-
আমারও ঠিক আপনার মত মনে হয় তবে ফরেক্সে অন্য ব্যবসায় বা জব অপেক্ষ অনেক ভাল করতে হলে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে নিজেকে অভিজ্ঞ এবং দক্ষ করে গড়ে তুলতে হবে যার মধ্যদিয়ে সে নিজেকে একজন দক্ষ ও সফল ট্রেডার হিসাবে তৈরী করতে সক্ষম হবে আর তখনই সে ফরেক্স থেকে অন্য পেশা অপেক্ষা অনেক বেশি আয় করতে পারবে।
-
পৃথীবিতে যতো প্রকারের অনলাইন ব্যবসা আছে তার মধ্যে সবচেয়ে বেসি জনপ্রীয় ব্যবসা হলো ফরেক্স। বিভিন্ন পেশার মানুষ ফরেক্স করেছ এমনি সরকারি চাকুরি জীবিরাও পার্ট টাইমে ফরেক্স বেছে নিয়েছে ফরেক্স বর্তমানে সবথেকে লাভ জনক ব্যবসা সর্বোউচ্চ আয় করার জন্য ফরেক্স ই বেস্ট।
-
ফরেক্স এর মত অন্যা কোন অন লাইনের আয়ের সাইড আছে কি রা আমার জানা নেয়ে। তবে ফরেক্স থেকে খুব সহজেই সফল ব্যবসা ই হওয়া যায়।
-
অনলাইন বিজিনেস এর মদ্ধে ফরেক্স বাবসা সবচেয়ে ভালো। অনলাইন এ প্রচুর বাবসা আছে।তবে ফরেক্স এর মাহাত্ত অন্ন রকম। আপনি ফরেক্স এর মাদ্ধমে প্রচুর আয় করতে পারবেন যদি আপনি মাথা ঠান্ডা করে সব নিয়ম কানুন মেনে বিজনেস করতে পারেন। একবার যদি ঐ সব কাজ আপনি ঠিকমত করতে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। এইসব ব্যবসায় কোন লস নাই।
-
আসলে আমার মনে হয় না যে এমন আর কোনো অনলাইন বেবসা রয়েছে যেখান থেকে আপনি কিনা ফরেক্স থেকে বেশি উপার্জন করার ইচা পোষণ করতে পারেন, কারণ আমার জানা মতে ফরেক্স হলো অনলাইন এ সবচেয়ে বড় মার্কেট, এর চাইতে বৃহত আর কিছু হতে পারে না. অনেকেই ফ্রীলান্সিং করে থাকেন, কিন্তু আমার মতে বেবসা হিসেবে ফরেক্স ই সেরা.
-
আমার মতে এমন কোন অনলাইন ব্যবসা নেই যা ফরেক্স এর চেয়ে অধিক বেশি লাভজনক ও সুবিধাজনক কারণ আমি অনলাইনভিত্তিক ব্যবসা বলতেই বুঝি ফরেক্স , কেননা এটা অমার প্রথম পেশা এবং প্রথম নেশা ফরেক্সকে আমি খুব ভালবাসি অনলাইনভিত্তিক যত ধরনের ব্যবসা আছে তার মধ্য একে প্রথমে রাখার অন্যতম কারণ হল এই ব্যবসা করে আমার দেখা মতে অনেক মানুষ তাদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেছে আর এই জন্যই ফরেক্সকে সবার সেরা বলি
-
অনলাইন এ এখন বিভিন্ন সাইট থেকে মুনাফা আয় করা যায় । কিন্তু ফরেক্স ব্যবসার মত অন্য কোন অনলাইন ব্যবসায় ফরেক্স এর মত আয় করা সম্ভব না । ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা অনেক সহজ উপায় এ করা যায় । তাই ফরেক্স থেকে মুনাফা আয় করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । ফরেক্স মার্কেট এ যদি একজন দক্ষ ট্রেডার হওয়া যায় তাহলে এই মার্কেট থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব ।
-
আমার জানা মতে মনে হয় নাই ফরেক্স মার্কেটের মত ভাল ব্যবসা আর কোন টা হতে পারে না তাই ফরেক্স মার্কেট অন্য জেকন ব্যবসা থেকে অনেক ভাল তাই ফরেক্স মার্কেট সবচেয়ে ভাল ব্যবসা আমি বলতে পারি।
-
