ভাই আপনি অনেক ভালো বলেছেন এই সকল জিনিস মাথায় রেখে ট্রেড করতে পারলে ফরেক্স ট্রেডিং সফলতা আসবে।আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
Printable View
ভাই আপনি অনেক ভালো বলেছেন এই সকল জিনিস মাথায় রেখে ট্রেড করতে পারলে ফরেক্স ট্রেডিং সফলতা আসবে।আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
ফরেক্স আমরা যে কারণে বেশি লস করি সেই কারণগুলো হলো আমরা ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্সের বিভিন্ন কাজ করে থাকি যেমন না বুঝে অল্প পুঁজি নিয়ে লেনদেন করি এবং নতুন ট্রেডার হিসেবে কাজ না করে লোভ করি যাতে বেশি বেশি ইনকাম করতে পারো তবে লাভ করে কোন কিছু করা যাবে না মানুষকে খারাপ দিকে নিয়ে যায় তবে সে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে ফরেক্সের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে কাজ করে তারপর নিজেকে প্রতিষ্ঠা করবে এবং বড় ধরনের একটা ইনকাম করতে পারবে তবে বিভিন্ন ভাবে সেটা ফরেক্স ট্রেডার হিসেবে সে সেটাকে নিয়ন্ত্রণ করে ইনকাম করবে।
বেশিরভাগ ট্রেডার উক্ত কারণগুলোর জন্যই লস করে থাকি। কারণ আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়। আর এই লোভের জন্য আমাদের লাভের চেয়ে ফরেক্স মার্কেটে লসের পরিমাণটা বেশি হয়ে যায়, যা এক সময় মার্কেট থেকে বিতাড়িত হয়ে বাধ্য হয়ই।আর শুরুতেই আমরা পেশা হিসাবে নিই যার দরুন আমাদের লস হয়।আমরা এই দিকগুলো যদি ফলো করে চলি ফরেক্স এ আমাদের লস হবেনা বরং আমরা অনেক বেশি লাভ করতে পারব।
ফরেক্সে যে কারনে আমরা লস করি..
আসলে আমরা পড়াশুনা করি অনেক কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের সার্টিফিকেট থাকে বড় বড় কিন্তু দেখা যায় জব পাইনা। শিক্ষিত বেকার হয়ে বসে থাকি। তার কারন আমরা ভালো রেজাল্ট এর জন্য পড়ালেখা করেছি। জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি।Quote:
প্রকৃত পোস্টকারী View Post
আমরা নানা কারনে একাউন্ট লস করে থাকি, জিরো করে থাকি। নিচে কতিপয় কারন লিখে দিচ্ছি। আপনাদের যে সকল কারনগুলো কমন পড়বে সেগুলো জানাবেন।
০১ঃ ফরেক্স সম্পর্কে ধারনা না থাকা
অনেকে অল্প স্বল্প পড়াশুনা না করেই রিয়েল ট্রেড শুরু করে ফেলে। কোন রকম প্রশিক্ষণ ছাড়াই ট্রেড শুরু করে। এদের একাউন্ট বেশি জিরো হয়। কারন কোন ধরনের টেননিক্যাল, ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার ছাড়াই তারা শুধু বাই সেল করেই মাসে হাজার হাজার ডলার ইনকামের স্বপ্ন দেখে আর একাউন্ট জিরো করে।
০২ঃ আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া
আবেগ কন্ট্রোল না করতে পারলে একাউন্ট জিরো হবেই। দেখা যায় লাভের ট্রেড অল্প লাভে ক্লোজ করে, অপরদিকে লসের ট্রেড অনেকদিন পর্যন্ত হোল্ড করে মার্কেট ব্যাক করে প্রফিটে আসবে এই আশায়। এই ধরনের ইমোশন কন্ট্রোল করতে হবে। এটিও অন্যতম কারন।
০৩ঃ শৃঙ্খলা না থাকা
ট্রেডিংয়ে ডিসিপ্লিন না থাকলে একাউন্ট জিরো হবে। দেখা গেল আজকে এই পেয়ার কাল সেই পেয়ার। আজকে এক ট্রেডিং সিস্টেম কাল আরেকটা এভাবে ঘুরাঘুরির ফলে লসের সম্মুখীন হতে হয়।
০৪ঃ কোন রেকর্ড না রাখা
প্রতিদিনের ট্রেডিং রেকর্ড না রাখাটাও একাউন্ট জিরো হবার অন্যতম কারন। প্রশ্ন আসতে পারে কিভাবে? ক্লিয়ার করি। দেখা গেল আপনি একটি নির্দিষ্ট কন্ডিশনে ট্রেড করলে লস করেন সেটি আপনার ডায়েরীতে লিখে রাখলেন। পরের দিন আর যাই হোক ওই একই ভুল করবেন না। এজন্য প্রতিটি ট্রেডের রেকর্ড রাখাটা জরুরী।
০৫ঃ সিগনাল নির্ভরতা
