ধীর গতিতে ট্রেড করলে ভালো করতে পারেন তাই মাথা ঠান্ডা রেখে নিয়ন্ত্রণ করুন তাহলে আপনি ইনকাম ভালো করতে পারেন
Printable View
ধীর গতিতে ট্রেড করলে ভালো করতে পারেন তাই মাথা ঠান্ডা রেখে নিয়ন্ত্রণ করুন তাহলে আপনি ইনকাম ভালো করতে পারেন
ধীর গতিতে কম রিস্ক নিয়ে কাজ শিখে লগইন করুন নিজের হাতে কাজ করুন এবং ফরেক্স থেকে টাকাইনকাম করুন
ধীরে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন তাহলে লোকসান হবে না আর জদি রিস্ক নিয়ে কাজ করতে চান তাহলে লস বেশি হবে বলে মনে করি
রিস্ক না নিয়ে পেশাহিসেবে দেখেন ভালো করতে পারেন তাহলে লোকসান ও কম হবে তাহলে আপনি ইনকাম করতে পারেন ভালো
ধীর গতিতে ফরেক্স ফোরামের কাজ শিখে লগইন করুন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারেন
ধীর গতির সাথে ট্রেড করলে ঝুঁকি কম থাকবে, এতে মার্কেটে টিকে থাকা সহজ। আর গতি ধীর তখনই হবে যখন আপনি লড সাইজ কম নিয়ে ট্রেড করবেন। মার্কেট যতই উঠানাবা করুক আপনি অল্প লডে ট্রেড করলে কোন সমস্যা হবে না। আর লড পাওয়ার আসে লিবারেজের উপর। আপনি লিবারেজ কম নিলে বাধ্য হয়ে অল্প লডে ট্রেড করতে হবে, কারন আপনি ইচ্ছে করলেও বেশি লডে ট্রেড করতে পারবেন না যেহতু, আপনার লিবারেজ কম। আর এই প্রসেস এ ট্রেড করা মানেই ধীর গতিতে ট্রেড করা, যা আপনার জন্য মঙ্গলজনক।
কেউ যদি ধীর গতির ট্রেড করতে চান তাহলে সকাল থেকে দুপুর ১ টা এর মধ্যে ট্রেড করবেন। কারন এ সময় মার্কেট কম উঠা নামা করে।
হারামি ক্যান্ডেল _ হারামি শব্দটি হলো জাপানিজ একটি শব্দ।যার অর্থ_ গর্ভবতী। মানে প্রেগনেন্ট।
হারামি ক্যান্ডেল _ একটি ক্যান্ডেল এর পেটের ভিতরে যখন আরেকটি ছোট ক্যান্ডেল তৈরি হয় তখন তাকে হারামি ক্যান্ডেল বলে।
হারামি ক্যান্ডেল এর কাজ _ আপ ট্রেন্ড মার্কেটে যখন হারামি ক্যান্ডেল আসবে তখন মার্কেট নিচে নামবে।
হারামি ক্যান্ডের এর কাজ _ মার্কেট যখন নিচে থাকবে তখন যদি হারামি ক্যান্ডেল আসে তখন মার্কেট উপরে উঠবে।
ফরেক্স মার্কেট এ একটি ট্রেড নিতে অনেক সময় ২/৩দিনও লাগতে পারে বা ১ সপ্তাহও লাগতে পারে সেটা নির্ভর করে আপনার এনালাইসিস এই উপর। তবে একথা সত্য কম ট্রেড নিতে হবে। আর যখন কম ট্রেড নিবেন তখন তুলনামূলক ভাল ট্রেড গুলোই আপনি নিতে চেষ্টা করবেন তাতে কোন সন্দেহ নেই। আসলে ওভারট্রেড করে কখনও মার্কেট থেকে ভাল কিছু পাওয়া যাবে না। আমি নিজেই সেটা চেষ্টা করেছি প্রথম দিকে পরে লস হয়েছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। তাই সন্দেহাতীত ভাবে বলতে পারি সত্যিই আপনার সফলতার জন্য কম ট্রেড করতে হবে।
মার্কেট যখন দ্রুতগতির সেখানে ইনভেস্ট করে কেনাকাট বা বেচা বিক্রি করতে হয় খুবই সর্তকতার সাথে। তা না হলে লসের পাল্লা অল্প সময়ের মধ্যে ভারী হতে থাকবে।
ধীর গতির সাথে কম রিস্ক নিয়ে ট্রেড করুন
ফরেক্স মার্কেট খুব দ্রুতগতির বাজার। এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পয়েন্ট হলো লিভারেজ। বেশিরভাগ ব্যবসায়ী উচ্চ লিভারেজ ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করতে পাগল হয়ে উঠছে। কিন্তু আমরা জানি না যে নিম্নগতির বাণিজ্য আমাদের ব্যালেন্স নিরাপদ করার জন্য উপযোগী। আমরা নিম্নগতির রিস্কে অনেক লাভ করতে পারি। আমাদের ভারসাম্য বজায় রাখার জন্য ধীরগতিশীল বাণিজ্য খুব নিরাপদ। এমনকি আপনি নিরাপদ উপার্জন করতে পারেন। আপনার মতামত এ সম্পর্কে কি?
