-
ফরেক্স এ সফলতা অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে।রোবট ব্যবহার এর ফলে লস এর পরিমান কমে আসে।
-
আসলে রোবট সম্পর্কে আমার ধারনা কম, তবে আমার দেখা যে কয়জন ভাল ত্রেদার আছেন তারা কেও রোবট ব্যাভার করেন না, এবং রোবট ব্যাবহার করে ফরেক্স মার্কেট এ সফল হিয়েছেন এমন ত্রেদার ও আমি খুজে পাইনি আমার এই ২ বছর এ ফরেক্স লাইফ এ।
-
পারত পক্ষে আমি রোবট ব্যবহারের পক্ষপাতি নই। ফরেক্স ট্রেড নিজে জেনে বুঝে করলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যাবে কিন্তু রোবট ব্যবহার করে ট্রেড করলে কিছু ঘাটতি থেকে যাবে।
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি এ সম্পর্কে বেশী কিছু জানিনা যতদূর জানি সেখান থেকে বলতে পারি মানুষের দ্বারা যে কাজ করা সম্ভব সে কাজে রোবোট না লাগানই ভাল।
-
রোবট ব্যবহার আমি সার্মথর্ন করি কিন্ত যে সে রোবট নই যেটি ইউ.এস.ডি ১২০০০ ডলার সেই রোবট। সেটে আপনাকে ভাল একটি প্রফিট দিবে । এটি দিলে আ্পনাকে কোন কাজ করতে হবে না সে একাই কাজ করবে আপনার ট্রেড কিনবে এবং ক্লজ করবে।
-
রোবটকে আমি একটা ভাল ফরতেক্স এর ভাল দিক বলে মনে করি। যারা ফরেক্সে বেশি সময় দিতে পারে না তারা য্রোবতট বেশি করে ব্যাবহার করতে পারে। রোবট ব্যাবহার এর আগে এর সকল নিয়ম ভাল ভাবে জানতে হবে। এর জন্য ডেমো ভাল সহায়ক হতে পারে।
-
আপনি ফরেক্স এ রবরট ব্যাবহার করতে পারনে কিন্তু এই রবরট থেকে আপনার নিজের স্কিল আমি মনে করি বেস্ট আর যাই বলুন রবরট দিয়া লস করলে অনেক কষ্ট পাবেন তখন আপনি ভাব্বেন আপনার স্কিল এই রবরট হেকে অনেক ভাল ছিল আর আমি ও তাই মনে করি আমি আপনাকে তাই বলবো
-
আমি রোবট ব্যাবহার তেমন একটা পছন্দ করি না আমি মনে করি রোবট ব্যাবহার করলে আমাদের একাউন্ট এ অনেক সময় ঝুকি বেরে যায় যা আমাদের ট্রেড করার ক্ষতি হতে পারে । তাই আমাদের কে এখানে নিজ থেকে ট্রেড করার অভ্যাস গড়ে তোলতে হবে তাহলে আমরা ফরেক্স থেকে ভাল লাভ করতে পারব ।
-
রোবট কে মানুষ তৈরি করেছে , রোবট মানুষকে তৈরি করেনি । রোবট ব্যবহারকে আমি সমর্থন করি না কারন রোবট সব সময় সঠিক তথ্য দিতে পারেনা এবং এটা আমার কাছে বিপদজনক মনে হয় । তাছাড়া রোবট কৃত্রিম উপায়ে তৈরি তাকে সংক্রিয় কিংবা আদেশ না দিলে সে অচল । এর চেয়ে ম্যানুয়াল ট্রেড অনেক গুন ভাল ।
-
অবশ্যই মানুষের চেয়ে রোবট দিয়ে ট্রেডক্করালে অনেক বেশি নির্ভুল হওয়ার চান্স থাকে ফলে আমি রোবট দিয়ে ট্রেড করানো সমর্থম করি। দুই একবার নিজেও চেষ্টা করেছিলাম ভালো রোবট দিয়ে ব্যাবহার করতে কিন্তু সঠিক রোবট না পাওয়ায় সেটা ভালো ফলাফল দেয়নি,
-
আপনি চাইলে রোবট ব্যবহার করতে পারবেন তবে এজন্য আপনাকে আগে নিজেকে তৈরি করে নিতে হবে নিজে নিজে ট্রেড করার মাধ্যমে। আপনি যতদিন নিজে ট্রেড করে প্রফিট আনতে না পারবেন ততদিন পর্যন্ত রোবট ব্যবহার না করাই ভালো। আর রোবট ব্যবহার করে ট্রেড করলে আপনার নিজ হাতে ট্রেড করার প্রবণতা চলে যাবে। আর রোবটের কারনে মাঝে মধ্যে বিরাট লসের সম্মুখীন ও হতে পারেন।
