-
বর্তমান সময়ের অনলাইনভিত্তিক ব্যবসা এবং অর্থনৈতিক কার্যবলির মধ্য ফরেক্স হল সবচেয়ে জনপ্রিয় এবং বহুল চাহিদাপূর্ণ পেশা বাংলাদেশে দিনে দিনে ফরেক্স এর অনেক বেশি চাহিদা এবং প্রসাররতা লাভ করছে কারণ ফরেক্স মার্কেটে দৈনন্দিন যে হারে লেনদেন হয় তা অন্য কোন মার্কেটে হয় কিনা আমার জানা নেই ফরেক্স ট্রেডিং করে পৃথিবীর অসংখ্য মানুষ স্বাবলম্বি হয়েছে তবে আমি মনেকরি যে আমাদের দেশে ফরেক্স এর ব্যাপকতা আশানুরুপ পর্যায়ে এখনো পৌঁছাইনি
-
ফরেক্স একটি মার্কেট যার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি। আপনাদের মতে ফরেক্স কি হালাল? আমি আসলে জানি না। আপনারা জানলে অবস্যই আমাদের চানাবেন দয়া করে। আমার জানা মতে ফরেক্স মনে হয় হালাল ব্যবসা।
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন(FOReign) এবং এক্সচেঞ্জ(Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক মুদ্রা বিনিময় কার্যক্রম। মূলত ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা। একদিনে বেশ কয়েকবার বৈদেশিক মুদ্রার মূল্য উঠানামা করে থাকে। আর আপনি বিভিন্ন মুদ্রার দাম ওঠা-নামার উপরই অনলাইনে ট্রেড করে প্রফিট বা মুনাফা অজর্ন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে বলতে হলে বলতে হবে ফরেক্স হচ্ছে ভিবিন্ন দেশের মুদ্রার বিনিময়। যার মধ্য দিয়ে একদেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সাথে কেনা বেচা হয়ে থাকে। উলেক্ষ্য যে এই মুদ্রার দাম প্রতিনিয়ত উঠা নামা করে।
-
প্রথমেই অমীম পোস্ট দাতা কে ধন্যবাদ দিতে চাই.আপনি আমার ফরেক্স সম্পর্কে স্বল্প জ্ঞান কে পূর্ণ করলেন এবং আমার বিশ্বাস আমার মতট অনেক সল্ট জান্তা এই পোস্ট এর দ্বারা উতকৃত হয়েছেন.আমরা সকলেই ট্রেড করে চলেছি সফল আবার লস ও হচ্ছি কিন্তু ফরেক্স এর একদম বিস্তারিত আমরা অনেকেই জানিনা.এই তত্ত কারেন্সী মার্কেট এর কোনো বাই/সেল এর কাজের না বিধায় অনেকে আবার স্কিপ করে দেয় তবে.যেই প্রফেস্সিওন এ আছেন টা সম্পর্কে খুটি-নাতি জানা আমাদের সকলের উচিত.
