ধন্যবাদ ভাই আমি লিভারেজ সম্পর্কে কোন জ্ঞান ছিল না।এই পোস্ট সম্পর্কে আমি বিস্তারিত সব জানতে পারলাম।
Printable View
ধন্যবাদ ভাই আমি লিভারেজ সম্পর্কে কোন জ্ঞান ছিল না।এই পোস্ট সম্পর্কে আমি বিস্তারিত সব জানতে পারলাম।
লিভারেজ যত বেশি থাকবে আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন। এখানে বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে ।
আপার সুন্দুর উপস্থানার জন্য আপনাকে ধ্যনবাদ । আমার মতে অনেকেই আপনার পোষ্ট থেকে লিভারেজ বিষয়ে পরিষ্কার ধারনা পেয়েছে । আমার ডিপোজিট যদি 100 ডলার হয় তবে কত লিভারেজ নেওয় ভাল আর কত লটে ট্রেড করা উচিত।
আমরা ফরেক্স ব্যবসা করার জন্য সব সময় লিভারেজ কমিয়ে নেব । যে ট্রেডার যত লিভারেজের দিকে খেয়াল রেখে ট্রেড করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লিভারেজের দিকে খেয়াল রাখবই তা না হলে সফলকাম হওয়া সম্ভব নয় ।
প্রত্যেক ব্রোকার তার ক্লায়েন্টকে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা দিয়ে থাকে৷অর্থাৎ প্রত্যেক ট্রেডের বিপরীতে আপনি ব্রোকার প্রদত্ব লোন সুবিধা নিতে পারবেন৷আপনার একটি ট্রেডেবল ব্যালেন্সের তুলনায় ৫০ বা ১০০ বা ৫০০ গুণ বেশি সাইজের লটে এন্ট্রী করে ট্রেড করতে পারবেন৷আপনি আপনার একাউন্টের লিভারেজ যদি 1:50 রেখে ট্রেড করতে চান তাহলে আপনার 1$ সাইজের লটে এন্ট্রী করলে ব্রোকার প্রদত্ব লোন সুবিধা থাকবে 50$৷
লিভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক প্রদত্ত একটি সীমারেখা। অর্থাৎ প্রত্যেক ট্রেডার যদি মনে করে ট্রেডের বিপরীতে ব্রোকার প্রদত্ত লোন এর সুবিধা নিতে পারবেন। তারমানে আপনি যে কোন একটি ট্রেডেবল মূলধনের তুলনায় বেশি লট নিয়ে ট্রেড করতে পারবেন। কিন্তু আপনার লিভারেজ যদি ১.৫০ রেখে ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্রোকার কর্তৃক লোনের সুবিধা দেবে ৫০ ডলার পর্যন্ত।
যেকোনো ট্রেডে, যেকোনো লিভারেজে, যেকোনো স্টপ লস ব্যাবহারে একটি বিষয় সর্বদা খেয়াল রাখতে হবে যে , কোনো অবস্থাতেই আপনার লস যেন ৩% এর অধিক না হয় । যদি লস এর বেশি হয় , তাহলে ফতুর হওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারেন । ধরুন আপনি ১০০ ডলার বিনিয়োগ করেছেন । তাহলে ৩% রিস্ক ট্রেডে আপনি ১০০/৩=৩৩.৩৩ টি , অর্থ্যাৎ* মোট ৩৩ টি ট্রেড করতে পারবেন , যদি আপনার নিয়মিত লস হয় । আর যদি ৫% রিস্ক নিয়ে ট্রেড করেন , তাহলে ১০০/৫=২০টি অর্থ্যাৎ* মোট ২০টি ট্রেড আপনি করতে পারবেন । আপনার ব্যালেন্স যদি ১০০ ডলার হয় , তাহলে আপনি মোট ১০,০০০ ইউনিট ক্রয় করতে পারবেন । অর্থ্যাৎ* সর্ব্বোচ্চ লট সাইজ ০.১০ । যদি এর চেয়ে বেশি লটে ট্রেড করতে চান , তাহলে আপনাকে লিভারেজ নিতে হবে ।
আমার মনে হয় লিভারেজের যেমন ভাল দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে । তবে আমি মনে করি লিভারেজ বেশি নেয়ােই ভাল । কারন খারাপ সময়ে এটি আপনাকে অনেক বেশি সহয়তা করবে । বিশেষ করে যখন একাউন্ট মার্জিন কল খাওয়ার সম্ভাবনা থাকে ।
লিভারেজ ফরেক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সোজা কথায় লিভারেজ বলতে বুঝায় লোণ ,ফরেক্স এ আপনি যে টাকা বিনিয়োগ করবেন তাঁর চেয়ে ও বেশি আপনি লোণ করতে পারবেন বেশি লিভারেজ থাকলে আপনি বেশি ট্রেড নিতে পারবেন
লিভারেজ ফরেক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সোজা কথায় লিভারেজ বলতে বুঝায় লোণ ,ফরেক্স এ আপনি যে টাকা বিনিয়োগ করবেন তাঁর চেয়ে ও বেশি আপনি লোণ করতে পারবেন বেশি লিভারেজ থাকলে আপনি বেশি ট্রেড নিতে পারবেন
তবে আপনার ব্রোকার আপনাকে যা দেয় তা হ'ল একটি অঙ্গভঙ্গি চেকপয়েন্ট লিভারেজ। যদি এই লিভারেজ আপনাকে একাধিক ব্রোকার দেয় তবে আপনি কি এটি ব্যবহার করতে পারবেন?
