-
স্টপ লস ব্যাবহার
ফরেক্স মার্কেট এ ট্রেড করে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করার একটি সহজ উপাই হচ্ছে বাই দিলে প্লাস হবে এবং সেল দিলে মাইনাস হবে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই দুইটি জিনিস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে একাউন্ট টিকিয়ে রাখতে হলে এবং আয় করতে হলে এই দুইটি জিনিস ব্যাবহার করতে হবে।না হই আমরা আমাদের একাউন্ট এর সব পুঁজি হারিয়ে পেলব।
-
স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারন করবেন তা নির্ভর করে আপনার এ্যানালাইসিস এর উপর। আপনি যদি লং টাইম ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট অনেক বেশি নিতে হবে। আবার আপনি যদি চান যে আপনি স্টপ লস কম নিবেন এবং টেক প্রফিট বেশি নিবেন তাও আপনি পারবেন। আসলে সম্পূর্নটা নির্ভর করে আপনার নিজের উপর। আপনার এ্যানালাইসিসের উপর।
-
আমি মনেকরি স্টপ লস এবং টেকপ্রফিট একজন ট্রেডারের মুলচাবি কাঠি । এর কারনে বড়ধরনের লস এড়াতে এবং অনুপস্থিত সময়ে প্রফিট গ্রহন করতে সাহায্য করে । তাই সব সময় উচিত স্টপ্লস/টেকপ্রফিট সেট করা খুবি গুরুত্তপরন ।
-
ফরেক্স ব্যাবসায় নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।
-
আমি মনে করি নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা প্রতি ট্রেডের সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে থাকি,কিন্তু আমাদেত জনতে হবে কেন স্টপ লস ব্যাবহার করি,অনেক সময় ফরেক্স মার্কেট বড় ধরনেত মুভমেন্ট করে থাকে তাই আমাদের লস যাতে কম হয় তার জন্য স্টপ লস,আর প্রফট করার জন্য টেক প্রফিট।
-
আমার কাছে নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি বলে মনে হয়।একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।
-
আমার লসের কয়েক টি কারনের মধ্যে একটি হল স্টপ লস। তাই আমাদের কে স্টপ লস ব্যাবহার করতে হবে সে ভাবে যে ভাবে করলে আমার ট্রেডটি প্রপিট প্রাইসে গুরে আসতে পারে।তাই আমাদের কে সেটা করতে হলে ডেমো মার্কেটে ভাল করে প্রেকটিস করা লাগবে।কারন ডেমো হল আমাদের শিক্ষার প্রধান হাতিয়ার।
-
প্রত্যেক ট্রেডারের কাছে স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি হল ফরেক্স ট্রেডিংয়ের অন্যতম সহায়ক অপশন যার মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লস অনেকাংশে কুমিয়ে আনা যায় এবং আপনি ট্রেড ওপেনের পর ট্রেডে সময় না দিয়েও প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারেন।
-
স্টপলস এবং টেক প্রফিট নির্ভর করে আপনার ট্রেডিং এনালাইসিস এর উপর। আপনি কোন সিস্টেম এ ট্রেড করতেছেন তার উপরে। আমার মতে স্টপলস সাপোর্ট থেকে নিছে এবং টেক প্রফিট রেজিস্ট্যান্স থেকে উপরে সেট করলেই ভালো হয় যদি আপনি সাপোর্ট ও রেজিস্ট্যান্স ফলো করে ট্রেড করেন।
-
স্টপ লস হল আপনার ট্রেড যদি আপনার বিপরিতে যাই তাহলে আপনি এই টুলসটি সিলেক্ট করে দিলে মার্কেট ঐ খানে গিয়ে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে।
টেক প্রফিট হল আপনার ট্রেড যদি আপনার পক্ষে যাই তাহলে আপনি এই টুলসটি সিলেক্ট করে দিলে মার্কেট ঐ খানে গিয়ে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে।
স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার নিয়ম হল স্টপ লসঃটেক প্রফিট=১ঃ২।
-
স্টপ লস আর টেক প্রফিট বলতে বুঝায় স্টপ লস মানে আপনি একটা ট্রেড ওপেন করার পর কতুটুকু লস গেলে আপনা আপনি সেই ট্রেডটা ক্লোজ বা বন্ধ হয়ে যাবে তা নির্ধারন আগে থেকেই করে রাখা ।আর টেক প্রফিট বলতে আমরা বুঝি একটা ট্রেড ওপেন করার পর কতুটুকু লাভ হবে তা আগে থেকেই নির্ধারন করে রাখা ।স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করে অনেক সময় অনেক বড় ধরনের ঝুকির হাত থেকে বেচে থাকা যার।