ফরেক্স করতে এসে আমি একটা জিনিস শিখেছি কিভাবে নিজের* নিজের সিদ্ধান্তকে না দেখেও সমস্ত সিদ্ধান্ত একসাথে মিলিয়ে একটি ট্রেড কোর্ট থেকে করা, থেকে বুঝা যায় সাইকোলজি কে বুজ দেওয়া শিখা হয়েছে,আমি এতেই খুশি কারণ আমি এখন অস্থির হয়না ট্রেড করতে আগের মতন
ফরেক্স মার্কেট থেকে অতি দ্রুততার সাথে ভালো অর্থ উপার্জন করা যায় এই কথাটা সত্য কিন্তু তার জন্য থাকা চায় ভালো জ্ঞান ও দক্ষতা অর্জন । বিশ্বের অধিকাংশ মানুষ এই ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার, কারন আপনি ইচ্ছে করলেও বেশি লডে ট্রেড করতে পারবেন না যেহতু, আপনার লিবারেজ কম। আর এই প্রসেস এ ট্রেড করা মানেই ধীর গতিতে ট্রেড করা, যা আপনার জন্য মঙ্গলজনক।
এখানে যদি আমরা ধীরগতির সাথে কম ঝুকি নিয়ে ট্রেড করি তাহলে অবশ্যই অনেক ভাল করতে পারবো। কিন্তু প্রায় ট্রেডাররা সেটা করে না। তারা সবসময় চেষ্টা করে তাড়াতাড়ি উপার্জন করতে। কিন্তু এখানে তাড়াতাড়ি বলতে কিছু নেই। আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধীরগতির সাথে ট্রেড করতে হবে। কারণ ধীরগতিতে ট্রেড করলে আপনি ভাল সিদ্ধান্ত নিতে পারবেন আর ভাল সিদ্ধান্ত নিতে পারলে আপনি অবশ্যই ভাল মুনাফা করতে পারবেন।
আপনার সাথে আমি পুরোপুরি একমত পোশন করছি। বেশি প্রফিট করতে গিয়ে মোটা অংকের লিভারেজ নিয়ে বিপুল অর্থ উপার্জনের স্বপ্ন না দেখাই ভালো। কম লিভারেজ নিয়ে ট্রেড করা উচি। প্রথমে ছোট সাইজের লট ক্রয় করে নিজের দক্ষতা ও মেধা বাড়িয়ে নিতে হবে। এ ক্ষেত্রে ডেমোতে প্রাকটিস করে অভিজ্ঞতার ঝুলি বাড়িয়ে নেয়া যেতে পারে। রিয়েল ট্রেডের সাথে ডেমোতেও প্রাকটিস চালিয়ে যাওয়া উচিৎ। ডেমোতে ভালো সিগনাল পাওয়া গেলে রিয়েল ট্রেড নেয়া যেতে পারে। ধীনগতির সাথে কম ঝুকি নিয়ে ট্রেড করলে অবশ্যই একদিন সফলাতা আসবে। বাট অনেকেই সেটা করেন না। তারাহুরা করে অনেক বেশি উপার্জন করতে চান, তাতে করে হিতে বিপরীত হয়। ধৈর্য্য ধরে লোভ নিয়ন্ত্রন করে ট্রেড করলে সফলতা আসবেই, অনথায় মার্কেট থেকে পালিয়ে যেতে হতে পারে।
ফরেক্স ব্যবসায় জগতের সব থেকে ঝুঁকিপূর্ণ ব্যবসায়ের মধ্যে একটি। আমার মনে হয় আপনি যখন নতুন অবস্থায় ফরেক্সে থাকবেন আপনার সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে জ্ঞান অর্জনে যাতে করে আপনি কিছু বুঝতে পারেন। শুধু বাই দিয়ে গেলেন আর সেল দিয়ে গেলেন কিছুক্ষন পরে সেগুলো বন্ধ করে দিলেন তাহলেও হবে না। আমাদের আগে বুঝতে হবে। ডেমো হোক বা রিয়েল ট্রেড আমাদের প্রথম এক বছর ০.০২ লটের বেশি নিয়ে ট্রেড করা মোটেই উচিৎ নয়। এনালাইসিস করতে হবে। ঝুঁকিমুক্ত ট্রেড থেকে বিরত থাকুন। এক কথায় যত কম রিস্কে থাকা যায় ততই ভালো।