ফরেক্স মাকে'টে লিভারেজ হল এক ধরনের লোন। যা আপনাকে ট্রেড করতে সহায়তা করে। লিভা রেজের কারনেই আপনি লট সাইজ নিধা'রন করতে পারবেন।আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না।তবে লিভারেজ ছোট হলে ভাল হয়।
লিভারেজ হচ্ছে সেই রেশিও যার মাধ্যমে বুঝা যায় একটা ট্রেডে আপনি আপনার ব্রোকার কর্তীক কি পরিমান লোন বা আর্ধিক ব্যাকাপ পাবেন। একেক ব্রোকার হাউজ একেক টাইপ লিভারেজ দিয়ে থাকে। হিসেব টা কিন্তু খুব কঠিন না। ধরেন আপনি আপনার একাউন্টে ৫ ডলার ডিপোজিট করেছেন আর লিভারেজ দিয়েছেন ১ঃ১ মানে আপনি কোন ব্যাকাপ পাবেন না। আবার আপনি ১ঃ৫০ লিভারেজ দিয়েছেন তাহলে আপনি ৫ ডলারের ৫০ গুন মানে ২৫০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন। কিন্তু যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনার ট্রেড টি অটমেটিক অফ হয়ে যাবে
আসলে ফরেক্স মার্কেটে লিভারেজ অত্যান্ত গুরুত্বপূর্ন একটি জিনিস যা একজন ট্রেডারকে অধিক ট্রেড করার সময় ব্যালেন্সকে সাপোর্ট দিতে শক্তিশালি ভূমিকা পালন করে।মূলত লিভারেজ বলতে ব্রোকার হাউজ কতৃক মোট ডিপর্জিটকৃত ডলারের উপর প্রদত্ত লোনকেই বুঝায় যা ট্রেডারকে অধিক ট্রেড ধরতে সহায়তা করে।
ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য । আসলে আমি ফরেক্স মার্কেটে লিভারেজ তেমন বুজতাম না । এছাড়া ফরেক্স মার্কেটে লন নেওয়া যায় টা আমি জানতাম না । আমি একজন নতুন ট্রেডার । আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছুতে অনবিক্ষ । আপনার পোস্ট থেকে আমি অন্তত এটা আজ জনলাম যে ফরেক্স মার্কেটে লিভারেজ বা মার্জিন লোন কিভাবে হয় তা বুঝলাম ।
লিভারেজ বলতে যা বুঝায় তা হয়তো আমি সঠিকভাবে ধারণা না দিতেও পারে কারণ কিছুদিন হয়েছে যে আমি ফরেক্স সম্পর্কে ধারণা পেয়েছি।আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তা হলো একটি ক্যাপিটালের ব্রোকার এর প্রদত্ত লোন বা ঋণ দেয়া হয়ে থাকে যা ১:৫০০ পর্যন্ত হতে পারে।আমি আরো জানার চেষ্টা করব আমার ভাইয়ের কাছ থেকে যা আমাকে এ সম্পর্কে আরও জ্ঞান দেবে এবং আমি আশা করি আরও এই ধরনের পোস্ট করার জন্য তৈরি থাকবো।
আমি এখন ফরেক্স সম্পর্কে শিকছি......... লিভারেজ কি এসম্পরকে আমি সম্পূর্ণ জানি না তবে আমার যতটুকু ধারনা তা হল...... লিভারেজ বা মার্জিন লোণ হল..................... আপনার ক্যাপিটাল এর উপর সর্বাধিক কতগুন লোণ আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিতে পারে। আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
লেভারেজ সম্পাকে আমি খুব ভালো জানিনা তবে আমার মনে হই যে লেভারেজ হলো আমার মুলধনের উপর ভিত্তি করে মার্কেট এর ওঠানার গতি কে বোঝাই লেভারেজ নিচে ১.১০এবং উপরে ১.১০০০ হয়ে থাকে লেভারেজ হলো আপানের যদি ১০০ টাকা থাকে তবে আপনি আপনি যদি ১.১০ লেভারেজ নেন তবে আপনি ১০*১০০=১০০০পজন্ত লাভ করতে পারবেম আর যদি ১০০০ নেন তবে ১০০০*১০=১০০০০পজান্ ত লাভ করতে পারবেন জত বেশি লেভারেজ তত বেশি লাভ এবং খতির সম্ভাবোনা রয়েছে।