-
স্টপ লস এবং টেইক প্রফিট নির্ধারণ করা হল ট্রেডারের উপরে । মনে করেন ট্রেডার যদি কোন কারেন্সিকে সেলে অার মার্কেট যদি তারপর বিপরীতে যায় তাহলে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে । আর তাকে টেইক প্রফিট নিতে হবে । এই ভাবে তাকে একটা পন্থা অবলম্বন করতে হবে তাহলেই সে লাভবান হতে পারবে । অতএব আমরা বেশী বেশী টেইক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে থাকি ।
-
স্টপ লস এবং টেক প্রফিট অত্যন্ত জরুরী। এটা সেট করলে আমাদের চিন্তা করতে হয় না । আর স্টপ লস এবং টেক প্রফিট ছাড়া করলে আমাদের সারাক্ষোণ ভাবতে হয় না। এটি ট্রেড এর জন্য নিরাপদ । স্টপ লস সেট করলে আমাদের একাউন্ট ও নিরাপদ থাকে।
-
স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি জিনিস ফরেক্স ট্রেডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারন করবেন এটার জন্য আপনাকে টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে জানতে হবে যা আপনাকে সঠিক সিদ্বান্ত নিতে সাহায্য করবে। এছাড়া এটি নির্ভর করবে আপনার উপর আপনি কত পিপস প্রফিট ও কত পিপস লসে ট্রেড ক্লোজ করবেন।
-
ট্রেডিং এর সময় স্টপ লস ও টেক পপিট বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র কোলজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।
-
আমি মনে করি নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং টেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাজে মাজে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং টেক প্রফিট বসাই।
-
স্টপ লস আর টেক প্রফিট যদি সঠিক ভাবে না সেট করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে যত দক্ষ ট্রেদ্র হন না কেন আপনি আর্থিক ভাবে লাভ বান হতে পারবেন না।আপনি যদি ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে চান তাহলে অবশ্যই স্টপ লস আর টেক প্রফিট সঠিক স্থানে ব্যবহার করতে হবে।স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করার নিয়ম হল ১ঃ২।
-
ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই।
-
হিসাবে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে স্টপ লস বেসি করে দিয়ে টারগেট নিশ্চিত হয়ে ট্রেড করা ভালো।
-
স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করাটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ । কেননা স্টপ লস ও ট্রেড প্রফিট নির্ধারণ করা থাকেল তবে আমাদের মূলধনের যথার্থ ব্যবহার নিশ্চিত হয়ে থাকে । ফরেক্সে ট্রেডিং করে যে কেউ লাভবান হতে পারে তবে মনে রাখতে হবে যে সঠিক ওয়েতে সবাই ট্রেড করতে পারে না । এই জন্য প্রয়োজন হয় চেষ্টা অভিজ্ঞতা এবং দক্ষতার যথার্থ সমন্বয় ।
-
ট্রেডার অভিজ্ঞ না হলে শুধুমাত্র মন মত স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করলেই যথেষ্ট নয় স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করার কিছু নিওম কানুন আছে আর এই ফরেক্স মার্কেট এ স্টপ লস আর টেক প্রফিট একটা গুরুত্তপুর্ন বিষয় হিসেবে কাজ করে স্টপ লস আর টেক প্রফিট দিয়ে লাভ এবং লস কিভাবে হয় সেটা বোঝা যাই বর্তমান মার্কেট থেকে বিপরিতে স্টপ লস যদি সেট করি আবার যদি লাভ টেক প্রফিট যদি লাভের দিকে মার্কেট আসে সেট করি তাহলে অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
