-
একটি ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক। তাই আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন। যেমন আপনি যদি রিয়েল একাউন্টে 100 ইউএসডি দিয়ে ট্রেড আরম্ভ করতে সামর্থ হন তাহলে ডেমো একাউন্টেও 100 ডলার রাখুন।
-
অামার মতে ডেমোট্রডে ব্যালন্স কম বেশী কোন সমস্যা না ।এক জন নতুন ট্রেডার যত টুকু লট নিতে স্বাচ্ছন্দ ভোধ করবেন তত টুকুই নিন ।তবে অনুরোধ ট্রেড খোলার সময় অত্যান্ত অান্তরিকতার সাথে ট্রেড করবেন।লাভ হলেও নূন্য তম ৩ মাস প্রকটিস করেন
-
অ্যাকাউন্টে ট্রেড করার একটাই উদ্দেশ্য যেন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে সফলতা অর্জন করতে পারে একজন ট্রেডার এজন্য ডেমো অ্যাকাউন্টে সবাই একটু বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করে বাস্তবে তার এতটাকা ডিপোজিট করার সামর্থ্য দেখা যাবে অনেকেরই নেই তবে বেশি ব্যালেন্স দিয়ে ট্রেড করার মজাই আলাদা তাই সবাই ডেমো অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স নিয়ে ট্রেড করে একজন ট্রেডার দক্ষ হওয়ার জন্য ডেমো অ্যাকাউন্টে প্রাক্টিস করা অত্যন্ত গুরুত্বপূর্ন।
-
ডেমোতে টাকা কত হবে এটা জার জার নিজের ব্যাপার তবে আমার মতে ডেমোতে যত কম নিয়ে সুরু করা যায় ততই ভাল ।আপনি ডেমোতে লস করলে তখন বুজতে পারবেন কি জন্য লস হোল তখন আপনি সেই ভুল টা সুধ্রে নুতে পারবেন কিন্ত বেশি টাকা নিতে সুরু করলে আপনার সেই ভুল গুল ধরা নাও পরতে পারে
-
ডেমো একাউন্টে কত ব্যালেন্স কত নিবেন সেটা নির্ভর করবে আপনার উপর । তবে ১০০ ডলার নিয়ে শুরু করতে পারেন । এবং এটা রিয়েল মনে করে চিন্তা ভাবনা করে ট্রেড করতে হবে । যদি আপনি সফল হতে পারেন তাহলে আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন ।
-
আমাদের সব সময় উচিত আমাদের রিয়েলে যে পরিমান ব্যালেন্স দিয়ে ট্রেড করার ইচ্চছা । ঠিক সেই পরিমান টাকা দিয়ে ডেমো তে ট্রেড করা । তাহলে আমরা অনেক আগে থেকে বুঝে নিতে পারব কিভাবে ট্রেড করতে হয় ।তবে এর জন্য আমাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে ।
-
আপনাকে মনে রাখতে হবে ডেমো হোল রিয়াল এর কার্বন কপি তাই একটি ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক।তবে ডেমো তে আপনি কম নিয়ে ট্রেড করবেন কারন আপনি যখন লস করবেন তখন আপনি কি জন্য লস করলেন তা বের করতে পারবেন
-
ইন্সটা ফরেক্স নামক ব্রোকার হাউজে যদি আপনি ডেমো অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে ব্রোকার আপনাকে ৫০০০ ভাচুয়্যাল ডলার ট্রেড করার জন্য সরবরাহ করবে যেটি দিয়ে কেবল মাত্র আপনি ট্রেড করতে পারবেন।
-
আপনি যদি ডেমো তে ১০০ ডলার নিয়ে কাজ করেন আর ব্যালেন্স দ্বিগুন করার ক্ষমতা রাখেন তাহলে রিয়েল তেও আপনার সেই যোগ্যতাই হবে।ডেমো অ্যাকাউন্টএ আপনি যদি চান তাহলে অবশ্যই আপনাকে ১০,০০০ ডলার পাবেন। আর এটিকে আপনি সিরিয়াসলি নিতে পারলে আপনাকে অনেক ভালো অভিজ্ঞতা দান করতে পারে। আপনি ডেমো অ্যাকাউন্টটি থেকে আপনার স্ট্রাটেজি ও রিসার্সগুলোকে ঝালিয়ে নিতে পারেন।