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসা,এই ব্যাবসা করতে হয় করেন্সি বাই সেল করে,আমরা বিভিন্ন দেশের কারেন্সি এই মার্কেটে লেনদেন করা হয়,ফরেক্স মার্কেটে কারেন্সি ছাড়া অয়েল,সিলভার,গোল্ড আরও অনেক কিছু এই মার্কেটে লেনদেন করা হয়,ফরেক্স মার্কেটে আমরা ব্যাবসা করতে পারি,এবং ভাল প্রফিট করা যায়।
-
অনলাইনে বিদেশি মুদ্রা কেনা বেচা করার মার্কেট হল ফরেক্স। এই মার্কেট এর পণ্য হল মুদ্রা বাংলাদেশে যাকে বলি টাকা। বিদেশে মুদ্রা মুল্যমান প্রতিনিয়ত উঠানামা করে। একটি দেশের মুদ্রার বিপরীতে অন্য একটি দেশের মুদ্রা ক্রয় করে এই বানিজ্য করা হয়।
-
ফরেক্স হল বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মার্কেট পেলেস।এই খানে দুইটি দেশের মুদ্রা একটি কারেন্সি পেয়ার তৈরি হয়। সেই কারেন্সি পেয়ারে আমরা বাই সেল করি। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা যখনবাই করি মার্কেট বাড়লে আমাদের প্রপিট হয় কমলে রস হয় সেল করলে মার্কেট কমলে আমাদের প্রপিট হয় বারলে লস হয়।
-
আমরা জানি ফরেক্স হচ্ছে বিদেশী মুদ্রার ব্যবসা। এক দেশের মুদ্রা কিনে রাখলেন, যদি ঐ দেশের আয় ব্যয়ের হিসেবে মুদ্রার মান বাড়ে তাহলে ব্যবসা বাড়বে তবে ঐ মুদ্রার মান কমার আগেই বিক্রি করতে হবে। আর বিক্রি করে অন্য কোন দেশের মুদ্রাকেই কিনতে হবে। আর এর সবকিছুই অনলাইনে করা হয়ে থাকে।
-
ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসা । এটি এমন একটি ব্যবসা যে, ব্যবসার দারায় মানুষ খুব সহজেই অনেক বড় হতে পারে । এই ব্যবসায় ডলার কেনা বেচা করা হয় যা ফরেক্স এ ট্রেড হিসাবে বলা হয় । ফরেক্স এ কাজ করার জন্য একজন পরিশ্রমি ব্যক্তির প্রযোজন হয়ে থাকে ।
-
ফরেক্স হলো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার।এখানে অনলাইনে সকল দেশের লোক মুদ্র কেনাাবেচা করে থাকে।মুদ্রা ছাড়াাও এখানে অন্যান্য পন্য যেমন সোনা,রুপা,তেল ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয়।আর এর সবকিছুই অনলাইনে করা হয়ে থাকে।ধন্যবাদ
-
ফরেক্স হচ্ছে একটি ব্যবসায় । এই ব্যবসায় হচ্ছে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা । সহজ কথায় আপনি এক দেশের টাকা দিয়ে অন্য দেশের টাকা বা মুদ্রা ক্রয় বিক্রয় করবেন । ফরেক্স মাকেট এর নানা রকম সুবিধা রয়েছে । আপনি খুব সহজেই বাসা থেকে ট্রেড করতে পারবেন ।
-
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স একটি আন্তর্জতিক মুদ্রা বাজার। আর এখানে কোন পন্য ক্রয়-বিক্রয় করা হয় না। এখানে মুদ্রার একটি কারেন্সি ক্রয়-বিক্রয়ের মাধ্যেমে মুদ্রা আয় করে থাকে। এই ফরেক্স মার্কেট পৃথিবীর সব দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
-
ফরেক্স একটা অন্তর্জাতিক বিজনেস । এখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে ব্যবসা করতে হয় । এক দেশের ডলার অন্য ডেশের ডলারের সাথে তুলনা করে সে দেশের মুদ্রা ক্রয় ও বিক্রয় করা হয়ে থাকে । কোন দেশের মুদ্রা মান কেমন তা ব্যবসার মাধ্যমে জানা যায় । ফরেক্সে কাজ করে মাসে অনেক টাকা আয় করা যায় । যারা ফরেক্সকে পেশা মনে করে কাজ করে তাদের কাছে ফরেক্স অনেক সুবিধাজঙ্ক বলে তারা মনে করে । ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা নিয়ে ফরেক্সে আসতে হবে ।
