-
ফরেক্স থেকে সব থেকে জনপ্রিয় টুলস হল এই এনালাইসিস। ফরেক্স মার্কেট যদি আপনি মার্কেট এনালাইসিস করে ফরেক্স এ ট্রেড করেন তাহলে আপনি অনেকটা সাফলতা অর্জন করতে পারবেন। আমি অনেক আগে থেকেই মার্কেট এনালাইসিস করে ফরেক্স এ ট্রেড করে ফরেক্স থেকে আয় করি। এছাড়া এনালাইসিস এর আর অনেক অপশন আছে তা আমি চেষ্টা করে যাচ্ছি। যাতে আমি নতুন নতুন করে ফরেক্স এর এনালাইসিস অর্জন করতে পারি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে অব্যশই আপনাকে এন্যালাইসিস করে ট্রেড কররে হবে,আপনাকে সব সময় টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এন্যালাইসিস করে এন্ট্রি নিতে হবে,তাহলে আপনার ট্রেডিং এ লস এর হার কমে যাবে,ফরেক্স মার্কেট এ যে যত ভালো এন্যালাইসিস করতে পারে,সে ততো সুন্দর ভাবে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবে।
-
ফরেক্স মার্কেট স্থির নয়। মার্কেট কখন আপ এ থাকে আবার কখন ডাউনে চলে যায় তা এনালাইসিস ছাড়া বোঝা মুশকিল। তাই ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা করা খুবই গুরুত্বপূর্ণ। এনালসিস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই রিস্কি। সঠিক সময়ে ট্রেড না ধরে যদি ভূল সময়ে ট্রেড করা হয় তাহলে দীর্ঘদিন ধরে লসে থাকার সম্ভাবনা থাকে। এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করার জন্য মার্কেট অতিরিক্ত লসে চলে গিয়ে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। তাই ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেটের বিনিময় করতে আপনাকে পরীক্ষা করে এক্সচেঞ্জ করতে হবে। আপনি যত ভাল পরীক্ষা করতে পারবেন তত বেশি আপনি ফরেক্স মার্কেট থেকে উপকৃত হতে পারবেন। এটি তখন থেকে, আপনি যদি কোনও বিনিময় কাঠামোর সাথে মেনে চলেন তবে আপনি ভালভাবে ভেঙে যেতে পারেন ঠিক যেমন আপনি কিছু পেতে পারেন
-
অবশ্যই ফরেক্স ট্রেডিংএ এনালাইসিস করে ট্রেড করা উচিত। না হলে বড়ো ধরনের সমস্যা হতে পারে। তবে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার গন সব সময়ই ট্রেড করার আগে মার্কেট ভালো করে এনালাইসিস করে ট্রেড করে আর তাইতো তারা কখনো লসের সম্মুখীন হয় না যদিও বা হয় সেটা খুবই সামান্য লস। আর এখানে নতুন ট্রেডাররা ভালো করে মার্কেট এনালাইসিস না করেই ট্রেড করা শুরু করে আর ফলাফল দারায় তাদের ব্যালেন্স জিরো। মনে রাখবেন আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার ব্যালেন্স কে শূন্য করে দিতে পারে।কাজেই আমি মনে করি যে ট্রেড ধরার আগে মার্কেট বিশদ ভাবে এনালাইসিস করতে হবে এবং তারপর বুঝে শুনে ট্রেড ধরতে হবে।
-
বলা হয়ে থাকে, ফরেক্স মার্কেটের এনালাইসিস,আর কাঠ কাটার পূর্বে,কাঠুরিয়ার কুড়াল ধার করা,দুটি একই কথা।