-
ডেমো একাউন্ট এ আপনার ইচ্ছে মত ব্যালেন্স আপনি নিতে পারবেন। এই খানে কোন লিমিট নেই।
-
ডেমো একাউন্টের সবকিছু রিয়েল একাউন্টের মত শুধু ডেমো একাউন্ট ফ্যাক এবং রিয়েল একাউন্ট রিয়েল। তাই আপনি ট্রেড শুরু করার সময় যত নিতে সামর্থ্য হবেন ডেমো একাউন্টে তত নিন।
-
ডেমোকে ডেমো না ভেবে রিয়েল ভাবুন। ফরেক্স এ সফলতার জন্য আপনকে ডেমো ট্রেডকে অবশ্যই সিরিয়াস লি নিতে হবে। এ্যাকাউন্টের ব্যালেন্স কোন ব্যাপার না। মুল ব্যাপার হল আপনার ট্রেডিং ফরমুলা। কিন্তু তারপরেও বলব, ডেমোর ব্যালেন্স কম হওয়াই ভাল। কারন ডেমোতে আপনি অতিরিক্ত ব্যালেন্স নিয়ে বড় বড় লটে ট্রেড করে বেশি লাভ করলে পরবর্তীতে রিয়েল ট্রেডে অল্প লাভে সন্তুষ্টি হতে পারবেন না। তাই ডেমোতে কম ব্যালেন্স নিলেই ভাল হয়।
-
ফরেক্স মাকেটে শুরুতে ডেমো একাউন্ট খুবই গুরুত্বপূণ ভূমিকা পালন করে থাকে।ডেমো এবং রিয়াল একাউন্ট দুইটার সবকিছুই একই শুধুমাএ ডেমোতে আপনি ভারচুয়াল মানি দিয়ে ট্রেড করতে পারবেন।কিন্তু রিয়ালে ট্রেড করতে হলে আপনার একচু্য়াল মানি প্রয়োজন।আমার মতে আপনি ডেমোতে ১০০ ডলার নিয়ে ট্রেড করেতে পারেন।
-
ডেমো একাউন্টের ব্যালেন্স কত হবে?
একটি ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক। তাই আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন।
-
আমি যতদুর জানি ডেমো একাউন্টের সর্বনিম্ন ব্যালেন্স ৩০০০$। তাহলে ১০০$ নিবেন কিভাবে। একটু অবাক না হয়ে পারলাম না। যাই হোক যেহেতু বেশিরভাগ রিয়েল একাউন্ট ব্যালান্স আমাদের সাধারনত ১০০$ হয়, তাই আমি ১০০০০$ এর একাউন্ট ব্যালান্স নিই। আর সব সময় শেষের দুইটা ০০ বাদ দিয়ে হিসাব করি।
-
আমাদের প্রথমে ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিত যাতে আমরা সব বুঝতে পারি। আমরা জেকোন আমাউন্ট এ ট্রেড করতে পারি। আমি ৫০০০ ডলার দিয়ে ওপেন করছিলাম।
-
আমার মতে ডেমো তে অনুশিলন না করলে আমরা ফরেক্স শিক্তে পারব না। তাই আমাদের উছিত সব সময় আমাদের যে পরিমান বালান্স দিএ ট্রেড করার ইচ্চছা ঠিক সেই পরিমান টাকা দিএ ডেমো তে ট্রেড সুরু করা তাহলে আমরা অনেক আগে থেকে বুঝে জাব কিভাবে ট্রেড করতে হয়। আমাদের সব সময় আমাদের আবেগ কে নিওন্ত্রনে রাখতে হবে।অনেক পরিশ্রম করতে হবে।ধেয ধারন করতে হবে এবং লোভ করা যাবে না।
-
ডেমো এ্যাকাউন্টে ব্যালেন্স যত খুশী দেওয়া সম্ভব । ডেমো এ্যাকাউন্টই হল ফরেক্স শিক্ষার একটি ভালো মাধ্যস । কিন্তু আমার মতে ডেমো ট্রেডিং সর্বদা রিয়েল ট্র্রেডিংয়ের মত করা উচিত । বুঝে নিতে হবে এটাই আমার রিয়েল এ্যাকাউন্ট । তাই আমি বলব ডেমো এ্যাকাউন্টের ব্যালেন্সে কমপক্ষে ১০০ ডলার রাখা উচিত ।
-
ডেমো একাউন্ট যেকোন ব্যালেন্স নিয়ে ট্রেড করা যায়। রিয়াল একাউন্টে ট্রেড চালানর সময় আপনার একাউন্ট ব্যালেন্স ডেমো একাউন্টের কত অংশ তা হিসেব করে ট্রেড করলেই হল। ধরুন আপনি ডেমো একাউন্টে ব্যালেন্স নিয়েছিলেন ৫০০০ ডলার এবং ১.০ লটে ট্রেড করেছিলেন। এখন আপনার রিয়াল একাউন্ট ব্যালেন্স ১০০ ডলার, এই ১০০ ডলার হচ্ছে ৫০০০ ডলারের ৫০ ভাগের ১ ভাগ। তাহলে আপনি লট নিবেন ১.০-এর ৫০ ভাগের এক ভাগ, অর্থাৎ ০.০২।
