-
ফরেক্সে ব্যালেন্স 0 হলে সবাই হতাশ হয়ে পড়ে কারণ হতাশ হওয়ার কোনো কিছুই নাই তবে ব্যালেন্স 0 হলে অনেক দুর্বল হয়ে পড়ে কারণ তার কাছে ফরেক্স করার জন্য পরবর্তীতে কোন অর্থ থাকে না এবং তার জন্য অনেকে ফরেক্সে হতাশ হয়ে পড়ে তবে হতাশার কিছু নেই কারণ শূন্য হলে তাকে আবার নতুন করে বিনিয়োগ করতে হবে এবং নিজেকে সুন্দরভাবে আবার সাজাতে হবে এবং পরবর্তীতে হোস্টিং এর মাধ্যমে তাকে লাভ করতে হবে তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ফরেক্স ট্রেডে মাধ্যমে।
-
ভাই ফরেক্স মার্কেটে লস হতে পারে , অ্যাকাউন্ট জিরো হতে পারে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই । এসব কিছু মেনে নিয়েই আপনাকে সাম্নের দিকে এগিয়ে যেতে হবে । হতাশা নিয়ে কখনো বড়ো হওয়া যায় না। তাই আমি মনে করি একবার একাউন্ট জিরো করলে পরের বার আবার চেষ্টা করুন দেখবেন একসময় আপনি অনেক দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হয়ে গেছেন তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না
-
ফরেক্সে আপনি প্রতিটি ট্রেডে সফল হবেন এমন না। কিছু কিছুে ট্রেডে লস হতেই পারে। তাই বলে বসে থাকলে চলবে না, হাল ছেড়ে দেয়া যাবে না। লসের কারন অনুসন্ধান করুন। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জবাবদিহীতার কাঠ গড়ায় দাড় করান। আমরা এমনটা অনেকেই করি না বিধায় নিজের ভুলগুলো ভুলই থেকে যায়।
আপনাকে কিছু লস করতে হতে পারে তাই বলে বিচলিত না হয়ে বরং আপনর ভুল গুলো খুজুন, দুর্বলতা খুঁজে বের করুন। যেখানে দুর্বলতা আছে সেখানে সংশোধন করুন। বেশি বেশি মার্কেট এনালাইসিস করুন, ডেমো প্রাকটিস করুন। সফলতার মূলে রয়েছে ডেমোতে ভালো করা। ডেমোতে ভালো করলে আপনি লাইভ ট্রেডেও ভালো করবেন এই বিশ্বাস রাখুন। ভূলে যাবেন না আপনি যখন প্রথম হাটা শিখেছেন তখন বার বার হোচট খেয়েছেন আবার কারো সাহাহ্য নিয়ে উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই এখন আপনি কারো সাহাহ্য ছাড়াই দাড়াতে পারেন। যেখানে আপনি দু’পা হাটতেই কতোজনের সাহায্য নিতে হয়েছে সেখানে আজ আপনি একাই বিশ্ব ভ্রমনের জন্য প্রস্তত। অনুরুপ ভাবে হতাশ না হয়ে ঘুরে দাড়ানোর চেস্টা করুন সফল একদিন আপনি হবেনই।
-
আপনি সঠিক কথা বলেছেন ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করেনি। একাউন্ট ব্যালেন্স শূন্য হলেও সহজে ভেঙে পড়া চলবে না। আপনাকে মনে রাখতে হবে শূন্য ব্যালেন্স হলেও ফরেক্স থেকে অনেক কিছু শেখা যাবে।