বিভিন্ন ভালো ভালো সিগনাল প্রভাইডার ফলো করা, বিভিন্ন বড় বড় ট্রেডারদের ফলো করে সাময়িক লাভ পাবেন। কিন্তু এভাবে সারাজীবন চলতে পারবেন না। বাজার থেকে কেনা মাছ না খেয়ে নিজে মাছ ধরা শিখুন। তাহলে দেখবেন আজীবন সেটার ফলভোগ করতে পারবেন। অনেককে দেখেছি সিগনাল ফলো করে একাউন্ট জিরো করেছে।
০৬ঃ জটিল ট্রেড সিস্টেম
ট্রেডিং সিস্টেম যত জটিল করবেন তত বেশি বিপদে পড়বেন। অনেকে এত ইনডিকেটর ব্যবহার করে যে আসল চার্টই দেখা যায় না। এরকম অনেক ইন্ডিকেটর আপনার ট্রেডিংকে আরো কঠিন করে তুলবে। এবং যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে একাউন্ট জিরো হবে।
০৭ঃ অভার রিস্ক নেয়া
অনেকে একটি ট্রেডেই ৫০%-৬০% রিস্ক নিয়ে নেয়। এটা করা যাবে না। প্রতি ট্রেডে ১%-২% রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। বেশি রিস্ক নিলে সাময়িক লাভ হলেও আপনার একাউন্ট জিরো হবেই।
০৮ঃ অভার ট্রেডিং
অনেকে আছেন যারা mt4 ওপেন করলেই ট্রেড নিতে হাত নিশপিশ করে। এটি করা যাবে না। এটি অভার ট্রেডিং এর প্রাথমিক লক্ষণ। চার্ট অপেন করে ট্রেড না নেওয়াও কিন্তু ট্রেডিং এর অংশ। ডেইলি টার্গেট ফিলাপ হলে সেদিন ট্রেড করা থেকে বিরত থাকুন। অনেকে লাভ যখন হয় তখন বার বার ট্রেড নিতেই থাকে। এটা করা যাবে না। ডেইলি কত % লাভ হলে ট্রেড করবেন না অথবা কত % লস হলে ট্রেড করবেন না সেটা আগে থেকেই ঠিক করে রাখুন।
০৯ঃ বারবার একই ডিরেকশনে ট্রেড নেয়া
দেখা গেল একটা বাই ওপেন করেছেন মার্কেট নিচের দিকে যাচ্ছে আপনি আবার বাই এন্ট্রি নিলেন, আরো নীচে গেল আবার বাই এন্ট্রি নিলেন, এভাবে অনেকগুলো বাই এন্ট্রি নেয়া হয়ে গেলে আপনার একাউন্ট জিরো হবেই। আপনাকে ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে আপনাকে যেতে হবে। যখনি আপনি এভাবে বার বার পজিশন নেবেন তখনি আপনার েএকাউন্ট জিরো হবার সম্ভবনা বাড়বে।
১০ঃ স্টপলস ব্যবহার না করা
যদি প্রতিটি ট্রেডে একটা নির্দিষ্ট স্টপলস ব্যবহার না করেন তাহলেও একাউন্ট জিরো হবে। উদাহারন স্বরূপ বলা যায়, ধরুন আপনি একটা ট্রেডে ২% রিস্ক নিলেন। সেক্ষেত্রে ২% রিক্স অনুযায়ী যতটা এসএল হয় সেটি সেট করলেন। তাহলে কি হবে? ঐ ট্রেডে সর্বোচ্চ ২% লস হবে। আর যদি এসএল না দেন.... তাহলে ঐ ট্রেড আপনার ব্যালেন্সের বারটা বাজিয়ে দিতে পারে।
১১ঃ ছোট টাইম ফ্রেম ব্যবহার করা
যারা ফরেক্সে নতুন আসে তারা ১মিনিট থেকে ১৫ মিনিটের টাইমফ্রেম বেশি ব্যবহার করে থাকে। এটাও একটা অন্যতম কারন। কারন ছোট টাইমফ্রেমে ট্রেন্ড ঘনঘন বদলায়। সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় না।
১২ঃ টেকপ্রফিট ও স্টপলসে স্থির না থাকা
অনেকে দেখা যায় স্টপলস ট্রেকপ্রফিট সেট করে দেবার পরেও এই ভুলটা করেন। দেখা গেল আপনি টিপি দিয়েছিলেন ৫০ পিপ। মার্কেট যখন ২০ পিপ প্রফিটে গেছে তখনি আপনি ক্লোজ করে দিয়েছেন। আবার যদি ৩০ পিপ এসএল থাকে তখন দেখা যায় মার্কেট ২৫ পিপ মাইনাসে গেসে আর আপনি এসএল উঠিয়ে দিয়েছেন। এই ভুলগুলোও একাউন্ট জিরোর অন্যতম কারন।
১৩ঃ বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তনঃ
ট্রেডিং সিস্টেম সহজ রাখুন। অনেকে প্রফিট না হলে দেখা যায় বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করে ফেলেন। এটা করা যাবে না। বারবার সিস্টেম পরিবর্তন করলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে।
১৪ঃ শুরুতেই পেশা হিসেবে নেয়াঃ
শুরুতেই ফরেক্সকে পেশা হিসেবে নেয়া যাবে না। কারন তাহলে আপনার মানসিক চাপ থাকবে বেশি । আর এ কারনে আপনি ভুল করবেন বেশি আর একাউন্ট জিরো হবে। শুরুর দিকে আপনি এটাকে সেকেন্ড ইনকাম সোর্স হিসেবে নিতে পারবেন।
১৫ঃ মানি ম্যানেজমেন্ট না মানাঃ
