আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল।
Printable View
আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল।
ছোট ছোট লটে ট্রেড করাকে আমি খুবই সমর্থন করি । কারণ আমি চাই সবথেকে কম রিস্ক নিয়ে ফরেক্স থেকে লাভ করতে । যেহেতু ফরেক্স ট্রেডিং খুবই রিস্কি একটা মার্কেট তাই যদি আমরা ছোট ছোট লটে ট্রেড করি তাহলে রিস্কটা অনেক কম থাকে । যদিও লাভ একটু কম হয় তবুও তো লস খুব বেশি হবে না , এই ভরসায় থাকা যায় । তবে আপনার যদি ট্রেডিং ক্যাপিটাল ভাল থাকে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং এর লট সাইজ একটু বাড়াতে পারেন , কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর কথা খেয়াল রাখবেন ।
আমার মতে ছোট ছোট লটে ট্রেড করা অনেক নিরাপদ। কারণ ছোট লটে ট্রেড করলে সহজে মার্জিন কল পাওয়া যায় না আর লসের পরিমাণও কম হয়। ছোট লটে ট্রেড করলে টেনশনও কম থাকে যার ফলে ভুল সিদ্ধান্ত খুব কম নেওয়া হয়। যদি এই ব্যবসায় কেউ সফলতার সহিত মুনাফা উপার্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে। আমি বর্তমানে ছোট লটে ট্রেড করে থাকি এবং দীর্ঘ সমযের জন্য। এতে করে আমি অনায়সে নিরাপদে ভাল মুনাফা উপার্জন করতে পারি।
ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে ছোট ছোট লট ধরে ট্রেড করতে হবে। কারন ছোট লট ধরলে আপনার যদি লস হয় তাহলে কম লস হবে কিন্তু যদি আপনি বড় লট ধরে ট্রেড করেন তাহলে আপনার লস হলে অনেক লস হয়ে যাবে । যার ফলে প্রথম দিকে আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকাই কঠিন হয়ে যাবে। তাই প্রথম দিকে ছুট লট ধরে ট্রেড করাই ভাল।
প্রতিটি বাণিজ্য আমাদের ট্রেডিং করতে ছোট ছোট আকারের ব্যবহার করে। কারণ বড় লট আকারটি আপনার বাণিজ্যে আরও উপস্থিতি বোঝায়। ছোট লট সাইজ ব্যবহার করে এবং ঝুঁকি কীভাবে পরিচালনা করবেন তা শিখিয়ে ঝুঁকি হ্রাস করা যায়। বাজারের চলাচলগুলি আপনার পক্ষে যখন বিপরীত হয় তখন ছোট প্রচুর আকার আপনার অ্যাকাউন্টে সুরক্ষা দেয়
যারা ফরেক্সে নতুন তাদের জন্য প্রথমে ছোট ছোট লটে ট্রেড করাই নিরাপদ তাই আপনাকে আপনার ট্রেডিং দক্ষতার ভিত্তিতে এটাকে নির্ধারণ করতে হবে যে, আপনি এখানে কতটুকু রির্স্ক ও কতটুকু উপার্জন করতে আগ্রহী যার ফলে প্রথম দিকে আপনার ফরেক্স মার্কেটে টিকে থাকাই কঠিন হয়ে যাবে। তাই প্রথম দিকে ছোট লট ধরে ট্রেড করাই ভাল।
মাসিক টার্গেট আর আপনার মূলধনের উপর ডিপেন্ড করে আপনাকে লট সিলেক্ট করতে হবে। ধরুন আপনার কাছে ১০০ ডলার আছে আর আপনি মাসিক টার্গেট নিয়েছেন ৫০ ডলার। তাহলে আপনার জন্য বেটার হবে যে আপনি ০.০১ থেকে শুরু করে সর্বোচ্চ ০.৫ লট পর্যন্ত কিনুন। আমি আপাতত ছোট ছোট লট কিনেই ট্রেড করতেছি। আমি মেক্সিমাম টাইম ০.০২ বা ০.০৫ অথবা ০.১ লট ধরে ট্রেড করে থাকি। আপনি মাসে মার্কেট খোলা পাবেন ২০ দিনের মত। আপনার টার্গেট টাকাকে ২০ দিয়ে ভাগ করলে যা আসবে তা হলো আপনার ডেইলি কত করে লাভ করতে হবে তার একটা রেসিও। সুন্দর করে প্ল্যান করে ট্রেড করলে মাসিক টার্গেট ফিলাপ করা সম্ভব
