-
আসলে ট্রেড করার জন্য উপযোগী পরিবেশ কখন তা বলাটা বেশ মুশকিলের বিষয় কারন ঐ ভাবে ট্রেড উপযোগী পরিবেশ কোন ট্রেডার বা বেক্তির পক্ষেই সম্ভাব না। আমি মনে করি সেই সময়ই ট্রেডের জন্য বেশ উপযোগী যখন মার্কেট ট্রেন্ড কারেন্সির চাহিদার কারনে অনেক বেশি উঠা নামা করে যার দরুন ট্রেড করে খুব অল্প সময়ের মধ্যেই ট্রেড করে প্রফিট লাভ করা যায়।
-
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যম বা অনলাইন বিজনেস মার্কেট ও বলা যেতে পারে । এখানে ট্রেড করে তারপর লাভ করতে হয় । এর জন্য সঠিক কোন সময় নেই যে আপনি কোন সময় এবং কখন ট্রেড করবেন । কারন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে । যার কাছে যেই সময়টাকে ট্রেড করার জন্য উপযোগী মনে হয় সে সেই সময় ট্রেড করতে পারবে । তবে ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন নিউজ , এ্যানালাইসিস সম্পর্কে সব সময় জানা থাকলে কোন সময় ফরেক্স মার্কেট লাভের দিকে মুভ করবে তার একটা সঠিক সময় জানা যায় এবং সেই সময় ট্রেড করলে বেশি লাভ হয় ।
-
২৪ ঘন্টাই খোলা থাকে ফরেক্স মার্কেট। এখানে আপনি যে কোন সময় ট্রেড করতে পারবেন। দুপুর ২ টা থেকে রাত ১০টা সবচেয়ে পারফেক্ট সময়।
-
আমার মতে যারাফরেক্স কে জীবনের একমাত্র এবং শেষ বিজনেস হিসেবে বেছে নিয়েছেন, উনারা প্রায় সব সময়ই ফরেক্স ট্রেড এর সাথে যুক্ত থাকেন। তবে এটা সত্য যে একজন ভালো ট্রেডার এর কাছে অবশ্যই ট্রেড করার একটা উপযুক্ত সময় বরাদ্ধ থাকে। আমাদের দেশে সন্ধ্যায় মার্কেটের ভালো একটা মুভমেন্ট থাকে তাই আমি মনে করি ওই সময় একটু উপযুক্ত। তবে ফরেক্স মার্কেটে যেহেতু আমরা সব সময় ট্রেড করতে পারি তাই তাতে একটু বেশি সময় দেয়া আমাদের দরকার
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের দেশে সবচেয়ে ভাল সময় বলতে গেলে ৫ টা থকে রাত ৯ টা পর্যন্ত এই সময় ফরেক্স মার্কেটে মুভ মেন্ট বেশি থাকে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করা জায় তাই এই সময়কে বেছে নেয়া ভাল মনে করি তাই মারকেট মুভমেন্ট না থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করা জায় তাই এই সময়কে বেছে নিতে হবে ।
-
ফরেক্স ট্রেড করার উপযোগী সমায় আমার মতে দিনের বেলা কারন দিনের বেলা মার্কেট অনেক সচল থাকে ফলে মার্কেট মুভমেন্ট অনেক ভালো থাকে। তাই ফরেক্স এ সমায় ফরেক্স ট্রেড করলে ভালো ট্রেড অপেন করা যায় এবং ভালো প্রফিত করা যায়। তবে রাতে ফরেক্স ট্রেড করা করা মতেও ভালো না এ সমায় মার্কেট এর মুভমেন্ট ভালো থাকে না আর রাতে ঘুমানোর সমায়।
-
ফরেক্সে ট্রেড করার নিদিষ্ট কোন সময় সূচি নেই কারন ফরেক্স মার্কেট কোন বেক্তি বিশেষের দ্বারা প্রভাবিত হয় না এটি অর্থনৈত্তিক কর্মকান্ডের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে ফলে মার্কেট ট্রেন্ড কোন বিশেষ সময়ে ঘটবে এমটি কেউই জোর দিয়ে বলতে পারবে না । তবে হ্যা সপ্তাহের শেষ দুই দিনে মার্কেট ট্রেন্ডের মোটামুটি ভালই পরিবর্তন পরিলক্ষিত হয়।
-
ফরেক্স মার্কেটে য়ে কোন সময় ট্রেড করা যায়। তবে ভাল টাইম হল দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত উপযুক্ত সময়। যারা প্রপেশনাল ট্রেডার তারা কম ট্রেড করে বেশি লাভ করতে পারে।
-