ধীর গতির সাথে ট্রেড করা ভালো কারণ আপনি যত লোভে পরবেন ততই আপনি তাড়াতাড়ি কাজ করতে চাইবেন ।।কিন্তু ফরেক্স মার্কেটে আপনি দ্রুততার সাথে ট্রেড করতে চাইলে আপনি সফল হতে পারবেন না।।।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে বলা হয়ে থাকে অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে, ঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে ট্রেড করতে। কেননা আপনি ছোট লটের ধরবেন না,বড় লটের ধরবেন, সবটাই নির্ভর করে আপনার দক্ষতা এবং আপনার ক্যাপিটাল এর উপর। কেননা আপনি সঠিকভাবে মানে ম্যানেজমেন্ট করতে পারলে, আপনি সঠিকভাবে ট্রেডিং করতে পারবেন।সেই সাথে টেনশন ফ্রি হয়ে নিয়মিত উপার্জন করতে পারবেন। তাই আমাদের সকলের উচিত ঠান্ডা মাথায়, ক্যাপিটাল অনুযায়ী ট্রেড ধরা এবং চিন্তামুক্ত ভাবে উপার্জন করা।
আমরা ফরেক্স থেকে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করি। ট্রেড দিয়েই যেন আমাদের প্রফিট হয় এরকম চিন্তা করি। আসলে ফরেক্স এ ধীরগতিতে আস্তে আস্তে আমাদের প্রফিট করতে হবে। ফরেক্স তারাহুড়া করে লাভ করা যায় না। ফরেক্স এ দ্রুত কিছু করা যাবে না।
ধীরগতিতে কম রিস্ক নিয়ে ট্রেড করাই ভালো। এতে লসের ঝুঁকি কম থাকে। অতি সহজে লাভবান হওয়া যায়। যেকোনো ব্যবসায় বড় ধরনের রিস্ক নিয়ে ব্যবসা করলে ব্যবসায় ক্ষতি হতে পারে। কাজেই ধৈর্য সহকারে ধীরগতিতে অল্প লাভ করে ব্যবসা চালিয়ে যেতে হবে। তাহলে ব্যবসা থেকে ভালো ফলাফল আসবে।
আমি খুব দ্রুত এটা সত্য আমি হঠাৎ ট্রেড করি কিন্তু তা নিয়ে অনেক আগে একবার ভেবে থাকি তারপর মার্কেটের চলাচল দেখে আমি বুঝিনাই market কোনদিকে যাচ্ছে। কারণ সে ট্রেডিং দক্ষতা গুলো আস্তে আস্তে তার নিজের মধ্যে আয়ত্ব করতে থাকবে পাশাপাশি ফরেক্স নিউজগুলো ফলো আপ করতে পারবে নিউজের সময় কেমন মার্কেট থাকে আর নিউজ ছাড়া মার্কেটের অবস্থান কেমন হয়।
বৈদেশি মুদ্রা বানিজ্য বাজার টি অনেক পরিমান ঝুকিপূর্ন । এখানে একটু পরিমান এদিক সেদিক হলেই আমাদের বড় অংকের একটা অংশ ক্ষতিতে চলে যেতে পারে। আমাদের অনেক বেশি সতর্ক থেকে খুব সাব্ধানতার সাথে আসলে একটি বানিজ্য খুলতে হবে। তাই আমাদের উচিত ধৈর্য ধারন করে টিকে থাকা এবং লোভ না করে অল্প লাভে ট্রেড ক্লোজ করে সন্তুষ্টি থাকা ।
আপনি ঠিকই বলেছেন তাড়াহুড়া করে কোন কাজ করলে সেখান থেকে ভালো ফল পাওয়া যায়না।ঠিক তেমনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রফিট করতে চাইলে অবশ্যই মাথা ঠান্ডা করে ধীরেসুস্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে ট্রেডিং করতে হবে। অন্যথায় লাভের পরিবর্তে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। আর জন্য তাড়াহুড়া করে কোন ট্রেড ওপেন না করে সময় দিয়ে মার্কেটকে পর্যবেক্ষণ করতে এবং যখন ট্রেডিংয়ের জন্য উপযুক্ত বলে মনে হবে ঠিক তখনই ট্রেড ওপেন করতে হবে পাশাপাশি সঠিক সময়ে ট্রেড ক্লোজ করতে হবে।আশা করা যায় যে তাহলেই ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করার মাধ্যমে খুব ভাল আয় করা সম্ভব হবে।
