-
লস করেনী এমন ট্রেডার এর সংখ্যা নেই বললেই চলে কিন্তু তার পরবর্তীতে ট্রেড করার মাধ্যমে লসের ভাল তুলে আনে বলে তাদের সফল ট্রেডার বলা হয়। আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি লসের অন্যতম কারন হল বড় লটে ট্রেড করা। আপনি একটি বড় লটে ট্রেড করে হয়ত কিছুটা লাভ করতে পারবেন কিছু যখন লস হয় তখন ট্রেডটিকে অনেক সময় ধরে রেখে শেষ পর্যন্ত বড় আকারের লস নিয়ে তারপর ক্লোজ করতে হয়। কিন্তু লাভের ট্রেডটি আমরা বেশি সময় ধরে রাখি না তাই সব মিলিয়ে লসেই থেকে যাই।
-
হতাশা হলো একজন মানুষের জন্য চরম একটি দুর্ভোগ। যে ব্যক্তি হতাশাগ্রস্থ হয়ে পড়েছে সে আর কখনই উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। ফরেক্স মার্কেটে হতাশ হলে সে বারবার লোকসান করতে থাকবে। ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই আছে। শুধু যে লাভ করবেন এটা ভাবা একদম ঠিক নয়। তাই সব সময় লসের কথা মাথায় রেখে ভালোভাবে ট্রেড করতে হবে। অবেগ ও হতাশা দুর করে দিতে হবে। ধৈয্য ধরে থাকতে পারলে লসের পরিমান কম হয়। তাই সবার প্রতি আমার একটি মাত্র আবেদন ছোট লটে ট্রেড করুন নিশ্চিন্ত থাকুন।
-
হতাশা একটি মারাত্মক রোগ যা মানুষের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। সফলতার জন্য আপনাকে অবশ্যই হতাশার ছাড়তে হবে। অসমীয়া নতুন নতুন উদ্যোমে কাজে এগিয়ে যেতে হবে।
-
ফরেক্স ট্রেডারদের হতাশায় পড়া যাবে না ব্যবসাই লস লাভ আছে। তাই লস হলে যে হতাশ হয়ে পড়লাম তাহলে হবে না একজন ভালো ট্রেডার এর ও লস হয়। এর এই লসকে মেনে আবার ফরেক্স এ ট্রেড করে আপনাকে লাভ করতে হবে। আর যদি হতাশ হয়ে পড়ে আপনি আন্দাজে ট্রেড করেন তাহলে আরো লস হবে।তাই হতাশ হয়ে কোন কাজ করা জাবে না।
-
ফরেক্স ট্রেডারদের কখনো লস করার কারণে হতাশ হওয়া যাবে না। হতাশ তো তারাই হয় যারা দূর্বল মনের অধিকারী, যাদের ভিতরে সাহস কম। জীবনে অনেক বিপদ মুসিবাত আসবেই , সমস্যা আসবে, ব্যবসায় লস হবে, আশানুরুপ প্রফিট করা যাবেনা, দু:খ-কষ্ট নিয়েই মানব জীবন। একটু সমস্যায় পড়লেই হতাশ হয়ে পড়ে যারা তারা ফরেক্স বিজনেস না করাই ভাল। সেন্টিমেন্ট কন্ট্রোল করতে গিয়েও ঘুরে ফিরে চলে আসে। আর আসাটাই কিন্তু স্বাভাবিক। কারন মানুষ মাত্রই লোভ, অতি আশা এগুলো থাকবেই। এগুলো একদিনে যাবে না। ডায়েবেটিস এর মত এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। অভ্যাস পরিবর্তন করতে হবে।
-
ফরেক্স ব্যবসার সাথে জড়িত থাকতে হলে অবশ্যই একজন ট্রেডারকে শক্ত মনোবলের হতে হবে। কারণ ফরেক্স হল লাভ এবং লস এর সঙ্গে জড়িত। এখানে লাভ হতে পারে বা লস হতে পারে এই মন মানসিকতা থাকতে হবে। ফরেক্স ট্রেড করে প্রফেট করলে বেশি উত্তেজিত হওয়া যাবে না আবার লস করলে হতাশায় ভেঙ্গে পরা যাবে না। তাই একজন আদর্শ ট্রেডার হতে হলে লস হলে তা থেকে শিক্ষা অর্জন করতে হবে। তাই লস হলে যে হতাশ হয়ে পড়লাম তাহলে হবে না একজন ভালো ট্রেডার এর ও লস হয়। এর এই লসকে মেনে আবার ফরেক্স এ ট্রেড করে আপনাকে লাভ করতে হবে। ফরেক্স ট্রেডিংয়ে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে, অপরিসীম ধৈর্যের পরিচয় দিতে হবে এবং নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে কৌশল আবিষ্কার করতে হবে। তাহলেই হতাশা ছেড়ে ফরেক্সে সফলতার জয়গান গাওয়া সম্ভব।
-
ট্রেড করতে পারবো না। তবে কয়েকটি একাউন্ট খালি করার পর এই ধরনের সমস্যা থাকে না। তাই সঠিক জ্ঞ্যান না আসা পর্যন্ত ডেমো ট্রেড করা উচিত। আপনি লস করলেন সেটা আইডেন্টিফাই করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখতে হবে ফরেক্স একটি ব্যাবসা। প্রত্যেক ব্যবসাতেই লাভের পাশপাশি লস থাকবে এটা মেনে নিতে হবে।