-
ফরেক্স কি? এই মার্কেট এর পণ্য কি এবং কিভাবে মুনাফা অর্জন করে।
ফরেক্স হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন(FOReign) এবং এক্সচেঞ্জ(Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক মুদ্রা বিনিময় কার্যক্রম। মূলত ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা। একদিনে বেশ কয়েকবার বৈদেশিক মুদ্রার মূল্য উঠানামা করে থাকে। আর আপনি বিভিন্ন মুদ্রার দাম ওঠা-নামার উপরই অনলাইনে ট্রেড করে প্রফিট বা মুনাফা অজর্ন করতে পারবেন। ফরেক্স হল সবচেয়ে নতুন আর্থিক বাজারগুলোর একটি: এটা গত শতাব্দীর ৭০ এর দশক থেকে কাজ করছে। যদিও, আয়তন এবং দ্রুত-বর্ধনশীলতার দিক থেকে এটাই সবচেয়ে বড় বাজার। ফরেক্সে দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা আমেরিকার সকল স্টক এক্সচেঞ্জ মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি।ফরেক্স মার্কেট আসলে এখানে মুদ্দ্রা কেনা বেচা সুতরাং একটি দেশের মুদ্দ্রা কিনে তাদের দেশের মুদ্দ্রা দাম যখন বিদ্ধি পাই তখন লাভ হয় আর যখন কমে যাই তখন লস।সুতরাং কারেন্সি কমার আগে ট্রেড ক্লোজ করতে হবে
-
ফরেক্স হল আর্ন্তজাতিক শেয়ার র্মাকেট ।এখানে বিদেশি মুদ্রার বিনিময়ে বিদেশি মুদ্রার কেনা বেচা করাহয়, এই র্মাকেটের পন্য হল বিদেশি মুদ্রা । মনেকরি যদি কোন একটি মুদ্রা ৭০ টাকা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তা যদি ৮০ টাকা হয় তাহলে আপনি লাভ করতে পারবেন । আবার আপনি যদি কোন মুদ্রা আপনি ৬০ কিনে সেল করে রাখেন তাহলে যদি ঐ মুদ্রার দাম কমে ৭০ টাকা তাহলে আপনার লাভ হবে।
-
ফরেক্স হল আন্তর্জাতিক মার্কেট । এই ফরেক্স মার্কেট এর পন্য হল কারেন্সি ক্রয় ও বিক্রয় করা । আমরা কারেন্সি ক্রয় ও বিক্রয় নানা ভাবে করতে পারি । যেমন ল্যাপ্টপ দিয়ে, মোবাইল দিয়ে ও কম্পিউটার দিয়ে । তবে আমার মনে রাখতে হবে যে কারেন্সি ক্রয় ও বিক্রয় করতে হলে আগে আমাদের ইনভেস্ট করতে হবে । ইনভেস্ট ছাড়া সম্ভব না ।
-
ফরেক্স হচ্ছে বিদেশী মুদ্রার ব্যবসা। এর সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে থাকে। এর এক সাথে একদেশের মুদ্রা ক্রয় করা হয় ও অপর দিকে আরেক দেশের মুদ্রা বিক্রয় করা হয়। ফলে আপনি যে কোন দিকেই ট্রেড করতে পারবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবসায়। এখানে বিভিন্ন দেশের মানুষ ব্রোকারের মাধ্যমে মুদ্রার ব্যবসা করতে পারে। এখানে ব্যবসা করতে গেলে লাভ ও লস হতে পারে। ফরেক্সে আপনি এক দেশের মুদ্রা কিনে তা অন্য দেশের মুদ্রায় বিক্রি করতে পারেন এতে আপনার লাভ হতে পারে আবার লস ও হতে পারে। আমি ফরেক্স এভাবে ব্যবসা করি।
-
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মানের অনলাইন ব্যাবসা।। ফরেক্স করে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনন করতে পারি।। ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মানের অনলাইন মুদ্রা ব্যাবসা।। ফরেক্স করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।। ফিরেক্সে বিভিন্ন দেশের কারেনিনিয়ে ট্রেড করা হয়।।