ফরেক্সে রিক্স সব সময় থাকবেই। তবে সঠিকভাবে করতে পারলে রিক্স কমানো সম্ভব। যদিও লাভলেস এর ভিত্তিতে ট্রেড করার জন্য মাইন্ড সেটা রাখতে হয়। রিস্ক না নিয়ে পেশাহিসেবে দেখেন ভালো করতে পারেন তাহলে লোকসান ও কম হবে তাহলে আপনি ইনকাম করতে পারেন ভালো
মার্কেট আমিএখনো নতুন তাই ফরেক্স মার্কেট সর্বপ্রথম আমার লস হয়।আমি এখনো লসে আছি।তারপরে ও আমি হতাস হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলো লিখে রাখি আমার সর্বমোট কত লাভ হলো এবং কতো লস হল।সেগুলো আমি মাঝেমাঝে ফলো করি।আমি দেখি আমার লাভের চেয়ে লসের সংখা বেশি।আমি সেগুলো রিকবার করার চেস্টা করি। আপনারা মনোবল না হারিয়ে আবার নতুন করে শুরু করবেন ।
ফরেক্স মার্কেট এ একটি ট্রেড নিতে অনেক সময় ২/৩দিনও লাগতে পারে বা ১ সপ্তাহও লাগতে পারে সেটা নির্ভর করে আপনার এনালাইসিস এই উপর। তবে একথা সত্য কম ট্রেড নিতে হবে। আর যখন কম ট্রেড নিবেন তখন তুলনামূলক ভাল ট্রেড গুলোই আপনি নিতে চেষ্টা করবেন তাতে কোন সন্দেহ নেই। আসলে ওভারট্রেড করে কখনও মার্কেট থেকে ভাল কিছু পাওয়া যাবে না। আমি নিজেই সেটা চেষ্টা করেছি প্রথম দিকে পরে লস হয়েছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা।
প্রাথমিক অবস্থায় আপনার রিস্ক কম থাকবে এবং আপনার রিয়েল ট্রেড করতে আর কোন লস বহন করতে হবে না। মাঝে মাঝে ভাবতাম যে মার্কেট এখন আগের মত ভালো ভাবে মুভ করে না। এখন শুধু উল্টাপাল্টা মুভ হচ্ছে যার কারনে আমরা লাভ করতে পারিনা। কিন্তু না মার্কেট সবসময় একভাবে মুভ করেনা। সেজন্য আপনাকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হতে পারে।
ফরেক্স মার্কেট এ একটি ট্রেড নিতে অনেক সময় ২/৩দিনও লাগতে পারে বা ১ সপ্তাহও লাগতে পারে সেটা নির্ভর করে আপনার এনালাইসিস এই উপর। তবে একথা সত্য কম ট্রেড নিতে হবে। আর যখন কম ট্রেড নিবেন তখন তুলনামূলক ভাল ট্রেড গুলোই আপনি নিতে চেষ্টা করবেন, এখন শুধু উল্টাপাল্টা মুভ হচ্ছে যার কারনে আমরা লাভ করতে পারিনা। কিন্তু না মার্কেট সবসময় একভাবে মুভ করেনা। সেজন্য আপনাকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হতে পারে।
ফরেক্স এ ধীর গতিতে স্বল্প ঝুঁকি নিয়ে কম লটে ট্রেড করাই উত্তম আমি মনে করি । কারণ সময় নিয়ে চিন্তা করে ট্রেড করলে মনে হয় লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । কোনো কাজে থেকেই তাড়াতাড়ি করে ভালো কিছু আশা করা যায় না । তাই ধীরে স্বস্তিে কাজ করলে তা থেকে ভালো কিছু পাওয়া যাবে । এখেত্রে আপনাদের মতামত কি ?
