-
ইন্ডিকেটর দিয়ে যে লাভ করা যায় না ঠিক তা নয়। কিন্তু ইন্ডিকেটর হল আমাদের মত একজন ট্রেডার তৈরী করে থাকে অর্থাৎ তার এনালাইসিস ও অভিজ্ঞতার আলোকে করে থাকে। অর্থাৎ অন্যের মেধায় চলা। তাতে আমাদের কোন লাভ নেই। এতে করে ভবিষ্যতে নিজের ট্রেড করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। তাছাড়া ফরেক্স এমন একটি মার্কেট যেখানে 100% গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে মার্কেট কোন দিক যাবে। তাতে লাভ/লস যেকোন একটি হতেই পারে। তাই আমি মনে করি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য হলেও লস হোক তাও নিজের দক্ষতায় ট্রেড করা উচিৎ। এতে করে নিজের ভবিষ্যৎ আলোকিত করা সম্ভব।
-
ইন্ডিকেটর এবং আপনার এনালাইসিস যদি একটি নির্দেশ দেয় তাহলে আপনি ট্রেড নিতে পারেন। আর ইন্ডিকেটর যদি আপনার এনালাইসিস থেকে ভিন্ন ভিন্ন নির্দেশ করে তাহলে বলবো অবশ্যই আপনার এনালাইসিস কে সর্বাধিক গুরুত্ব দিন। ইন্ডিকেটর বিষয়টি আপনাকে কিছুটা সহযোগিতা করবে শুধু এছাড়া আরো কিছু আপনাকে দিবে না। আপনার লাভ হবে সেই বিষয়টি একদম অনিশ্চিত। কিন্তু অর্থ উপার্জনে ইন্দিকেটর বিশেষভাবে ভূমিকা রাখে।
-
সাধারণত টেকনিক্যাল এনালাইসিস সঠিকভাবে করার প্রয়োজনে অনেক ট্রেডারগণ এই বিভিন্ন ধরনের ইন্ডিকেটরগুলো ব্যবহার করে থাকেন৷মূলত তারা একাধিক ইন্ডিকেটর এর সমন্বয়ে একটি প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজী তৈরি করে থাকেন৷আবার অনেক ট্রেডার এসব ইন্ডিকেটর ফ্রী পরিষ্কার ঝকঝকে ট্রেডিং চার্ট ব্যবহার করে থাকেন৷এটা মূলত নির্ভর করে ট্রেডারদের অ্যানালাইসিসের সুবিধার উপর৷অনেকেই বলে থাকেন ইন্ডিকেটর আসলে কোন প্রকার সঠিক trading signal দিতে পারে না কিন্তু ট্রেডিং চার্টে গুরুত্বপূর্ণ trend এবং support/resistance label গুলোর অনুমান করতে সহযোগিতা পাওয়া যায়৷অসংখ্য ইন্ডিকেটর এর মাঝে কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো অধিকাংশ ট্রেডাররাই কম বেশি ব্যবহার করে থাকেন৷যেমন ট্রেন্ড লাইন,channel,moving average,ফিবোনাকি রেশিও ইত্যাদি৷