Originally Posted by 
expkhaled
				
			 
			আসলে প্রথম প্রথম আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ব্যপারে জ্ঞ্যান থাকে না। তাই মার্কেট এ যখন আমরা কোন এন্ট্রি নেই তখন যদি কোন স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পায় তখন মাকের্ট রিট্রেস করে এবং স্টপলস ছোট হওয়া কারনে স্টপলস হিট করে। এই ধরনের সমস্যা প্রথম দিকে খুবই স্বাভাবিক। ধীরে ধীরে স্টাডি করতে থাকলে একসময় জ্ঞ্যান অর্জন এবং দক্ষতা অর্জনের সাথে সাথে এই ধরনের সমস্যা দুর হয়ে যায়। তাই ফরেক্স এর ব্যপারে স্টাডি করাটা অব্যাহত রাখতে হবে। যত জানবেন তত বেশী অভিজ্ঞ হতে থাকবেন এতে কোন সন্দেহ নেই।