আমি অন্যান্য অনলাইন ব্যবসার চেয়ে ফরেক্স ট্রেডিং উপভোগ করি। আমাদের বাজারের ভাল বিশ্লেষণ প্রয়োজন, মুনাফা অর্জনের কৌশল গ্রহণ করা এবং বাজারটি বোঝার পাশাপাশি সাফল্য পেতে কিছু সূচক প্রয়োগ করা। প্রকৃতপক্ষে জ্ঞান হল ফরেক্স ব্যবসায়ের ভিত্তি এবং এটি ছাড়া আমরা একটি সফল বাণিজ্য হতে পারি না।
রা ক্ষতিগ্রস্থ না হয়। যদি আপনি এটি করেন তবে আপনি অবশ্যই এতে সফল হবেন I আমি মনে করি আপনার ক্ষতি এবং আপনার লাভ উভয়ই ভাগ করে নেওয়া উচিত Whoever যে কেউ তাদের লাভ ও ক্ষতি ভাগ করে নেয় অবশ্যই সফল হবে I আমি মনে করি আপনার ক্ষতি
আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে টিকে থেকে আয় করতে চাইলে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করে ছোট ছোট লাভে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ অধিক লাভের আশায় যেমন ঝুঁকি নিয়ে বড়লটে ট্রেড ওপেন করা যাবে না তেমনি কখনোই মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেডিং করা যাবে না। যখনই মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেড ওপেন করা হবে তখনই লস হওয়ার সম্ভাবনা থাকবে যেটা একাউন্টের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে।তাই আমি মনে করি কখনোই অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেডিং না করে বরং বড় বড় লটে লাইসিস করে ছোট ছোট লটে ট্রেডিং করে সামান্য প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করাই লাভজনক হবে।এতে করে যেমন দীর্ঘদিন ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হবে তেমনি খুব ভালো আয় করে নিজেকে আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী করে তোলা যাবে।
ছোট লট বড় লটে সব গুলোতেই ট্রেড করা নিরাপদ যদি দিনটা আপনার হয়! আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল। তাই লাভ লস নির্ভর করে অনেকটাই আপনার আমার লাকের উপর।
ফরেক্স মার্কেটে যদি আপনার ব্যালেন্স কম থাকে তাহলে আপনার অল্প পরিমান অর্থাৎ ছোট ছোট লট নিয়ে ট্রেড করা নিরাপদ তবে বড় ব্যালেন্স যদি থাকে তাহলে আপনার ব্যালেন্সকে ৫০০ দিয়ে ভাগ করে যে ভাগফল আসবে সেই ভাগফলকে লট ধরে ট্রেড এন্ট্রি নেওয়া নিরাপদ।কারন মার্কেট খুব কম একবারে ৫০০ পিপস নিছে নামে না।তাই যার ব্যালেন্স বেশি সে যদি এই সুত্র মেনে ট্রেড এন্ট্রি নিয়ে থাকে তাহলে তার ব্যালেন্স সহজেই জিরো হবেনা।
ফরেক্সে প্রথম দিকে ছোট ছোট লটে ট্রেড করা ভাল। কারন প্রথম অবস্থায় ছোট লট গুলোতে লসের ঝুকি কম থাকে।এতে করে ফরেক্সে ও টিকে থাকা যায়।যদি বড় লট গুলোতে না বুঝে ট্রেড করে লস হয়। তাহলে ট্রেড করা ইচ্ছা থাকে না।আর তখনই দোষ হয় ফরেক্স এর যে ফরেক্স ভাল না।তাই ছোট ছোট লটে লাভ কম হলে ও ট্রেড কার নিরাপদ।
