-
হ্যাঁ, আমি ফরেক্স করে খুব আনন্দিত। বর্তমানে ফরেক্স একটি আধুনিক অনলাইন বাবসা এমনকি ফরেক্স করে সকল দেশের সাথে তাল মিলিয়ে চলা যায়। আপনি ইচ্ছে করলে ফরেক্স থেকে প্রতিদিন অনেক টাকা উপার্জন করতে পারেন। যদি আপনি ফরেক্স বাবসা কে খুব বেশি শ্রদ্ধা করতে পারেন। ফরেক্স এমন একটি প্লাটফর্ম যেখানে কিনা প্রতিদিন কোটি কোটি টাকার বাবসা হয়। এ জন্য ফরেক্স করে খুব বেশি আনন্দিত।
-
আমি এই আন্তর্জাতিক কারেন্সি ব্যবসা করতে পেরে নিজেকে ধন্য মনে করি । আমি অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে জেতে চাই । ফরেক্স আমাকে অনেক সুবিধা দিয়েছে । আমি বাসাই বসে সহজে মুনাফা অর্জন করতে পারছি । এতে আমি বাসার অন্য কাজে সহযোগিতা করতে পারছি । আমার পড়াশুনার সময় টাও অনেক বেশি পাচ্ছি । এই জন্য আমি ফরেক্স করতে পেরে খুব আনন্দিত ।
-
আমি কখনও বাবতে পারিনি এত সুন্দর একটি ব্যবসায় সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলব , প্রথম প্রথম অনেক খারাপ লাগত যে আমি লস করতাম সে জন্য আমি কখনও ফরেক্স কে দোসারপ করিনি , নিজেকেই সব কিছুর জন্য দায় করতাম ভাবতাম ভুল আমারই , আমাকে আর বাল করে ফরেক্স শিখতে হবে , আস্তে আস্তে আমার উন্নতি হল , ফরেক্স আমার রক্তের সাথে মিশে গেছে ।
-
অবশ্যই আমি ফোরেক্স মার্কেট সম্পর্কে জানতে পেরে গর্বিত ও আনন্দিত আসলে এই ব্যবসায় আসার পর আমি বেশ কিছু সময় লস করে এসেছি। তার পর একটা সময় পর আমি এখন মার্কেটের একজন রেগুলার ট্রেডার এবং আমি এই ইন্টার ন্যাশনাল মার্কেটের একজন ক্ষুদ্র পার্ট হতে পেরে বেশ আনন্দিত। এটা আমার লাইফস্টাইলকে চেন্জ করতে বেশ হেল্প করেছে। ধন্যবাদ ফোরেক্সমার্কেট প্লেসকে এবং ধন্যবাদ আমার গুরুকেও।
-
অনেক দিন ধরে অনলাইনে আয়ের একটা মাধ্যম খুজছিলাম অনেক খোজা-খুজির পর ফরেক্স সম্পর্কে জানতে পারি, আমার অনেক বন্ধু ফরেক্স থেকে আয় করছে, আমিও করছি বাসা থেকে আয় করার মজাটা যে কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এখান থেকে আয় করতে পেরে আমি এতো টাই আনন্দিত যে বলে বুযাতে পারব না, আমি মনে করি বাংলাদেশের সমস্ত বেকারদের জন্য এটা আশীর্বাদ সরূপ।
-
বড় ভাইদের ফরেক্স ট্রেডিং দেখে আমার খুব ইচ্ছা করতো আমিও একদিন ফরেক্স করবো।তখন ভাবতাম কিন্তু কবে,কিভাবে শুরু হবে তা নিয়ে অনেক ভাবনা চিন্তায় ছিলাম।বর্তমানে ফরেক্স করতে পেরে অনেক ভালো লাগে।আমার যে স্বপ্ন ছিল তা পূরন হয়েছে।এককথায় ফরেক্স করতে পেরে আমি ভিষন আনন্দিত।
-
ফরেক্স করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। কারণ, এটি একটি আন্তর্জাতিক বাবসা। আর আমি আন্তর্জাতিক বাবসার সাথে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। ফরেক্স করতে গেলে ফান্দামেন্টাল এনালাইসিস করার মাধ্যমে অনেক দেশের অবস্থা সম্পর্কে অবগত হতে পারছি। তাই আমি বলতে পারি যে, ফরেক্স করতে পেরে আমি খুব আনন্দিত।
-