এটা সব কারনের বস। এই ব্যাপারটা যদি না মানেন তাহলে একাউন্ট জিরো হবে। মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে পারলে একাউন্ট জিরো করা অসম্ভব। যদি ১০০ ডলারের একাউন্টে প্রতি ট্রেডে ২% মানে ২ ডলার রিস্ক নেন তাহলে আপনাকে টানা ৫০ টা ট্রেড লসে ক্লোজ করতে হবে। কিন্তু যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন তাহলে পুরো ১০০ ডলার ৫-১০ টা ট্রেডেই জিরো হয়ে যেতে পারে।
সবার প্রফিটেবল জীবনের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।
ফরেক্স এ আমরা জেসব কারনে লস করে থাকি তার মধ্যে অন্যতম কয়েকটি কারন হল _বেশি লর্ড ব্যাবহার করা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি অত্যন্ত চমৎকারভাবে ফরেক্স ট্রেডে লস হওয়ার কারনগুলো তুলে ধরেছেন৷আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসি মূলত খুব দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে৷কিন্তু কিছুদিন পরেই দেখা যায় বাস্তব চেহারা যা অত্যন্ত নির্মম ও কঠিন৷শুরুতে এখানে লস করতে করতে আমাদের একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার শূন্য হয়ে যায়৷হায়রে লস…. কিন্তু কেন আমরা এত লস দেই ? এই মার্কেটে কি ট্রেড করা অসম্ভব ? আমরা কি কখনো এই মার্কেটে আয় রোজগার করতে পারব না ? এই ধরনের হতাশা বোধক প্রশ্ন আমাদের মনে হাজার বার উঁকি দিতে থাকে৷আপনার উল্লেখিত এই থ্রেডে লসের বিস্তারিত কারন গুলো খুব ভালো ভাবে ঠাণ্ডা মাথায় আমাদেরstudy করা উচিত৷এইখানে যতগুলো কারণ লেখা হয়েছে তার প্রত্যেকটি আমরা সবাই ফেইস করে থাকি৷যদি এই বিষয় গুলো সঠিক ভাবে আয়ত্ত করে ট্রেড করতে পারি তাহলে আমি বলবো- নিঃসন্দেহে এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে৷
এমমত, আসলে আমাদের অল্পতেই বেশি পাওয়ার ইচ্ছা থাকে তাই বেশি লস করি।আবার অনেকেই একদিনেই কোটিপতি হবার চেষ্টা করে। ফরেক্স ব্যবসা অনেক কিটিক্যাল ব্যবসা এই ব্যবসাতে আপনাকে অনেক ধর্য্য ধরে করতে হবে তাহলেই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন।না হলে লস করতে করতে অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনাই বেশি থাকবে।
ফরেক্স ফোরামে লস করার পিছনে কতগুলো কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। যেমন পরিশ্রম, দক্ষতা, অভিজ্ঞতা এবং ধৈর্যশীলতা হতে হবে। এগুলো সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে ফরেক্স ফোরাম থেকে বারবার লসে পড়তে হবে এমনকি ওভারট্রেড করলে ফরেক্স ফোরামের লস হয়। ডেমো অ্যাকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা না থাকলে ফরেক্স ফোরামের লস হয়। তবে ফরেক্স ফোরামে দক্ষ ট্রেডার হতে পারলে লসের সংখ্যা কম থাকে এমনকি ভাল প্রফিট অর্জন করা যায়
ফরেক্স এ আমরা বেশিরভাগ ট্রেডার উক্ত কারণগুলোর জন্যই লস করে থাকি। কারণ আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়। আর এই লোভের জন্য আমাদের লাভের চেয়ে ফরেক্স মার্কেটে লসের পরিমাণটা বেশি হয়ে যায়, যা এক সময় মার্কেট থেকে বিতাড়িত হয়ে বাধ্য হয়ই
আসলে আমরা পড়াশুনা করি অনেক কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের সার্টিফিকেট থাকে বড় বড় কিন্তু দেখা যায় জব পাইনা। শিক্ষিত বেকার হয়ে বসে থাকি। তার কারন আমরা ভালো রেজাল্ট এর জন্য পড়ালেখা করেছি। জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি।