শূন্য বালান্স থেকে আপনার যে অভিজ্ঞতা হবে অন্য কোনো বিষয় বা জ্ঞানের মাধ্যমে সম্ভব নয়। ব্যালেন্স শূন্য হওয়ার কারণ খুঁজে বের করতে হবে তা সমাধানের মাধ্যমে পরবর্তীতে ট্রেড করতে হবে। আমার নিজের এই পর্যন্ত দুইবার ব্যালেন্স শূন্য হয়েছিল। শূন্য হওয়ার পিছনে কারন ছিল অতিরিক্ত লোভ করে বড় লটে ট্রেড করেছিলাম।
-
একাউন্ট জিরো হলে সব ট্রেডার এর খারাপ লাগে,সবাই তাদের কষ্ট এর টাকা বিনিয়োগ করে,কিন্তু তা বলে বসে থাকলে চলবে না,আপনাকে চেষ্টা চালাতে হবে তাহলে আপনি একদিন লাভ করতেই থাকবেন কিন্তু ব্যালেন্স আর শূন্য হবেনা,একাউন্ট জিরো হতাশাই না ভুগে চেষ্টা চালান সফল হবেন।
-
অ্যাকাউন্ট জিরো আমার অনেক হয়েছে। কিন্তু এর পেছনে কি কারন থাকে তা আমাদের খুজে বের করতে হবে। মার্কেট এ টিকে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখা উচিত ব্যর্থতার মানে হেরে যাওয়া নয়। কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। সামনে যতই বাধা আসুক না কেনো কখনোই হাল ছাড়া যাবে না।
-
এবং ছোট লটে ট্রেড করছি যার কারনে আমার একাউন্ট জিরো খুব একটা হয়নি। যদি কেউ নতুন অবস্থায় একাউন্টের ১% রিস্ক নিয়ে ট্রেড করেন আমার মনে হয় তিনি চাইলেও একাউন্ট জিরো করতে পারবেন না। আর নতুন অবস্থায় কিছু ব্যপার ভালভাবে শিখে নিয়ে ট্রেড শুরু করা ভাল। আর আমি এখনও শিখছি আশা রাখি আরও কিছু দিনের ভেতরে নিজের একটি স্ট্রেটেজির মাধ্যমে ট্রেড শুরু করবো। আসলে যতদিন নিজস্ব স্ট্রেটেজি আয়ত্বে না অাসবে ততদিন ডেমো ট্রেড করা উচিত। তাহলে লস কম হবে। লস করবেন সেটা ডেমোতে করেন।
-
আমি অনেক বার একাউন্ট শূন্য করেছি। একটু লস বেশি হলে ভাবতাম এতো লস রিকভার কেন করব। একবারে শূন্য করলে রিকভার করতে হবে না। আর আমার মনে হয় এই ভাবনাটি আমাকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কারণ একাউন্ট শূন্য করার পর বুঝতে পারি যে একাউন্ট ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ। আমি ট্রেড করতে পারিনি। পরবর্তী মাসের ব্যালেন্স পেতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তাই আমি মনে করি যে, একাউন্ট শূন্য করার থেকে লস রিকভার করা অনেক ভালো।।।
-
ব্যালেন্স জিরো হলেই হতাশ হওয়ার কিছু নেই। কারণ জিরো হলেই আবার পূর্ণ হওয়ার প্রয়োজন হয়।আমরা জানি একবার না পারিলে দেখ শতবার। সামনে যত বাধাই আসুক না কেন হাল ছেড়ে দেয়া যাবে না। কেননা দূর্গম পাহাড় বেয়েই নেমে আসে স্বচ্ছ আর সুশীতল পানির ঝরণাধারা। সুতরাং যত বারই ব্যালেন্স জিরো হোক না কেন পূনরায় নতুন করে ,নতুন উদ্যোমে আবার বোনাস দিয়ে বা বিনিয়োগ করে শুরু করতে হবে।
-