ট্রেড করার কোন উপযোগী সময় নেই এটি যে কোন সময় করা যায় আবার এটি করতে কোন টাকা খরচ হয় না বরং টাকা আয় করা যায়
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা ওপেন থাকে ।
কিন্তু সব সময় মার্কেট মভমেন্ত করে না ,
তাই আপনি সারাদিন বসে থকবে কেন
এতে করে আপনার এক গেয়েমি চলে
আসবে, সসাদারনত ফরেক্স মার্কেট
মভমেন্ট করে সন্দা ৬ টা থেকে রাত ১০
টা পর্যন্ত ।এটাই হবে ট্রাড করার উপজুক্ত
সময় ।
-
আসলে ট্রেড করার সময় নির্ভর করে ট্রেডারের উপর। কেউ কেউ মনে করেন তার জন্য পারফেক্ট হল এশিয়া সেশন। মানে হল যখন মার্কেট অনেকটা শান্ত থাকে। আবার কেউ মনে তার জন্য পারফেক্ট হল ইউরোপ সেশন অর্থাৎ যখন ম্যক্সিমাম ট্রেডার মার্কেট এ উপস্থিত থাকে। কারও পছন্দ নিউজ আওয়ার। এটা এক একজন এর এক এক রকম পছন্দ। আমি মনে করি এশিয়া এবং ইউরোপ ওভার*ল্যাপ সেশন ই বেস্ট।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে সবসময় মুভমেন্ট থাকেই। তাই চাইলে সবসময়ই ট্রেড করা যায়। তবে আমার মনে হয় যেসময় মুভমেন্ট টা একটু বেশি থাকে সে সময় ট্রেড করা ভালো। এ হিসেবে দুপুর টাইম আর সন্ধ্যার পর ট্রেড করা সবচেয়ে ভালো। এসময় মুভমেন্ট ভালো থাকে।
-
কোনটা সঠিক টাইম এটা নির্ভর করে পুরোপুরি আপনার উপর । আপনি যদি হাই ভোলাটাইল মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করার উপযোগী সময়। আর যদি লো ভোলাটাইল মার্কেটে ট্রেড করতে পছন্দ করেন তাহলে রাত ১২ টার পর ট্রেড করাই উত্ত্ম । তবে লো ভোলাটাইল মার্কেটে ট্রেড করার স্ট্রেটেজি আলাদা ।
-
মার্কেটের মূভমেন্ট যখন বেশি থাকবে তখনই ট্রেড করার জন্য উপযুক্ত সময় বলে আমি মনে করি । কারন, এই সময়ে অধিকাংশ ব্যাংকগুলো খোলা থাকে । ফলে মুভমেন্ট বেশি থাকার কারনে লাভ অনেক বেশি করা যায় । তবে যারা রিস্ক নিতে পছন্দ করেননা তারা তাদের জন্য কম মুভমেন্টের সময়ই উপযুক্ত সময় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করা যায় সাপ্তাহে পাচঁ দিন সেটা আপনার উপর নির্বর করে আপনি কখন ট্রেড করবেন ককন আপনার ট্রেডের উপযুক্ত সময় সেটা নিজের থেকে বের করতে হবে। আমার কাছে মনে হয় ফরেক্স মার্কেটে ট্রেড করার উপযুক্ত সময় হল সকল নিউজের পর। কারন মার্কেট কোন দিকে যাবে সেটা বুঝা যায়।
-
ফরেক্স এ ট্রেড সব সময় করা যাবে তাই আমার কাছে মনে হয় রাতে করাই ভাল । আপনি যদি ট্রেড করেন তাইলে আপনার সুবিতা মতই আপনি করতে পারেন । তবে রাতে করাই ভাল হবে ।
-
আপনি ফরেক্স এ ট্রেড করতে পারেন তবে সময় টা আপনাকেই বুজতে হবে । তবে আমার কাছে মনে হয় ফরেক্স এ ট্রেড করা টাই ভাল কারন ট্রেড করতে হলে আপনাকে আগে সময় বের করতে হবে তা আপনাকেই জানতে হবে ।
-
সন্ধ্যা সময় থেকে রাত ১০ টা পর্যন্ত আমি মনে করি এটাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই ভাল সময়। কারন এই সময়ে ফরেক্স মার্কেটের মুবমেন্ট অনেক ভাল থাকে। আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনার ইনকামের রাস্থাটা একবার পরিস্কার হয়ে যাবে।
-
বাংলাদেশের জন্য ট্রেড করার সব থেকে ভাল সময় হল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা এগারোটা পযর্ন্ত । এ সময়ের মধ্যে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায় । কারন এ সময়টা মর্কেট সব থেকে বেশি ভলাটাইল থাকে । আর এ সময়টাতে অনেক নিউজ রিলিজ হয় । কারন এ সময়টা নিউইর্য়ক এর ওয়াকিং আওয়ার ।