ফরেক্স এরন তুলনা শুধুই ফরেক্স কারণ ফরেক্স হল একটা স্বাধীন ও উপভোগ্য একটা পেশা এই ব্যবসা একটা গ্রোবাল ব্যবসা এবং এর বিস্তৃতি সারা বিশ্বিব্যাপি এবং ফরেক্স হল বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক ব্যবসা সবদিক বিবেচনা করে এবং আমার জানা মোতাবেক আমি বলতে পারি যে অনলাইনভিত্তিক যত ব্যবসা আছে তার মধ্য ফরেক্স হল সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বহুল চাহিদাপূর্ণ
-
আমার দেখা মতে ফরেক্স এর মতন বিজনেস হয় না ফরেক্স মার্কেটে ট্রেড কয়া ও খুব সহজ ফরেক্স মার্কেটে বিজনেস করতে হলে তেমন মূলধন ও দরকার হয় না আবার আপনি ফরেক্স ভাল করে শিখত হলে কোন জায়গায় জেতে হবে না আপনি ফরেক্স এর ফোরাম থেকে ই শিখতে পারবেন । সব কিছু দিক দিয়ে ফরেক্স খুব ভাল একটা বিজনেস। আমার দেখা মতে ফরেক্স এর মতন বিজনেস হয় না ফরেক্স মার্কেটে ট্রেড কয়া ও খুব সহজ ফরেক্স মার্কেটে বিজনেস করতে হলে তেমন মূলধন ও দরকার হয় না আবার আপনি ফরেক্স ভাল করে শিখত হলে কোন জায়গায় জেতে হবে না আপনি ফরেক্স এর ফোরাম থেকে ই শিখতে পারবেন । সব কিছু দিক দিয়ে ফরেক্স খুব ভাল একটা বিজনেস।
-
ফরেক্স ব্যবসার মত এমন আয়ের ব্যবসা আমার জানামতে নেই । এটি হল অনলাইন ব্যবসার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যবসা । এর কারণ হল ফরেক্স ব্যবসা যদি কোন ব্যক্তি বুঝে শুনে করতে পারে তাহলে অবশ্যই সফলকাম তার জন্য অনিবার্য । সুতরাং আমি বলতে পারি অন্য সব অনলাইন ব্যবসার চাইতে ফরেক্স ব্যবসা অনেক লাভজনক ।
-
না আমার জানা মতে ফরেক্স মার্কেটের মত অন্য কোন ব্যবসা নেই যেখানে ফরেক্স মার্কেটের ছেয়েও অনেক লাভবান ব্যবসা আছে। কারন ফরেক্স মার্কেট ব্যবসা এমন একটি ব্যবসা যার মাধ্যমে একজন অবিজ্ঞ ব্যাক্তি খুব সহজেই অনেক বড় লোক হতে পারে খুব অল্প দিনেই। তাই ফরেক্স ব্যবসাই হচ্ছে অনেক ভাল একটি ব্যবসা।
-
আমার মনে হয় অন্য কোন অনলাইন ব্যাবসা ফরেক্স থেকে বেশী লাভ দিতে পারে না । বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর ।
-
আমি আপনার সাথে একমত না। অনেক অনলাইন বিজনেস আছে যেখানে ফরেক্সের চেয়ে বেশি আয় করতে পারেন। যেমন আপনি যদি কোনো জনপ্রিয় ওয়েবসাইটের মালিক হন কিংবা জনপ্রিয় কোনো অনলাইন শপের মালিক হন তবে আপনি অনেক আয় করতে পারবেন। আবার ফরেক্স দিয়েও অনেক বেশি আয় করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা আয় যতটা সহজে এবং সহজ উপায়ে করতে পারি এর মত আর কোন মাধ্যম নেই যেখান থেকে আমরা সহজভাবে আয় করতে পারি। ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক ব্যবসা তাই এটা সকলের কাছে অনেক প্রিয় এবং স্বাধীন বলে সবাই এই ব্যবসাকে তার পেশা হিসাবে নিয়ে থাকে। এখান থেকে অনেক সবাই যেকোন সময় ট্রেড করে প্রফিট করতে পারে এই ব্যবসা করতে কোন রকম ঝামেলাও পোহাতে হয় না তাই আমি মনে করি এটার মত আর তেমন কোন ব্যবসা নাই যেখান থেকে অতি সহজে প্রফিট অর্জন করতে পারে।
-