হ্যাঁ ভাই আমি তাতে একমত আমরা যদি সত্যই স্বাধীন ব্যবসায়ী হতে চাই তবে অন্যের সরবরাহিত সংকেতগুলি কখনই ব্যবহার করা উচিত নয়, তবে আমরা যদি বিনিয়োগকারী হতে চাই তবে আমরা প্যাম বা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরিতে বিনিয়োগ করতে পারি, জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি।
আমরা আসলে কিছু সময় এমনিতেই ট্রেডিং করতে গিয়ে লস করি কিন্তু কোন সময়ই আমরা না জানার কারণে ট্রেড করে লস করে ফেলি । আমরা যদি ফরেক্স মার্কেটে না জেনে ট্রেডিং করি তখনই আমাদের লস করার সম্ভাবনা অনেক বেড়ে যায় । আমরা যদি ফরেক্স ট্রেডিং শিখে তারপর এই মার্কেটে ট্রেড করি তাহলে এখান থেকে আমরা অল্প হলেও প্রফিট করতে পারব । আসলে ফরেক্স মার্কেটে কিছু অবাস্তব কল্পনার কারণে আমরা এই মার্কেটে ট্রেডিং করে অনেক বেশি লস করে ফেলি ।
ফরেক্স এ কোন মাথা গরম চলবে না। ফরেক্স এ মাথা গরম করছেন তো ট্রেডে লস করবেন। ফরেক্স ট্রেড এ আমরা যে ভুলের কারনে বেশি রস করে থাকি তা হল, মার্কেট এনালাইসিস না করা, চার্ট না দেখা ইত্যাদি। এ সব বিষয় খেয়াল রেখে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম।
ফরেক্স মার্কেটে বিভিন্ন কারণে অনেকে লস করে থাকেন। হিসাব করলে দেখা যায় যে শতকরা ৯৫ পার্সেন্ট নতুন ফরেক্স মেম্বাররা লস করে থাকেন। লস করার প্রধান কারণ হলো ফরেক্স ট্রেডিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব। এর কারণ হল যারা ডেমো ট্রেডিং না করে সরাসরি রিয়েল ট্রেড করতে আসে তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জ্ঞানের অভাব থাকে। যার কারণে তারা লস করে। ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করাটা খুব জরুরি। মার্কেট এনালাইসিস না করে আপনি ভুল সময়ে ট্রেন ধরতে পারেন যার কারনে আপনার ট্রেড লসে চলে যেতে পারে। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতগুলো লটে ট্রেড করবেন তা মানি ম্যানেজমেন্ট এর উপর নির্ভর করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি অত্যন্ত চমৎকারভাবে ফরেক্স ট্রেডে লস হওয়ার কারনগুলো তুলে ধরেছেন৷আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসি মূলত খুব দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে৷কিন্তু কিছুদিন পরেই দেখা যায় বাস্তব চেহারা যা অত্যন্ত নির্মম ও কঠিন৷শুরুতে এখানে লস করতে করতে আমাদের একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার শূন্য হয়ে যায়৷হায়রে লস…. কিন্তু কেন আমরা এত লস দেই ? এই মার্কেটে কি ট্রেড করা অসম্ভব ? আমরা কি কখনো এই মার্কেটে আয় রোজগার করতে পারব না ? এই ধরনের হতাশা বোধক প্রশ্ন আমাদের মনে হাজার বার উঁকি দিতে থাকে৷আপনার উল্লেখিত এই থ্রেডে লসের বিস্তারিত কারন গুলো খুব ভালো ভাবে ঠাণ্ডা মাথায় আমাদেরstudy করা উচিত৷এইখানে যতগুলো কারণ লেখা হয়েছে তার প্রত্যেকটি আমরা সবাই ফেইস করে থাকি৷যদি এই বিষয় গুলো সঠিক ভাবে আয়ত্ত করে ট্রেড করতে পারি তাহলে আমি বলবো- নিঃসন্দেহে এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে৷
ফরেক্সে আমরা অনেক কারণে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। যদি সেদিকে লক্ষ্য করা যায় তাহলে কারণ গুলো অনেক এবং আমাদের উচিত সকলের সে কারন গুলোর দিকে লক্ষ রেখে সামনের দিকে এগিয়ে চলা। আমরা বেশিরভাগ সময়ই মার্কেটের পরিস্থিতি বুঝতে পারিনা, লোভের মুখে পড়ে উল্টাপাল্টা ট্রেড করে থাকি যার কারণে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারিনা যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। এছাড়াও আমরা অতিরিক্ত রিস্ক গ্রহণ করি যেটা আমাদেরকে সমস্যা তে ফেলে দেয়। আমার কাছে মনে হয় এই বিষয়গুলো সবচেয়ে মুখ্য বিষয় লস থেকে দূরে থাকার জন্য আমাদের উচিত এই সকল বিষয়ের উপর নজরদারি করা। মামাদের ভুলত্রুটিগুলো সংশোধন করা তাহলেই আমরা ক্ষতির হাত থেকে দূরে থাকতে পারবো।
