-
এটা যে যার পছন্দ মত মেথড ব্যবহার করতে পারে । আমি নিটেলার ব্যবহার করি । আপনি চাইলে মাষ্টার কার্ড ব্যবহার করতে পারেন । পেইজাও ভাল মাধ্যম । পেজা থেকে বাংলাদেশের যে কোন ব্যাঙ্ক থেকে টাকা তোলা যায়। তবে পেজা ব্যাবহার করার একটা সমস্যা হচ্ছে এটা অনেক ফরেক্স ব্রোকার-ই সাপোর্ট করেনা।
-
অনেক গুলা পেমেন্ট প্রসেস আছে ।। যেগুলার মদ্ধে নেটেলার , স্ক্রিল, প্যেইযা , পেওনার ,পেপাল অরো অনেক কিছু ।। তবে নেটেলার আর স্ক্রিল থেকে টাকা পাথানো যাই সহয়ে, এবং বাংলাদেশের যেকনো ব্যাঙ্ক এই আপনি টাকা পাথাতে পারবেন ।। যেটা অন্য কন পেমেন্ট প্রসেসে এত সহজে করা যাইনা ।। তাই আমি নেটেলার আর স্ক্রিল কে বেছে নিয়েছি পেমেন্ট প্রসেস হিসেবে।। আপ্নারাও ছাইলে একাউন্ট করতে পারেন ।।
-
অামি ষ্ক্রিল ব্যবহার করি। স্ক্রিল পেমেন সরাসরি ব্যাংক এর মাধ্যমে লেনদেন করা হয়।
-
আমি পেমেন্ট মেথড হিসাবে নেটেলার ব্যবহার করি .কারন নেটেলারের মাস্টারকার্ড বাংলাদেশর যে কোন এটিএম বুথের সাপোর্ট করে। এছাড়া এর মাস্টারকার্ড পাওয়া খুব সহজ অন্য যে কোন পেমেন্ট মেথড এর চেয়ে .
-
আমি স্ক্রিল ব্যবহার করি কারন আমার কাছে এটি বেশি নিরাপদ মনে হয়,আমি প্রথমবার স্ক্রিল থেকে ব্যাংক এ টাকা ট্রান্সফার দিয়েছিলাম তাতে সব চার্জ বাদ দিয়ে আমি ৭৭ টাকা রেট পেয়েছিলাম।
-
আপনি যদি বাংক এর মাধ্যমে উইথড্র দিতে চান তাহলে স্ক্রিল এর কোন বিকল্প নাই কারন ন্যাটেলার থেকে ব্যাংক এ উইথড্র দিতে গেলে চার্জ অনেক কেটে রাখে।সেদিক থেকে স্ক্রিল অনেক সাশ্রয়ী এবং ট্রান্সফারে সময় কম নেয়।
-
বাংলাদেশে যারা ফরেক্স ট্রেডিং যারা করেন তাদের বেশিরভাগই নেটলার এর মাস্টার কার্ড এবং মানিবুকার্স ব্যাবহার করেন । আমি এ পযর্ন্ত নেটলারই বেশি ব্যবহার করেছি । নেটলার এর মাস্টার কার্ড এর মাধম্যে সহজেই বাংলাদেশ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
-
আমি স্ক্রিল ব্যবহার করি কারন এইটা আমার ভেরিফাইড। যদিও তেমন টাকা উথাই নি।
-
আমার ধারনা মতে বাংলাদেশ এ ডলার ট্রান্সফার এর জন্য সবচেয়ে ভালো এবং সহজ পদ্ধতি হলো মানিবুকারস বা স্ক্রিল , এছাড়াও পেইজা আছে, নেটেলার আছে এবং আর অনেক গুলা পেমেন্ট মেথোড আছে যেগুলা দিয়ে অনেক দ্রুতো বাংলাদেশ এ ডলার ত্রান্সফার দেয়া যাই ।। এখন কথা হচ্ছে যে যার শুবিধা মতো পেমেন্টপ্রসেস বেছে নিয়ে কাজ করেন ।। আমি স্ক্রিল্ল ব্যাব হার করি ।।
-
ব্যাংকে টাকা পাঠানো যায় তাই আমি মানি বুকার বা স্ক্রিল ব্যবহাির করি,
-