-
আমি রোবট ব্যাবহার কে সমার্থন করি কারণ ডিজিটাল যুগে মানুষ কেন কষ্ট করবে । মানুষ যন্ত্রকে নির্দেশ করবে আর যন্ত্রটি নিজে নিজে কাজ করবে। মানুষের না পারা কাজকে রোবট করতে সক্ষম। তাই আমি রোবটকে সমার্থন করি।
-
আমি মনে করি ফরেক্স থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ।
-
ফরেক্স ব্যবসা করতে গিয়ে অনেক কিছুর নাম শুনেছি তার মধ্যে রোবট একটি জনপ্রিয় রোবট আমাদের ফরেক্স ট্রেড করতে সাহায্য করে ।তাহলে যে জিনিসআমাদের ট্র্রডে করতে সাহায্য করে তাহলে আমরা অবশ্যই রোবট ব্যবহার করতে পারি সেখান থেকে যদি অমরা প্রফিট পেতে পারি।
-
আমি ফরেক্স মার্কেট এ অনেক রোবট ব্যাবহার করি আমি মনে করি রোবট ব্যাবহার করে আমরা এখানে থেকে অনেক লাভ করতে পারব এ জন্য আমাদের কে এই মার্কেট হতে সব সময় লাভ করার জন্য প্রস্তিত হতে হবে এবং এ থেকে আমদের কে শিক্ষা গ্রহন করে নিতে হবে ।
-
হ্যা, রোবট ব্যবহারের মাধ্যমে আমাদের ফরেক্সে ট্রেড করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে আমি যখন ব্যস্ত থাকি কেবলমাত্র তখনই রোবট ব্যবহার করি। কারণ রোবট সবসময় লাভ দিতে পারে না।
-
কাজে লাগিয়ে যে কাজ সহজেই করতে পারে মানুষের কোড দিয়ে তৈরী করা একটি রোবট কখনই মানুষ কে সাফল্য বয়ে এনে দিতে পারেনা সকল কাজেই সাফল্যের জন্য পরিশ্রম করতে হয় ফরেক্স রোবট কিছু সময় প্রফিট করে হয়ত দিতে পারে কিন্তূ লস করতে পারে সব সময় তাই রোবট দিয়ে ট্রেড করার চেয়ে নিজের এনালাইসিস দিয়ে ট্রেড যদি লাভ করতে পারি তাহলে আমি এটাকে অবশ্যই সমর্থন করব আমি মনে করি ফরেক্স মার্কেট এ সকল রোবট ভাল না কিছু ভাল রোবট আছে আবার কিছু খারাপ রোবটও আছে ।
-
রোবট আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেটা আপনার শিখার ইচ্ছাটাকে নষ্ট করে দিবে। তাই আপনার উচিত আগে আপনাকে প্রাক্টিক্যালি শিখা। আপনি যখন যথেষ্ট অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি রোবট ব্যবহার করলে ও সমস্যা নাই। আবার আপনারা যারা অভিজ্ঞ তারা আশা করি রোবট ব্যবহার করতে পারেন। তবে সব সময় রোবটের উপর নির্ভরশীল হয়ে পড়বেন না।
-
ফরেক্স ব্যাবসা থেকে প্রফিট অজর্নের জন্য যদি রোবট ব্যাবহারের প্রয়োজন হয় তাহলে তা ব্যাবহার করাই উত্তম। কেননা যেকোন ব্যাবসার মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, সেটা নিজের সাহায্যে হোক অথবা রোবটের, যেকোন ভাবে অর্জন করাই উচিৎ। তবে রোবট ব্যাবহারের পূর্বে সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করাতে হবে নয়ত এটা ব্যাবহারে কোন ভালো ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করিনা।
-
রোবট ব্যাবহার কে আমি সম্পুর্ন ভাবে সমরথন করি কারন এ থেকে আমাদের অনেক সময় বেচে যায় এবং আমরা অল্প সময়ে এই মার্কেট হতে লাভ করে থাকি তাই রোবট বেবেওহার আমাদের জন্য অনেক লাভজঙ্ক তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ভাল করে রোবট এর ব্যাবহার সিখা উচিত আমাদের কে ।