ফরেক্স একটি আন্তঃজাতিক এবং অনলাইন মার্কেট। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবী সবাই ফরেক্স করতে পারে। ফরেক্স থেকে ঘরে বসেই ট্রেড করে টাকা আয় করা যায় বলে পুরো পৃথিববীতে ফরেক্স অনেক অনেক জনপ্রিয়। তাই আমি ফরেক্স পেয়ে অনেক আনন্দিত।
-
অন্যান যে কোন ব্যবসার চেয়ে ফরেক্স ব্যবসা সম্পূর্ন আলাদা ও ব্যতিক্রমী ব্যবসা। আমি একজন ব্যবসায়ীর দৃষ্টি কোন থেকে বলছি, অন্যান্য যে কোন ব্যবসা করলে আপনাকে কম বেশি বাকি দেওয়া লাগে। আর এই বাকির টাকা উঠাতে আপনাকে অনেক কষ্ট করতে হয়, অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। মূলত বাকি বেচাটাই ব্যবসায়ের লস। আর ফরেক্স ব্যবসায় এ রকম কোন সমস্যা নাই। কারো সাথে মন-মালিন্য হওয়ার ভয় নাই। আর এখানে নিজের স্বাধিনতা বজায় থাকে। এসকল কারনে ফরেক্স করে অনেক বেশি আনন্দ পাই।
-
প্রতিটি ট্রেডার তখনই আনন্দিত হয যখন ট্রেড থেকে কিছু প্রফিট আসে । ট্রেড থেকে যখন প্রফিট আসে আমিও আনন্দিত হই । আর লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নেই । সবচেয়ে বড় ব্যাপার হল লস কেন হল খুজে বেড় করার চেষ্টা করি ।
-
ফরেক্স হল আন্ত*র্জাতিক কারেন্সি মার্কেট । এই মার্কেটে সহজেই মুদ্রা কেনাবেচা হয়ে থাকে। তাই এই ব্যবসা খুব সহজ ও সুবিদাজনক্।আমি ফরেক্সরে কাজ করি এটা করতে পেরে আমি আনন্দিত । ফরেক্সে ট্রেড করে আমি কিছুৃ কৈাশল এনালাইসিস করে কিছু মুনাফা অর্জন করতে পারি । ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে অন্য কাজ করার পরেও পার্টটাইম জব হিসেবে ফরেক্স থেকে আয় করা যায় । এজন্য ফরেক্স মার্কেটে থেকে আরও কিছু জানতে চাই।এবং এর থেকে সফলতা অর্জন করতে চাই।
-
অবশ্যই ফরেক্স করতে পেরে আমি আনন্দিত। কারন ফরেক্স হচ্ছে একটি আন্তজাতিক মানের অনলাইন ব্যবসা। এই ব্যবসা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফরেক্স আমার জীবনকে যেমন বদলে দিয়েছে তেমনি বদলিয়েছে হাজারো মানুষের জীবন ফরেক্স করে মানুষ তার নিত্য প্রয়োজন মেটাতে পারে জীবিকার জন্য ফরেক্স করলে আর কারো উপর নিরভর করতে হয় না।
-
আমি মনে করি ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। আর ফরেক্স করে আমি অনেক আয় করতে পারি। ফরেক্স এর জন্য আমার আলাদা সময় দেওয়া প্রয়োজন পরেনা। তাই সব কাজ শেষে ফরেক্স করা যায়।আমি ফরেক্স করতে পেরে আনন্দিত।
-
আমি ফরেক্স ব্যবসা করে তখনই আনন্দিত হব যখন ফরেক্স ব্যবসা থেকে আয় করতে পারব এবং ফরেক্সে একজন যোগ্য ট্রেডার হিসেবে গড়ে উঠব। আসলে সব মানুষ তখনই আনন্দিত হয় যখন সে ভাল কিছু পাই। ঠিক তেমনি ফরেক্স ব্যবসা থেকে কিছু পেলে তখন ফরেক্স করে আনন্দিত হব।
-
d‡i· K‡i Avwg Abw›`Z| Avwg memgq PvBZvg ¯^vaxb GKUv e¨emv| †hLv‡b KviI Kv‡Q Avgv‡K Revew`wnZv Ki‡Z n‡e bv| A‡bK jvf Kiv hv‡e, A‡bK wKQz wkLv hv‡e| Ab¨vb¨‡`‡ki m¤ú‡K© Rvbv hv‡e| hLb Avwg d‡i· m¤ú‡K© Rvb‡Z cvwi ZLbB Ab¨ ‡Kvb wPšÍv bv K‡i wm×všÍ wbjvg d‡i·B Avgvi Rxe‡bi me Avkv cyib Ki‡Z cv‡i|
-