আমার মনে হয় না যে ফরেক্স ব্যবসার চেয়ে ভাল কোন অনলাইন ব্যবসা আছে।ফরেক্স একটি আন্তজাতিক ব্যবসা এর পরিধি অনেক বড়।আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট হল নিউইয়ক টস্ক মাকেট।কিন্তু ফরেক্স মার্কেট তারচেয়ে ২৫ গুন বড়।তাহলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে ফরেক্স মার্কেট অনলাইনর মধ্যে সবচেয়ে বড় ব্যবসা।
-
অনলাইনে যারা জুয়া খেলে তারা সব চাইতে বেশী ইনকাম করে। তবে ফরেক্র মারকেটের হিসাব টা একটু আলাদা। ফরেক্র এ যারা ব্যবসা শিখে গেছেন তারাই ইনকাম করতে পারবেন আর যারা শিখতে পারেন নাই। তারা বেশী লাভের আশায় গেলে লচ খাই ফরেক্র এর নাম ও নিবেন না। যে আপনাকে ফরেক্র নাম নিবে তাকে মারতে দুরাবেন।
-
আমার মনে হয় ফরেক্স থেকে অনেক ভাল ইনকাম থাকতে পারে সে সম্পর্কে আমার জানা নেই,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে যদি এনালাইসিস করে ফরেক্স মার্কেট এর নিউজ দেখে ফরেক্স মার্কেট এর ফরেক্স শিক্ষা যদি ভাল করে নেওয়া যায় তাহলে ফরেক্স থেকে অনেক বেশি প্রফিট করা যাবে।
-
ফরেক্সই আমার প্রথম অনলাইন ব্যবসায়। এর আগে আমি অনলাইন এ কোনো প্রকার কাজ বা ব্যবসায় করি নি। তাছাড়া আমি ফরেক্সেও নতুন। কিন্তু যত টুকু এ ব্যবসায় এর বিষয়ে জেনেছি বা দেখছি, আমার মনে হয় এই ব্যবসায়ের থেকে অনলাইন এয়ার কোনো ভালো ব্যবসায় নেই।
-
আর কোন অনলাইন ব্যবসা নেই যা কিনা ফরেক্স ব্যবসা থেকে বেশি লাভজনক। ফরেক্স বিজনেস ই এদের মদ্ধে সবচেয়ে নিরাপদ,লাভজনক,হালাল। লাব্জনক বলেই কোটি কোটি মানুষ ফরেক্স ট্রেডিং কে নিজের পেশা হিসেবে নিয়েছে যা অবশ্যই সময়োপযোগী একটি সিদ্ধান্ত।
-
আমার মনে হয় এমন কোনো অনলাইন ব্যবসা নেই যেখানে ফরেক্সের থেকে বেশি আয় করা যায়। কারন ফরেক্সে আনলিমিটেড আয়ের সুযোগ আছে। কেউ ভালো ট্রেড করতে পারলে ফরেক্স থেকে প্রচুর টাকা উপার্জন করতে পারে। কিন্তু ফরেক্স ছাড়া আর কোনো ব্যবসা নেই যেখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে।
-
আমি নিজে অনলাইন বিভিন্ন ধরনের ব্যবসায়ের সাথে দীর্ঘদিন ধরে জড়িত । আমি মনে করি অনলাইন ব্যবসায়ের ক্ষেতে আমাকে অনেক ধাপ পার করে এখানে আসতে হয়েছে । আমার বিবেচনামতে ফরেক্স ট্রেডিং অনলাইনে যতব্যবসায় আছে তার মধ্যে সবথেকে ভাল এবং কার্যকরী একটি ব্যবসায় যা থেকে অনেক মুনাফা অর্জন করা যায় ।
-
আমার মনে হয় অন্য কোন অনলাইন ব্যাবসা ফরেক্স থেকে বেশী লাভ দিতে পারে না । বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর ।
-
আমি আজকে পর্যন্ত এমন কোন অনলাইন ব্যবসার নাম শুনি নি যা ফরেক্স থেকে বেশি প্রফিট কাউকে দিতে পারে। কেননা এখানে আপনার কারো কাছে ধরনা দিতে হয় না, নিজেই নিজের বস। তাই আমি মনে করি এটা লাভ করার জন্য *উত্তম জায়গা তবে আপনাকে তার জন্য উপযুক্ত হতে হবে।
-
