ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।
Printable View
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।
হতে পারেন এবং আরও বেশি লাভ অর্জন করতে পারেন তবে আপনাকে কঠোর এবং সততার সাথে কাজ করতে হবে। এবং আমি মনে করি আপনার লাভ করার জন্য আপনার প্রচুর পরিশ্রম এবং দুর্দান্ত পোস্ট করা উচিত you আপনি যদি ভাল পোস্ট করেন এবং পোস্ট করেন তবে আপনি সফল হবেন এবং আপনি এই ব্যবসায় একটি সাফল্য
নির্ধারণ হ'ল এমন একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়, কেবল এই বাণিজ্যে অর্থোপার্জন করা নয়, বরং বেঁচে থাকাও গ পরিচালনা এবং সমস্ত ব্যবসায়ের জন্য ক্ষতি বন্ধ করুন যা কেবল ক্ষয়কে হ্রাস করে না তবে লাভের দিকেও নিয়ে যায়।হ্যাঁ ফরেক্স সকল লোকের জন্য খুব ভাল এবং সফল ব্যবসা যারা অনলাইনে যে কোনও সময় এবং যে কোনও জায়গায় অনলাইনে কাজ করতে চায় তাই ফরেক্স ট্রেডিং মানুষের পক্ষে সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান ব্যবসা এবং এই ব্যবসায়ের মাধ্যমে ভাল উপার্জন অর্জন করে।
ভাই ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।
যেখানেই অর্থের লেনদেন থাকবে সেখানে অবশ্যই একটু হলেও লোভ থাকাটা অস্বাভাবিক কিছু না।আমাদের সবার মাঝেই অর্থের লোভ কাজ করে।আর এই লোভ ক্ষনিকের জন্য আপনাকে লাভবান করলেও পরবর্তীতে আপনি এই লোভের তাড়নায় পড়ে ধ্বংস হয়ে যাবেন।আপনি ঠিক ততটাই লোভ করবেন যতটা আপনি মানিয়ে নিতে পারবেন।ফরেক্স আপনাকে রাতারাতি যেমন ধনী বানাতে পারে,তেমনি গরীবও বানাতে পারে।অন্যের কথায় কান দিয়ে ঝুঁকি নিতে যাবেন না।বুঝে শুনে কাজ করুন দেখবেন সফলতা আসবে।
আমি মনে ফরেক্স কোন লোভী ব্যবসা না । কারন লোভ করা বা না করা এটা আমাদের নিজেদের উপর নির্ভর করে । তাছাড়া ফরেক্সে লোভ করে কেউ কখনও লাভ করতে পারে না । আপনি লোভ করে একটা এন্টিতে বেশি করে ট্রেড করলেন আর মার্কেট আপনার অনুকুলে থাকল না এতে আপনার লসের পরিমান বেড়ে গেলো । তাই লোভ করা ঠিক নয় কারন লোভ কখনও কারো জন্য সুফল বয়ে আনে না ।
ফরেক্স আসলে লোভনীয় একটা ব্যাবসা কারন হলো এটা সব সময় মুভ করতে থাকে। আপনি যদি রানিং পেয়ার যেগুলো আছে সেগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে ১ সেকেন্ডের জন্য ও এরা থেমে নেই। সারাক্ষন দৌড়ের উপর ই আছে। আপনি একটা ট্রেড নিলেন সেটা লাভ বা লস কিছু একটা হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই ট্রেড টা শেষ হবার পর পর ই আপনার মনে হবে তাইলে আরো একটা ট্রেড নিয়ে নেই না দেখি কি হয় আরেক টু চেষ্টা করে যদি কিছু বেশি লাভ করা যায় বা যদি লস টা উঠে আসে
ফরেক্স ব্যবসায় ভাগ্য দিলে খুবই অল্প সময়ে জীবন এর চাকা বদলে যেতে পারে। এটি এমন একটি ব্যবস্যা যে খানে লোভের বসবাস কিন্তু এই ব্যবসায় লোভ করলে নিজের বিপদ নিজেই পরতে হবে। হ্যাঁ আমার মতেও এটি একটি লোভি ব্যবস্যা।