আমি প্রথম দিকের শুরু থেকেই নির্বাহীদের অর্থের বিষয়ে কিছুটা ভাবনা পেয়েছি এবং খুব সামান্য অংশের বিনিময় করছি যার কারণে আমার রেকর্ড শূন্য ব্যতিক্রম এক নয়। নতুন পরিস্থিতিতে যে কেউ রেকর্ডটির 1% বিপদ নিয়ে এক্সচেঞ্জের অফ অফ সুযোগে, আমি অনুমান করি যে তার প্রয়োজন কিনা তা বিবেচনা না করে রেকর্ড শূন্য করার বিকল্প তার হাতে থাকবে না। তদুপরি, নতুন পরিস্থিতিতে কিছু জিনিস ভালভাবে শেখার প্রেক্ষাপটে আদান-প্রদান শুরু করা আরও চৌকস। আমি আসলে আরও কিছুদিনের মধ্যে কীভাবে কোনও কৌশলটির সাথে আদর্শভাবে আদান-প্রদান শুরু করব তা আবিষ্কার করছি। সত্য বলে দেওয়া উচিত, যতক্ষণ না আপনি নিজের কৌশলটি নিয়ন্ত্রণ না করেন ততক্ষণ আপনার ডেমো এক্সচেঞ্জ করা উচিত। সেই সময়ে দুর্ভাগ্য কম হবে। ডেমো এ এটি হারাতে।
-
এই কথাটি সত্যই বলেছেন যে আমাদের অ্যাকাউন্টটি যখন এতে পরিষ্কার হয়, তখন আমাদের উচিত তাদের এই ফোরাম ফোরামে বাংলাদেশকে বলা। করবে এবং আমাদের অবশ্যই এটিতে খুব বেশি বিনিয়োগ করতে হবে ourআমাদের অ্যাকাউন্টটি যদি পরিষ্কার হয় তবে হতাশ হওয়ার দরকার নেই।রিয়েল টেডে লস হলে আমি বুঝবো আমায় আরও করে ফরেক্স জানতে ও খেয়াল রাখতে হবে।যাতে আমিও আপনাদের মত এক জন দক্স টেডার হতে পারি।আসলে আপনারা একটা ঠিক কতা বলেন যে লস করলে নিখুত শেখা যায়।
-
ফরেক্স মার্কেটে লস হতে পারে , অ্যাকাউন্ট জিরো হতে পারে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই । এসব কিছু মেনে নিয়েই আপনাকে সাম্নের দিকে এগিয়ে যেতে হবে । আপনার উচিৎ হবে একাউন্ট জিরো হওয়ার পিছনের কারণগুলো খুজে বের করা এবং আপনি একাউন্ট জিরো করে হতাশ না হয়ে আপনার ভুলগুলো খুজে বের করতে পারলেই তো ভবিষ্যৎ এ আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন তাই একাউন্ট জিরো হলে কখনোই ভেঙ্গে পড়বেন না এটাকে সফলতার সোপান হিসাবে মনে করবেন ।
-
অ্যাকাউন্ট জিরো হতে পারে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই । এসব কিছু মেনে নিয়েই আপনাকে সাম্নের দিকে এগিয়ে যেতে হবে । হতাশা নিয়ে কখনো বড়ো হওয়া যায় না। তাই আমি মনে করি একবার একাউন্ট জিরো করলে পরের বার আবার চেষ্টা করুন দেখবেন। কারণ জিরো হলেই আবার পূর্ণ হওয়ার প্রয়োজন হয়।আমরা জানি একবার না পারিলে দেখ শতবার। সামনে যত বাধাই আসুক না কেন হাল ছেড়ে দেয়া যাবে না। কেননা দূর্গম পাহাড় বেয়েই নেমে আসে স্বচ্ছ আর সুশীতল পানির ঝরণাধারা।
-
