ফরেক্স মার্কেটে মেটা ট্রেডার আ্যপস এ অনেক টাইম ফ্রেম আছে যেটা আপনি তুলে ধরেছেন। এখানে আমি বলতে চাই যে যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের সর্ট টাইম ফ্রেম না ব্যাবহার করাই ভাল। প্রথমে তাদের উচিত লং টাইম ফ্রেম এ কাজ করা তারপর যখন তাদের অভিজ্ঞতা হবে তখন অনায়াসে সর্ট টাইম ফ্রেমে কাজ করতে পারবে।