অনেকে এই লস থেকে বের হয়ে আসে। তারা আসলে তাদের ভুলগুলোকে শুধরে নেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা অনেকেই প্রতিনিয়ত লস করতে থাকি। আসলে আমরা ফরেক্স কে টাকা কামানোর মেশিন মনে করি আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি না আমরা শুধু ট্রেড নিতে চাই কিন্তু এনালাইসিস করতে চাই না। কারণ আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়।
ফরেক্সে লস করার অনেক গুলি কারন বিদ্যমান। এর মধ্যে প্রধান কয়েকটি কারন নিম্নে আলোচনা করা হলো। লোভ করা। মানিমেনেজমান্ট করে ট্রেড না করা। সল্প পুজি নিয়ে অধিক লাভ করার চিন্তা ভাবনা। তাড়াহুড়ো করে এনালাইসিস চাড়া ট্রেড পরিচালনা করা। ঝুঁকি নিয়ে ট্রেড করা। সেন্টমেন্ট ঠিক না রাখা।
ফরেক্সে আমরা বিভিন্ন কারণে লস করে থাকি। এই লসের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা। এর পাশাপাশি স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা, অতিরিক্ত আবেগী হয়ে ট্রেড নেয়া, সুশৃংখল প্ল্যানিং না করা, শুরুতেই অধিক মুনাফা অর্জন করার মানসিকতা, ভুলের কারণগুলো রেকর্ড করে সে অনুযায়ী নিজেকে সংশোধন না করা এবং অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং করা ফরেক্স মার্কেটে লস করার কতিপয় মেজর কারণ। এছাড়াও মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করা, অভার র্ট্রেডিং করা, স্টপ লস ব্যবহার না করা, সঠিকভাবে এনালাইসিস না করা ইত্যাদি ফরেক্স মার্কেটে লস করার অন্যতম কারণ। লসের বৃত্ত থেকে বের হতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলোকে সঠিক পন্থায় পালন করে ট্রেডিং করতে হবে। নতুবা কখনোই লসের চক্র থেকে বের হওয়া সম্ভব নয়।
হ্যা ভাই আপনি আসলেই অসম্ভব এতগুলো সত্য ঘটনা তুলে ধরেছেন। আমিও আপনার সাথে একমত। তবে এ সবকিছুর মূলই হলো একজন ট্রেডারের ট্রেডিং ডিসিপ্লিন। তাই কোন ট্রেডার যদি কঠিণ ধৈর্য্য সহকারে একটা নিয়মের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করে চলতে পারেন, তবেই আশা করা যায় যে তিনি সফলতা অর্জন করবেন। আর যদি এগুলোর ব্যতিক্রম কিছু করতে চান তাহলেই লস করবেন।
ফরেক্স আমরা নানা কারণে লস করে থাকি। এই সকল লস এর কারণ যদি আমরা চিহ্নিত করতে পারি তা পরবর্তীতে সে অনুযায়ী ট্রেড করতে পারি তাহলে লস এড়ানো সম্ভব। আমার মতে আমরা বেশিরভাগ কারণে লস করে থাকি তা অনুমানের উপর ট্রেড করার কারণে। এ ছাড়াও অতিরিক্ত লোভ করে অল্প সময়ে বেশি প্রফিট করার মনোভাবের কারণে আমরা লস করে থাকি। অপরের ট্রেড ফলো করে ট্রেড করলেও লসের এর সম্মুখীন হতে হয়। সবচাইতে বড় কারণ হলো সহজ বিষয় না জ্ঞান থাকা। তাই এ বিষয়ে আমরা সতর্ক থাকলে লস এড়ানো সম্ভব।
অনেকে এই লস থেকে বের হয়ে আসে। তারা আসলে তাদের ভুলগুলোকে শুধরে নেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা অনেকেই প্রতিনিয়ত লস করতে থাকি। আসলে আমরা ফরেক্স কে টাকা কামানোর মেশিন মনে করি আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি না আমরা শুধু ট্রেড নিতে চাই কিন্তু এনালাইসিস করতে চাই না। উল্টাপাল্টা ট্রেড করে একাউন্টের বারোটা বাজিয়ে দেই। ওভার লটে ওভার রিস্ক নিয়ে আমরা ট্রেড করি ফলে আমাদের লস হয়।স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার না করে লস করে থাকি।মানি ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করলে একাউন্ট যেকোন সময় জিরো হয়ে যেতে পারে।আর শুরুতেই আমরা পেশা হিসাবে নিই যার দরুন আমাদের লস হয়।