ফরেক্স মার্কেটে যারা নতুন মেম্বার তাদের জন্য ছোট ছোট লটে ট্রেড করা উপযোগী। প্রথমেই বেশি লাভের আশায় বড় লটেটে ট্রেড করলে অ্যাকাউন্ট জিরো হতে পারে। তাই বড় লটে ট্রেড না করে ছোট লটে করা উচিত। প্রথমেই বেশি লাভ করা ভালো না এইজন্য ছোট লটে ট্রেড করা ভালো। ছোট লটে ট্রেড করলে অল্প লাভ হয় কিন্তু লসের আশঙ্কা কমে যায়। তাই ছোট লটে করা খুব গুরুত্বপূর্ণ।.......ধ ্যবাদ।
ছোট লট বড় লটে সব গুলোতেই ট্রেড করা নিরাপদ যদি দিনটা আপনার হয়! আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল। তাই লাভ লস নির্ভর করে অনেকটাই আপনার আমার লাকের উপর।
হ্যা, আমি আপনার মতামতের সথে এক মত।বিশেষ করে আমরা যারা ফরেক্স ব্যবনাতে নতুন তাদের ছোট ছোট লটে ট্রেড করা উচিত।কারণ আমরা যদি ছোট লটে ট্রেড করি তাহলে অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা কম থাকে।
অবশ্যই ছোট ছোট লটে ট্রেড ওপেন করা ভালো এবং নিরাপদ । তার কারন হলো ছোট ছোট লটে ট্রেড ওপেন করে লচের সম্মুখীন হলে ও একাউন্ট জিরো হওয়ার ভয় থাকে না এবং অল্প অল্প লাভে ট্রেড ক্লোজ করে দিলে ও একপর্যায়ে মাস শেষে ভালো একটা এমাউন্টের প্রফিট ও পাওয়া যায় । তাই বেশি লাভের আশায় লোভ না করে অল্প লাভে ট্রেড ক্লোজ করে সন্তুষ্টি থাকাটাই বুদ্ধিমানের কাজ,,,,, ধন্যবাদ ।
ছোট ছোট লটে ট্রেড করা নিরাপদ
ছোট ছোট লটে ট্রেড করে মার্কেটে দীর্ঘদিন যাবৎ profit নিয়ে টিকে থাকতে হবে৷ফরেক্স মার্কেটে যদি দীর্ঘদিন ব্যবসা করতে চান তাহলে প্রথম থেকেই ছোট ছোট profit নিয়ে মার্কেটে দাঁড়িয়ে থাকতে হবে৷এখানে নগদ ডলারের লোভে বেশি লাভ করতে পারবেন না,দ্রুত প্রফিট করতে পারবেন না,দ্রূত ধনী হওয়ার জন্য অস্থির হতে পারবেন না,মাথা গরম করতে পারবেন না৷তাহলে ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকা কখোনোই সম্ভব হবে না৷ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে হলে অবশ্যই অত্যন্ত ধৈর্য ধরে দীর্ঘদিন যাবৎ দাঁড়িয়ে থাকতে হবে৷আমরা যারা ঘনঘন লস করছি তাদের লসের একটা প্রধান কারন হচ্ছে ছোট লটে বা অল্প ভলিয়মে ট্রেড না করা৷আমরা ছোট ভলিয়মকে সর্বদাই যেন এড়িয়ে চলি অথচ ছোট ছোট ভলিয়মে ট্রেড করাই সর্বাপেক্ষা নিরাপদ৷
হ্যাঁ আমার প্রিয় ভাই, আমাদের এটিতে ছোট ছোট প্লেন রাখা উচিত we যখন আমরা এতে সামান্য পরিমাণ রাখি তখন আমাদের এতে ক্ষতি কম হবে এবং সুবিধাটি আমাদের পক্ষে ভাল যে আমরা এতে ছোট। নিরাপদে নিরাপদে এটি থেকে বেশিরভাগটি তৈরি করতে আমাদের সহায়তা করতে অল্প পরিমাণ লুট গণনা ব্যবহার করুন।
হ্যাঁ,ফরেক্সে যারা প্রথম ট্রেড করছেন তাদের জন্য প্রথমে ছোট ছোট লটে ট্রেড করাই নিরাপদ । প্রথমে ছোট ছোট লটে ট্রেড করে যখন দেখবেন আপনার অভিজ্ঞতার আর কমতি নেই ,এবং নিয়মিত লাভ করছেন তখন বড় লটে ট্রেড করার চিন্তা করবেন।
আমার মতে ফরেক্সে ছোট ছোট লটে ট্রেড করা উত্তম ।এতে করে ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে থাকা যাবে । আর ছোট ছোট লটে ট্রেড করলে লাভ করতে পারবেন ।আর এতে লসের সম্ভাবনা কম থাকে ।আর নতুন ট্রেডার হলে তো অবশ্যই ছোট লটে ট্রেড করবেন ।তাহলে আপনি ভাল ফল পাবেন ।