কেননা ধারালো কুড়াল দিয়ে যেমন একজন কাঠুরে, অন্য কাঠুরিয়ার তুলনায় কম পরিশ্রম ও কম সময়ে অধিক কাঠ কাটতে পারে। তেমনি একজন অভিজ্ঞ ট্রেডার ও সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিয়ে,অল্প সময়ে অনেক বেশি প্রফিট করতে পারে। তাই আপনাকে ও কুঠার ধার দিতে হবে,অর্থাৎ ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ হয়ে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। কেবলমাত্র তখনই আপনি ঐ কাঠুরিয়ার মত, অল্প সময়ে অধিক প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স ফরেক্স মার্কেট থেকে তত বেশি লাভ করতে পারবেন এই কারন এ আপনি যদি একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থাকেন তাহলে আপনি ভাল মত এনালিসিস করতে পারবেন। তাড়াহুড়া করে এখানে কখনই সফলকাম হতে পারবেন না। সুতরাং আগে ভাল করে মার্কেট এনালাইসিস করুন, তারপর ট্রেডিং এর পজিশন পেলে তখন নাহয় ট্রেড নিবেন। কেননা মার্কেট তো আর চলে যাচ্ছে না, সুযোগ আসবে।
-
বৈদেশিক মুদ্রার বাজারের বিনিময় করতে আপনাকে ভেঙে বিনিময় করতে হবে। আপনি যত ভাল পরীক্ষা করতে পারবেন তত বেশি আপনি ফরেক্স মার্কেট থেকে উপকৃত হতে পারবেন। এটি তখন থেকেই মনে করা হয় যে আপনি একটি মতবিনিময় কাঠামো মেনে চলেছেন, আপনি কিছু ভালভাবে আবিষ্কার করতে পারেন ঠিক তেমনভাবে আপনি বিচ্ছিন্ন করতে পারেন
-
আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি বা না করি কিন্তু এনালাইসিস গুলো সঠিকভাবে করতেই হবে৷যেমন ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস৷এই এনালাইসিস গুলো অত্যন্ত ঠাণ্ডা মাথায় আস্তে ধীরে দীর্ঘ সময় নিয়ে খুব সূক্ষ্মভাবে করতে হয়৷কারন ফরেক্স মার্কেটে নিয়মিত লাভের ব্যবসা করতে হলে এই এনালাইসিস হলো মূল বিষয়৷যার এনালাইসিস যত ভালো হবে তিনি তত ভাল প্রফিট করতে সক্ষম হবেন৷এই জন্য ফরেক্স ট্রেড সম্পূর্ণই এনালাইসিস নির্ভর৷ আমাদের সকলেরই উচিৎ এইসব এনালাইসিস গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা৷এজন্য আপনারা আপনাদের ব্রোকারের এনালাইটিক সেক্টরে নিয়মিত স্টাডি করতে পারেন পাশাপাশি নিজের এনালাইসিস বজায় রাখতে হবে৷
-
একটি ট্রেড থেকে প্রফিট করার জন্য এনালাইসিস গুরুত্বপূর্ণ। ট্রেড করা যতটুকু গুরুত্ব পূর্ন তার চেয়েও বেশী গুরুত্বপূর্ন এনলাইসিস করা। কারন ট্রেড করেন বা না করেন এনালাইসিস করতেই হবে। এটি আপনাকে একটি পূর্ণ দিক নির্দেশনা দিয়ে সহায়তা করবে।মার্কেট কি অবস্হায় আছে তা দেখে তাই ট্রেড করতে পারবেন। ট্রেড করার আগে অবশ্যই মার্কেট এনালাইসিস করে নিনিতে হবে তাহলে একটি ট্রেড থেকে সফলতা পাওয়া সম্ভব।
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক ও অনলাইন ব্যবসা।এখানে একটু ভুল হলে অনেক বড় ক্ষতি হতে পারে।তোছাড়া ট্রেড করার পূর্বে মার্কেটের অবস্থা জেনে নিতে হবেএজন্য ফরেক্স এ ট্রেড করার আগে মার্কেট এনালাইস করে নিতে হবে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে অব্যশই এন্যালাইসিস করতে হবে,এন্যালাইসিস বিহীন মার্কেট এ প্রবেশ করলে লস এর সম্ভবনা বেশি থাকে,এন্যালাইসিস ফরেক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ,আপনি যত ভাল মার্কেট এন্যালাইসিস করতে পারবেন ততো বেশি ট্রেড এ সফলতা পাবেন।
-