-
না আমি নিজে রোবট ব্যবহার করি না এবং রোবট ব্যবহার করা সর্মর্থন করি না। এবং আমি বলবো রোবেটের চেয়ে আপনি দেখে শুলে এন্যলাইসিস করে ফরেক্স ট্রেড করুন দেখুন আপনি ভালৈা প্রফিট করতে পারবেন।
-
আমি রোবট কখনও সমর্থন করি না। কারন আমি নিজেও এক সময় মনে করতাম রোবট খুব ভাল। তাই আমি আমর বন্ধুর কাস থেকে একটা রোবট নিছিলাম। সেই রোবট আমর অ্যাকাউন্ট ০ করে দিসিলো। তার পর থেকে রোবট আমর একটুও ভাল লাগে না।
-
আমি মনে করি, রোবট ব্যাবহারের মাদ্দমে অনেক দ্রুত , নিরভুল্ভাবে ট্রেড করা যাই । রোবট ব্যাবহারের মাদ্দমে অনেক কম সময়ে ভালভাবে ত্রাদে করা যাই। এছাড়া রোবট ব্যাবহারের মাদ্দমে লস এর পরিমান কমে আসে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট আমাদের জন্য অনেক ভাল সুজগ করে দিয়েছে এখন রোবট ব্যাবহার করে আমরা আমাদের সময় কে বাচিয়ে ফরেক্স থেকে এখন আয় করতে পারছি এ জন্য আমাদের কে রোবট ব্যাবহার এর উপর গুরুত্ত দিতে হবে কারন রোবট ব্যাবহার করতে পারলে আমরা নিজেদের কে সার্থক বলে মনে করতে পারব ।
-
হ্যা, ফরেক্স ট্রেডে আমি রোবট ব্যবহার সাপোর্ট করি, এই স্ক্রিপ্ট বা রোবটের সাহায্যে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সহজে করা যায়, এতে আমাদের কাজও হলো, সময়ও বাচলো
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ রোবট ব্যাবহার এর মাধ্যমে আমরা ফরেক্স হতে অনেক কিছু খুব সহজে আয়ত্ত করতে পারি যারা রোবট তপিরি করেন তারা তাদের নিজের সিস্তেম কে একটি রোবট এর মধ্যে স্থান্নতর করে তারা খুব সহজেই মার্কেট হতে প্রফিট নিয়ে থাকেন এতে করে তারা অনেক লাভাবান হয়ে থাকেন ।
-
রোবট ব্যাবহার করতে হলে আমাদের কে রোবট সম্পর্কে জানতে হবে এটা কোন স্টাইলে ট্রেড নেয় আর বন্ধ করে তা সম্পর্কে জানতে হবে তাহলে আমরা এখানে ফরেক্স মার্কেট হতে লাভ করব রোবট ব্যাবহার এর মাধ্যমে ফরেক্স থেকে ট্রেড করার জন্য অনেকে রোবট ব্যাবহার করেন অনেকেই নিজে ট্রেড করেন ।
-
রোবট ব্যাবহার আমার জন্য ভাল না হতে পারে অনেযের জন্য ভাল জ\ হতে পারে তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে ভাল মন্দ বিচার করে ট্রেড করতে হবে ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় এই মার্কেট থেকে নানা রকম রোবট এর ব্যাবহার শিখতে হবে বুঝতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ আমরা রোবট শব্দটির সাথে অনেক পরিচিত আসলে এখানে রোবট হল এক ধরনের স্ক্রিপ্ট যার মাধ্যমে আপনার ফরেক্স টার্মিনাল থেকে অটো ট্রেড ওপেন ও ক্লোজ হয়ে থাকবে । আপনি যদি চান এই মার্কেট এ রোবট এর সাথে পরিচিত হতে তাহলে আপনাকে অনলাইন থেকে বিভিন্ন রোবট ডাউনলোড করে ব্যাবহার করতে হবে আপনি এ জন্য গুগল এ EA (expert advisor ) ডাউনলোড লিখে সার্চ দিলে
-
