই পদ্ধতিতে বেশ ভাল লাভ করেন।
অল্প সময় ধরে ট্রেড করাকে স্ক্যাল্পিং বলে। যেমন চার্ট এর m1 m5 ও m15 টাইমফ্রেমে ট্রেড করাকে স্ক্যাল্পিং বলা হয়।
আমার জানামতে স্ক্যাল্পিং হচ্ছে ছোট ট্রেড।
। স্ক্যাল্পিং বলা হয় কয়েক মিনিটের
ছোট ছোট ট্রেড গুলোকে। ট্রেড
গুলো ১-২০ পিপস হতে পারে । ২০
পিপসের ওপরে প্রফিট
হলে তাকে আভিধানিক
ভাবে স্ক্যাল্পিং বলা যাবে না।
সেটা তখন সাধারন ট্রেড হয়ে যাবে।
ফরেক্স ব্যাবসায় যদি স্কালপিং করে প্রফিট করা যায়তো দোষের কিছুই নাই কেউ যদি দীরঘ সময় ধ্রে ট্রেড করা পছন্দ করেনা বা তার সময় থাকেনা । তখন সে অল্প সময় কাজন করে অন্য কাজে যেতে পারে তাতে ন যদি প্রফীট হয় তবে সেটা মন্দ নয় । আপনা দের কি মত ?
ফরেক্স ট্রেড ছোট ছোট ট্রেড গুলুকেই স্ক্যাল্পিং বলি। স্ক্যাল্পিং করে লাভের পরিমাণ অল্প হয় এতে ঝুকির পরিমাণও কম হয়। কিছু কিছু ব্রোকার স্ক্যল্পিং সাপোর্ট করে না আবার কিছু কিছু ব্রোকার ২ মিনিটের রুলস ব্যবহার করে স্ক্যাল্পিং করে। স্ক্যাল্পিং করার ক্ষেত্রে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো কারন মার্কেটে ছোট ছোট মুভমেন্ট যে কোন সময় হয় যার কোন নির্দিস্ট সময় নেই।
ফরেক্স এ স্কাল্পিং এবং লং দুই ভাবে ট্রেড করা যায়। যার যেটা ভালো লাগে সে সেভাবেই ট্রেড করে। ছোট ছোট ট্রেড করে প্রফিট করাই হছে স্কাল্পিং। আর এই ট্রেড আপনি ২০-৫০ পিপ্স ও নিতে পারে। আর লং ট্রেড এ আপনার টারগেট থাকবে ১০০-৫০০ পিস পরযন্ত।