-
ফরেক্স ট্রেডারদের হতাশায় পড়া যাবে না ব্যবসাই লস লাভ আছে। তাই লস হলে যে হতাশ হয়ে পড়লাম তাহলে হবে না একজন ভালো ট্রেডার এর ও লস হয়। এর এই লসকে মেনে আবার ফরেক্স এ ট্রেড করে আপনাকে লাভ করতে হবে। আর যদি হতাশ হয়ে পড়ে আপনি আন্দাজে ট্রেড করেন তাহলে আরো লস হবে।তাই হতাশ হয়ে কোন কাজ করা জাবে না।মূলত: তিনটি কারণে মানুষ হতাশায় পড়ে যথা- অপরিসীম ধৈর্যের অভাবে, আত্মবিশ্বাসের অভাবে এবং কৌশল উদ্ভাবনী শক্তির অভাব বা অন্যের কৌশল নিজের আয়ত্বে নিতে না পেরে। সুতরাং ফরেক্স ট্রেডিংয়ে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে, অপরিসীম ধৈর্যের পরিচয় দিতে হবে এবং নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে কৌশল আবিষ্কার করতে হবে। তাহলেই হতাশা ছেড়ে ফরেক্সে সফলতার জয়গান গাওয়া সম্ভব।
-
ফরেক্স হলো এমন একটি মার্কেট যেখানে আপনি প্রতিনিয়তো লাভ বা লস দুটোই করবেন।যেমন আপনি ফরেক্স মার্কেট থেকে লস করবেন তেমনি ধৈর্য ধরে এই মার্কেটের সথে থাকলে অনেক প্রফিট করতে পারবেন।তাই সাময়িক লসে আপনি হতাশ হবেন না ফরেক্স মার্কেটে টিকে থাকার চেষ্টা করেন।এর ফল আপনারা একদিন পাবেন।ফরেক্স ট্রেড করতে হলে লসের মনমানসিকতা নিয়েই ট্রেড শুরু করতে হবে। কারন লস করেনী এমন ট্রেডার এর সংখ্যা নেই বললেই চলে কিন্তু তার পরবর্তীতে ট্রেড করার মাধ্যমে লসের ভাল তুলে আনে বলে তাদের সফল ট্রেডার বলা হয়। আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি লসের অন্যতম কারন হল বড় লটে ট্রেড করা। আপনি একটি বড় লটে ট্রেড করে হয়ত কিছুটা লাভ করতে পারবেন কিছু যখন লস হয় তখন ট্রেডটিকে অনেক সময় ধরে রেখে শেষ পর্যন্ত বড় আকারের লস নিয়ে তারপর ক্লোজ করতে হয়। কিন্তু লাভের ট্রেডটি আমরা বেশি সময় ধরে রাখি না তাই সব মিলিয়ে লসেই থেকে যাই। এ জন্য সব সময় ছোট লটে ট্রেড করে দেখতে পারেন।
-
ট্রেড করতে পারবো না। তবে কয়েকটি একাউন্ট খালি করার পর এই ধরনের সমস্যা থাকে না। তাই সঠিক জ্ঞ্যান না আসা পর্যন্ত ডেমো ট্রেড করা উচিত। আপনি লস করলেন সেটা আইডেন্টিফাই করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে ট্রেড করার সময় সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখতে হবে ফরেক্স একটি ব্যাবসা। প্রত্যেক ব্যবসাতেই লাভের পাশপাশি লস থাকবে এটা মেনে নিতে হবে।ফরেক্স ট্রেড করতে গেলে অবশ্যয় কিছু সময়ে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর সেটা হয় কখন যখন আপনার কিছু ট্রেড লসের দিকে যেতে থাকে তখন। অবশ্য এ সময় আমি এখন আর কোন টেনশনই করি না। কারন ইতিপূর্বে এমন অভিজ্ঞতা আমার অনেক বারই হয়েছে। তাই এখন ট্রেড করলে ছোট ছোট লটে ট্রেড করি আর নিশ্চিন্তায় সময় পার করি কারন লস হলে কত হবে হতে থাকুক কারন আমি যদি ১০০ ডলার ব্যালেন্স থাকা অবস্থায় মাত্র ১ সেন্ট এ ট্রেড করি তাহলে কতই বা আর লস হবে। আর প্রতিটি মার্কেটের একটি ধর্ম আছে প্রাইজ একটি জায়গা থেকে কিছু বিপরীতে গেলেও কিছু দিনের মধ্যে আবারও সেই স্থানে ফিরে আসে। তাই ধৈয্য ধরে থাকতে পারলে লসের পরিমান কম হয়। তাই সবার প্রতি আমার একটি মাত্র আবেদন ছোট লটে ট্রেড করুন নিশ্চিন্ত থাকুন।
-
ফরেক্স ব্যবসায়ীরা, হতাশ হবেন না। ভুল থেকে শিখুন, কৌশল গ্রহণ করুন, ঝুঁকি পরিচালনা করুন। সুশৃঙ্খল থাকুন, অবগত থাকুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন। অধ্যবসায় এবং উন্নতির সাথে, সাফল্য সম্ভব।