আমি মনে করি নিরাপদ ট্রেডিং এর জন্য স্টপ লস এবং ট্রেক প্রফিট ব্যবহার করা খুবই জরুরি। একেক ট্রেডার একেক উপায়ে ট্রেক প্রফিট এবং স্টপ লস নির্ধারণ করে। আমি মূলত স্ট্রং সাপোট রেসিস্ট্যান্স লেভেল থেকে এন্ট্রি নিই এবং ট্রেক প্রফিট এবং স্টপ লস আশেপাশের লেভেলগুলোতে দিই। তাই মাঝে মাঝে ফিভেট পয়েন্ট কিংবা ফিভোনাচ্চিল লেভেল দেখে ও স্টপ লস এবং ট্রেক প্রফিট বসাই।
-
স্টপলস ও টেকপ্রফিট ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ন যা মানিম্যানেজমেন্টের একটা অংশ।আর মানিম্যানেজমমেন্ট ছাড়া ফরেক্সে টিকে থাকা যায় না কারন আপনি যদি স্টপলস বা টেকপ্রফিট সেট না করেন তবে আপনি বড় কোন লসের সম্মুখীন হতে পারেন যা আপনার একাউন্ট ব্যালেন্সে ক্ষতিগ্রস্ত হতে পারে।
-
আমরা স্টপ লস আর টেক প্রফিট দেই জাতে করে আমাদের অ্যাকাউন্ট বেচে থাকে। আমরা অনেক সময় পিসিতে থাকি না তখনও আমাদের ট্রেড ওপেন থাকে তাই জাতে খারাপ কিছু না ঘটে তাই আমরা এতাইউজ করি। আপনার টেক প্রফিট অনেক বড় হতে হবে স্টপ লস থেকে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি হল ফরেক্স ট্রেডিংয়ের অন্যতম সহায়ক অপশন যার মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লস অনেকাংশে কুমিয়ে আনা যায় এবং আপনি ট্রেড ওপেনের পর ট্রেডে সময় না দিয়েও প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারেন।
-
ফরেক্স এব টেক প্রপিট ও স্টপ লস একটি গুরতপুরন বিষয় আপনি চাইলে আপনার ট্রেড এর টেক প্রপিট ও স্টপ লস দিতে পারবেন। আমার মতে কেউ যদি চায় তাহলে সে তার টেক প্রপিট ও স্টপ লস দিয়ে রাখলে আপনার ট্রেড ওই খানে গিয়ে ট্রেডটি থেমে যাবে । আমার মতে আপনি চাইলেই দিয়ে রাখলে অনেক ভালো হবে আপনার ট্রেড এর জন্য এটি অনেক উপকারি বলে আমি মনে করি, তাই এটি দিয়ে রাখা উচিত ।:woo:
-
আমি ফরেক্স ব্যাবসায় নতুন । আমার জানা মতে টেক প্রফিট এবং স্টপ লস ফরেক্স ব্যাবসায় অনেক বড় একটা অংশ। টেক প্রফিট ও স্টপ লসের মাধ্যমে নিরাপদ ট্রেডিং করা যায়। একাউন্ট কে ক্ষতির হাত থেকে বাচাতে স্টপ লস এর ভুমিকা অনেক।
-
স্টপ লস ও টেক প্রফিট সাধারনত ফরেক্স মার্কেটিং এ অপরিহার্য একটি বিষয়। একজন নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি ট্রেড অপেন করলে এবং পরে তা ক্লোজ না করলে সাধারনত এই রকম বড় লস হতে পারে। ফরেক্স ট্রেডিং এর সবথেকে দুটি সহায়ক অপশন হলো স্টপ লস এবং টেক প্রফিট। এ দুটির মাধ্যমে আপনি খুব সহজেই ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটিং ব্যাবসায় সবথেকে সহজ অপশন হল স্টপ লস এবং টেক প্রফিট। স্টপ লস টেক প্রফিট এর মাধ্যমে সবথেকে ভাল ট্রেড করে যায়। স্টপ লস এবং টেক প্রফিট এর মাধ্যমে ট্রেড করলে লস হবার সম্ভাবনা অনেক কম থাকে। সুতরাং বলা যায় যে, ফরেক্স মার্কেটিং ব্যাবসায় স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ত অনেক বেশি। কারন স্টপ লস ও টেক প্রফিট হল ট্রেড করার সবথেকে ভাল অপশন।
-
ভাই, ধন্যবাদ আপনাকে। ফরেক্স ব্যবসা করতে হলে স্টপ লস এবং টেক প্রফিট অবশ্যই ব্যবহার করা উচিত। যদি পেন্ডিং অর্ডর সম্পর্কেও বিস্তারিত আলোচনা করতেন তবে আমাদের অনেকেরই কিছুটা সুবিদা হতো বলে মনে করি।
-
ক্যান্ডল স্টিক চার্ট প্যাটার্ন শিখতে পারলে টেক প্রফিট এবং স্টপলস নিয়ন্ত্রন করতে পারবেন। টেকনিক্যাল এনালাইসিস ভাল ভাবে করতে পারলে স্টপলস এবং টেকপ্রফিট সেট আপ সহজ হয়। টেকনিক্যাল এনালাইসিসের যে বিষয়টি ভাল করে জানতে হয় তা হলো সাপোর্ট এবং রেসিট্যান্স সাথে ট্রেন্ড চ্যানেল। টাইমফ্রেম ৪ঘন্টার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়।আমি স্টপলস ব্যবহার করি না দীর্ঘ ৪ বৎসর যাবত। টেকপ্রফিট ব্যবহার করি। আমি মার্কেটের গতি বুঝে ট্রেড করি। আপনিও পারবেন। শুধু টাইমফেম বদলান আপনার চিন্তা চেতনা ও লাভ লসের ইতহাস বদলে যাবে। ৪ ঘন্টার নিচে কোন টাইমফ্রেম ব্যবহার করবেন না।
