-
আমি আপনাকে যেটাই বলি আপনি বুঝে নিতে হবে এটাই সেটা কারণ সেটা এটা যদি হয়ে থাকে তাহলে ওটা করতেছেন না কেন ওটা তো আপনাকে করতেই হবে যদি ওটা না করেন তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে আপনি সব সময় মন ভালো রাখবেন।তবে আমি চেষ্টা করে যাচ্ছি আমার জ্ঞান বাড়ানোর জন্য। কারণ এখানে ভাল জ্ঞান ছাড়া সফলভাবে ট্রেড করা অসম্ভব। আর অবশ্যই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে টিকে থাকা সম্ভব নয়।
-
হ্যাঁ ভাই আমার ক্ষেত্রে এমনটা ঘটেছে আমার অ্যাকাউন্ট ও জিরো হয়েছিল। একবার খুব বেশি অস্থিরতার কারণে লোভে পড়ে মানি ম্যানেজমেন্ট রুলস এর বাইরে গিয়ে অনেক বেশি ট্রেড করে ফেলি, একেকটি সেশন আলাদা আলাদা ভাবে আপনার ভাবতে হবে কোন সময় কোন ইফেক্ট পরে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেলে আপনি নির্ঘাত হার্ট অ্যাটাক করবেন যেরকম আমি করেছিলাম
-
ফরেক্স মার্কেটে কেউ ট্রেড করেছে কিন্তু একাউন্ট জিরো হয় নাই। এমন এক জান সফল ট্রেডারকে আমি খুজছি। কারণ একাউন্ট জিরো করার অভিজ্ঞতা আমার আছে। তাই একউন্ট জিরো নাকরে লভবান হবার অভিজ্ঞতা আমার একন্ত দরকার
-
মাজেদ ভাই আমার জানামতে এমন ট্রেডার কম আছে যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়নি। ফরেক্সে কমবেশি অনেকে একাধিকবার তাদের ব্যলেন্স জিরো করেছেন। জেনে না জেনে ভুল করে সবাই কমবেশি ব্যালেন্স জিরো করেছেন।
আমার এমন বাস্তব অভিজ্ঞতা দুইবার রয়েছে। আমি গোল্ড একাধিক ট্রেড ও বড় লটে ট্রেড করেছিলাম। মার্কেটে আকস্মিকভাবে আমার বিপরীতে অবস্থান করেছিল যার কারণে আমি আমার পুরো অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায়। এরপর থেকে আমি চেষ্টা করি একাধিক ট্রেড ওপেন না করার জন্য।
-
আমার অ্যাকাউন্ট জিরো করার কোন অভিজ্ঞতা নাই কারণ আমি ফরেক্সের নতুন একজন ট্রেডার আর আমি নিজেই সব সময় ফরেক্স সাথে সময় দেবেন ফলস এর সকল কাজ করি এবং ফরেক্স দেমো একাউন্ট এর মাধ্যমে আমি ফরেক্স সম্পর্কে সকল তথ্য আদান-প্রদান করে কাজ করি সকল নিয়ম কানুন মেনে চলি তাই আমার অ্যাকাউন্ট শূন্য হওয়ার কোন সম্ভাবনা নাই আর আমি চাইনা যে আমার অ্যাকাউন্ট জিরো আমি চাই যে আমি ফরেক্স এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা কর এবং ফ্রান্সের ইনকাম করতে পারি ব্যবসা করে নিজেকে ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন মেম্বার তাই এখনো এরকম অবস্থার মধ্য দিয়ে যেতে হয়নি। বেশি বেশি সময় দিয়ে আমার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর চেস্টা করে যাচ্ছি। মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, সেন্টিমেন্টার এনালাইসিস, ফন্ডামেন্টাল এনালাইসিস, সুচক দেখা এবং ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষন করে নিজে অভিজ্ঞতা বাড়ানোর চেস্টা করছি। এছাড়াও বেশি বেশি ডেমো প্রাকটিস করছি। আমি আশা করছে ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে নিজেতে প্রতিষ্ঠিত করতে পারবো।
-
আমি ফরেক্স মার্কেটের সাথে ৫ মাসের মতো যুক্ত আছি তবে এর মধ্যে আরও তিনবার আমার একাউন্ট জিরো করে ফেলেছি । কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি বা দুর্বল হয়ে পড়িনি । আমি একটা কথা বিশ্বাস করি, এছাড়াও বেশি বেশি ডেমো প্রাকটিস করছি। আমি আশা করছে ফরেক্স মার্কেটে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে নিজেতে প্রতিষ্ঠিত করতে পারবো।