-
বাংলাদেশের প্রেক্ষিতে ফরেক্সে ট্রেড করার উপযোক্ত সময় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। কারন এ সময়টা বাজার মুভমেন্ট অনেক ভালো থাকে। এ সময়ে বাজারের গতিবিধি বুজে ট্রেড করে পারলে ভালো ফল পাওয়া যায়।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ ট্রেড করার উপযুক্ত সময় লন্ডন আর আমেরিকা টাইম এই সময় মার্কেট ভাল মুভ করে । লন্ডন টাইম শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা আর আমেরিকা টাইম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা । তাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন দুপুর ২ টা থেকে রাত ১০ পর্যন্ত এই সময় মার্কেট ভাল মুভ করে তাই আপনি ট্রেড ওপেন করলে ভাল লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে বিধায় আমরা বলতে পারি যে এখানে যে কোন সময় ট্রেড করা যায় । তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যেই নিজেদের একটা নিয়ম ও সময়ের মধ্যই ট্রেড করতে হবে । আর প্রত্যক ট্রেডারেরই একটা ট্রেডিং স্ট্রাটেজি থাকে আর সে অণুসারী বিভিন্ন ধরনের কৈশলের সাথে মিলিয়ে ট্রেড করে । আর তাই আমাদের উচিত হল দিন রাত চব্বিশ ঘন্টা ট্রেড না করে বরং একটা নিদ্দিষ্ট সময় বাছাই করে সে সময়ে ট্রেড করলে ট্রেডের সুশৃঙ্খলতা বজায় থাকে ।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা এ খুলা থাকে তবে পৃথিবীর কয় একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ এর ওয়ার্কিং আওয়ার এ মার্কেট ভালো মভে করে । এই সময় ট্রেড করলে মোটামোটি ভালো প্রফিট মার্জিন পাওয়া যায় । ইউরোপ এবং আমেরিকার সময় অনুযায়ী সাধারণত মার্কেট ওঠানামা করে । সে অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ২ তা থেকে রাত ১০ পর্যন্ত ভালো ট্রেডিং টাইম বলা যেতে পারে । এই সময় আপনি বিনিযোগ করে লাভবান হতে পারেন তবে আমাদের সাবদান থাকতে হবে ফরেক্স মার্কেট এ অনেক কিছুই ভবিস্যতবানী অনুযায়ী ঘটে না ।
-
আমার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে রাত্রি ট্রেড করার জন্য উপযুক্ত সময়।কারন ফরেক্সের মার্কেটের ভালো মুভমেন্ট রাত্রেই ঘটে থাকে।তবে কিছু কিছু পেয়ারের সকালে ভালো মুভভমেন্ট ঘটে। কিন্তু অধিকাংশ পেয়ারে রাত্রেরাত্রে ভালো মুভমেন্ট হয়।আর ভালো মুভমেন্ট না হলে ট্রেড করে ভালো প্রফিট করা যায় না। তাই আমার মততে রাত্রে ট্রেড করার উপযুক্ত সময় বলে বিবেচিত হতে পারে।
-
ট্রেড করার উপযোগী সময় হল যে সময় কোন নিউজ থাকে না সেই সময় ট্রেড করতে হয় । যে সেই সময় এই ট্রেড করবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সর্বদা এই ট্রেড করার সময় ভেবে চিন্তে তারপর করব ।
-
যে কোন সময় আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার নিদিট কোন সময় নাই
-
ট্রেড করার কোনো উপযুক্ত সময় আছে বলে আমি মনে করিনা.আর কিভাবেই বা থাকতে পারে কারণ আপনি কোন সময় কে উপযোগী বলে চিন্নিত করবেন??এখন আপনার জন্য যদি মার্কেট উপযুক্ত হয়ে থাকে অন্য সময় সেই যে উপযোগী হবে তার ভরসা কি!!কারণ মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকে.যার ফলে আপনাকে মার্কেট এর অবস্তাহ অনুযায়ী ট্রেড করতে হবে.