ফরেক্স করে আমি সত্যিই আনন্দিত কারণ ফরেক্স যে কোন জায়গায় বসে করা যায় আর নির্দিষ্ট কোন সময়ের প্রয়োজন হয়না অর্থাৎ সপ্তাহের পাঁচ দিনই চব্বিশ ঘন্টা মার্কেট খোলা থাকে, তাই যে কোন সময়ই অনলাইনে ফরেক্স করা যায়।
-
বর্তমানে ফরেক্স হল একটি আধুনিক অনলাইন বেবসা আমরা যে কেউ চাইলে ফরেক্স করে খুব সহজেই বদলে ফেলতে পারি আমাদের এই জীবন তাই ফরেক্স করতে পেরে আমি অবশ্যই নিজেকে অনেক আনন্দিত মনে করি,বাংলাদেশে থেকে উন্নত সকল দেশের সাথে মিলে মিশে এ রকম কাজ করা সত্যি আমাদের জন্য অনেক বড় ও ভাগ্যের বেপার,,,
-
অবশ্যই আমি ফরেক্স করতে পেরে আনন্দিত। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। আর ফরেক্স করে আমি অনেক আয় করতে পারি। ফরেক্স এর জন্য আমার আলাদা সময় দেওয়ার প্রয়োজন পরেনা। তাই সব কাজ শেষে ফরেক্স করা যায়।
-
হা ফরক্স করে আমি আনন্দিত । যে কেউ কোনো কাজ করে যদি তার আশানুরূপ ফল পায় তবে সে অবশ্যই আনন্দিত হবে এটি স্বাভাবিক । আর আমি আমার লক্ষ অনুযায়ী এগিয়ে যাচ্ছি তাই আমি আনন্দিত । আমার মনে হয় যারা ফরেক্স থেকে যারা তাদের লক্ষ অর্জন করেছে বা অর্জন করতে যাচ্ছে তারা সবাই ফরেক্স বেবসা করে আনন্দিত ।
-
ফরেক্স করতে পেরে আমি খুবই আনন্দিত ।ফরেক্সকরে আমি আমার জিবনকে বদলে দিতে চাই ।কারন বেকারতব একটা অভিশাপ ।আমি মনে করি যারা আমার মতযারা বেকার আছেন তারা সবাই যেন ফরেক্স এর কাজ বেছে নেন ।
-
হ্যাঁ আমি ফরেক্স করতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত ।কারন ভুল থেকেই মানুষ সঠিক পথের সন্ধান পায় । আর একটা দিক আমাদের লক্ষ্য রাখতে হবে সটপ লস ব্যবহার করতে হবে ।আর পরবরতিতে যেন আর লস না হয় সেদিক লক্ষ্য রাখতে হবে ।তাহলেই একজন ভাল ঢ্রেডার হওয়া যাবে । স্টপ লস ব্যাবহার করার অভ্যাস খুব কম নতুন ত্রেদার এর আছে । কারন লস করলেই সেখান থেকে আসলটা শিখা যায় ।
-
আমি ফরেক্স করতে পেরে খুব আনন্দিত । কারণ আমি মনে করি ফরেক্স একটি স্বাধীন ব্যবসা । আর ফরেক্স করে আমি অনেক আয় করতে পারি ।এছাড়া ফরেক্স এর জন্য আমার আলাদা সময় দেওয়ার প্রয়োজন পড়েনা । তাই সব কাজ শেষে ফরেক্স করা যায় । আর বর্তমানে ফরেক্স হল একটি আধুনিক অনলাইন বিজনেস । আমরা যে কেউ চাইলে ফরেক্স করে খুব সহজেই বদলে ফেলতে পারি আমাদের এই জীবন । তাই ফরেক্স করতে পেরে আমি অবশ্যই নিজেকে অনেক আনন্দিত মনে করি ।
-
ফরেক্স শুধু আধুনিক ব্যাবসা নয় এটি একটি মজাদারও ব্যাবসা কেননা এর মাধ্যমে আমরা ঘরে বসে আনলাইন এর মাধ্যমে ব্যাবসা করতে পারি। তাছাড়া উন্নত দেশের সাথে ব্যাবসা করাটা সৌভাগ্যের ব্যাপার।আর আমি মনে করি ফরেক্স সম্পর্কে সঠিক ভাবে জেনে যদি কাজ করা হয় এবং অনেক ধর্য্য নিয়ে এর পিছনে লেগে থাকা যায় তাহলে উন্নতি আবশ্যই হবে আর একজন দক্ষ ট্রেডার দের কাছে ফরেক্স জীবন মান উন্নয়ন এ আশীর্বাদ স্বরুপ।আমিও চাই ফরেক্স এর মাধ্যমে নিজেকে উন্নত করতে। তাই ফরেক্স করতে পেরে আমি আনন্দিত।
-