-
রিয়েল ট্রেড করার জন্য ডেম ট্রেড করা অত্যন্ত জরুরি। কারন রিয়েল ট্রেড আর ডেম ট্রেড এর মধ্যে কোন পারথক্য নাই। সবই রিয়েল কিন্তু ডেম ট্রেড এর মানিটা ভারচুয়াল মানি। এই জন্য আমার মনে হয় ডেম ট্রেড করার জন্য একাউন্টে ১০০ ডলার দিয়ে শুরু করাই ঠিক হবে। তারপর আস্তে আস্তে আপনি আপনার একাউন্টে ডলার এর বড় একটা জগার দিতে পারেন।
-
ডেমো একাউন্টের ব্যালেন্স যে কোন পরিমানের হতে পারে।এর নির্দিষ্ট কোন পরিমান নেই । যেহেতু প্রথমত সবাই কম ব্যালেন্স নিয়েই ট্রেড শুরু করে সেহেতু ডে্মোতে ও কম ব্যলেন্স নিয়ে ট্রেড করা ভাল । এটা সম্পুর্ন আপনার ইচ্ছা।ধন্যবাদ।
-
ডেমো একাউন্ট এ ট্রেড করার জন্য আমরা ১০০ ডলার নিতে পারি।কম ডিপোজিট করে আমরা ডেমো একাউন্ট এ ট্রেড করতে পারি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট এ ট্রেড সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। আমরা চাইলে ডেমো একাউন্ট এ ট্রেড করার জন্য এর বেশি ডিপোজিট নিতে পারি কিন্তু এতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কিছুই জানতে পারবো না।তাই ডেমো একাউন্ট এ কম ডিপোজিট নিয়ে ট্রেড করে রিয়েল একাউন্ট এ অভিজ্ঞ হন।
-
ডেমো যেহেতু রিয়েল ট্রেড নয় অর্থাৎ আপনার নিজের কোন টাকা ইনভেস্ট করা লাগছে না তাই আপনি আপনার ইচ্ছা মতো একাউন্টের ব্যালেস্ন নিতে পারেন । ডেমোর মাধ্যমে রিয়েল ট্রেড শেখা যায় , তাই ডেমোকে অবহেলা না করে তাকে রিয়েল মনে করে ট্রেড করতে হবে । এর মাধ্যমে আমরা আমাদের রিয়েল ট্রেডে ভালো করতে পারবো । ডেমোর জন্য যার যেমন ইচ্ছা সে তেমন ডলার নিয়ে কাজ করতে পারে । এর কোন ফিক্সট পরিমান নেই যে কে কতো ডলার নিয়ে কাজ করবে ।
-
ডেমো একাউন্ট ফরেক্স বিগিনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন শুধু নতুনদের বললে ভুল হবে ফরেক্স ডেমো একাউন্ট সবার জন্যই সমানভাবে প্রয়োজন কেননা ফরেক্স শিখতে হলে ডেমো একাউন্ট এর কোন বিকল্প নেই ডেমো তে সাধারণত ১০-৫০০০ ইউএসডি ডলার নিয়ে ইচ্ছামত ট্রেড করা যায় তবে যে এমাউন্টটা নিবেন তা অবশ্যই হবে ফ্যাক বা ভার্চুয়াল কেউ তা উত্তলন করতে পারবে না ডেমোতে নিজের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ভালো একটা ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করা যায়
-
যারা ফরেক্স মার্কেট প্লেস এ একবারে নতুন তাদের জন্য ডেমো অ্যাকাউন্ট অনেক দরকার ডেমো অ্যাকাউন্ট এর ব্যালেন্স অনেক হতে পারে অনেক ফরেক্স এ পোস্ট করে অনেক ডলার অ্যাড করতে পারবেন আবার তা ট্রেড করে শেষ করতে পারবেন । আপনি ১০০ ডেমো আর ১০০ রিয়েল ডলার দিয়ে প্রথেম ট্রেড করতে পারেন ,
-