-
ফরেক্স একটা আন্রর্জাতিক ব্যবসা যেখানে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে কাজ করা হয়ে থাকে । ফরেক্সে সবার কাজ করার সুযোগ আছে । ফরেক্সে যদি কেউ ভাল করে কাজ শিখে কাজ করতে পারে তাহলে সে ফরেক্সে কাজ করার মাধ্যমে নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে । ফরেক্সে খুব অল্প সময়ে কাজ করে অনেক টাকা আয় করা সম্ভব । এখানে মুদ্রা ছাড়াও গোল্ড , দায়মন্ড , অয়েল ইত্যাদি বিনিময়ের মাধ্যমেও কাজ করা যায় এবং টাকা আয় করা যায় ।
-
ফরেইন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সব থেকে বড় মার্কেটপ্লেসের নাম হল ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের পন্য হল কারেন্সি বা মুদ্রা অর্থাত এই মার্কেটে একটি দেশের কারেন্সি অপর একটি দেশের কারেন্সির সাথে জোড় বা পেয়ার আকারে অবস্থান করে থাকে।
-
ফরেক্স হোল একটি ইন্টার ন্যাশনাল মার্কেট যেকানে প্রতিদিন বিলিাোন বিলিওন ডলারের কেনা বেচা হয়। প্রতিদিন কয়েকশ কোটি ট্রেডার সহ বড় বড় অনেক ব্যাংক কম্পানি ইত্যাদি ইত্যাদি নানা প্রতিস্ঠান ব্যবসা করে। বর্তমানে ছোট ছোট ট্রেডারগন ও ব্যবসা করতে পারছে বিভিন্ন ব্রকারের আশিবাদ বর্তমান ফরেক্স মার্কেট একটি কম্পিটিমন প্লেস।
-
ইন্টারনেটে প্রবেশ করে আপনি পৃথিবীর অন্য যে কোন প্রান্তের গ্রাহকের সাথেও লেনদেন করতে পারেন। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, বৈদেশিক মুদ্রা লেনদেন সর্বদা আপনাকে মুনাফা করার সুযোগ দেয় কারণ একদিনে বেশ কয়েকবার মুদ্রামূল্য উঠানামা করে থাকে।
-
ফরেক্স হচ্ছে অনলাইনে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস " । ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় । ফরেক্স এ একটি মুদ্রার দাম কমুক ব আ বাড়ুক আপনি দুই ক্ষেত্রেই লাভবান হতে পারবেন । আপনি যদি কোন একটি মুদ্রা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তাহলে আপনি লাভ করতে পারবেন । আবার আপনি যদি কোন মুদ্রা সেল করে রাখেন তাহলে যদি ঐ মুদ্রার দাম কমে তাহলে আপনার লাভ ।
-
ফরেক্স হচ্ছে মূদ্রা কেনা বেচার জায়গা। ফরেক্স হচ্ছে একটি আর্ন্তজাতিক মূদ্রা বাজার। এখানে বিভিন্ন দেশের মূদ্রা ক্রয় বিক্রয় করা হয়। যা আপনি ক্রয় ও বিক্রয় করে লাভ করতে পারেন।
-
ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় স্থান। এখানে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা হয়। আর এই সব মুদ্রার দাম বাড়া বা কমার উপর একজন ট্রেডারের লাভ বা লস হয়ে থাকে। ক্রয়ক্রিত মুদ্রার দাম বাড়লে লাভ হয় আর দাম কমলে লস হয়।
-
আপনি ফরেক্স এবং আরো জ্ঞান এবং আরো দক্ষতা জন্য বিশাল পুঁজি বিনিয়োগ করতে পারেন।ফরেক্স এ প্রথম যে জিনিস প্রয়োজন তা হল আপনার অবগত থাকতে হবে যে বুঝতে ভুল অর্থ ব্যবস্থাপনা থেকে শিখতে হওয়া উচিত।
-
ফরেক্স এ কিভাবে লোকসান কমানো যায় এবং তারপর যে রূপান্তর লাভ মধ্যে একযোগে প্রফিট করতে পারবেন তা আপনার ভুল থেকে শিখতে হবে।ফরেক্স এ প্রথম যে জিনিস প্রয়োজন তা হল আপনার অবগত থাকতে হবে যে বুঝতে ভুল অর্থ ব্যবস্থাপনা থেকে শিখতে হওয়া উচিত।