আপনি যদি প্রতিটা ট্রেড নিয়ম মেনে ট্রেডিং করেন তাহলে অবশ্যই আপনি সেটার থেকে প্রফিট করতে পারবেন । ভুলভাল টাইপ করে কি আর প্রফিট করা যায় বলেন । প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই জেনে বুঝে ট্রেড করতে হবে তাছাড়া কখনোই মার্কেট প্রফিট করতে পারবেন না । মনে করেন আপনি একটা ট্রেডে ভুল করলেন তাহলে ভুলটা কে খারাপ কিছু মনে করার দরকার নেই সেই ভুলটা থেকে শিক্ষা নেবার চেষ্টা করুন পরবর্তীতে সেটাই কাজে লাগবে ।পারিবো না পারিবো না, এ কথাটি বলিয়ো না আর, একবার না পারিলে দেখ শত বার। তাই ফরেক্সে যদি কখনো ব্যালেন্স জিরো হয়ে যায় তাহলে মনোবল ভেংগো না। কারন রাতের পরেই সকাল হয়। লস হলে আগে মাথা ঠান্ডা করুন, তার পর নতুন করে আবার শুরু করুন।তবে এখানে যদি একটু দক্ষ ও অবিজ্ঞ হওয়া যায় তাহলে অবশ্যই ভালো প্রফিট অর্জন করা সম্ভব। তবে আমি এটাও মনে করি যে লাভ লস এখানে আছে এবং থাকবে এটা প্রতিটি ব্যবসার ক্ষেত্রেই হয় তাই বলে লস হলে হতাশাগ্রস্ত হলে অবশ্যই চলবে না। বরং কেন লস হলো সেটা খুঁজে বের করে ট্রেড করাই বুদ্ধির কাজ । হতাশা নিয়ে কখনো বড়ো হওয়া যায় না। তাই আমি মনে করি একবার একাউন্ট জিরো করলে পরের বার আবার চেষ্টা করুন দেখবেন একসময় আপনি অনেক দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হয়ে গেছেন তখন আর পিছনে ফিরে তাকাতে হবে না
-
প্রিয় ভাই আপনি এই কথাটি সত্যই বলেছেন যে আমাদের অ্যাকাউন্টটি যখন এতে পরিষ্কার হয়, তখন আমাদের উচিত তাদের এই ফোরাম ফোরামে বাংলাদেশকে বলা। করবে এবং আমাদের অবশ্যই এটিতে খুব বেশি বিনিয়োগ করতে হবে ourআমাদের অ্যাকাউন্টটি যদি পরিষ্কার হয় তবে হতাশ হওয়ার দরকার নেই।ফরেক্স ট্রেডিং এ টিকে থাকা। অনেকে দেখা যায় ৫-১০ বার জিরো করার পর হাল ছেড়ে দেয়, হতাশ হয়ে যায়, ফরেক্স ট্রেডিংয়ের বিরুদ্ধে গিয়ে অনেক কথাও বলে ফেলে। রিয়েল টেডে লস হলে আমি বুঝবো আমায় আরও করে ফরেক্স জানতে ও খেয়াল রাখতে হবে।যাতে আমিও আপনাদের মত এক জন দক্স টেডার হতে পারি।আসলে আপনারা একটা ঠিক কতা বলেন যে লস করলে নিখুত শেখা যায়।
-
যদি আপনি একটি শূন্য অ্যাকাউন্ট ব্যালেন্স দ্বারা হতাশ হন, তাহলে নির্দেশিকা এবং সমর্থন সন্ধান করুন৷ ফরেক্স ট্রেডিং চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু জ্ঞান এবং কৌশলের মাধ্যমে আপনি পুনরুদ্ধার করতে এবং সফল হতে পারেন। শিক্ষাগত সংস্থানগুলি অন্বেষণ করুন, অভিজ্ঞ ব্যবসায়ীদের সাথে পরামর্শ করুন এবং আপনার দক্ষতার উন্নতিতে ফোকাস করুন৷ অধ্যবসায় এবং শৃঙ্খলা ব্যর্থতা কাটিয়ে উঠতে এবং সাফল্য অর্জনের চাবিকাঠি।
-
অতি অবেগে আর কিছু লস রিকভারির আশায় একাউন্ট জিরু হয়ে যায়। তাই আমার পরামর্শ হলো আগে ডিমো ট্রেডিং শিখুন। ভালো ট্রেড্রার হয়ে ট্রেড শুরু করুন। মনে রাখবেন দক্ষতা অর্জন না করে ট্রেড করলে একটা সময়ে বেলেন্স জিরু হতে পারে।