অ্যাকাউন্টকে প্রতিরোধ করার জন্য আরও ক্ষতি অর্জন করতে হবে এবং বেশি লাভ অর্জন করতে হবে। মনে হচ্ছে। তবে আমি স্বর্ণের ব্যবসায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয়তা হিসাবে অনেক পরীক্ষক এবং জ্ঞান অর্জনের পরে ভবিষ্যতে সোনায় বাণিজ্য করব। মূল্যবান ধাতু ছাড়াও বৈদেশিক মুদ্রার ফ্রেমের দামগুলি আমরা আবিষ্কার করেছি যে এই আন্দোলনটি আবিষ্কার করা হবে এমন একমাত্র একক যা তারা সাধারণত অবধি ঠিক উল্টে যায় this দিনের মধ্যেই সবচেয়ে শক্ত মূল্যবান ধাতু হতে পারে এটি অবশ্যই
লোভ মানুষকে কাজের প্রতি আকৃষ্ট করে। লোভ বা কাজের প্রতি আকর্ষণ অবশ্যই সফলতার জন্য গুরুত্বপূর্ণ। আর কাজের প্রতি আকর্ষণ না থাকলে সফলতা আসার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। লোভ না থাকলে কাজের প্রতি মানুষের আকর্ষন থাকেনা। তবে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অতিরিক্ত লোভ মানুষকে অনিয়মের দিকে ধাবিত করে। সুতরাং লোভ থাকা ভালো তবে অতিরিক্ত নয়।
ফরেক্স একটি ব্যবসা তবে এটা লোভী ব্যবসা কিনা সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের উপর । হ্যাঁ এটা ঠিক যে ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমানে অর্থ আয় করা যায় আর সেক্ষেত্রে ফরেক্স আপনার কাছে লোভী ব্যবসা মনে হতেই পারে । কিন্তু আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে এবং এর সাথে আপনি প্রচুর অর্থ ও আয় করতে পারবেন বলে আমি মনে করি ।
না ভাই ফরেক্স ট্রেডিং কোন লোভী ব্যবসা বলে আমি মনে করি না । তবে অনেকেই কম সময়ে অধিক টাকা উপার্জনের ফরেক্স ট্রেডিং এ লোভ করে থাকে । আসলে আমরা যদি বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করি তাহলে আমার বিশ্বাস ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হবে এবং আমরা বাস্তবতা বুঝে তখন ফরেক্স মার্কেটে ট্রেড করব ।
লোভ কম-বেশি সবারই আছে। ফরেক্স মার্কেটে লোভ কখনো ভাল ফলাফল বয়ে আনে না। অতিরিক্ত লোভের কারণে লস হবে নয়তো বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফরেক্স মার্কেটে এমন বহু ট্রেডার আছেন যাদের অনেক দক্ষতা থাকা শর্তেও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। যার কারণে প্রতিনিয়ত তাদেরকে লস করতে হয়। ফরেক্স মার্কেট স্থির নয়। প্রতিনিয়ত এখানে কারেন্সির মার্কেট প্রাইস উঠানামা করছে। কখনো কখনো এত বেশি ওঠানামা করে যা এনালাইসিস করেও অনেক সময় বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি বেশি প্রফিট করার আশায় ঝুঁকি বেশি নিয়ে বেশি বেশি লট নিয়ে ট্রেড করলেন এবং দেখা গেল মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেল। আপনার ব্যালেন্স অন্যদের আর বেশি দেরী লাগবে না। তাই লোভকে না বলুন।
ফরেক্সের মত লোভী ব্যাবসা খুব কমই আছে বলে আমার ধারনা কারন ফরেক্স মার্কেট দেখলে খুবই সোজা মনে হয়, আমাদের মনে হয় শুধু বাই আর সেল করবো আর লাভ চলে আসবে। কিন্তু যখন ট্রেডিং করা শুরু করি তখন দেখি যা ট্রেড করছি তাই উল্টোদিকে যাচ্ছে আর লস হচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পরই নিজেদের ভুল বুজতে পারি এবং তা থেকে যারা নিজেদেরকে শুধরে নিতে পারি তারাই একসময় ফরেক্সে টিকে থাকতে পারি৷