-
সত্যিকথা বলতে গেলে ত্রাদের কোনো উপযুক্ত সময় নেই.যেখানে মার্কেট এত অস্থিতিশীল সেখানে আপনি মার্কেট উপযোগী কোন সময় কে চিন্নিত বলেন নির্দিষ্ট করবেন!!মার্কেট ক্ষণে ক্ষণে তার রূপ বদলাতে থাকে তাই আপনাকে সময় অনুযায়ী নয় মার্কেট অবস্থান অনুযায়ী ট্রেড করতে হবে.তাহলে আপনি যেকোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন.
-
আমি মনে করি ফরক্সে মার্কেট এ কোন সময় নিরধারন করা নেই।আপনি যে কোন সময় কাজ করতে পারেন । তবে আপনি রাতে কাজ করলে আপনার ভাল হবে কারন রাতে মার্কেট মুভমেন্ট বেশি থাকে।তখন আপনি বেশি টাকা প্রফিট করতে পারেন।আপনি ৫টা থেকে ১১টা পর্যন্ত কাজ করতে পারেন।
-
যদিও ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে তারপরেও ফরেক্স মার্কেট এ ট্রেড করার উপযুক্ত সময় যখন লন্ডন, টোকিও আর আমেরিকা এ্ই তিন মার্কেট খোলা থাকে। এই তিনটির যে কোন দুই টা খোলা থাকলেও মার্কেট ভাল মুভ করে । আপনি গুগুলের সার্চ দিয়ে ফরেক্স টাইস কনর্ভাটার ডাউনলোড করে নিবেন।লন্ডন টাইম শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা আর আমেরিকা টাইম শুরু হয় সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা ।
-
আমি মনে করি যে ট্রেড করার জন্য উপযোগি সময় বলতে বোঝায় আমরা যখন ট্রেড করি তখন । আর ফরেক্স মার্কেটে এমন একটা মার্কেট যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে । আর সেই চব্বিশ ঘন্টার মার্কেটে আমরা যদি যে সময় পাই না কেন তা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে আমরা লাভবান হতে পারব । অার ফরেক্স মার্কেটে যখন নিউজ রিলিজ হয় তখন মার্কেটের গতি বেশি থাকে আর ঠিক তখনই ট্রেড করা বেশি উপযোগি ।
-
ফরেক্স বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা এখানে সপ্তাহে ৫ দিন খোলা থাকে বিদায় আমরা ২৪ ঘন্টা যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি।তবে মার্কেট এর মূভম্যান্ট বেশি দুপুর ২ টা থেকে রাত ১০ পর্যন্ত।এই সময় মার্কেট অনেক মূভ করে তাই আমরা এই সময় ট্রেড করে অনেক ডলার আয় করতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কিছু সময় থাকে আমাদের কে সব সময় ট্রেড না করে কিছু নির্দিস্ট সময় এবং সুযোগ কাজে লাগাতে হবে। আর সেই সুযোগ তৈরি হয় ফরেক্স মার্কেটে মাসে এক বার বা দুইবার সেটা আমাদের কে কাজে লাগাতে হবে।
-
ফরেক্স মার্কেটে দিনে রাতে ২৪ ঘণ্টাই ট্রেড করা যায় একজন ভাল ট্রেডআর যে কোন সময়ই ট্রেড করে প্রফিত করতে পারে। তবে আমি করি ফরেক্স এ ট্রেড করার জন্য রাত থেকে দিনে ট্রেড করাটা সবচেয়ে উপযোগী সময় কারণ দিনে মার্কেটে অবস্থা খুব সহজেই বুজা যায়। ফরেক্স এ রাতে ট্রেড করতে হলে খুব সাবধানে ট্রেড করতে হয় কারণ রাতে মার্কেটের অবস্থা খুব গরম থাকে তখন নতুন ট্রেডআরদের জন্য ট্রেড করাটা অনেক রিস্ক হয়ে যায়। তাই আমি মনে করি দিনে ট্রেড করাটা সবার জন্য ভাল।