ফরেক্স মার্কেট থেকে দ্রুত প্রফিট করা যায় যখন নিউজ প্রকাশিত হয়। আর অন্যান্য সময়গুলোতে মার্কেট স্বাভাবিকভাবে মুভ করে। আসলে মার্কেট থেকে তারাহুরা করে বা জোর করে প্রফিট নেওয়া যাবে না। ট্রিলিয়ন ডলার এর মার্কেট যেভাবে মুভ করে সেইদিকে ট্রেড নিয়ে আপনাকে প্রফিট করে বের হয়ে আসতে হবে।
ফরেক্স এ প্রাথমিক অবস্থায় লং টাইমফ্রেম এ ট্রেড করা উচিত এবং ছোট লট নিয়ে। আর সব সময় ডেমো ট্রেড করা উচিত রিয়েল ট্রেড এর পাশাপাশি। ডেমো ট্রেড এ সব সময় থাকতে হবে এবং ভাল কোন সিগন্যাল পেলে তখন রিয়েল ট্রেড এ গিয়ে ট্রেড করতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আপনার রিস্ক কম থাকবে এবং আপনার রিয়েল ট্রেড করতে আর কোন লস বহন করতে হবে না। আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধীরগতির সাথে ট্রেড করতে হবে। কারণ ধীরগতিতে ট্রেড করলে আপনি ভাল সিদ্ধান্ত নিতে পারবেন আর ভাল সিদ্ধান্ত নিতে পারলে আপনি অবশ্যই ভাল মুনাফা করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট যে মার্কেট নিজের লোভ এবং ইমোশনকে কন্ট্রোল রাখতে হয়। নয়তো ফরেক্স মার্কেটে অনেক লসের সম্মুখীন হতে হয়। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ধীরগতিসম্পন্ন এবং বুঝেশুনে ট্রেড করতে হয়। মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এবং মার্কেট সম্পর্কে এনালাইসিস করে তারপরে যদি ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করা যায় তাহলে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট পাওয়া সম্ভব।
অবশ্যই আমাদের কম রিস্ক নিয়ে ধীর গুতিতে ট্রেড করা উচিত। আগে আমাদের মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেটে টিকে থাকতে পারলে প্রফিট একসময়ে আসবেই্। রিস্ক আমাদের প্রতিদিনের জীবনের একটা অবিচ্ছিদ্ধ অংশ। এটাকে আমরা কোন ভাবেই এড়াতে পারিনা। আমরা যে কোন ধরনের ব্যবসায়ের কথা বলি না কেনো সব ধরণের ব্যবসায়ের ক্ষেত্রে সর্বদা একটি রিস্ক থাকে। যেহেতু ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জতিক ব্যবসা তাই সেখানেও রয়েছে অনেক রিস্ক । তবে সেখানে আরও অনেক সম্ভাবনাও দেখতে পাচ্ছি যা বিশ্বের অন্য ধরণের ব্যবসায়ের ক্ষেত্রে পাওয়া যায় না। তাই ক্ষতি সম্পর্কে ভীত না হয়ে বরং প্রতিটি ট্রেডিং সেশন দিয়ে আপনার দক্ষতা উন্নয়ন করুন। যা অবশ্যই নিশ্চিত করবে আমাদের সাফল্য এবং আমরা সেই ব্যবসায় সম্ভাবনার সম্ভাবনাগুলি আয়ত্ত করতে পারলে আমাদেরকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আমাদের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। তাই সতর্কতার সাথে ঝুঁকিবিহীন ট্রেড করা উচিত।