অন্যন্য অনলাইন বিজনেস এর থেকে ফরেক্স মার্কেটে ভাল বিজনেস করা যায় সত্য কিন্তু এই বিজনেস করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এই বিজনেস সবাই করতে পারেনা। যাদের প্রচুর ধৈর্য আছে এবং ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান আছে শুধুমাত্র তারাই ফরেক্স থেকে ভাল আয় করতে পারলে। ফরেক্স এ শুধু টাকা ইনভেস্ট করে ট্রেড ওপেন করলেই টাকা আয় করা যায়না। এর জন্য প্রচুত কষ্ট করতে হয়।
-
অনলাইনের সকল ব্যবসার চাইতে ফরেক্স মার্কেটে বেশি আয় করা যায় তা না হয় বুঝলাম।কিন্তুু ফরেক্স মার্কেটে সব ট্রেডাররা কি এভাবে আয় করতে পারে।আমার মনে হয় না।তবে ফরেক্স মার্কেটে যে সব ট্রেডার প্রফেশনাল মান অর্জন করেছে এবং সেই সাথে তাদের একাউন্টে মোটা অংকের ডিপোজিট রয়েছে তাাই হয়তো এই রকম ইনকাম করতে পারে।তবে আমাদের মত াধারন ট্রেডারা তা পরবে না।
-
আমার জানা মতে এমন কোন অনলাইন ব্যবসা নেই যেটা ফরেক্স থেকে অনেক বেশি বহুল বিস্তৃত এবং বেশি প্রচলিত । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদেরকে ট্রেড করতে দেওয়াই আমরা অনেক বেশি সৌভাগ্যবান । ফরেক্স মার্কেট সারাবিশ্বব্যাপি বিস্তৃত একটা মার্কেট প্লেস । আর এই মার্কেটে প্লেসের এতই পাওয়ার যে পৃথিবীর প্রায় সবদেশ থেকেই ফরেক্স ব্যবসা করা যায় । ফরেক্স মার্কেট থেকে আমরা যারা এখনো আয় করিনি তারা লেগে থাকতে পারলে অনেক বেশি লাভবান হতে পারব ।
-
হ্যা ফরেক্সই আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি আয়ের একটি অনলাইনভিত্তিক ব্যাবসা যেখান থেকে অনেক বেশি প্রফিট বা আয়ের সুযোগ রয়েছে যা অনেক ভাল পেশায় থেকেও করা সম্ভাব হয় না তবে তার জন্য অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের উপর অনেক ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা থাকাটা জরুরী।
-
হ্যা ফরেক্সই আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি আয়ের একটি অনলাইনভিত্তিক ব্যাবসা যেখান থেকে অনেক বেশি প্রফিট বা আয়ের সুযোগ রয়েছে যা অনেক ভাল পেশায় থেকেও করা সম্ভাব হয় না তবে তার জন্য অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের উপর অনেক ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা থাকাটা জরুরী।
-
আমি এই ব্যাবসা থেকে এখনো আয় করতে পারিনাই নাই তাই আমার কোন বন্ধুদদের মাঝে শেয়ার করিনাই। আমি এই মার্কেট থেকে ভাল আয় করতে পারলে আমার পরিবারের অন্য সদস্যদের কে বলব। তারা যেন ফরেক্স মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারে।অনলাইনের কাজ যেকোন চাকরির চেয়ে ভাল কারন এই খানে স্বাধীন ভাবে কাজ করা যায় নিজের যোগ্য বলে যা ইচ্ছা তা আয় করা যায়।
-
আমার জানার ভিতরে কিছু অনলাইন ব্যবসা আছে যেখানে মানুষ কাজ করে আয় করতে পারে তাই আমি মনে করি আপনি এখানে কাজ করে যদি আয় করতে পারেন তাইলে ভাল । আর যদি আয় না করতে পারেন তাইলে আপনার জন্য তা অনেক খারাপ । তাই ফরেক্স আসলে সবাই জন্যই সব সময় ভাল নাও হতে পারে কারো জন্য ফএক্স অনেক খারাব হতে পারে ।
-