-
ট্রেড করার জন্য কন ভাল সময় বলতে কিছু নেই। সবদা সমই পাওয়া ট্রেড করা যায়য়। কিন্তু ট্রেড নিরভর করে কিছু টাইমিং এর অপর আবার চুররেঞ্চে এর অপর। সব চেয়ে ভাল সমই হচ্ছে সন্ধাই। এই সমই তা তে চুররেঞ্চেইর মান অনেক বেশি অপর নিচ হই। ট্রেড করার জন্য রাত বা দিন এর দরকার হই না।
-
ফরেক্স মার্কেট এ আমরা দিন রাত ২৪ ঘণ্টা ট্রেড করে আয় করতে পারি।তবে আমি ফরেক্স মার্কেট এ সব সময় ট্রেড করি না।আমি সধারনত রাতেই ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট নিয়ে তিন ভাবে এনালাইসিস করতে হয়।আর এই এনালাইসিস করতে হয় ঠাণ্ডা মাথাই।রাতে সাধারণত আমাদের মাথা ঠাণ্ডা থাকে তাই আমি তখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
সত্যি বলতে মার্কেট যখন অনুকুলে থাকে তখন ই ট্রেড করার উপযোগী সময়। ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করে বুঝে নিতে হবে কখন ট্রেড করলে ভালো হয়। ফরেক্স মার্কেট এর মুভমেন্ট সবসময় এক রকম থাকে না। কখন মুভমেন্ট বেশি বা কম হবে তা বলা মুশকিল। তবে অনেকের মতে দুপুর ২ টা হতে রাত ১০ টা পর্যন্ত ভালো মুভমেন্ট হয়।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে নিজের ইচ্ছা মত সময়ে ট্রেড করা যায় । অনেকে ফরেক্স ব্যবসা করে জব করার পাশা পাশি । তাই তারা যে কোন সময়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে টাকা আয় করে । আমি জানি ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা বা ডলার আয় করতে হলে আমাদের কিছু সময় বেছে নিতে হবে যা হল সকাল ৭ টার পর, দুপুর ২ টার পর ও রাত ৭ টার পর । ট্রেড করার উপযোগী সময় অই গুলোই ।
-
সপ্তাহের ২ দিন বাদে অন্ন ৫ দিনের যেকোনো সময় ট্রেড করা যায় । যার যার সুবিধামত সময়ে আমরা ট্রেড করি । এক একজনের কাছে ট্রেডিং এর ভাল সময় ভিন্ন হয় । অনেকে রাতে ট্রেড করতে পছন্দ করেন। তাদের কাছে ওই সময়টাই ভাল মনে হয় । আমার কাছে মনে হয় ট্রেড করার উপযোগী সময় বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত । আমি নিজেও এই সময় গুলাতে বেশি ট্রেড করি ।
-
আমি মনে করি ফরেক্স করার কোন সময় নায়। এটা সম্পুরন আপনার বিষয়। আপনি যখন ট্রেড করতে ভাল মনে করবেন তখন করবেন। তবে আমাআর মতে রাত্রে ট্রেড করা ভাল কারন ফরেক্স ট্রেড করতে মার্কেট আনালাইসিস করে ট্রেড করতে হয়। রাত্রে সবায় যখন ঘুমিয়ে পড়ে তখন ট্রেড করলে আপনি ভালভাবে মার্কেট আনালাসিস করে তীদ করতে পারবেন।