ফরেক্সে আপনাকে স্বাগতম। ফরেক্স হল একটা বিজনেস। এখানে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হল সরাসরি কাজ করার আগে ডেমো তে কাজ করা যায় ডেমোর মুভমেন্ট বা অন্য সব কিছু রিয়েল এর মত। তাই আপনাকে অনেক দিন ধরে ডেমো করা উচিত। ফরেক্স নিয়ে প্রচুর পরাশুনা করতে হবে। একজন পরিচিত ভাল ট্রেডারের কাছ থেকেও শিখতে পারেন ফরেক্স। মুলকথা হল আগে শিখতে হবে।