-
কথায় আছে প্রেকটিস মেইক এ ম্যান পারফেক্ট। কথাটি চিরন্তন সত্য। ফরেক্সের ক্ষেত্রেও তাই। আপনি যতই ফরেক্সে প্রেকটিস করবেন ততই আপনি ফরেক্সে দক্ষ হয়ে উঠবেন। মনে রাখবেন জ্ঞান অর্জনের জন্য প্রেকটিস এর কোন বিকল্প নেই। ফরেক্সে প্রেকটিস করার জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন। ডেমো ট্রেডে যেহেতু আপনার আর্থিক ক্ষতি হওয়ার কোন সুযোগ নেই সেহেতু এখানে আপনি নির্বিঘ্নে প্রেকটিস করতে পারবেন।
-
শুধু বেশী প্রাকটিস করলেই ভাল ট্রেডার হওয়া য়ায না এজন্য ভাল ভাবে ফরেক্স মার্কেট বিশ্লেষণ করতে হবে ।ফরেক্স ট্রেড একটা অনলাইন ব্যাবসা যাতে আন্তর্জাতিক মুদ্রা বাজারে মুদ্রার ক্রয় এবং বিক্রয় হয় ।আমার মতে ডেমো ট্রেড বেশি বেশি করা উচিৎ ফরেক্স ট্রেডিং সম্পকে জানতে।ফরেক্স পেশা হিসেবে নিলে অবস্যই ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।
-
যেকোনো জিনিসই অনুশীলনের মাধ্যমে আয়ত্ব করতে হয়।ফরেক্স ট্রেডিংও এর বিপরীত নয়।বরং ফরেক্স ট্রেডিং প্রাকটিসের ওপর নির্ভর করে।অনেক বেশি প্রাকটিসের কল্যানে অনেক দক্ষ হওয়া যায়।ফরেক্স নিয়ে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি জানতে পারবেন।কেননা ফরেক্সে অনেক খুটিনাটি বিষয় জানতে হয়।এবং নিজস্ব ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে হয়।
-
বেশি প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যায়। কিন্তু তার জন্য আপনার অনেক বেশি বেশি প্রাকটিস করতে হবে এবং এই প্রাকটিসকে যথাযথ এস্থানে কাজে লাগাতে হবে। আর শুধু প্রাকটিস করলেই হবেনা আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতেও হবে। আর সব কিছু যদি আপনি ভাল ভাবে শিখে যান তাহলে আমার মনে হয় আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন।
-
ফরেক্স মার্কেট একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাকে আগে অনেক বেশি পড়াশুনা করতে হবে।ডেমোতে অনেক বেশি প্রাকটিস করতে হবে।ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে হবে।লোভ থেকে বিরত থাকতে থাকতে হবে।ধৈর্য সহকারে ট্রেড করতে হবে।
-
উক্ত কথার সাথে আমি একমত। কারন, প্র্যাকটিসই আপনাকে সফলতা বয়ে আনতে সহায়তা করতে পারে। আপনি প্রথমে ডেমোতে আপনার নিজের মত ট্রেড করে মার্কেট খুব ভাল এনালাইসিস করতে পারবেন। আপনি যদি ডেমোতে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি অনেক ভাল কিছু করতে পারবেন। ধন্যবাদ
-
হ্যা অবশ্যই বেশি প্রকটিস করলে ভালো ট্রেডার হওয়া যায় কারন বেশি প্রকটিস করলে আপনি বেশি জ্ঞান অর্জণ করতে পারবেন আর আপনার বেশি জ্ঞান থাকলে আপনি জয়ি হতে পারবেন বলে আমি মনে করি তাই আমি বলবো যে ফরেক্স এ বেশী প্রাকটিস করলে অবশ্যই ভালো ট্রেডার হওয়া যায়।
-
অবশ্যই বেশীপ্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া সম্ভব। কারন ফরেক্স ট্রেডিং খুব রিস্কের। বিধায় অনেক বেশী প্রাকটিস না করলে ভাল ট্রেডার হওয়া সম্ভব না।
