ফরেক্স মার্কেটের কিছু নীতি নির্ধারণ রয়েছে। ফোরাম একাউন্ট খোলার সময় ব্রোকার বেশ কিছু লেভরেজ দিয়ে দেয়। সেখান থেকে পছন্দ করে নিতে হয়। তবে 1.50 এর বেশি দেয় না। ইন্সটাফরেক্স ব্রোকার লিভারেজের ধারণ ক্ষমতাটি নির্ধারণ করে দিয়েছে ১:৫০। আপনি ১:৫০ এর বেশি লিভারেজ নিয়ে বোনাস ফোরামে এ্যাকাউন্ট খোলতে পারবেন না। তাই আপনাকে এটা মেনেই বোনাস ফোরামে এ্যাকাউন্ট খোলতে হবে। আর আমার মতে এটাই সবচেয়ে ভাল লিভারেজ কারণ ১:৫০ বেশি লিভারেজ নিলে আপনার এ্যাকাউন্ট দ্রুত শূন্য হতে পারে যা আপনি সহজেই ফোরাম বোনাসের ডলার ধরে রাখতে পারবেন না। কারন এই মার্কেটে আপনি যখন ট্রেড করতে আসবেন তখন আপনার মাঝে লোভ এবং ধৈর্য্য ধরে রাখতে পারবেন না।