আসলে আমরা অধিকাংশ ট্রেডারই ফরেক্স মার্কেটে লস করি। আসলেই লস করার বিভিন্ন কারণ আছে সেসব কারণগুলো আমি সঠিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম নয়। তবে অভিজ্ঞ যারা আছে তারা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে।আমরা এই ভূলগুলি প্রতিনিয়ত করতেই থাকি। কারন যখন আমরা ট্রেড করি তখন এই সকল নিয়ম কানুন মনে থাকে না। লাভের আশায় নিয়মের তোক্কা না করে ট্রেড নিয়ে বসে থাকি। ফলে অনেক লস করে থাকি আমরা। বিশেষকরে আমি যখনদেখি কোন পেয়ারে বেশি মুভ করছে তখন এই সব নিয়ম ভুলে আগে একটি ট্রেড নিয়ে বসি তারপর যখন মার্কেট আমার বিপরীতে যেতে থাকে তখন মনে পড়ে যাই নিয়মগুলির কথা। তাই আমরা এত লস করে থাকি।আর যে সকল কারণগুলোতে আমরা লস করি সে সকল কারণ গুলো যদি আমরা সঠিকভাবে মাথায় ধরে রেখে পুনরাবৃত্তি না করে তাহলে আমাদের পুনরাবৃত্তি হবে না করি।
স্বাধীন ব্যবসায়ী হতে চাই তবে অন্যের সরবরাহিত সংকেতগুলি কখনই ব্যবহার করা উচিত নয়, তবে আমরা যদি বিনিয়োগকারী হতে চাই তবে আমরা প্যাম বা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরিতে বিনিয়োগ করতে পারি এবং ফরেক্স কপি ব্যবহার করে অন্যের সংকেতগুলি অনুসরণ করতে পারি, যে যদি সত্যই আমাদের শেখার । সে স্বাভাবিকভাবেই লসের প্রাথমিক কারণগুলো বুঝতে পারবে এবং সে যদি তারপরও ভুলগুলো শুধরাতে না পারে তাহলে ফরেক্স ট্রেডিং তার জন্য নয় । নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে না।ফরেক্স এর নিয়ম কানুন অনুসরণ না করেই ট্রেডিং করায় তারা লসে পড়ে থাকেন।তাই লস থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানা।
ফরেক্স মার্কেট থেকে লস করে থাকেন তার নানা কারন থাকতে পারে। ফরেক্স মার্কেট যে সকল কমন লস গুলো করে থাকেন তা হল, লোভ করে ফরেক্স এ আসা, না বুঝে ট্রেড করা, একাধিক পেয়ার এ ট্রেড করা, বেশী লটে ট্রেড করা, মার্কেট এনালাইসিস না করা, নিউজ না দেখা, ধৈর্য্য ও পরিশ্রমের অভাবের কারনে ফরেক্স এ লস গুলো করে থাকেন। এছাড়া আর অনেক কিছু কারনে ফরেক্স এ লস করে থাকেন।
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসি মূলত খুব দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে৷কিন্তু কিছুদিন পরেই দেখা যায় বাস্তব চেহারা যা অত্যন্ত নির্মম ও কঠিন৷শুরুতে এখানে লস করতে করতে আমাদের একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার শূন্য হয়ে যায়৷হায়রে লস কিন্তু কেন আমরা এত লস দেই
কোথায় যেন পড়েছিলাম, আমরা পড়াশুনা করি অনেক কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের সার্টিফিকেট থাকে বড় বড় কিন্তু দেখা যায় জব পাইনা। শিক্ষিত বেকার হয়ে বসে থাকি। তার কারন আমরা ভালো রেজাল্ট এর জন্য পড়ালেখা করেছি। জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও আদতে খুব কমই মাথায় ঢুকাতে পারি। ট্রেডার যদি কঠিণ ধৈর্য্য সহকারে একটা নিয়মের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ করে চলতে পারেন তবেই আশা করা যায় যে তিনি সফলতা অর্জন করবেন।
আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়। আর এই লোভের জন্য আমাদের লাভের চেয়ে ফরেক্স মার্কেটে লসের পরিমাণটা বেশি হয়ে যায়, যা এক সময় মার্কেট থেকে বিতাড়িত হয়ে বাধ্য হয়ই। যেমন পরিশ্রম, দক্ষতা, অভিজ্ঞতা এবং ধৈর্যশীলতা হতে হবে। এগুলো সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে ফরেক্স ফোরাম থেকে বারবার লসে পড়তে হবে এমনকি ওভারট্রেড করলে ফরেক্স ফোরামের লস হয়। ডেমো অ্যাকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা না থাকলে ফরেক্স ফোরামের লস হয়।