-
জতবেশি মার্কেট বঝার ছেস্তা করবেন তত ভাল ট্রেড ার হবেন , ার মার্কেট কে বুঝতে হলে আপনাকে অনেক বেশি প্রাচতিচে করতে হবে । আপনি প্রাচতিচে করার জনা ডেমো টে প্রাচতিচে করুন ভুল গুল কুজে বার করুন এবং অভিজ্ঞ কার কাচ থেকে বঝার ছেস্তা করুন আশা করি আপনি পারবেন । মনে রাখবেন আপনি যত প্রাচতিচে করবেন তত ভুল বেরিয়া আশবে , ার ভুল বের করার জনা আপনাকে অনেক বেশি পরাশুনা করতে ত হবেই ।
-
প্রাকটিস ছাড়া কোন কাজে ভালো কিছু আশা করা যায় না । যারা আজ পূথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে তাদের সাফল্যের পিছনে রয়েছে প্রচুর প্রাকটিস বা অনুশীলন । তাই আমি বলবো ফরেক্সেকে নিয়ে যারা প্রচুর প্রাকটিস বা অনুশীলন করবো তারা অনেক কিছু শিখতে পারবে । বেশী প্রাকটিস মাধ্যমে ভালো ট্রেডার হওয়া সম্বভ । তাছাড়া হওয়া সম্বভ নয়। তাই চেষ্টা চালিয়ে যাবো তাহলে সাফল্যের লক্ষ্যে পৌছাঁতে পারবো ।
-
বেশি প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যাই।নতুন ট্রেডার এর কাছে ১০০ ডলার আমি মনে করি খারাপ না। কারন প্রথমে আপনাকে অল্প দিয়েই শুরু করতে হবে। যদি প্রাথমিক অবস্থায় আপনি বেশি ডিপোজিট করেন তাহলে লস এর সম্ভাবনা আসে। আর যদি আপনি সুরুর আগেই অনেক অভিজ্ঞ হন তাহলে আপনার কোন সমস্যা নেই অনেক বেশি ডিপোজিট করতে। প্র্যাক্টিসের মাধ্যমেই ভালো ট্রেডার হওয়া সম্ভব
-
প্রাকটিস ইস দা মেন পারফেকট । তাহলে আমরা বুঝতে পারলাম যে যত অনুসিলন তত বেশি অভিজ্ঞ । তাই যত প্রাকটিস করবেন তত বেশি ভাল করবেন । ফরেক্স অনুশীলন বেসি বেসি করলে ভালফল অর্জন হবে । বিশেষ করে ডেমো অনুসিলন করা উচিত।তাহলে প্রফিত বেসিহবে ।
-
ফরেক্স ব্যবসা একটি কঠিন ব্যবসা এখানে ভালো করে জানতে হবে জেনে সুনে তারপর ফরেক্স ব্যবসা করতে হবে ফরেক্স ট্রেড করার আগে আমাদের আমাদের ডেমো প্রাকটিস করতে হয় ডেমো প্রাচটিস করেনা এমন কোন ট্রেডার নাই কারন প্রাকটিস এর মাধ্যমে ফরেক্স ট্রেড সিখতে হয় আর যে জত বেশি প্রাকটিস করবে সে তত সিখতে পারবে ।
-
হঁ্যা ফরেক্স এ বেশ কাজ করলে ভাল ভাল টেন্ডারে কাজ করা সম্ভব হয় । এবয়ং রৈখারগিতি ভাল হলে আররও ভাল হয় । আর ফরেক্স এর কাজ করলে লেখার গতি ও টাইর্পং এর গতি ভাল হয় এবং এর ফলে অরনক ভাল টেন্ডারে কাজ করতে সক্ষম হওয়া সম্ভব হয়।
-
বেশি প্রাক্টিস করলে ভাল ট্রেডার হওয়া যাবে এটাই স্বাভাবিক কার চাষ যত ভাল দিবে ফসল তত ভাল ফলবে।তাছাড়া একটা কথা আছে প্রাক্টিস মেইক্স এ ম্যান পারফেক্ট। সফল হওয়টা স্বাভাবিক বেশি কঠিন নয়।
-
ফরেক্স এ জেনে বুঝে ট্রেড করতে হবে তা না হলে আপনার আমার লাভ হবে না, আসল টাকাও থাকবে না। সুতরাং আগে জানতে হবে তা না হলে কোন ব্যবসায়েই নামা উচিৎ নয়। আমার মতে ডেমো ট্রেড বেশি বেশি করা উচিৎ ফরেক্স ট্রেডিং সম্পকে জানতে। প্রথমে আপনাকে অল্প দিয়েই শুরু করতে হবে। যদি প্রাথমিক অবস্থায় আপনি বেশি ডিপোজিট করেন তাহলে রিস্ক বেশি নিতে ইসসচা হতে পারে।
