-
ফরেক্স ফোরামে মূলত বোনাস দেয়া হয় দুটি বিষয়ের উপর ভিত্তি করে, সেটি হল মানসম্মত বা কোয়ালিটি সম্পন্ন পোষ্টের জন্য অপরটি হল লাইক এর জন্য। প্রতিটি পোস্টের জন্য লাইক যত বেশি আসবে তত বোনাস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
আমি গত মাসে ১৬০ ডলার বোনাস পেয়েছি। যা ট্রেড করার জন্য আমার জন্য পর্যাপ্ত ব্যালেন্স। আমাদের প্রতিটি পোস্টে অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্ট থেকে অন্য ট্রেডাররা জ্ঞান লাভ করতে পারে। কারণ আমাদের পোস্ট যদি তথ্যবহ হয়, তা হতে কে নতুনরা অনেক কিছু জানতে পারবেন। মূলত ফোরাম থেকে যাতে যে কেউ জ্ঞান লাভ করতে পারবে সেভাবেই কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হবে।
-
আমি খুব বেশি একটা বোনাস পাইনা। কারণ আমার পোস্ট অনেক কম। আমি আশা করছি এই মাসেও কিছু বোনাস আসবে যা দিয়ে আগামি মাস থেকে ট্রেড করবো ভালো ভাবে। আমি এখনো ট্রেড করতেছি কিন্তু এনালাইসিস ভালভাবে না জানার কারনে আমার মেক্সিমাম সময় ই লস হয়ে যাচ্ছে। আমি আসলে চাইতেছিনা আর লস করতে। আসলে ফরেক্সে লাভ করার চাইতে লস ঠেকানো ঝামেলা বেশি যদি না অভিজ্ঞ হওয়া যায়।
-
ফরেক্সে অভিজ্ঞ ভাই সাইফুদ্দীন ভাইয়ের মাধ্যমে ফরেক্সে ইন করেছি, আপাতত ৩০ ডলার মত আমার ইনকাম হয়েছে।ইনকাম আরও একটু বেশি হলে তখন ট্রেড করার কথা চিন্তা করব।আর আমার ফরেক্স বিষয়ে আরও একটু অভিজ্ঞতার প্রয়োজন।ফরেক্সে দক্ষ এবং অভিজ্ঞ হয়ে একজন সফল ব্যবসায়ী হতে পারি, তখন আমি সবাইকে উত্সাহিত করি কারণ আমি মনে করি না যে সফল না হয়ে ফরেক্সে নিজেকে প্রচার করা ঠিক হবে না।
-
আমার মতো অসংখ্য গরীব ট্রেডার এর কাজ করার সুযোগ হিসেবে, ফরেক্স মার্কেটের বোনাস অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান। কেননা শুরুতেই ইনভেস্টমেন্ট করার মতো অর্থ ও সাপোর্ট কোনোটাই পরিবার থেকে পাওয়া যায় না। সেক্ষেত্রে ফোরাম পোস্টিং এর বোনাস কাজ করার জন্য সুবর্ণ সুযোগ হিসেবে কাজ করে। তাই আমি ফোরাম কতৃপক্ষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।গত মাসে আমার পোস্ট এর সংখ্যা কিছুটা কম ছিল। তাই আমি ৪৮ ডলার এর মত বোনাস পেয়েছি।তবে আমি আমার বোনাস নিয়ে সন্তুষ্ট।আশা করি, আগামী মাসে আরো বেশি পাবো।
-
আসলে বোনাস নিয়ে আলাপ করার কিছু নাই। যারা ভালভাবে ফোরামে কিছু দিতে পারবেন তাদের জন্য তো বোনাস নির্ধারিত। শুধু মাত্র বোনাসের চিন্তা করে ফোরাম করি না আমাদের চিন্তা ফোরামটিকে কতটুকু তথ্য বহুল করা যায় এবং বাস্তব সম্মত করা যায়। যাতে নতুন যারা আসবে অামাদের এই ফোরাম থেকে ভাল দিক নির্দেশেনা পায়। এখন আমরা যদি বোনাস নিয়ে আলাপ শুরু করে দিই তাহলে নতুনরা এসে কি করবেন তারাও তো শুধু বোনাসের চিন্তাই করবেন তাই না। ব্যপারটা একটু ভেবে দেখবেন। আর আমি এই মাসে আমার তুলনামূলক বোনাস পাই নাই তবে যা পাইছি আল্লাহর রহমতে খুবই ভালো পাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে একটি ভালো ট্রেডার এ পরিণত হতে পারি আল্লাহর রহমতে ধন্যবাদ সবাইকে।
-
আমি ও আপনার সাথে একমত যে বোনাস নিয়ে আলোচনা করার তেমন কিছুই নেই,কারন আপনি কি পরিমান বোনাস পাবেন সেটা নির্ভর করে আপনার সময় দেওয়ার উপর অথ্যাৎ আপনি যদি নিয়মিত সময় দিয়ে পোষ্ট করে থাকেন,এবং আপনার পোষ্ট গুলো যুক্তি সম্মত হয়,তবে আশা করি আপনার বোনাসের পরিমান ভাল হবে,তবে ফোরামে বেনাস পাওয়াটই আমাদের মূল উদ্দেশ্য না,আমাদের মূল টার্গেট হল বোনাস কে কাজে লাগিয়ে ট্রেড প্রদানের মাধ্যমে প্রফিট করা,যার জন্য ফরেক্সের নিয়ম অনুসারে, ফরেক্স সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করে, সঠিক এনালাইসিস ও মানি ম্যানেজমেন্টের অভিজ্ঞতা নিয়ে ট্রেড করে লাভবান হোওয়া,আমার মনে হয়ে কোন উপায়ে, কি ভাবে কাজ করলে বেশি প্রফিট করা যাবে সে সকল বিষয়ে আলোচনা করা উচিত।