ফরেক্স এ আমি নতুন 'তাই আমি মনে করি' ফরেক্স ব্যবসা করে অনেক লাভজানক হওয়া | ফরেক্স এব্যবস করে অনেক আনিন্দত হওয়া যায়| আমি একজন স্টুডেন্ট ফরেক্স এ আমি ব্যবসা করে অামার খরচ অামি আমার চালাতে পারি তাই আমি এ ব্যবসায়ে খুবি আনন্দিত| আমি মনে করি যারা এ ব্যবসায়ে সাথে জরিত তারা এ ব্যবসায়ে খুবিই লাভজনক হয়েছে এবং তারা আনন্দিত| ধন্যবাদ|
-
হ্যাঁ ভাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পেরে অনেক আনন্দিত।কারন আমি একজন ছাত্র আমি আমার পরা লেখার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার কোন পুঁজির প্রয়োজন হইনি।আমি ফোরাম এ পোস্টিং করে যে বোনাস পাই তা দিয়ে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি মনে করি একটি টিউশনির ছেয়ে ফরেক্স মার্কেট মার্কেট এ ট্রেড করা অনেক ভালো এবং এর মাধ্যমে নিজের মত করে আয় করা যাই এবং সফল হওয়া যাই।
-
ফরেক্স ট্রেডিং আমার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে আর এই কারন আমি অবশ্যই বলব যে ফরেক্স ট্রেডিং করতে পেরে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত এবং উদভেলিত। আমি ফরেক্স ট্রেডিং শিখার জন্য অনেক পরিশ্রম করেছি আর অবশেষে আমি এখান থেকে এখন অনেক ভাল আয় করতে পারছি।
-
ফরেক্স ব্যবসা করতে পেরে আমি খুবই আনন্দিত । এই ফরেক্স ব্যবসা করে আমি জীবনে উন্নতি করেছি । জীবনের লক্ষ্যে যদি কেউ পৌছাতে চায় অবশ্যই সে যেন আমার মত এই ফরেক্স ব্যবসায় নিজেকে নিয়োজিত করে । ফরেক্সে নিয়োজিত হয়ে আমি আমার জীবনকে পরিবর্তন করেছি । আমার সাথে সাথে আমার পরিবারের অন্য সকলে ও খুবই আনন্দিত ।
-
ফরেক্স ট্রেডিং করে আমি আনন্দিত কারণ কম টাকা দিয়ে ট্রেড করা যায়। এখান থেকে দক্ষতা অর্জন করতে পারে নিজের স্বাধীন ভাবে আয় করা সম্বভ। ফরেক্স ট্রেডিং অন্য কাজের ফাকে এই কাজ করা যায়।
-
বর্তমান আধুনিক ও প্রযুক্তি বিশ্বে সবাই চায় একটা আলাদা কিছু করতে । আর আমিও ব্যাতিক্রক নয় । আমার ছোটবেলা হতে ইচ্ছা ছিল ভিন্ন কিছু করার যা আমাদের সমাজের কিংবা দেশে খুব একটা প্রচলিত নয় । আর সে ধরনের পেশা হিসেব আমি বেছে নিয়েছি ফরেক্সেকে । কারণ ফরেক্স হল আন্তর্জাতিব একটা ব্যবসায় এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এই ব্যবসাটা তেমন একটা পরিচিত নয় । তাই আমি ফরেক্সে করতে পেরে আনন্দিত ।
-
সত্যি আমি খুবই আনন্দিত। কারণ ঘরে বসে ট্রেড করে এখনও পর্যন্ত গড়ে লাভই করে যাচ্ছি। অবশ্য কোন ট্রেড যখন এস এল হিট করে তখন এতটাই খারাপ লাগে যে গড়ে আমি যে লাভেই আছি সেটাও ভুলে যাই।
-
হ্যা অবশ্যই। আমি এক শিক্ষারথী। আর নিজে পড়ালেখার পাশাপাশি ফরেক্স থেকে আয় করতে পারছি। নিজে স্বাবলম্বি হতে পারছি। নিজের পড়ালেখার খরচ নিজেয় চালাচ্ছি। আর আমি ইচ্ছে মত ফরেক্স এ ট্রেড করি। যখন তখন আমি ফরেক্স ব্যবসায় করতে পারছি কোন পুজি ছাড়া। তাই আমি ফরেক্স করতে পেরে আনন্দিত।
-