-
হ্যাঁ।বেশী প্রাকটিস করলে অবশ্যই ভাল ট্রেডার হতে পারবেন।ইংরেজীতে একটি প্রবাদ আছে যে:প্রাকটিস মেইক এ ম্যান পারফেক্ট।বেশী বেশী প্রাকটিস করলে আপনি বেশী জানতে পারবেন এবং দ্রুত সফল হতে পারবেন।আমার মতে ডেমোতে ট্রেড করে বেশী বেশী প্রাকটিস করা উচিত।একটি কথা মনে রাখবেন দক্ষ ট্রেডার হতে হলে বেশী বেশী প্রাকটিস এর বিকল্প নাই।
-
অবসি, ট্রেডিং এ ভালো লাভের আশা করলে আপনাকে প্রচুর প্রাকটিসে করতে হবে, আমাদের মোহে অনেক ত্রাদের রাই যারা ডেমো ট্রেডিং করতে পছন্দ করেন না, এবং সরাসরি তারা চান লাইভ ট্রেডিং সুরু করতে, ফলে তারা আসল টাকা ইনেস্ট করে লস খান, এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে একর ভিন্নমত পোষণ করেন, সুতরাং, তাদের উদ্দেশে ব্প্লতে হবে যে, প্রাকটিসে করা বাটিত ট্রেডিং অ ভালো করা সম্ভব হয়ে উঠে না.
-
একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স শম্মন্ধে অনেক অনেক বেশি জানতে হবে ফরেক্সের অপরে অনেক দক্ষতা অর্জন করতে হবে মার্কেটের যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আগে থেকে খেয়াল রাখতে হবে মার্কেট কোনদিকে যাচ্ছে আপনাকে বুঝতে হবে এগুলই বারবার প্রাকটিস করলে অবশ্যই আপনি একজন ভালো ট্রেডার হতে সক্ষম হবেন বলে আমি মনে করি।
-
বেশি প্র্যাকটিস মানেই বেশি শেখা, তাই যত বেশি ডেমো একাউন্ট এ প্র্যাকটিস করবেন ততই ফরেক্স এ ট্রেড করার জন্য ভাল। আপনি যত বেশি অভিজ্ঞটা আওর্জন করবেন তত বেশি প্রফিট করতে পারবেন। বিশেস করে তেছনিকাল ও ফান্ডামেন্টাল ট্রেনিং। ফরেক্স অভিজ্ঞটা ছাড়া করলে আপনি কখনও লাভ করতে পারবেন না, তবে এটা নিশ্চিত আপনি ক্ষতি গ্রস্ত হবেন ই হবেন। আর আমরা বাঙালি অল্প শিখেই ঝাপিয়ে পরে ট্রেড করার জন্য। আল্প কিছু শিখেই। আসলে অল্প বিদ্যা ভয়ংকর এই কথাটা ফরেক্স এর ক্ষেত্রে ১০০ ভাগ সত্য। তাই আপনাদের প্রতি অনুরধ না বিঝে ফরেক্স করিয়েন না। এতে লাভের বিনিময়ে ক্ষতি গ্রস্থ ই হবেন।
-
মনে করেন ফরেক্স র্মাকেট একটি র্সাকাস আমরা হলাম বনের বাঘ, বাঘ যেমন প্রাকটিস করতে করতে র্নিভুল ভাবে র্সাকাস দেখাতে পারে তাহলে আমরা পারব না কেন ? বশি প্রাকটিস করলে বেশি লাভ পারব নিষচয় পারব।
-
ফরেক্স একটি চর্চার বিষয়, আপনি আসলেন ট্রেড করলেন তা কিন্তু নয়। এতে করে আপনি এক/দুই বার লাভবান হতে পারবেন কিন্তু যদি আপনি দীর্ঘ সময় ধরে ট্রেড করতে চান তাহলে আপনাকে মার্কেটের সব নিয়ম-কানুন জানতে হবে। আপনাকে ডেমো একাউন্ট খুলে চর্চা করতে হবে কিভাবে ট্রেড করলে আপনি লাভবান হতে পারবেন। যত বেশি চর্চা করবেন তত বেশি দক্ষ হবেন আর যত বেশি দক্ষ হবেন আপনি মার্কেটে তত বেশি ভালো করবেন।
-
ফরেক্সের রিয়াল মার্কেটে প্রবেশ করার পূর্বে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করে ধারনা লাভ করতে হবে অঅর আপনাজক এই সুবর্ন সুযোগটা দিচ্ছে ডেমো ট্রেডিং প্লাটফর্ম। এখানে আপনি ট্রেড করার জন্য পাচ্ছেন বিপুল পরিমানের র্ভাচুয়াল ডলার যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করে নিজের ট্রেডিং ধারনা এবং আত্মবিশ্বাস আনেক বেশি বাড়িয়ে তুলতে পারেন।