আমার থেকে নেটেলার পেমেন্ট প্রসেসর খুব ভাল লাগে। নেটেলার ডলার ট্রান্সফারের সময় চার্জ নেই না। অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে কিছু কিনতে গেলে নেটেলার ডলার লাগে। নেটেলার টাকা বাংলাদেশ ব্যাংক থেকে উত্তোলন করা যাই।
-
আমি প্রথম থেকেই স্ক্রিল পেমেন্ট প্রসেসর ব্যবহার করে আসছি। আমার কাছে স্ক্রিলই সব থেকে ভাল লাগে ড্রলার লেনদেন করতে।
-
ভারতীয় হিসেবে আমি পেপাল ব্যবহার করি, এতে ২৪ ঘন্টার মধ্যে টাকা আমার ব্যাঙ্ক একাউন্টে অটো ট্রান্সফার হয়।
-
অনলাইন ব্যবসার ক্ষেত্রে একটা ভালো পেমেন্ট প্রসেসর নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি এখানে মূল উদ্দেশ্য টাকা ইনকামের জন্য ট্রেড করছেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি এখানে যে টাকা পাবেন তা নিরাপদে উত্তলন করা সবচেয়ে বেশি গরুত্বপূর্ণ তাই আমি নিরাপদ টাকা লেনদেনের জন্য ব্যবহার করি স্ক্রিল সবসময় প্রতিষ্টিত এবং ভাল পাবলিক রেপুটেড পেমেন্ট প্রসেসরকে বেশি গুরুত্ব *দিবেন এতে সর্বোচ্চ ভালো পেমেন্ট গেটওয়ে পাওয়া সম্ভব হবে
-
আমি মাস্টার কার্ড এর মাধ্যমে পেমেন্ট মেথুড ব্যাবহার করি। আমি পেওনিয়ারের মাস্টার কার্ড ব্যাবহার করি এটি দিয়ে খুব সহজেই যেকোন এটিয়েম বুটের মাধ্যমে টাকা তুলতে পারি। আমার ফরেক্স একাউন্টে এর প্রফিত ব্যালেন্স যখন ৫০ ডলার হয় তখন আমি এই ডলার এই কার্ডের মাধ্যমে তুলতে পারি। কারন মাস্টার কার্ড এর মাধ্যমে মিনিমাম ৫০ ডলার এর নিচে উত্তল করা যায় না। তবে আমি খুব তারাতারি পেমেন্ট পেয়ে থাকি।
-
মানিবুকার্স আমাদের জন্য শ্রেষ্ঠ পেমেন্ট প্রসেসর । এটি খুবই বিশ্বস্ত। আমরা অতি অল্প সময়ের মধ্যে এখানে আমাদের লেনদেন নিষ্পন্ন করতে পারি। এরা খুব কম কমিশন কেটে থাকে। বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সার এই পেমেন্ট প্রসেসর ব্যবহার করে থাকেন। কেউ কেউ আবার নেটেলারও ব্যবহার করে থাকেন।
-
আমি স্ক্রিল ব্যবহার করি। এটি ব্যবহার অনেক সহজ। স্ক্রিল থেকে ব্রোকার একাউন্ট এ ইন্সটান্ট ডিপোজিট করা যায়। ডিপোজিট বা উইথড্র তে স্ক্রিল কোন সার্ভিস চার্জ কাটে না।তাই স্ক্রিন এ ট্রানজেকসন করা ভালো।
-
ফরেক্স মার্কেট তথা অনলাইনে *আমি একজন নতুন সদস্য । তাই অনলাইনে বেশি পেমেন্ট প্রসেসরের সাথে আমার পরিচিতি নেই । ফরেক্স মার্কেট থেকে আমি ডলার **উত্তোলন করার জন্য স্ক্রিল পেমেন্ট প্রসেসরটাকে বেছে নিয়েছি । এটি আমার কাছে খুবই সহজ এবং নিরাপদ একটি পেমেন্ট প্রসেসর মনে হয়েছে । ধন্যবাদ ।