ফরেক্স লোভনীয় বিজিনেস নয়,ফরেক্স যারা করে থাকে তার ৮০% ট্রেডার লোভী হয়ে থাকে তাই ভাই ধারনা বদলান ফরেক্স কে লোভনীয় বিজিনেস না বলে,ফরেক্স ট্রেডারদের লোভী বলেন,আর আপনি এই টা মনে রাখবেন ফরেক্স এ ৯০ পারসেন্ট ট্রেডার তাদের ব্যালেন্স হারিয়ে থাকে তাদের লোভ এর জন্য।
আগে শুনতাম টাকা নাকি বাতাসে উড়ে শুধু ধরতে জানতে হয়। ফরেক্স মার্কেট এমনি একটা মার্কেট যেখানে টাকা আকাশে উড়ে। টাকার নেশা সবার ই আছে। যে এক টাকা ধরতে পারছে সে চাইবে আরো এক টাকা যদি হাতে আসে তাহলে তো দুই টাকা হয়ে যাবে। অন্য দিকে যে ধরতে পারলো না বরং লস করলো সে চাইবে আরেক বার চেষ্টা করে দেখি ই যদি ধরতে পারি ই । মার্কেটের রেনডম মুভমেন্ট এর জন্য আমাদের আসলে এমন ভাবনা হয়ে থাকে।
ফরেক্সে এই যে ৯০% মানুষ ঝড়ে যায় তারা সবাই কোন না কোন ভাবে লোভের স্বীকার। মানে একবার না একবার তারা লোভ করেছেই। কেও হয়তো শুরুতেই লোভ করেছে। যেমন কিছু দিন ডেমো করেই চলে আসছে রিয়েল ট্রেডে এইটাও এক ধরনের লোভ। মুটামুটি এখন বুঝতে পারে , সাকসেস রেট ৫০/৫০। কল লটে একটা ট্টেড প্রফিট কইরা বড় লটে একটা ট্রেড নিয়ে ধরা খায়। এটাও লোভ ই । লোভ কে আসলে কন্ট্রোল করতে হবে
ফরেক্স ট্রেডিং একটি লোভী ব্যাবসা আমার মনে হয় এমনটি ভাবার কোন কারন নেই তার কারন হল আপনি আমি একানে লোভ দেখাছি মার্কেটের এখানে কোন দোষ নেই। অতি প্রফিট লাবের আশায় আমরাই ট্রেডিং জ্ঞান,অভিজ্ঞতা,অ্য ানালাইসিস ইত্যাদির তোয়াক্কা না করেই ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করছি।
ফরেক্স মোটেও লোভী ব্যবসা না কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে তারা লোভী হতে পারে,বেশিভাগ ট্রেডারগন মনে করেন ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,তাই তারা অধিক ইনকাম এর লোভ এ বড় বড় লট এ ট্রেড করে থাকে ফলে তারা লস এর স্বীকার হয়ে থাকে,তাই ফরেক্স লোভী বিজিনেস নয়,লোভী হয়ে থাকে ট্রেডারগন।
সম্মানিত ফোরাম সদস্য গন আশা করি ভালো আছেন। হ্যা আপনি ঠিকি বলেছেন, ফরেক্স একটি লোভী ব্যাবসা। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।
প্রথম প্রথম যখন ট্রেড দিতাম তখন কম লটে ট্রেড ওপেন করতাম প্রথমে আমার ভালই লাভ হচ্ছিল এরকম চলতে চলতে আমি একবার উইথড্র পেলাম তারপর থেকে শুরু হয়ে গেল আমার লোভ তারপর থেকে বেশি ট্রেড ওপেন করতাম প্রথমে দু-একটা উইন হইছে পরে আমার লোক আরো বেড়ে গেল তারপরে আমি আরো বেশি ট্রেড ওপেন করা শুরু করলাম তারপর থেকে বাংলা ছায়াছবির মত আমার জীবনে নেমে আসলো লস এবার দু-একটা লস্ট নিয়ে আমি ঝুলে থাকলাম কিছুদিনের ভিতরেই আমি জিরো হয়ে নক আউট হয়ে গেলাম তারপরও মাথায় তেমন কোনো চিন্তা ঢুকলো না আবার বোনাস নিলাম আবার বেশি লটারি ট্রেড ওপেন শুরু করলাম আবার জিরো হয়ে গেলাম তারপর আমার মাথায় নতুন টেনশন কাজ করা শুরু করল যে তুই বড় হয়েছি সেই দুইবার আমি পরে টাকা ছাপানোর মেশিন ভাবছিলাম তাই ও আমাকে বুঝিয়ে দিলো এটা টাকা ছাপানোর মেশিন দক্ষতা প্রমাণ করার জায়গা তাই এখনই মাসের বোনাস নিয়ে আমার অনেক স্বপ্ন আমি এ মাসের বোনাস দিয়ে ট্রেড পরিচালনা করার কথা ভাবতেছি তাই এবার আর লোভে পা দিব না