ছোট লট বড় লটে সব গুলোতেই ট্রেড করা নিরাপদ যদি দিনটা আপনার হয়! আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল। তাই লাভ লস নির্ভর করে অনেকটাই আপনার আমার লাকের উপর।
আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো ছোট লট আর ছোট টার্গেট নবাগত অবস্থায় আপনাকে সফল হতে সহায়তা করবে। যেমন : ০.০১ লট এবং ২০পিপস প্রতিদিন দেখবেন আলাদা একটা মজা পাবেন ট্রেডিং এ। কারন বেশীর ভাগ সময় আমাদের দুশ্চিন্তার কারন হয় লসের কারনে। যদি অল্প অল্প করে প্রতিদিন লাভ করতে পারেন আপনি ধীরে ধীরে বড় পর্যায়ে যেতে পারবেন। আর যখন লসের পরিমান বেশী হয় তখন কিন্ত মনটাও ভেঙ্গে যায় যার কারনে আমাদের সফল হতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই আমি এই প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয়। আর সঠিক এনালাইসিস করার চেষ্টা করবেন।
ফরেক্স থেকে উপার্যন করতে চাইলে সর্বপ্রর্থম আপনাকে টিকে থাকতে হবে,আর টিকে থাকতে হলে ছোট ছোট লটে ট্রেড করাই উত্তম,কারন ছোট লটে ট্রেড করলে লাভ একটু কম হলে ও লস হওয়ার সম্ভাবনা কম থাকে,যাতে করে ব্যালেন্স শুন্য হবার ভয় থাকে না,আর ফরেক্সে টিকে থাকতে পারলে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে যেটাকে কাজে লাগিয়ে ধিরে ধিরে বড়,বড় লটে ট্রেড করার মাধ্যমে বেশি লাভ করতে পারবেন।
ছোট ছোট ট্রেড করলে লাভ একটু কম হয় কিন্তু লস হয়না। তাই ছোট ছোট ট্রেড করাটা বুদ্ধিমান এর কাজ. আর একাউন্ট কখনো ০ হবে না ছোট ছোট ট্রেডিং করলে. কিন্তু বড় বড় ট্রেডিং এ একাউন্ট একদম ০ হয়ে যাই. যেটা খুব এ দুক্ষজনক। তাই ছোট ছোট ট্রেডিং করলে মার্কেট এ অনেকদিন টিকে থাকা যাই.
মানি ম্যানেজমেন্ট এর হিসেব করে আসলে আপনাকে লট নিতে হবে। আপনার ব্যালেন্স যত বেশি হিবে আপনার লিট ও তত বড় নিতে পারবেন ইচ্ছা করলে। কিন্তু আসলে কি বেশি খেয়ে বদ হজম করার থেকে কম কম খেয়ে পেট ভালো রাখাই বুদ্ধিমানের কাজ। লট ছোট হলে লাভ কম হবে আবার লস হলে লস ও কম হবে আপনি শজেই সেই লস রিকঅভার করতে পারবেন কিন্তু যদি বড় লট নিয়ে বেশি লস খান সেটাকে কিভাবে রিকভার করবেন ?
সব চাইতে বড় কথা হলো আমাদের নিরাপদে থাকতে হবে। আমরা যদি বড় বড় ট্রেড নেই আর আমাদের যদি ব্যালেন্স কম থাকে তাহলে তা লস হয়ে দ্রুতই ব্যালেন্স শেষ হয়ে যাবার সম্ভবনা আছে। কিন্তু আমাদের লস করলে সেই লস রিকভার করতে অনেক প্যারা হয়ে যায়। তাই লস কে যথা সম্ভব এভোয়েড করা উচিৎ। ছোট ছোট লট নিয়ে নিরাপদে ট্রেড করা ভালো
ছোট ছোট লটে ট্রেড করাকে আমি খুবই সমর্থন করি । কারণ আমি চাই সবথেকে কম রিস্ক নিয়ে ফরেক্স থেকে লাভ করতে । যেহেতু ফরেক্স ট্রেডিং খুবই রিস্কি একটা মার্কেট তাই যদি আমরা ছোট ছোট লটে ট্রেড করি তাহলে রিস্কটা অনেক কম থাকে । যদিও লাভ একটু কম হয় তবুও তো লস খুব বেশি হবে না , এই ভরসায় থাকা যায় । তবে আপনার যদি ট্রেডিং ক্যাপিটাল ভাল থাকে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং এর লট সাইজ একটু বাড়াতে পারেন , কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর কথা খেয়াল রাখবেন ।