-
সবচেয়ে ভাল হচ্ছে নেটেলার এদের সুবিধাগুলো হলঃ
১।টাকা ট্রান্সফারের উপর এক্সট্রা বোনাস দেয়।
২।সকল ব্যংক এদের সার্পোট করে
৩।এরা স্ক্রিলের মত একাউন্ট ঘন ঘন ব্লক করে না।
৪।একাউন্ট ভেরিফাই করা একদম সোজা এবং লাইভ সার্পোট খুব ভাল।
-
আমি neteller ও skrill এ পেমেন্ট নিয়ে থাকি। নেটেলার মান্টার কার্ডের মাধ্যমে সাথে সাথে এটিএম বুথ থেকে টাকা তোলা যায়, তবে খরচ বেশি।
-
আমি ফরেক্স মার্কেটে যে পেমেন্ট মেথড ব্যবহার করি সেটা হচ্ছে স্কিল পেমেন্ট মেথড আর আওঅঅনি যদি এটার মধ্য করতে চান তবে আপনি নিজেই নিজের মত করে একাউন্ট করতে পারেন আর এর জন্য আপনাকে সব কাগজ পত্র জমা দিয়ে একাউন্ট করতে হবে বলে মনে করি।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমার কোন পেমেনটে আমার টাকা উঠাতে পারব কারন আমাদের কে ফরেক্স মার্কেটে টাকা ডুকাতে েববং উঠাতে একটা পেমেন প্রসেস রাগে আপনাদের কাছে জানতে চাই স্ক্রীল একাউন্ট কেমন হবে।
-
ফরেক্স মার্কেট থেকে ডলার উত্তোলন করা জন্য আমি সব সময় স্ক্রিল ব্যবহার করে থাকি । পূর্বে আমি ডলার উত্তোলন করার জন্য পেওনার মাস্টার কার্ড ব্যবহার করতাম । এখন স্ক্রিল ব্যবহার করে থাকি । এটি খুবই সহজ একটি মাধ্যম । এতে চার্জ তুলনামূলক ভাবে খুবই কম কাটে । ধন্যবাদ ।
-
আপনি নিজের ইচ্ছামত যে কোন একটা মেথড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেচে নিতে হবে যেটা আপনার জন্য সুবিধাজনক। তবে প্রায় ট্রেডার নেটেলার আর স্ক্রিল ব্যবহার করে থাকে। আমি মূলত স্ক্রিল ব্যবহার করে থাকি।
-
ফরেক্সের ট্রেডিং একাউন্টে ডিপোজিট এর জন্য আমাদের দেশ থেকে অনেক সুবিধাজনক ইলেকট্রনিক পেমেন্ট মেথড আছে। তার মধ্যে আমি মনে করি মানিবুকারস ও নেটেলার সবচেয়ে ভাল। আমি নেটেলার ব্যবহার করি তাতে ভাল সুযোগে সুবিধা পাই। তাদের পেমেন্ট প্রসেস খুবই ভাল। নেটেলার অল্প সময়ের মধ্যেই বাংলদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে খুবই জনপ্রিয়তা অর্জন করতে সামর্থ্য হয়েছে।
-
আমি সবসময় স্ক্রিল ব্যবহার করে থাকি। আমি যতদিন যাবত ইন্টারনেটে কাজ করতাছি ঠিক ততদিন ধরে আমি স্ক্রিল ব্যবহার করছি। স্ক্রিল খুব ভালভাবে সহায়তা করে টাকা উত্তোলন বা যে কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে। আমার মনে হয় যারা ইন্টারনেটে কাজ করে বা ফরেক্সে করে তাদের মধ্যে মোটামোটি সবাই এই প্রসেসর ব্যবহার করে থাকে। তবে হ্যা স্ক্রিল এর পাশাপাশি নেটেলারও আমাদের দেশে অনেক জনপ্রিয়।