ফরেক্সে আপনি কি কাজ করবেন তা আপনাকে ভাল করে জানতে হবে । আসলে আমার জানামতে ফরেক্স থেকে ভাল আর কোন মার্কেট নাই । ফরেক্স ব্যবসা অনেক দিন ধরে আমরা করতে পারতাছি এখান থেকে ভাল আয় করতে পারতাছি তাই আমি মনে করি ফরেক্স থেকে আপনি অনেক ভাল কিছু করতে পারেন তাই আপনি যদি ফরেক্স করেন তাইলে ভাল করতে পারেন ।
-
আমরা সবাই নিজের মেধার সাথে নিজের কাজের গুরুত্ব বুঝি,,,ফরেক্স ব্যাবসা আমার জন্য তখনি উত্তম ব্যবসা হবে যখন আমি এখান থেকে কিছু আয় করতে পারবো,,, সেটা অনলাইন হক আর অফলাইন হক। ...... তবে আমার কাছে এখন অনলাইনে ফরেক্স ব্যাবসার উর্ধে আর কিছুই নাই।
-
অামার জানা মতে এমন কোন অনলাইন ব্যবসা নাই যা ফরেক্স
থেকে ভাল।এটি স্বাধীন ববসা যার কারনে এই ববসা সবার কাছে প্রিয়।
-
ফরেক্সের জন্ম বেশিদিন না । এটা ২০০২ থেকে মোটামুটি এবেইলেভেল । নিউইয়র্ক স্টক মার্কেট হচ্ছে সবচেয়ে বড় স্টক মার্কেট । কিন্তু তার চাইতে ও ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লিকুইডিটি মানি প্রোভাইডার হচ্ছে এই ফরেক্স মার্কেট । যার দৈনিক লেনদেন প্রায় ০৫ ট্রিলিয়ন ডলার । দিন দিন ফরেক্স মার্কেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে । এটা এমন একটি মার্কেট যেখানে আপনি বাই/সেল উভয় ক্ষেত্রেই লাভ করতে পারেন । তাই,ফরেক্সের মত এত বড় জনপ্রিয় মার্কেট আর নেই ।
-
ফরেক্মের মতো অন্য কোনো ব্যবসা নেই যে বেবসা আপানাকে দ্রুত এতো টাকা দিবে। কারন, ফরেক্স এমন একটা ব্যবসা আর মাধ্যমে আপনি অনায়াসে অল্প সময়ে অনেক টাকা আয় করতে পারবেন। এটা সবার জন্য উন্মুক্ত। তাই ফরেক্স থেকে টাকা কামানো খুব একটা জটিল না। এটা অনলাইন জাগতের সবচেয়ে ভাল ইনকামের রাস্তা।
-
আমি বলব না । অনলাইনে ফরেক্স ব্যবাসয়ের চেয়ে আরও ভাল কোন ব্যবসা আছে বলে আমার জানা নেই । ফরেক্স এমন একটি ব্যবসায় যেখানে পৃথিবীর প্রায় ১০ ভাগ লোক প্রত্যেক্ষ বা পরোক্ষ ভাবে মার্কেটের সাথে জড়িত থেকে জিবিকা নির্বাহ করছে । তাই আমি মনে করি অনলাইনের জন্য ফরেক্স ব্যবসায়ের চেয়ে ভাল কোন ব্যবসা নেই ।
-
অনলাইন এ প্রচুর বাবসা আছে।আমি মনে করি অনলাইনে এসকল ব্যাবসার মধ্যে ফরেক্স ব্যাবসা সবচেয়ে ভালো।কারন এখানে আপনি ২৪ ঘন্টাই কাজ করতে পারবেন।আর এই ব্যাবসায় যদি দক্ষ ট্রেডার হওয়া যায় তাহলে এখান থেকে অনেক আয় করা সম্ভব।তাই অনলাইনে ফরেক্স ব্যাবসা আমার কাছে সবচেয়েে বেশি ভালো লাগে।
-
অন লাইনে ন অনেক ব্যাবসা আছে যেখানে আয় করা যায় । তবে এর মধ্যে ফরেক্সকে সবচাইতে বেশি ভাল বলে আমার মনে হয় । এখানে একটু কস্ট হলো শিখা একবার ভাল ভাবে শিেখা হলে আর চিনতা নাই প্রফিট আসবেই ।
-
ফরেক্স বাদে আমি অন্য বিভিন্ন ধরনের অনলাইন কাজ করেছি কিন্তু ফরেক্সের মত এত সহজ কাজ আমি আর দেখিনি । ফরেক্স খুব ভাল একটা ব্যবসা সবাই ফরেক্সে কাজ করার সুযোগ পাই । ফরেক্সে যদি সাবাই ভাল ট্রেডিং করে লাভ করতে পারে তাহলে ফরেক্স সবার টাকা দেব সঠিক ভাবে , যা অন্যান্য অনলাইন ব্যবসা গুলোতে দেয় না । এক্ষেত্রে ফরেক্স অনেক ভাল একটা মাধ্যম ।