আমার মতে আপনি ফরেক্স মার্কেটে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করা উচিত। কারণ প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটের অবস্থান সম্পর্কে কেউ সঠিকভাবে ধারণা অর্জন করতে পারবে না বরং এই মার্কটে সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং দক্ষতার সহিত কাজ করতে হবে মিনিমাম ১/২ বছর এবং প্রচুর পরিমাণে মার্কেট এনালাইসিস করতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল জ্ঞান ধারণা অর্জন করতে হবে আর এগুলো সহজেই আয়ত্ব করা সম্ভব নয়। তাই আপনাকে প্রচুর পরিমাণ মার্কেটে লেগে থাকতে হবে। আর এজন্যই আমি মনে করি ছোট ছোট ট্রেডের মাধ্যমেই দক্ষতাগুলো অর্জন করা সম্ভব। এতে করে আপনার ট্রেডিং কৌশল যেমন শিখা হবে তেমনি মার্কেট সম্পর্কেও জ্ঞান করা সম্ভব।
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন ছোট ছোট লটে ট্রেড করাই নিরাপদ। বেশি লটে ট্রেড করা মানেই বিপদে পড় যাওয়া। আমি যতবারই বেশি লটে ট্রেড করেছি ততবারই অনেক বেশি লসের সম্মুখীন হয়েছি। মুলত আমরা বেশি লটে ট্রেড করে দ্রুত প্রফিট নিতে চাই এবং অল্প প্রফিটেই ক্লোজও করে দিয়ে থাকি কিন্তু যখন লস হয় তখন ট্রেড নিয়ে ঝুলে থাকি এবং বেশি লটে ট্রেডের কারনে একসময় দেখা যায় একাউন্ট ব্যালেন্স জিরো। এজন্য আমাদের উচিত হবে কম লটে ট্রেড করা যাতে করে আমরা ফরেক্সে টিকে থাকতে পারি এবং ধীরে ধীরে প্রফিট করতে পারি। ধন্যবাদ
ছোট ছোট লটে ট্রেড করা আসলেই নিরাপদ। কিন্তু আমরা যখন ট্রেড করি তখন নিজেদের আবেগ বা লোভকে অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না - তখনই লট/ভলিউম বাড়িয়ে দিয়ে ট্রেড করতে গিয়ে ব্যালেন্স জিরো করে ফেলি। যখন ব্যালেন্স জিরো হয়ে যায় তখন পুজি উঠাতে গিয়ে লট বেশী দেয়া হয় আবার মার্কেট যখন খুব ধীরে ধীরে উঠানামা করে তখন অধৈর্য হয়ে , তাড়াতাড়ি লাভ করতে গিয়ে বেশী লট দিতে দেখা যায় অনেকের । এভাবে না করে কম লট দিয়ে ব্যালেন্স ঠিক রাখা আগে জরুরী তারপরে প্রফিটের চিন্তা।
হ্যা, ফরেক্স মার্কেটে ছোট ছোট লটে ট্রেড করা উত্তম।ছোট ছোট লটে ট্রেড করলে লাভ কম হয় তবে ফরেক্সে টিকে থাকা যায়।কেননা অতিরিক্ত লটে ট্রেড করার ফল কখনোই ভাল হয় না।বড়ো লটে ট্রেড করলে লাভ বেশি হয় তবে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।তাই সকলের উচিত ছোট ছোট লটে ট্রেড করা।
এটি সঠিক ধারণা। আপনি যদি ব্যবসায় প্রচুর পরিমাণে সামান্য ব্যবহার করেন, তখন আপনার দুর্ভাগ্য কম হবে এবং আপনার বিপত্তিও কম হবে less আপনার মূলধন খুব বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সময়ে আপনি প্রচুর পরিমাণে তাড়া করেন। যেহেতু আপনার ব্যবসায়ের খোলার জন্য আরও মার্জিন এবং আরও নগদ রয়েছে। যাই হোক না কেন, আপনার নগদ অর্থের কম সুযোগ রয়েছে, সেই সময়ে আপনার আরও বেশি কিছু খোলার জন্য খুব বেশি সুবিধা পাওয়ার জন্য আপনার আগ্রহটি নিয়ন্ত্রণ করা উচিত। এটি আপনার কাছে বিশাল দুর্ভাগ্য নিয়ে আসে বা আপনার রেকর্ডটি শূন্য থাকবে। এই রেখাগুলি বরাবর, ধীরে ধীরে যান এবং লট এর সামান্য পরিমাপ বাণিজ্য করুন।