প্রতিটি এন্ট্রি নেয়ার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস ও স্টাডি করে নেয়া উচিত। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এনালাইসিস এর কোন বিকল্প নেই। ফরেক্সে সাধারনত তিন ধরেনের এনালাইসিস থাকে। যথা-টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস সব থেকে গুরুত্বপূর্ন। কোন ট্রেড নেয়ার আগে অবশ্যই সে ব্যাপারে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিতে হবে। ফরেক্সে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এখানে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন থাকে। কোন দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়। এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। যেখান থেকে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে বুঝতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে।ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্বও অপরিশীম। কেউ কেউ ট্রেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেড করে থাকেন। তাদের কাছে ফান্ডামেন্টাল এনালাইসিস দু চোখের বিষ। তবে আমি মনে করি ট্রেডনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসের সাথে সেন্টিমেন্টাল এনালাইসিসের সংমিশ্রণ করে ট্রেড নেয়া উচিত।
-
ফরেক্স এ প্রফিট করতে হলে আগে ফরেক্স এ মার্কেট এনালাইসিস করে ফরেক্স এ ট্রেড করতে হবে। ফরেক্স এ এনালাইসিস করে আপনি যে কোন সময়তে মার্কেট এ ট্রেড করে আপনি লাভবান হতে পারেন। মার্কেট এ এনালাইসিস না করে ট্রেড করে আপনি লস করতে পারেন। কেননা, মার্কেট কখন কেমন পরিস্তিতি হবে তা আপনি সিউর হয়ে বলতে পারবেন না। কিন্তু এনালাইসিস করে আপনি সিউর হয়ে বুঝতে পারবেন যে মার্কেট কোন লেভেল এ আসে বা কোন দিকে হিট করতে পারে। তাই এনালাইসিস করাটা অনেকটা গুরুত্বপূর্ন ফরেক্স এ।
-
ট্রেড করা যতটুকু গুরুত্ব পূর্ন তার চেয়েও বেশী গুরুত্বপূর্ন এনলাইসিস করা। কারন ট্রেড করেন বা না করেন এনালাইসিস করতেই হবে। অর্থাত সব সময় এনালাইসিস করতেই হবে। এমন নয় যে আপনি এনালাইসিস করলেই ট্রেড করতে হবে। তবে ট্রেড নেওয়ার আগে বিভিন্ন কায়দায় এনলাইসিস করতে হবে এবং আরও ভাল হয় যদি একটি এনালাইসিস চেকলিষ্ট থাকে।ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে অব্যশই এন্যালাইসিস করতে হবে এন্যালাইসিস বিহীন মার্কেট এ প্রবেশ করলে লস এর সম্ভবনা বেশি থাকে,এন্যালাইসিস ফরেক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ,আপনি যত ভাল মার্কেট এন্যালাইসিস করতে পারবেন ততো বেশি ট্রেড এ সফলতা পাবেন। বা প্রথম প্রথম ভূল হতেই পারে সাজেশন নিন কিন্তু কারো এনালাইসিস এর সার্পোট নিয়ে ট্রেড করলে যদি কোন কারণে সে সিগন্যাল বা এনালাইসিস বন্ধ করে দেয় তহলে খতিগ্রস্ত হওয়ার সম্ববনা অাছে।
-
ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করা করা খুবই গুরুত্বপূর্ণ। এনালসিস ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা খুবই রিস্কি। সঠিক সময়ে ট্রেড না ধরে যদি ভূল সময়ে ট্রেড করা হয় তাহলে দীর্ঘদিন ধরে লসে থাকার সম্ভাবনা থাকে। এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করার জন্য মার্কেট অতিরিক্ত লসে চলে গিয়ে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। আপনি যত ভাল পরীক্ষা করতে পারবেন তত বেশি আপনি ফরেক্স মার্কেট থেকে উপকৃত হতে পারবেন। এটি তখন থেকেই মনে করা হয় যে আপনি একটি মতবিনিময় কাঠামো মেনে চলেছেন, আপনি কিছু ভালভাবে আবিষ্কার করতে পারেন।