ডেমো একাউন্টের ব্যালেন্স বেশি বা কম নেয়ার মধ্যে তেমন কোন সুবিধা বা অসুবিধা নাই। ডেমো একাউন্টে আপনাকে যে ব্যালেন্সটা দেয়া হবে তার ব্যালেন্স বা লাভ কেনটাই আপনি তুলতে পারবেন না শুধু ট্রেড করে আপনি বুঝতে পারবেন আপনি রিয়াল মার্কেটে কতটুকু সফল হতে পারবেন। তাই আমার মনে হয় আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ব্যালেন্স নিতে পারেন।
-
ইন্সটা ফরেক্স এই ব্রোকার হাউজে যদি আপনি ডেমো অ্যাকাউন্ট খুলেন তা হলে আপনি ৫০০০ ভাচুয়াল ডলার পাবেন যা দিয়ে আপনি কেবল মাত্র ট্রেড করতে পারবেন অর্থাত অনুশীলনের কাছে আপনি এই ডলার ব্যাবহার করতে পারবেন আপনি যদি পুরোটা লসও করে ফেলেন তা হলেও কোন সমস্যা নেই আর আপনি যদি ট্রেড করে প্রফিট আরও অনেক গুন বাড়িয়েও ফেলেন তাতেও কোন সমস্যা নেই তবে একটি কথা আর তা হল আপনি ডেমো ট্রেডিংয়ে যত প্রফিটই করুন না ক্যান আপনি তা কখনই উঠাতে পারবেন না।
-
সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ডেমো একাউন্টে কত ডলার দিয়ে ট্রেড করতে হবে। আমি মনে করি আপনি কত ডলার দিয়ে রিয়াল মার্কেটে ট্রেড করবেন সে অনুপাতে ডলার নিয়ে ট্রেড করলে ভাল। কারন আপনার সফলতা নির্ভর করবে তার উপর। আপনি এইখান থেকে প্রপিট করতে পারলে রিয়াল মার্কেটে লাভ করতে পারবেন।
-
ফরেক্সমার্কেটকে শিখতে হলে আপনাকে আগে ডেমো ট্রেড করতে হবে। আর ডেমো একাউন্ট করতে গেলে দেখা যায় যে সেইখনে ৫০০০ ডলার দেওয়া থাকে। তবে আমি মনে করি এই ৫০০০ ডলারকে ১০০ ডলারে নামিয়ে আপনি যদি ট্রেড করে লাভ করা শিখতে পারেন তাহলে আপনি রিয়াল মার্কেটেও লাভ করতে পারবেন।
-
ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক। তাই আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন।
-
ডেমো একাউন্টে আপনি যত খুশি ব্যালেন্স নিয়ে একাউন্ট খুলতে পারেন । কিন্তু আমার মনে হয় ডেমো একাউন্টে খুব বেশি ব্যালেন্স নিয়ে একাউন্ট ওপেন করা মোটেও উচিত নয় । ডেমো একাউন্টে যত কম ব্যালেন্স নিয়ে একাউন্ট ওপেন করা যায় ততই ভাল । বেশি হলে রিয়েল একাউন্টের সময় সমস্যা হয় ।
-
ফরেক্স মার্কেটে যে কোন ট্রেডার এর ট্রেডিং জীবনের শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ হল সফলভাবে ডেমো একাউন্টে ট্রেড করার মাধ্যমে ট্রেড তথা ট্রেডিং এর বিভিন্নধরনের কলাকৈশল শিখা । ডেমো করার জন্য প্রয়োজন একটা ডেমো একাউন্ট এবং এখানে ইচ্ছমত ডলার যেটা হবে ভার্চুয়াল ও ফ্যাক সেটা দিয়ে রিয়েল ট্রেডিং এর আদলে ট্রেড করতে পারেন । তবে আমি মনে করি ইচ্ছামত না নিয়ে বরং অামাদেরকে এমনভাবে নিতে হবে যাতে করে সিরিয়াসভাবে করা যায় ।
-
ডেমো করার জন্য প্রয়োজন একটা ডেমো একাউন্ট এবং এখানে ইচ্ছমত ডলার যেটা হবে ভার্চুয়াল ও ফ্যাক সেটা দিয়ে রিয়েল ট্রেডিং এর আদলে ট্রেড করতে পারেন । তবে ডেমো একাউন্টে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমান ব্যালেন্স নিতে হবে। যেন ট্রেডারের লাভ না হলেও বেশি লস হবে না।
-