-
আমার মনে হয় না এখানে এমন কেউ নেই যার একাউন্ট একবারও জিরো হয়নি ফরেক্স ব্যবসার এটি একটি অংশ যার সম্মুখীন আপনার হতে হবে আপনি একজন যত বড়ই ট্রেডার কর না কেন এটি সাথে আপনার দেখা একবার না একবার হবেই ঠিক আমারও এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে এই দেড় বছরের মাঝে এবং আমি একটি কি খুব সুন্দর ভাবে গ্রহন করেছি কারণ আমি জানি এটি আমার ব্যবসার একটি অংশ
-
যদি আমাদের অ্যাকাউন্ট এতে ভ্রমণ করে তবে এই ফোরামটি থেকে আমাদের সবচেয়ে বেশি লাভ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত এবং আমাদের অ্যাকাউন্টকে সর্বাধিক করার চেষ্টা করা উচিত যাতে আমাদের অ্যাকাউন্ট আরও বেশি অর্থ জোগাড় করতে পারে এবং আমরা এতে লেনদেন করে ভাল লাভ করতে সক্ষম হওয়া কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই সম্ভব।
-
হ্যাঁ ভাই আমার ক্ষেত্রে এমনটা ঘটেছে আমার অ্যাকাউন্ট ও জিরো হয়েছিল। একবার খুব বেশি অস্থিরতার কারণে লোভে পড়ে মানি ম্যানেজমেন্ট রুলস এর বাইরে গিয়ে অনেক বেশি ট্রেড করে ফেলি তখন আমার ব্যালেন্স জিরো হয়েছিল। আমার চোখের সামনে মাত্র 10 মিনিটে আমার টোটাল ব্যালেন্স শূন্য হয়ে গেছিল।
-
আামি একজন নতুন ট্রেডার, এখনো রিয়েল ট্রেড করার সুুযোগ হয়নি তাই এখন *শুধু ডেমোতে ট্রেড করছি। ব্যালেন্স জিরো করার অভিজ্ঞতা এখনো হয়নি। অভিজ্ঞদের কাছে শুনেছি এটা অনেক কষ্টদায়ক। এর মূল কারন অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা, মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা, স্টপ লস অর্ডার ইউজ না করা এবং দক্ষতা ও অভিজ্ঞতার অভাব। তাই আমাদের এরকম তিক্ত অভিজ্ঞতা থেকে বেচে থাকার জন্য ট্রেডিং এর রুলস এন্ড রেগুলেশন মেনে ট্রেড করা। ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। মানি ম্যানেজমেন্ট করে ধৈর্য ধরে লোভ নিয়ন্ত্রন করতে হবে। তাহলে হয়তো ব্যালেন্স জিরো করার মতো অবস্থা থেকে বেচে যেতে পারি।
-
আমার অনেকবার একাউন্ট জিরো করার অভিজ্ঞতা রয়েছে। আমি যখন প্রথম এই মার্কেটে যোগ দিলাম তার কিছুদিন পরই আমার একাউন্ট জিরো হয়েছিল এর পর আরো অনেকবার আমার একাউন্ট জিরো হয়েছিল। কারণ সে সময় আমি কোন প্রাকার জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়াই এই মার্কেটে যোগ দিয়েছিলাম। আর তখন আমার আশেপাশে কেউ ছিল না যে আমাকে এই মার্কেট সম্পর্কে সঠিকভাবে ধারণা দিবে। আমি শুধুমাত্র ইন্টারনেট সার্চ করেই এই ব্যবসা সম্পর্কে জেনেছি।
-
অভিজ্ঞতা ছাড়াই একাউন্ট ব্যালেন্স জিরো করা যায় যেটা আমি ফরেক্স মার্কেট এ প্রথমই করেছিলাম। প্রথমে আমি যখন ডেমো একাউন্ট করি তখন আমার মনের আবেগে আমি বেশী লটে ট্রেড করেছিলাম। এতে আমার একাউন্ট প্রথমে প্রফিট হয় পরে জিরো হয়ে যায়। তখন আমি একটু ভাবলাম যে আমার রিয়েল একাউন্ট হলে আমার কী অবস্থা হবে। আমি প্রথম পর্যায়ে মার্কেট ভালো বুঝতাম না। যার ফলে একাউন্ট শূন্য হয়ে যায়। পরবর্তীতে বুঝলাম আয় করা যতটা সহজ লস করা তার থেকে বেশি সহজ। আর লস করলে তা রিকভার খুবই কষ্ট জনক ব্যপার। তাই আমি চেষ্টা করেছি, দক্ষতা অর্জন করার জন্য অনেক সময় এবং পরিশ্রম করেছি।
-