-
আমি গত মাস আর এই মাস মিলিয়ে 55+35=95 ডলার বোনাস পেয়েছি। আমি আশা করছি এই মাসেও কিছু বোনাস আসবে আরো যা দিয়ে আগামি মাস থেকে ট্রেড করবো ভালো ভাবে। আমি এখনো ট্রেড করতেছি কিন্তু এনালাইজ না জানার কারনে আমার মেক্সিমাম সময় ই লস হয়ে যাচ্ছে। আমি আসলে চাইতেছিনা আর লস করতে। আসলে ফরেক্সে লাভ করার চাইতে লস ঠেকানো ঝামেলা বেশি যদি না অভিজ্ঞ হওয়া যায়। ফোমার থেকে আমাকে যা দিছে তার জন্য ফোরামের কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।যদি ফোরাম আমাকে কোন ডলার না দিলে ও আমার কিছুই করার থাকতো না।তবে আমি চেষ্টা করতেছি নিজের গ্যাপ গুলো পুরুন করে নিজের দক্ষতা আরো অনেক বাড়াতে।
-
ফোরাম পোস্টিং এ একজন নতুন সদস্য,আমি গত এপ্রিল মাস এ জইন করে থাকি,কিছু পোস্ট ও করেছি,কিন্তু মাস শেষ হয়ে গেলো আমার একাউন্ট এ এখনো পর্যন্ত বোনাস ঢুকলোনা,বোনাস ঢুকবে কিনা সেটাও বুঝতে পারছিনা,কিন্তু আশা রাখি দেরি হলেও বোনাস পেয়ে যাবো।
-
দীর্ঘ ৩ মাস পর আমি ১ মাসের বোনাস পেয়েছি। আমি আশা করছি এই মাসে বিগত মাসের কিছু বোনাস আসবে যা দিয়ে আগামি মাস থেকে ট্রেড করবো ভালো ভাবে। আমি এখনো ট্রেড করতেছি কিন্তু এনালাইসিস ভালভাবে না জানার কারনে আমার মেক্সিমাম সময় ই লস হয়ে যাচ্ছে। আমি আসলে চাইতেছিনা আর লস করতে। আসলে ফরেক্সে লাভ করার চাইতে লস ঠেকানো ঝামেলা বেশি যদি না অভিজ্ঞ হওয়া যায়।
-
আপনার জন্য শূভ কামনা রইল। আশা করি আপনি উত্তোরত্তর সমৃদ্ধি পাবেন। এক ডলার প্রফিট বড় কথা নয়। প্রফিটই বড় কথা।আসলে বোনাস নিয়ে আলাপ করার কিছু নাই। যারা ভালভাবে ফোরামে কিছু দিতে পারবেন তাদের জন্য তো বোনাস নির্ধারিত। শুধু মাত্র বোনাসের চিন্তা করে ফোরাম করি না আমাদের চিন্তা ফোরামটিকে কতটুকু তথ্য বহুল করা যায় এবং বাস্তব সম্মত করা যায়। যাতে নতুন যারা আসবে অামাদের এই ফোরাম থেকে ভাল দিক নির্দেশেনা পায়। তবে চেষ্টা করবেন যেন প্রফিট টা ধরে রাখতে পারেন।
-
যারা ভালভাবে ফোরামে কিছু দিতে পারবেন তাদের জন্য তো বোনাস নির্ধারিত। শুধু মাত্র বোনাসের চিন্তা করে ফোরাম করি না আমাদের চিন্তা ফোরামটিকে কতটুকু তথ্য বহুল করা যায় এবং বাস্তব সম্মত করা যায়। যাতে নতুন যারা আসবে অামাদের এই ফোরাম থেকে ভাল দিক নির্দেশেনা পায়। এখন আমরা যদি বোনাস নিয়ে আলাপ শুরু করে দিই তাহলে নতুনরা এসে কি করবেন তারাও তো শুধু বোনাসের চিন্তাই করবেন তাই না। ব্যপারটা একটু ভেবে দেখবেন।
-
এই পর্যন্ত মাত্র ১১ ডলারের প্রফিটের ট্রেড ক্লোজ করে দিলাম। টার্গেট ফিলআপ হতে এখনও অনেক দেরি। সবাই দোয়া করবেন যেন আমি আমার মাসের টার্গেট ফিলআপ করতে পারি। সবার ট্রেড ভাল হোক এই প্রত্যাসা নিয়ে এই থ্রেড এর লেখা শেষ করছি। সবাই ভাল থাকবেন।
-
ফোরামে বোনাসের বিষয় টা নির্ভর করে পোস্টের উপর। এখানে ভালো মানের মানসম্মত পোস্ট করতে পারলে মাস শেষে মোটামুটি ভালোই বোনাস পাওয়া যায়। যেহেতু আমি গত মাসে তেমন বেশি পোস্ট করিনি সেহেতু বেশি বোনাসের আশাও করিনি। তবুও আমি এই মাসে ৫৮$ বোনাস পেয়েছি। তবে পরবর্তীতে যেন বেশি বোনাস পাই সেই চেষ্টা করছি।ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে এই প্রথম বার বোনাস পেয়েছি।আমার পোষ্ট বোনাস দুই বার দিয়েছে।গত ২০ তারিখে কি নতুন বছরের জন্য বোনাস দিয়েছে আপনারা কেউ কি জানেন? আমি ফরেক্স ফোরামের পোষ্ট বোনাস নিয়ে রিয়েল ট্রেড শুুরুু করেছি।আপনারা কি পোষ্ট বোনাস দিয়ে রিয়েল ট্রেড শুুরুু করেছেন?