লোভের তাড়নায় পড়ে বড় বড় লটে ঝুঁকি নিয়ে ট্রেড করতে যাবেন না।ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লোভকে কন্ট্রোলে রাখতে হবে।ছোট লটে ট্রেড করলে লাভ কম হলেও লস হয় না। যদিও লাভ একটু কম হয় তবুও তো লস খুব বেশি হবে না , এই ভরসায় থাকা যায় । তবে আপনার যদি ট্রেডিং ক্যাপিটাল ভাল থাকে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং এর লট সাইজ একটু বাড়াতে পারেন , কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট এর কথা খেয়াল রাখবেন ।
ফরেক্স ট্রেডিং এ লট একটি গুরুত্বপূর্ণ বিষয়,মানি ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করে লট নিরর্ধারণ করে ট্রেড করতে হয়। আমি নিজেও ছোট লট এ ট্রেড করে থাকি। লাভ কম হলেও বেশি লস হয় না ব্যালেন্স সেফ থাকে। তাই সবার উচিত ছোট লট এ ট্রেড করা। তবে আপনার ব্যালেন্স যদি কম থাকে তাহলে এটা ঠিক হবে কিন্তু ব্যালেন্স যদি হয় ১০০০ ডলার তাহলে আপনি ভলিওম বাড়িয়ে ট্রেড করতে পারবেন তাও সেটা আবার % এর মাধ্যমে হিসাব নিকাশ করে।
ধন্যবাদ এতো সুন্দর অর্থবহ পোষ্ট করার জন্য । সত্যিই এই মার্কেট এ টিকে থাকতে হলে এর কোন বিকল্প নেই । ছোট লটে ট্রেড করলে টেনশনও কম থাকে যার ফলে ভুল সিদ্ধান্ত খুব কম নেওয়া হয় । যদি এই ব্যবসায় কেউ সফলতার সহিত মুনাফা উপার্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই ছোট ছোট লটে ট্রেড করতে হবে ।
ছোট লট বড় লটে সব গুলোতেই ট্রেড করা নিরাপদ যদি দিনটা আপনার হয়! আমি এমন অনেক সময় দেখেছি একেবারে অযথা ট্রেড নিয়েছি একটা পেয়ারে যেটাতে বেশ ভাল পরিমাণ প্রফিটও পেয়েছি কিন্তু আসলে এখানে লস হবার কথা ছিল। তাই লাভ লস নির্ভর করে অনেকটাই আপনার আমার লাকের উপর।
আমার মনে হয় ছোট ছোট লটে ট্রেড ভালো এতে করে ঝুঁকি কম থাকে এবং মার্কেটের দীর্ঘদিন টিকে থাকা যায়। বেশি লোভ করে বড়ো ট্রেড করলে লজ খেলে অ্যাকাউন্ট শূন্য হলে মার্কেটে টিকে টিকে থাকা সম্ভব না। তাই ভেবে চিন্তে একাউন্ট মেপে সঠিকভাবে ট্রেড করতে হবে।।
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন যে ছোট ছোটে লটে ট্রেড করে অনেটা আয় করা যায় এবং ঝুঁকি ও কম থাকে। হয়তো অনেক ব্যালেন্স বৃদ্ধি হয় না। কিন্তু ভাল আয় করা যায় এবং একাউন্ট এর ঝুকি কম থাকে। যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা এই ছোট ছোট লটে ট্রেড করে ফরেক্স থেকে আয় করতে পারেন। বড় লটে ট্রেড করলে একাউন্ট ব্যালেন্স এর অনেকটা ঝুকি থাকে। বড় লটে ট্রেড তারাই যারা প্রফেশনাল তারাই বড় লটে ট্রেড করে অনেক টাকা আয় করতে পারেন।
প্রথমে ছোট ছোট লটে ট্রেড করা উচিত।আমরা যারা ঘনঘন লস করছি তাদের লসের একটা প্রধান কারন হচ্ছে ছোট লটে বা অল্প ভলিয়মে ট্রেড না করা৷আমরা ছোট ভলিয়মকে সর্বদাই যেন এড়িয়ে চলি অথচ ছোট ছোট ভলিয়মে ট্রেড করাই সর্বাপেক্ষা নিরাপদ৷