আমার কাছে যে জিনিস টা মনে হয় সেটা হলো লোভ করা আর না করাটা নিজের মধ্যে। আপনার যদি লোভ করতে ইচ্ছে হয় তবেই মাত্র লোভে আপনি সাড়া দিবেন। যদি আপনার লোভ করতে ইচ্ছা না হয় তাহলে মার্কেটের লোভ দেখানোতে আপনি সাড়া দিবেন না। মার্কেট সব সময় মুভ করতেই থাকে। তাই এইটা নয় যে আপনার জন্য সব টা সময় ই একদম পার্ফেক্ট সময় একটা এন্ট্রি নেওয়ার। এন্ট্রি নেওয়ার জন্য কিছু লেভেল খুজে বের করতে হবে আপনাকে যে লেভেল গুলো সেইফ। তারপর ট্রেড নিতে হবে
ফরেক্স লোভণীয় বিজনেস বলে আমি মনে করিনা।তবে
অনেকেই মনে করে ফরেক্স দিয়ে কোটিপতি হওয়া যায়। এটা তাদের ভুল ধারণা। কারন লোভে পড়ে ভলিউম বেশি নিয়ে উল্টো পুজি হারায়। তাই আমাদের উচিত এনালাইসিস করে ট্রেড ওপেন করা। রিস্ক ম্যানেজম্যান্ট করা। আর প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টপ লস ইউজ করা।বেশী ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকা
পৃথিবী একটি লোভনীয় এবং আকর্ষনীয় স্থান। মানুষ পৃথিবীর বস্তুগত জিনিস দিয়ে তৈরী তাই প্রথিবীর যে কোন জিনিসের প্রতি দূর্বল। আর পৃথিবীর যে কোন জিনিস পেতেই অর্থ প্রয়োজন। মৌলিক চাহিদাসহ ভোগ-বিলাসের যে কোন জিনিসই পেতে হলে প্রয়োজন অর্থ। অর্থ উপার্জনের অনেক মাধ্যম যেমন চাকুরী,ব্যবসা ইত্যাদি। ফরেক্স যেহেতু আন্তর্জাতিক মানের বিশাল বিজনেস মার্কেট। সেহেতু এখানে যারা ব্যবসা করেন তাদের অনেক চাহিদা থাকে। অতিরিক্ত লোভ যেমন মারাত্মক ক্ষতি তেমনি জীবনে সফল হওয়ার প্রতি বা ইনকামের প্রতি লোভ না থাকলেও চেষ্ট-প্রচেষ্টা এবং পরিশ্রম বৃদ্ধি পায় না।
যেকোন কাজে সফলতার প্রধান বাধা হলো লোভ ও অজ্ঞতা। তেমনি ফরেক্সে ও এই কথাটি ঠিক । লোভ থাকলে কেউ এখানে সফল হতে পারবে না। আবার এটাও ঠিক আমাদের প্রত্যেকের মধ্যেই লোভ আছে। আপনাকে আপনার লোভ ত্যাগ করতে হবে । যদি না পারেন তবে ফরেক্সকে অবশ্যই আপনার লোভী ব্যবসা বলে মনে হবে। আমার মতে যারা ফরেক্স ভালো জানে বা অভিজ্ঞ তাদের কাছে সবচেয়ে ভালো ব্যবসা হলো ফরেক্স ।
এর সাফল্যের মূল চাবিকাঠি এই ক্ষেত্রে একটি ভবিষ্যত তৈরি করা। জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনও কাজে বিকাশ করতে পারবেন না। সুতরাং জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এগুলি ছিল তাদের অর্থ এবং ইন্টারনেট সংযোগ, দালালের সাথে নিবন্ধভুক্ত ছিল।
ফরেক্স একটি লোভী ব্যবসা। যদিও অতিরিক্ত লোভ ফরেক্সে ধ্বংসের অন্যতম কারণ। তারপরও অনেকেই লোভের বশবর্তী হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করতে থাকেন যার ফলে বেশির ভাগ মানুষই ফরেক্সে ব্যর্থ।
ভাই ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।
সিলিং ফরেক্স একটি শীর্ষস্থানীয় ব্যবসা। এছাড়াও, যেহেতু গ্রহটির সমস্ত ব্যক্তি এই ব্যবসায়ের সাথে জড়িত, আপনি এখানে ব্যক্তিদেরকে অভদ্র হিসাবে অভিহিত করতে পারেন। আমাদের নেতিবাচক আচরণের ধরণ সম্পর্কে যে ব্যাখ্যা রয়েছে তা হ'ল আমরা কেবল এই বাজারে উল্লেখযোগ্য প্রচেষ্টা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং আমার অনুভূতিটি এটি একটি শালীন ব্যবসা।