-
অবশ্যই প্রতিটি জিনিস এর ব্যাপারে প্রাকটিস এর বিকল্প কিছুই নেই। যে কোন সেক্টরই হোক না কেন। আপনি যত অভিজ্ঞ হবেন সেটিতে আপনি তত সফল হতে পারবেন। আর অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই প্রাকটিস করতে হবে। তাই মূল কথা হলো আপনি ফরেক্স মার্কেটে যত প্রাকটিস করবেন তত সফল হবেন।
-
সব কিছুতেই আপনি জতবেসি ধক্ষ হবেন ততবেসি আপনি সে কাজে সফল হতে পারবেন। তাই ফরেক্স মার্কেট এ আপনি যত ভালোভাবে জানবেন তত ভালো করে আপনি ফরেক্স মার্কেট ট্রেড কোরতে পারেন।ফরেক্স মার্কেট এর মুল কথা হচ্ছে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন এবং ফরেক্স মার্কেট এ সফল হন। ফরেক্স মার্কেট এর আপনি যেকোনো সময় ট্রেড কোরতে পারেন।
-
হ্যা আসলেই আমি সবার সাথে একমত যত বেশি ডেমো প্র্যাক্টিস করা যাবে তত বেশি ভালো করা যাবে। অল্প ডেমো ট্রেড করে লাইভ এ গেলে লস করার সম্ভাবনা বেশি থাকে। তাই সিদ্ধান্ত আপনার আপনি কিভাবে নেন।
-
হ্যা ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে আপনাকে অবশ্যই প্রাকটিস করতে হবে এর বিকল্প কিছু নেই। ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে ডেমো ট্রেডিং করতে হবে যতদিন আপনি ডেমো ট্রেডিং করে নিজেকে রিয়েল ট্রেডের উপুযুক্ত না হন তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফল হবেন।
-
ফরেক্স মার্কেটে যে জত বেশি প্র্যাকটিস করে সে ফরেক্স মার্কেটে তত ভাল করে বেশি প্র্যাকটিস করলে ফরেক্স সম্পর্কে ভাল জানা জায় আর ভাল ট্রেডার হয়া সম্ভব কারন জেকন জিনিস সেই সম্পর্কে জত বেশি জানার চেস্টা করে সে সেই সম্পর্কে বেশি জানতে পারে।
-
যত বেশি আমরা চর্চা করব তত বেশি আমরা শিখতে পারব কারণ অধিক অনুশিলন আমাদেরকে অধিক জ্ঞানী হতে সাহায্য করে ফরেক্স মার্কেটে এগিয়ে যেতে হলে এবং দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে হলে অবশ্যই অধিক অনুশিলন এর বিকল্প নেই তাই একজন ভালো ট্রেডার হওয়ার জন্য সবারই উচিত হবে ভালভাবে এবং অধিক পরিমাণ ফরেক্স অণুশিলন করা ফরেক্স হবে আমাদের নেশা ও পেশা
-
প্র্যাকটিসের কোন বিকল্প নেই। ফরেক্সে ভালো ট্রেডার হতে হলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। না করলে কোন অবস্থাতে ভালো ট্রেডার হওয়া যাবে না। তাই প্রথমে ডেমো একাউন্ট করে দীর্ঘদিন মনোযোগ সহকারে প্র্যাকটিস করে পরে রিয়েল একাউন্টে ট্রেড শুরু করা যেতে পারে।
-
ফরেক্স মার্কেটে আপনি যত বেশী প্রাকটিস করবেন আপনি তত বেশী ফরেক্স মার্কেটে দক্ষ হবে ভাল আয়ের জন্য ফরেক্স মার্কেটে আপ্নার প্রাক্তিসের কোন বিকল্প নেই তাই ফরেক্সে প্রাকটিস কোন বিকল্প নেই
-