-
টেক প্রফিট ও স্টপ লসের ব্যাপারে আপনি কাছের লেভেল বুঝে সেট করে নিতে পারেন, যা আপনার চর্চার মাধ্যমে আয়ত্ত্বে চলে এসেছে। আর চর্চা না থাকলে সবার আগে একটা স্ট্রাটেজী বেছে নিয়ে সে অনুযায়ী এন্ট্রি যাচাই বাছাই করার মাধ্যমে মার্কেটে বেশি বেশি চর্চা করুন। লক্ষ্য রাখবেন টেক প্রফিট লেভেল যেন স্টপলসের চেয়ে নুন্যতম দ্বিগুন হয়। এরপর রেজাল্ট সন্তোষজনক হলে তবেই রিয়েলে এপ্লাই করুন।
-
ফরেক্স ট্রেডিং এর স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ অপশন। এ অপশন সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। না হলে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যাবে না। উল্টে একাউন্ট জিরো হয়ে যাবে। একটি ট্রেড ওপেন করার সাথে সাথে স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করতে হবে। তবেই লাভবান হওয়া যাবে। আমি কত পিপ লাভ করতে চাই তা নির্ধারণ করে টেক প্রফিট দিতে হবে। আর আমার ব্যালেঞ্চের ২% এর বেশি স্টপ লস নির্ধারণ করা ঠিক হবে না।
-
স্টপ লস এবং টেক প্রফিট নির্ভর তরে কে কত টাকা লস নিতে ইচ্ছুক এবং লাভ নিতে ইচ্ছুক৷ তবে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট সেট করার জন্য মানি ম্যানেজমেন্ট খুব ভালভাবে মনে রাখতে হবে এবং মানি ম্যনেজমেন্ট ঠিিক রেখে, নিজের ব্যলেন্স অনুযায়ী এস এল এবং টিপি যেট করতে হবে৷ আর মানি ম্যনেজমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করবো পজিটিভ মানি ম্যনেজমেন্ট কারন এতে যদি আপনি মোট এন্ট্রির 50% ও টিপি হিট করে তবুও আপনি দিন শেষে লাভবান থাকবেন নিশ্চিত৷
-
স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফরেক্স ট্রেডিংয়ে। এর ফলে এমন অনেকেই রয়েছে যারা স্টপ লস এবং টেক প্রফিট না সেট করার কারণে ফরেক্স মার্কেট থেকে খুব দ্রুত ঝরে পড়েছেন।
স্টপ লস এবং টেক প্রফিট সেট করাটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সঠিকভাবে একটি সেট করতে না পারি তাহলে এখান থেকে আমরা সঠিক সুবিধা অর্জন করতে পারব না। আমরা সাধারণত যে টার্গেট প্রফিট সেট করে থাকি সেখানে ট্রেডটি অটোমেটিক্যালি আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।
স্টপ লস হলো আমাদের লস মেনে নেওয়ার যে স্থান সেখানে ট্রেড টাচ করলে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। স্টপ লস এবং টেক প্রফিট এর সেট করা আমাদের অনুশীলন করার মাধ্যমে নির্ধারণ করতে হবে। তাই অনুশীলনের কোন বিকল্প নেই।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। নতুন ট্রেডাররা অনেক সময় বুঝতে পারে না মার্কেট কতোটা নামতে পারে বা উঠতে পারে। তাই তারা বড় ধরনের ক্ষতির হাত থেকে বেচে যেতে পারে স্টপ লস ব্যবহার করে। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোথায় বন্ধ করে দিতে চান সেটা নির্ধারণ করে দিতে পারেন। আবার টেক প্রফিট এর মাধ্যমে আপনার লাভে থাকা ট্রেডটি কোথায় বন্ধ করে দিতে চান সেটা নির্ধারণ করে দিতে পারেন।
ধরুন, আপনি একটা ট্রেড এ বাই দেয়ার পরে দাম কমতেছে, আপনি জানেন না দাম কোথায় গিয়ে থামতে পারে। তাই একটি নির্দিষ্ট যায়গায় স্টপ লস সেট করে দিলেন যে এর বেশি আপনি লস করতে চান না। এর দারা আপনার ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে এবং আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে। অনুরূপ ভাবে আমরা একটি ট্রেড থেকে কতোটুকু লাভ করতে চাই তা টেক প্রফিট এর দ্বারা নির্ধারণ করে দিতে পারি।