প্রায় ট্রেডাররা সেটা করে না। তারা সবসময় চেষ্টা করে তাড়াতাড়ি উপার্জন করতে। কিন্তু এখানে তাড়াতাড়ি বলতে কিছু নেই। আপনি যদি এই ব্যবসা সফলভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধীরগতির সাথে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে বেশি লিভারেজ আমাদেরকে একটা বিশাল লসের সম্মুখীন করে দেয়৷আমরা অনেকেই জানিনা বেশি লিভারেজ এর কারনে আমাদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়৷কম লিভারেজ নিয়ে ট্রেড করলে আমাদের একাউন্টের ব্যালেন্স একদিকে যেমন নিরাপদ থাকবে তেমনি অপরদিকে লসের পরিমাণ অনেক কম থাকবে৷
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মার্কেট সম্পর্কে আপনাকে জানতে হবে। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে পরিপূর্ণ ধারনা রাখার পূর্বে পর্যন্ত ট্রেড করা যাবে না। ট্রেড করার জন্য মার্কেট এনালাইসিস পড়ার জন্য সময় দিতে হবে। ফরেক্স নিউজ ফিড উপর নজর রাখতে হবে, কারণ এই নিউজফিডের উপর অনেক ট্রেড প্রফিট হওয়ার জন্য নির্ভর করেন। পাশাপাশি বড় লটে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। রিক্স নিয়ে কখনো ট্রেড করে সফল হবেন না। তাই মার্কেট মুভমেন্ট দেখে নিশ্চিত হয়ে ট্রেড করুন।প্রথমে ট্রেডিং অনুশীলন করুন তারপরে আপনার নিজের ট্রেডিং কৌশল এবং পরিকল্পনা করুন। অন্যের কথা শোনার দরকার নেই। মারাত্মক অবস্থায় বাজার কীভাবে মোকাবেলা করা যায় তা আমাদের নিজের রোড ম্যাপ তৈরি করা উচিত। সুতরাং, আপনার নিজের বিধি তৈরি করুন যা আপনাকে অবশ্যই অনুসরণ করা উচিত।
তবে একথা সত্য কম ট্রেড নিতে হবে। আর যখন কম ট্রেড নিবেন তখন তুলনামূলক ভাল ট্রেড গুলোই আপনি নিতে চেষ্টা করবেন তাতে কোন সন্দেহ নেই। আসলে ওভারট্রেড করে কখনও মার্কেট থেকে ভাল কিছু পাওয়া যাবে না। আমি নিজেই সেটা চেষ্টা করেছি প্রথম দিকে পরে লস হয়েছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। তাই সন্দেহাতীত ভাবে বলতে পারি সত্যিই আপনার সফলতার জন্য কম ট্রেড করতে হবে।
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট এখানে যে ঝুকি নিয়ে ফরেক্স এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে হয়। ধীর গতির সাথে কম রিক্স নিয়ে ট্রেড করলে আয় যদিও কম হয় তবে আপনি অনেকটা ঝুকির হাত থেকে রক্ষা পাবেন। আমি নিজেই এই কৌশলটা অবলম্বন করে থাকি এবং নিজের একাউন্ট এ বেশী ঝুঁকি না নিয়ে কম ঝুঁকিতে আমি ফরেক্স এ ট্রেড করে আয় করে থাকি। আমি আস্তে আস্তে আয় করে যখন আমি অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিজের ক্যাপিটাল বাড়াবো তখন আমি নিজের দক্ষতা ও অভিজ্ঞতায় ট্রেড করে অনেক টাকা আয় করব।