একাউন্ট জিরো করার জন্য কোন অভিজ্ঞতা লাগেনা। অভিজ্ঞতা ছাড়াই একাউন্ট ব্যালেন্স জিরো করা যায় যেটা আমি ফরেক্স মার্কেট এ প্রথমই করেছিলাম। আমি প্রথম পর্যায়ে মার্কেট ভালো বুঝতাম না। যার ফলে একাউন্ট শূন্য হয়ে যায়। পরবর্তীতে বুঝলাম আয় করা যতটা সহজ লস করা তার থেকে বেশি সহজ। আর লস করলে তা রিকভার খুবই কষ্ট জনক ব্যপার। তাই আমি চেষ্টা করেছি, দক্ষতা অর্জন করার জন্য অনেক সময় এবং পরিশ্রম করেছি। এখন আমি সফল ট্রেডার
-
অভিজ্ঞতা ছাড়াই একাউন্ট ব্যালেন্স জিরো করা যায় যেটা আমি ফরেক্স মার্কেট এ প্রথমই করেছিলাম। প্রথমে আমি যখন ডেমো একাউন্ট করি তখন আমার মনের আবেগে আমি বেশী লটে ট্রেড করেছিলাম। এতে আমার একাউন্ট প্রথমে প্রফিট হয় পরে জিরো হয়ে যায়। তখন আমি একটু ভাবলাম যে আমার রিয়েল একাউন্ট হলে আমার কী অবস্থা হবে। তাই আমি এখন অনেকটা নিশ্চিত হয়ে ট্রেড করি যাতে আমার একাউন্ট এখন যেন না লস করে বা লস হয়ে যায়।সোনা কে ভয় পায় কারন সোনার মার্কেট অনেক আপ ডাউন করে কারণ ভলাতিলিটি এর অনেক বেশি কখনো বেশি কখনো কম দামের রাতে এবং তিন এর সব থেকে বেশি থাকে কারণ দুটি সেশনের ক্রস সেদিনই হয় একেকটি সেশন আলাদা আলাদা ভাবে আপনার ভাবতে হবে কোন সময় কোন ইফেক্ট পরে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেলে আপনি নির্ঘাত হার্ট অ্যাটাক করবেন যেরকম আমি করেছিলাম
-
অনেকবার একাউন্ট জিরো করার অভিজ্ঞতা রয়েছে। আমি যখন প্রথম এই মার্কেটে যোগ দিলাম তার কিছুদিন পরই আমার একাউন্ট জিরো হয়েছিল এর পর আরো অনেকবার আমার একাউন্ট জিরো হয়েছিল। কারণ সে সময় আমি কোন প্রাকার জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়াই এই মার্কেটে যোগ দিয়েছিলাম। আর তখন আমার আশেপাশে কেউ ছিল না যে আমাকে এই মার্কেট সম্পর্কে সঠিকভাবে ধারণা দিবে। আমি শুধুমাত্র ইন্টারনেট সার্চ করেই এই ব্যবসা সম্পর্কে জেনেছি। বর্তমানে আমি এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করেছি যার ফলে আমি এখনও এই ব্যবসায় টিকে থেকে ট্রেড করতে পারতাছি।আমি ইতিপূর্বে যতবার একাউন্ট শুন্য করেছি তার মূল কারন ছিল স্টপলস এর ব্যবহার না করা এখন থেকে স্টপলস ব্যবহার করছি আর যদিও কোন কোন ট্রেড এ স্টপ লস এর ব্যবহার না করি তথাপি কোন ট্রেড যদি বিপরীতে যেতে থাকে তাহলে সামান্য লস নিয়ে ট্রেডটি ক্লোজ করে দেই। তাই আর একাউন্ট শুন্য হওয়ার কোন সুযোগ নেই। তাই একাউন্ট কে সুরক্ষিত রাখতে হলে অবশ্যয় স্টপলস এর ব্যবহার খুবই দরকার।
-
একাউন্ট শুন্য করার ওস্তাদ আমি। কতবার যে শুন্য করলাম ঠিক নেই। তবে আশারাখি এমনটি আর হবে না। আমি ইতিপূর্বে যতবার একাউন্ট শুন্য করেছি তার মূল কারন ছিল স্টপলস এর ব্যবহার না করা এখন থেকে স্টপলস ব্যবহার করছি আর যদিও কোন কোন ট্রেড এ স্টপ লস এর ব্যবহার না করি তথাপি কোন ট্রেড যদি বিপরীতে যেতে থাকে তাহলে সামান্য লস নিয়ে ট্রেডটি ক্লোজ করে দেই। তাই আর একাউন্ট শুন্য হওয়ার কোন সুযোগ নেই। তাই একাউন্ট কে সুরক্ষিত রাখতে হলে অবশ্যয় স্টপলস এর ব্যবহার খুবই দরকার।
-
একাউন্ট শুন্য করার ওস্তাদ আমি। কতবার যে শুন্য করলাম ঠিক নেই। তবে আশারাখি এমনটি আর হবে না। আমি ইতিপূর্বে যতবার একাউন্ট শুন্য করেছি তার মূল কারন ছিল স্টপলস এর ব্যবহার না করা এখন থেকে স্টপলস ব্যবহার করছি আর যদিও কোন কোন ট্রেড এ স্টপ লস এর ব্যবহার না করি তথাপি কোন ট্রেড যদি বিপরীতে যেতে থাকে তাহলে সামান্য লস নিয়ে ট্রেডটি ক্লোজ করে দেই। তাই আর একাউন্ট শুন্য হওয়ার কোন সুযোগ নেই। তাই একাউন্ট কে সুরক্ষিত রাখতে হলে অবশ্যয় স্টপলস এর ব্যবহার খুবই দরকার।