একটি ডেমো একাউন্টের সবকিছুই রিয়েল শুধুমাত্র ব্যালেন্স নেওয়াটা হচ্ছে ভার্চুয়াল বা ফ্যাক। তাই আপনি রিয়েল একাউন্টে যত টাকা ব্যালেন্স নিতে সক্ষম ডেমোতে আপনি তাই নিন, যদিও এক্ষেত্রে আপনি যে পরিমান ইচ্ছা নিতে পারবেন। এতে আপনার পারফরমেন্সটা সহজেই উপলদ্ধি করতে পারবেন। যেমন আপনি যদি রিয়েল একাউন্টে 100 ইউএসডি দিয়ে ট্রেড আরম্ভ করতে সামর্থ হন তাহলে ডেমো একাউন্টেও 100 ডলার রাখুন।
-
ফরেক্স এ ডেমো ট্রেড এ নকল মুদ্রা আপনি যত ইচ্ছা নিতে পারেন । তবে আপনার নিজে যত তাকে বিনিযোগ করতে সক্ষম তার আসে পাসের কোনো সংখ্যা আপনি নিতে পারেন । তাহলে আপনার নিজের দক্ষতা সম্পর্কে ও বাজারে এর ব্যবহার সম্পর্কে আপনার বিস্তর ধারণা হবে । এইসব ভার্চুয়াল বা নকল মুদ্রা আপনি নিজের মূলধন হিসাবে গণ্য করুন এবং সেই অনুযায়ী ট্রেড করুন । নকল মুদ্রা বলে আবেগের বশবতী হয়ে কোনো ট্রেড করবেন না । তাহলে আসল মূলধন এর সময় ও একই ঘটনা ঘটতে পারে
-
আমি আপনার সাথে একমত।ফরেক্স মার্কেটে রিয়েল আর ডেমো ট্রেডিংয়ের বেশি পার্থক্য নেই। পার্থক্য শুধু রিয়েলে রিয়েল ব্যালেন্স আর ডেমোতে ভার্চুয়াল ব্যালেন্স।রিয়েল ট্রেডে রিয়েল ব্যালেন্স হওয়ায় বেশি পুজি সবাই যোগাড় করতে পারেনা।এজন্য রিয়েল ট্রেডের মতো সিরিয়াসভাবে ডেমোতে প্রাকটিস করার জন্য ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স রিয়েল অ্যাকাউন্টের সমান করে ট্রেড প্রাকটিস করতে হবে।
-
আমি মনেকরি ডেমো একাউন্ট এ ট্রেড করার জন্য ১০০ ডলার নেয়া ভালো।এতে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল একাওউন্ত এ ট্রেড করা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।আমি ডেমো একাউন্ট এ ট্রেড করার জন্য ১০০ ডলার ডিপোজিট করি।এতে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারি।আপনি যদি ডেমো একাউন্ট এ ট্রেড করার সময় পুঁজি বেসি নেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এর রিয়েল ট্রেড সম্পর্কে কিছুই শিখতে পারবেননা।তাই কম পুঁজি নিয়ে ডেমো একাউন্ট এ ট্রেড করুন।
-
ডেমো অ্যাকাউন্ট এ সর্বনিম্ন ৩০০০ডলার হতে সর্বচ্চ ৫০০০০ ডলার এর মধ্যে আপনি যত ইচ্ছা ব্যালেন্স নিতে পারেন। তবে ডেমো অ্যাকাউন্ট এ আপনাকে ইনভেস্ট করতে হবে না এবং এর প্রফিট আপনি উইথড্র করতে পারবেন না।
-
ডেমো একাউন্ট এর ব্যালেন্স কত হবে সেটা নির্ভর করবে আপনার রিয়েল একাউন্ট কত টাকা ইনভেস্ট করবেন সেটার উপর নির্ভর করে আপনার ডেমো ব্যালেন্স সেট করুন। এতে আপনার ফরেক্স বিজনেসের প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে আরর আপনাকে রিয়েল ট্রেড করার আগে অবশ্যই অনেক বেশি ডেমোতে ট্রেড করা উচিত।
-
ডেমো একাউন্টে একাউন্ট ব্যালেন্স কত হলে ভাল হয় তা নির্ভর করে আপনার উপর । আপনি যেহেতু ডেমো একাউন্টের মাধ্যমে ট্রেডিং শিখবেন বা প্রাকটিস করবেন সেহেতু ব্যালেন্সটা আপনার সুবিদা মত বা প্লান মত নিতে পারেন । তবে আমি মনে করি ডেমো একাউন্টে কম করেই ব্যালেন্স নেওয়াই ভাল । কেননা এতে করে আপনি ছোট কাট বিষয়গুলো ভালভাবে শিখতে পারবেন ।