রোবট ব্যাবহার করতে আমি পছন্দ করি এ পর্যন্ত কয়েক টা রোবট আমাকে ভাল লাভ দিয়েছে কিন্তু সব ডেমো একাউন্ট এ আমি অনেক সুনেছই রোবট মানুসের একাউন্ট জিরো করে দেয় তাই আমি এর উপর ভাল বিশ্বাস রাখতে পারছি ন আমি মনে করছি এখানে থেকে ভাল কিছু করতে হলে আমাকে আগে ফরেক্স শিখতে হবে রোবট কে ডেমো তে চালিয়ে দেখতে হিবে ।
-
রোবট ব্যবহার করাটাকে আমি সমর্থন করি না। কারন আপনি যদি রোবট ব্যবহার করে ট্রেড করেন তাহলে মাঝে মাঝে আপনি বিশাল একটা লসের মধ্যে পড়বেন। কারন মার্কেট সব সময় আপনার রোবটে সেট করা স্ট্র্যাটেজিতে কাজ না ও করতে পারে। আর তখন লস হলে আপনি সেই লস থামাতে পারবেন না। কিন্তু আপনি নিজে করেন তাহলে আপনার লস থামানোর একটা উপায় বের করতে পারবেন।
-
না আমি রোবট ব্যাবহার কে কখনই সমরথন করি না কারন ফরেক্স করে আমি চাই আমার জিবনে ভাল অর্থ আয় করতে যার জন্য আমি সব সময় ফরেক্স মার্কেট হতে ভাল লাভ করার জন্য আমি রোবট ব্যাবহার কে সমরথন করি না বলে আমি মনে করি ।
-
রোবট হল এক ধরনের স্ক্রিপ্ট যার মাধ্যমে আপনার ফরেক্স টার্মিনাল থেকে অটো ট্রেড ওপেন ও ক্লোজ হয়ে থাকবে ।
-
না আমি ফরেক্স মার্কেট এ রোবট ব্যাবহার কে সমরথন করি না কারন মার্কেট এ বেশীর ভাগ ট্রেডার করে থাকেন মেনুয়েল ট্রেড তাই অনেকেই রোবট এর ব্যাপারে অনবিজ্ঞ তাদের জন্য আমাদের কে ভাল করে ট্রেড শিখতে হবে তাহলে আমরা এই মার্কেট কে ব্যাবহার করে ভাল লাভ করতে পারব বলে মনে করি ।
-
আমার মনে হয় একজন মানুষ হয়ে রোবটের উপর নির্ভর করা ঠিক হবেনা।
-
ত হতে তাহলে আপনাকে অনলাইন থেকে বিভিন্ন রোবট ডাউনলোড করে ব্যাবহার করতে হবে আপনি এ জন্য গুগল এ EA (expert advisor ) ডাউনলোড লিখে সার্চ দিলেই অসংখ্য রোবট পেয়ে যাবেন । আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি পূর্ববর্তী সময়ে রোবট ব্যাবহারের অবিজ্ঞতা না থাকে তাহলে লাইভ একাউন্ট এ ব্যাবহারের পূর্বে এর ব্যাবহার বিধি ডেমো একাউন্ট এর মাধ্যমে জেনে নিবেন ।
-
হ্যা , রোবট ব্যাবহার কে আমি পূণ ভাবে সমর্থ করি । কারণ রোবট ব্যাবহারে অনেক নিভূল ভাবে ট্রেড করা যায় । যারা নতুন তাদের জন্য আমি বলতে চাই আপনারা আগে ডেমোতে ভালোভাবে ব্যাবহার করুন যদি সফল হন তাহলে রিয়েলে ব্যাবহার করবেন ।
-
আমি রোবট বেবহার কে অবশ্যই সমর্থন করি ফরেক্স করতে হলে আমাদের কে মাঝে মাঝে রোবট বেবহার করতে হয় এটা কোন সমস্যা নয় তবে ফরেক্স মার্কেট এ আমাদের কে সবার আগে এই মার্কেট থেকে রোবট কিভাবে ইউস করতে হয় তা জেনে নিতে হবে তাহলেই আমরা ফরেক্স করতে পারব ।
-
আমি অবশ্যই রোবট ব্যবহার সমর্থন করি এর কারন ফরেক্সে অনেক সময় দিতে হয় কিন্তু রোবট ব্যবহার করলে আপনার কোন রকম সময় দিতে হবে না তবে বাজারে অনেক ধরনোর রোবট পাওয়া যায় খুব ভাল ভাবে দেখে তারপর কিনতে পারেন। আর একটি বিষয় রোবটে কিন্তু অনেক বেশি ব্যলেন্স প্রযোজন হয়।
-
না আমি রোবট ব্যাবহার কে সমর্থন করি না। কারন- আমি মনে করি রোবট ব্যাবহার না করে যদি নিজে এ্যানালাইসিস করে ট্রেড করতে পারা যায় তাহলে মুনাফা ভাল পাওয়া যায়। এবং রিস্ক কম থাকে।