আমি ফরেক্স এ কাজ করতে পেরে অনেক আনন্দিত । কারন আমার বর্তমান যে অবস্থা তাতে আমার অনেক সময় নষ্ট হয়ে যাই তাই আমি আমার এই অবসর সময় তা কে ফরেক্স এ বায় করি ।এর থেকে আমি কোন ইনকাম করতে পারি আর না পারি এই খান থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি । কিভাবে ট্রেড করবো তা আমি জানতে পারি । এর পাশাপাশি আমি ডেমো সহ অনেক ট্রেড সম্পর্কে জানতে পেরে আমি খুব আন্নদিত। ধন্যবাদ।
-
থিক ততটা না যতটা ভাবছিলাম। অনেক কষ্ট করতে হবে। তারপর ও ভাল লাগে ফরেক্স করতে। যদি আমি লাভ করি তাহলে আমার ফ্রেন্ড রাও আসবে তখন আরো ভাল লাগবে।
-
হ্যা , আমি ফরেক্স মার্কেটে আসতে পেরে খুবই আনন্দিত । এর কারণ হল ফরেক্স এমন একটি মার্কেট যেখান থেকে আমি আমার জীবনের অনাবিল সুখ খুজে পেয়েছি । তাই আমি ভবিষ্যতেও এই ফরেক্স মার্কেটে থেকে আনন্দিত হতে চাই । সুতরাং আমি বলব আপনারাও এই ফরেক্স ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন যাতে করে ভবিষ্যত গড়তে পারেন ।
-
ফরেক্স বিষয়ে আমার তেমন কোন অভিজ্ঞ নাই। কারন আমিন ফরেক্স এ নতুন। আমি এ বিষয়ে কোর্সে ভরতি হয়েছি। আমি ফরেক্স কোর্সে ভরতি হয়েই কয়েক দিনের মধ্যই এ থেকে আয় করতে পারেছি। এ থেকে আয় করতে পেরে আমিন খুবিই আন্নন্দিত। কারন আমি এটা পড়াশোনার পাশাপাশি আয় করতে পারছি। এটা আমার একতা পার্ট টাইম জব হিসেবে আয় করতে পারছি। তাই অবশেষে আমি বলতে পারি যে ফরেক্স করতে পেরে আমি খুবিই আনন্দিত। ধন্নবাদ।
-
য্র কোন কাজে আপনি যদি মনের মত করে করতে পারেন তবে আপনি আনন্দিত হবেন। আমি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে আমি অনেক আনন্দিত। কারন ফরেক্স মার্কেটে অনেক বড়লোকেরা ফরেক্স ট্রেড করে থাকে। আর আমিও তাদের মত একজন ফরেক্স ট্রেডার যার জন্য আমি অত্যান্ত আনন্দিত। আপনারা কে কেমন ফিল করেন।
-
আমার মতে ফরেক্স বরতমানে সবচেয়ে লাভজনক ও নিরাপদ একটি ব্যবসা।আমাদের এই ডিজিটাল যুগে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ফরেক্স এ ট্রেড করে অনেক বেকার ছাত্র নিজের অর্থনৈতিক মুক্তির পথ নিজেই তৈরি করছে।ফরেক্স করতে পেরে আমি খুবই আনন্দিত কারন এর কারনে আমাই নিজেই নিজের উপার্জনের রাস্তা তৈরি করছি।
-
ফরেক্স করার আনন্দ নির্ভর করে আপনি পফিট করছেন নাকি লস করছেন সেটার উপর । আপনি যদি নিয়মিত করে প্রফিট করতে পারেন তাহলে আপনার থেকে আনন্দিত আর কে হতে পারে বলুন । আর লস করলে আপনার থেকে মন খারাপ আর কারো হতে পারেনা । তবে হা অামি ফরেক্স করতে পেরে অনেক আনন্দিত ।
-
আমার মতে সেই পেশাই সবচেয়ে সম্মান জনক যেটা নিজের প্রচেষ্টায় করা হয়। এক কথায় আত্মকর্মসংস্থানই হলো সবচেয়ে সম্মান জনক পেশা। কারন এতে কারো মুখাপেক্ষী হওয়া লাগে না। এখানে নিজেই স্বাধীন, নিজের ইচ্ছামতো কাজ করা যায়। তাই আমার মতে ফরেক্স যথেষ্ঠ সম্মানজনক। তাই আমি ফরেক্স করে আনন্দিত।
-
হ্যা *আমি ফরেক্স করে খুবই *আনন্দিত । কেননা অর্থনৈতিক ভাবে সাবলম্বি হতে ফরেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । আমি আশা করি ফরেক্স মার্কেট থেকে আমি আমার অর্থনৈতিক চাহিদা মেটাতে সক্ষম হব । ধন্যবাদ ।।