ভাল ট্রেডার হওয়ার মুল মন্ত্রই হল প্রাকটিস । আসলে ভাল ট্রেডার রা কি করে মার্কেটের মুভ মেন্ট বিচার করে ট্রেড করে । তাই তারা সফল হয়। আর মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য দরকার মার্কেট সম্পর্কে জ্ঞান । মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে মার্কেট নিয়ে পরে থাকতে হবে । বেহসি বেশি ট্রেড করতে হবে ।
-
বেশি প্র্যাকটিস করলেত উন্নতি হবেই। কারন আপ্নের হভিগতা বেরবে। আর অভিগতার উপরেই ত ফরেক্স ট্রেডিং তিকে আছে। আপনাকে কস্ত করতে হবে ।আর ওই কস্তই আপনাকে সামনে নিয়ে যাবে। জত পরিস্রম করবেন তত তারাতারি উন্নতি হবে। এতা সবাই জানে।
-
জেনে বুঝে ফরেক্স ভালোভাবে প্র্যাকটিস কুরুন, আর বেশি করে ডেমো ট্রেড প্র্যাকটিস করুন ভালো ট্রেডার হওয়া যাবে।
-
প্রাকটিশ মেইকস এ ম্যান পারফেক্ট। প্রথম প্রথম আপনার ভূল হবে । আসতে আসতে ভূলের সংখ্যা কমে আসবে। একসময় ভূলের পরিমান একবারে নগন্য সংখ্যায় চলে আসবে। তবে সবগুলোর জন্য দরকার অনুশীলন। সময় নিয়ে ট্রেডিং শিখুন লম্বা দৌড়ে ঠিকে থাকবেন।
-
প্রবাদে আছে না বুঝে মুখস্থ করার অভ্যস প্রতিভা কে নষ্ট করে । না বুঝে যতই প্রকটিস করেন তাতে আপনার বিন্দু মাত্র সাফল্য আসবে না । ফরেক্স করতে হলে অবশ্যই জেনে বুঝে ট্রেড করতে হবে......যদি প্রাথমিক অবস্থায় আপনি বেশি ডিপোজিট করেন তাহলে লস এর সম্ভাবনা আসে। আর যদি আপনি সুরুর আগেই অনেক অভিজ্ঞ হন তাহলে আপনার কোন সমস্যা নেই অনেক বেশি ডিপোজিট করতে।
-
আমি মনে করে যত বেশি ট্রেড করা যায় তত বেশি ফরেক্স সম্পর্কে জানা যাবে। ট্রেডিং এ তত বেশি অভিজ্ঞতা বাড়বে। যা ফরেক্সে সফল হতে সাহায্য করবে।
-
বেশি প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যাই।যত প্রাকটিস করবেন তত বেশি ভাল করবেন । ফরেক্স অনুশীলন বেসি বেসি করলে ভালফল অর্জন হবে । বিশেষ করে ডেমো অনুসিলন করা উচিত।তাহলে প্রফিত বেসিহবে । প্ররিশ্রম করলে যে কোন কঠিন কাজ আর কঠিন থাকেনা , ফরেক্স মার্কেটে সবথেকে গুরুপ্তপূর্ণ কাজ হল , বেশি বেশি করে অনুশীলন করা , এতে করে অনেক কিছু শেখা যায় ।যারা নতুন ট্রেডার তাদের কে বলতে চাই তারা যেন বেশি বেশি করে ডোমো করে এতে করে তারা অনেক কিছু শিখবে ।
-
বেশি বেশি প্রাক্টিস এর মাধ্যমে একজন মানুষ এর যেকোন কাজের দক্ষতা বৃদ্ধি পায়।প্রাক্টিস ছাড়া একজন মানুষের দক্ষতা বৃদ্ধির জন্য সহজ কোন মাধ্যম নেই।ফরেক্সের ক্ষেত্রে প্রাক্টিস ণ্ডরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিশেষ করে ফরেক্সে যে যতো বেশি ডেমো প্রাকয়টিস করবে ফরেক্স বিষয়ে তার দক্ষতা ততো বৃদ্ধি পাবে।প্রাক্টিস ছাড়া ফরেক্সে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব নয়।তাই ফরেক্স করতে গেলে প্রথমে প্রাক্টিস করা অর্থাৎ ডেমো প্রাক্টিস করা অবশ্যক।
-
প্রাকটিস সারা কোন কিছু হয় না জা জত বেসি প্রাকটিস করভে সে তত বেসি লাভ করতা পারবে ।প্রাকটিস সারা এই বাবসেয়া এ নামলে সা ক দেন লাভ করতে পারবে না তাই বাসি বাসি প্রাকটিস করতে হবে।