আমি তাতে একমত আমরা যদি সত্যই স্বাধীন ব্যবসায়ী হতে চাই তবে অন্যের সরবরাহিত সংকেতগুলি কখনই ব্যবহার করা উচিত নয়, তবে আমরা যদি বিনিয়োগকারী হতে চাই তবে আমরা প্যাম বা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরিতে বিনিয়োগ করতে পারি এবং ফরেক্স কপি ব্যবহার করে অন্যের সংকেতগুলি অনুসরণ করতে পারি, যে যদি সত্যই আমাদের শেখার এবং ব্যবসায়ের জন্য সময় না থাকে তবে এর সাথে কোনও ভুল নেই।এগুলোর মধ্যে অন্যতম হলো ফরেক্স সম্পর্কে আমাদের ভালো ধারণা না থাকা, ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা না থাকা, সঠিক মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা, ট্রেডিং এ ধৈর্যশীল না হওয়া এবং লোভে পড়ে ট্রেড করা।কাজেই না বুঝে অন্যের কথায় কান দিয়ে ফরেক্স করলে আপনি লসে পড়ে যাবেন।মার্কেট না বুঝে ট্রেড করলে লসের মুখে পড়তে পারেন।ট্রেড করার সময় তাড়াহুড়ো করা যাবে না।সময় নিয়ে ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে।মনে রাখবেন লোভ করলেন তো মরলেন।
ফরেক্স এ আমরা বেশিরভাগ ট্রেডার উক্ত কারণগুলোর জন্যই লস করে থাকি। কারণ আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে। ফলে লাভ তো দূরের কথা আসল নিয়েই মার্কেটে অবস্থান করাটা সবচেয়ে কঠিন হয়ে দাড়ায়। লস পজিশন থেকে ট্রেড যদি আরও লসে চলে যায় তাহলে ব্যালেন্স জিরো হয়েও যেতে পারে। ফরেক্সে প্রত্যেকটি পদক্ষেপ ঠান্ডা মাথায় গ্রহণ করতে হয়। যখন আপনি এক্সাইটেড হয়ে ট্রেড করতে যাবেন তখন সুষ্ঠুভাবে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি ব্যর্থ হবেন যা লস এর অন্যতম কারণ। ফরেক্স মার্কেটে কিছু লোভী ট্রেডার আছেন যাদের লোভ এর মাত্রা অতিরিক্ত বেশি। বেশি প্রফিট এর আশায় তারা নিয়ম লংঘন করে বেশি লট নিয়ে ট্রেড ধরে। যার কারনে তারা ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারে না।
আমরা পড়াশুনা করি অনেক কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে তা কাজে লাগাতে পারি না। এজন্য আমাদের সার্টিফিকেট থাকে বড় বড় কিন্তু দেখা যায় জব পাইনা। শিক্ষিত বেকার হয়ে বসে থাকি। তার কারন আমরা ভালো রেজাল্ট এর জন্য পড়ালেখা করেছি। জ্ঞান অর্জনের জন্য নয়। একইভাবে ফরেক্সে এসেও আমরা বিভিন্ন জায়গায় জ্ঞান অন্বেষণ করলেও। তারা আসলে তাদের ভুলগুলোকে শুধরে নেয় কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা অনেকেই প্রতিনিয়ত লস করতে থাকি। আসলে আমরা ফরেক্স কে টাকা কামানোর মেশিন মনে করি আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করি না আমরা শুধু ট্রেড নিতে চাই কিন্তু এনালাইসিস করতে চাই না। কারণ আমরা যখন এই মার্কেটে ট্রেড করি তখন বেশি ভাগই নতুন ট্রেডাররা কোন রকম নিয়ম তোয়াক্কা না করেই ট্রেড করে।
ফরেক্স আমরা যে যে কারণে লস করে তার মধ্যে অন্যতম হচ্ছে না বুঝে ট্রেডিং করা। তার কারণ আমরা মার্কেটের সম্পর্কে না জেনে অনেকে ট্রেনিং করতে চলে যায় এবং ফলে পরবর্তীতে আমাদের লোকসানের সম্মুখীন হতে হয়। মার্কেট বোঝা এবং সংবাদ জেনে ট্রেডিং করা সবচেয়ে ভালো কিন্তু অনেক সময় আমাদের এটা করা হয় না ফলে আমাদের ব্যবসায় অথবা ট্রেডিং এ লাশ হয়ে যায়।
ফরেক্স ট্রেডিংয়ে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে এমন বেশ কয়েকটি কারণ হচ্ছে:
1. সঠিক শিক্ষার অভাব: সঠিক শিক্ষার অভাবের কারণে অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়। নিরাপদ ট্রেডিং অনুশীলন, তথ্য ব্যবস্থাপনা, বিশ্লেষণ, এবং কার্যকর ট্রেডিং কৌশলগুলি বোঝা হল মৌলিক দিক যা সাফল্য অর্জনের জন্য শিখতে এবং আয়ত্ত করতে হবে।
2. মনস্তাত্ত্বিক প্রভাব: ফরেক্স ট্রেডিংয়ে ভয়, উত্তেজনা, হতাশা এবং অধৈর্যতার মতো আবেগ জড়িত, যা সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে এবং ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। যুক্তিসঙ্গত ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিক শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ অপরিহার্য।
3. দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনা: কার্যকরভাবে ঝুঁকি ব্যবস্থাপনা না করার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের স্টপ-লস অর্ডার সেট করতে হবে, অবস্থানের আকার নির্ধারণের নিয়ম অনুসরণ করতে হবে এবং তাদের মূলধন রক্ষার জন্য ঝুঁকি-পুরস্কার অনুপাত ব্যবহার করতে হবে।
4. ওভারট্রেডিং: দ্রুত মুনাফা অর্জনের আকাঙ্ক্ষা দ্বারা চালিত ওভারট্রেডিং এ জড়িত হওয়া ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের উচিত পরিমাণের চেয়ে মানসম্পন্ন ব্যবসায় মনোযোগ দেওয়া।
5. ট্রেডিং পরিকল্পনার অভাব: একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া ট্রেডিং ক্ষতিকারক হতে পারে। একটি ট্রেডিং প্ল্যান স্পষ্ট লক্ষ্য নির্ধারণে, বাজারের অবস্থা বিশ্লেষণ করতে এবং ট্রেডিংয়ের জন্য একটি সুশৃংখল অগ্রগতিতে সহায়তা করে।
6. টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস উপেক্ষা করা: বাজারের প্রবণতা, অর্থনৈতিক সূচক এবং টেকনিক্যাল চার্ট বিশ্লেষণ করতে অবহেলা করা খারাপ ট্রেডিং সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে।
ফরেক্স ট্রেডিংয়ে সাফল্য অর্জনের জন্য, নিজেকে শিক্ষিত করা, আবেগ নিয়ন্ত্রণ করা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়ন করা এবং একটি সুচিন্তিত ট্রেডিং পরিকল্পনা মেনে চলা অপরিহার্য।
যে ৫টি নিয়ম মেনে ট্রেড করলে আপনি কখনও লস করবেন নাঃ ০১। আপনার একটা ভাল ব্যালেন্স থাকতে হবে। ০২। লোভ করা যাবে না। সবসময় কম ভলিয়মে ট্রেড করতে হবে। ০৩। ধৈয্য রাখতে হবে। সবসময় মার্কেট আপনার পক্ষে আসবে না। যখন মার্কেট আপনার এনালাইসিস এর পক্ষে আসবে তখন ট্রেড করতে হবে। ০৪। একটা ট্রেড এর বিপরীতে অবশ্যই ২০০০ পিপস বেকআপ রাখতে হবে। ০৫। যেকোনো একটা পেয়ারে ট্রেড করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,আপনি অত্যন্ত চমৎকারভাবে ফরেক্স ট্রেডে লস হওয়ার কারনগুলো তুলে ধরেছেন৷আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আসি মূলত খুব দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে৷কিন্তু কিছুদিন পরেই দেখা যায় বাস্তব চেহারা যা অত্যন্ত নির্মম ও কঠিন৷শুরুতে এখানে লস করতে করতে আমাদের একাউন্টের ব্যালেন্স অসংখ্যবার শূন্য হয়ে যায়৷হায়রে লস…. কিন্তু কেন আমরা এত লস দেই ? এই মার্কেটে কি ট্রেড করা অসম্ভব ? আমরা কি কখনো এই মার্কেটে আয় রোজগার করতে পারব না ? এই ধরনের হতাশা বোধক প্রশ্ন আমাদের মনে হাজার বার উঁকি দিতে থাকে৷আপনার উল্লেখিত এই থ্রেডে লসের বিস্তারিত কারন গুলো খুব ভালো ভাবে ঠাণ্ডা মাথায় আমাদেরstudy করা উচিত৷এইখানে যতগুলো কারণ লেখা হয়েছে তার প্রত্যেকটি আমরা সবাই ফেইস করে থাকি৷যদি এই বিষয় গুলো সঠিক ভাবে আয়ত্ত করে ট্রেড করতে পারি তাহলে আমি বলবো- নিঃসন্দেহে এই মার্কেটে টিকে থাকা সম্ভব হবে৷