-
যদি তোমার যথেষ্ট জ্ঞ্যান থাকে ফরেক্স ট্রেডিং এ বাজার থেকে ভাল প্রফিট করতে পারবে,ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে এবং ফরেক্স ট্রেডিং বাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা ভাল প্রফিট করতে পারে।
-
ফরেক্স সেরা অনলাইন বাণিজ্য,সব ট্রেড এর মধ্যে আপনি আরো বাণিজ্য পাবেন তারপর আপনি আরো আয় করতে পারবেন কোন জ্ঞান ছাড়া এটা আপনার জন্য বিপজ্জনক তাই বাণিজ্য শিখতে হয়।
-
ফরেক্স দ্বারা ভাল কৌশল ট্রেডিং সিস্টেম বিকাশ হয় এবং ভাল বিশ্লেষণ এবং ভাল পরিচালনার ফলে বিপুল মুনাফা করতে পারেন।রথম যে জিনিস আপনার প্রয়োজন হয়, আপনি অবগত যে বৈদেশিক মুদ্রার একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, ক্ষতির বড় বা ছোট ঝুঁকি হতে হবে, যদি একবার আপনি বুঝতে পারেন যে, তারপর ফরেক্স এ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
-
ফরেক্স এ কিভাবে লোকসান কমানো যায় এবং তারপর যে রূপান্তর লাভ মধ্যে একযোগে প্রফিট করতে পারবেন তা আপনার ভুল থেকে শিখতে হবে।
-
ফরেক্স এ প্রথম যে জিনিস প্রয়োজন তা হল আপনার অবগত থাকতে হবে যে বুঝতে ভুল অর্থ ব্যবস্থাপনা থেকে শিখতে হওয়া উচিত।যদি তোমার যথেষ্ট জ্ঞ্যান থাকে ফরেক্স ট্রেডিং এ বাজার থেকে ভাল প্রফিট করতে পারবে,ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে এবং ফরেক্স ট্রেডিং বাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা ভাল প্রফিট করতে পারে। v
-
আপনি ফরেক্স ট্রেডিং বাজার থেকে ভাল প্রফিট করতে পারবেন ,ফরেক্স ট্রেডিং বাজার সম্পর্কে যথেষ্ট ধারণা থাকে এবং ফরেক্স ট্রেডিং বাজার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা থাকে।
-
একটি কৌশলগত ব্যক্তি বড় করাতে সহজে ফরেক্স ট্রেডিং চর্চা করার মধ্যে বিপুল মুনাফা প্রফিট করতে পারে।ধৈর্য লাভ করার প্রয়োজন হতে হয় এবং দক্ষতা অর্জন করতে হয় ফরেক্স বাজারে,তাই এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সঠিক নিয়ম এবং প্রবিধান তারপর মুনাফা আসতে থাকবে ট্রেড করার মাধ্যমে।
-
ফরেক্স ট্রেডিং সবচেয়ে বৃহত্তম বিশ্বের অনলাইন ইন্টারনেট ট্রেডিং ব্যবসা।এটা ব্যবসার টাকা কামানো যায়,এই ব্যবসা আপনি কঠোর পরিশ্রম ও ডেমো একাউন্টে আরো অনুশীলন প্রয়োজন হয় এবং বিপুল মুনাফা অর্জন করতে পারেন।
-
আমি মনে করি যে বৈদেশিক মুদ্রার বিপুল মুনাফা আপনি পেতে পারেন, তাই আন্তরিকভাবে ট্রেড করতে করতে হবে এই ট্রেডিং আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ।তোমার বিশাল প্রফিট করতে আমার দৃষ্টিকোণ মধ্যে মুনাফা ফরেক্স ট্রেডিং যদি তোমার অভিজ্ঞতা এবং ফরেক্স ট্রেডিং মধ্যে জ্ঞান অনেক থাকে তবে তা সহজেই করতে পারবে।
-
ফরেক্স ট্রেডিং মধ্যে না, আরো অভিজ্ঞতা আছে আপনি আপনার টাকা খাটিয়ে লস দিয়েছেন এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে একটি বিশাল মুনাফা পাননি।
-
নিজেকে একটি দীর্ঘ দিনের জন্য পর্দার সামনে বসা এড়ানো এবং ট্রেডিং প্রোগ্রামের সময় সরঞ্জামের কিছু ব্যবহার স্বয়ংক্রিয় বাণিজ্য সঙ্গে এটি প্রতিস্থাপন এবং অন্যদের যোগদানে ফরেক্স এ ভালো মুনাফা করা যায়।