যারা লোভী তাদের কাছে ফরেক্স লোভী ব্যবসা। শর্টকাট এ ধনী হওয়ার কোনো ব্যবসা এই জগতে নেই। তবে শর্টকাট এ ফকির হওয়া যায় যদি ফরেক্স এ লোভ সামলাতে না পারা যায়।
কথাটা সঠিক নয়। ফরেক্স ব্যবসা লোভী নয় বরং আমরাই লোভী। অতিরিক্ত লোভ না করে স্বাভাবিক গতিতে ব্যবসা করলে প্রফিট হতে পারে আর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের দোষেই ব্যালেন্স জিরো হতে পারে। এজন্য ফরেক্স ব্যবসাকে দায়ী করে কোন লাভ নেই। ফরেক্স ব্যবসা এখন সবচেয়ে জনপ্রিয় ব্যবসা বিশ্বব্যাপী।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷ অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।
কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষ ব্যবসা করে অবশ্যই লাভের কথা ভেবে। কিন্তু একটা সময় দেখা যায়, লাভের কথা ভাবতে গিয়ে আমরা লোভে পড়ে যায়। আর ঠিক তখনই লোভের ফেলে লসে পরিনত হয়। আমরা সবাই জানি, ধৈর্যের গায়ে অনেক কাটা থাকে। কিন্তু এর ফল অত্যাধিক সুমিষ্ট হয়।ফরেক্স একটি লোভের মার্কেট। এ মার্কেটে বেশি লোভ না করে অল্প অল্প করে লাভ করলে বেশি আয় করা সম্ভব।..এ জন্য আমিও বলতে পারি ফরেক্স একটি লোভের ব্যাবসা।
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যেখানে ডলার চোখের সামনে দেখা দেয়। অনেকে অতিরিক্ত লোভ নিয়ে ধরতে চায় কিন্তু তা পারে না। এগুলো অর্জন করার জন্য রুলস ও অনুশীলন মেনে যদি কেউ ফরেক্স দক্ষতা অর্জন করে তাহলে সহজে পাওয়া যায়। ফরেক্স একটি লোভনীয় বাজার। এখানে ডলার প্রফিট করতে হলে প্রতিটা নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে ফরেক্স থেকে আয় সম্ভব।
লোভ নির্ভর করে সম্পূর্ণ আমাদের উপর। আমরা যদি লোভ করি তাহলেই সমস্যা কিন্তু যদি লোভ না করে ট্রেড করি তাহলে কোন সমস্যা নাই। তবে হ্যা ফরেক্স ব্যবসা হতে আমরা অনেক উপার্জন করতে পারি। যদি আমরা এই উপার্জন একটি নির্দিষ্ট করে ট্রেড করি তাহলে মনে হয় আমরা নিরাপদেই মুনাফা অর্জন করতে পারবো আর সফলভাবেও ট্রেড পরিচালনা করতে পারবো।
জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনও কাজে বিকাশ করতে পারবেন না। সুতরাং জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে এবং এর সাথে আপনি প্রচুর অর্থ ও আয় করতে পারবেন বলে আমি মনে করি ।
ফরেক্স একটা ডিজিটাল ব্যাবসা, যার দ্বারা মানুষ কেবল তার ব্যাক্তিগত ব্যাবসা হিসেবে গনিত হতে পারে। তাই এখানে লোভ না করে ধৈর্য্যসহিত এগোনা কাম্য।
নির্ধারণ হ'ল এমন একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়, কেবল এই বাণিজ্যে অর্থোপার্জন করা নয়, বরং বেঁচে থাকাও গ পরিচালনা এবং সমস্ত ব্যবসায়ের জন্য ক্ষতি বন্ধ করুন যা কেবল ক্ষয়কে হ্রাস করে না, ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।
অতি লোভে তাতি নস্ট তাই ফরেক্সএ এসে টাকা ইনকাম করা সহজ তাই বলে বেশি লোভ করা ভালো না,,
হ্যা আপনি ঠিকই বলেছেন ফরেক্স হলো একটা লোভী ব্যাবাসা এ ব্যাবসায় এসে লোভ করে আনেক মানুষ তার প্রোপার্টি হারিয়েছে।