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যা দ্বারা আপনি আপনার ডিপোজিটের সর্বোচ্চ কতগুন ইউনিট একই সাথে ক্রয়-বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন, আপনার ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
ফরেক্স ট্রেড করার জন্য লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ।লিভারেজ আপনার মূলধন এর উপর সর্বোচ্চ কত গুন লোন ব্রোকার আপনাকে দিবে সেটা নির্ধারণ করা। লিভারেজ বেশি থাকলে আপনি বড় লটের ট্রেড নিতে পারবেন। আবাড় লিভারেজ কম হলে লট সাইজ ছোট হবে । তবে নতুন ট্রেডাররা লিভারেজ কম নিয়ে ট্রেড করা ভালো ।
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যা দ্বারা আপনি আপনার ডিপোজিটের সর্বোচ্চ কতগুন ইউনিট একই সাথে ক্রয়-বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন, আপনার ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
প্রিয়গণ যখন আমরা বাজারের মূল পয়েন্টটি পরীক্ষা করি তখন আমরা বাজারের প্রতিরোধের এবং সমর্থন স্তরটি পাই যা বাজারের প্রধান চেক পয়েন্ট হয় তারপরে বাজার পয়েন্টটি পরীক্ষা করে আমাদের সিগন্যাল দেয় যাতে আপনার চার্টের যে কোনও ট্রেডিং কৌশল নিয়ে আপনার এই বাজারে কাজ করা দরকার i আপনি যে পাইভট পয়েন্ট নিয়ে কাজ করছেন তা পরীক্ষা করে নিন এবং প্রতিরোধের এবং সমর্থন স্তরটি পেয়েছেন যা আপনার ট্রেড হয় তাই আপনাকে আপনার সূচক অনুসারে প্রবেশ করতে হবে এবং প্রস্থান করতে হবে তখন আপনি লাভ পেয়েছিলেন কারণ যখন বাজারটি প্রত্যাহার করে নেয় তখন আপনি অল্প মুনাফা নেন এবং একটি পক্ষ নেন সূচক আপনি অল্প মুনাফা নেবেন।
জটিলতাগুলি মোকাবেলা করার জন্য এবং স্ট্যান্ডটি কম রাখার জন্য ক্ষতির ঝুঁকি তৈরি করার জন্য ভাল বোঝাপড়া এবং কৌশল প্রয়োজন। তবে, কোনও নিখুঁত ফলাফল নয় এবং আমরা ক্ষতিরও সমাধান করব। সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক হওয়া সর্বোত্তম পন্থা। যখন ভুলগুলি ঘটে থাকে তখন নিশ্চিত হয়ে নিন যে আমরা এটিকে পুনরায় করা হবে না if আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি সহজেই এই বাজারে একই ভুল এড়াতে পারবেন তবে আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনি কখনই এড়াতে পারবেন না, যাতে প্রথমদিকে আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে আপনার ভবিষ্যতের বাণিজ্য থেকে একই ভুল এড়ানোর চেষ্টা করুন।
ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর পোস্টের জন্য। আপনি খুব দারুন ভাবে লিভারেজের ব্যপার তুলে ধরেছেন। লিভারেজ বলতে আমি লোনই বুঝতাম। তবে এতটা জানতাম না। ট্রেড কেন অটোমেটিক ক্লোজ হয় তাও জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে জানলাম। আমাদের লিভারেজ ব্যবহারে সতর্ক হতে হবে। আমার মনে হয় বেশি লিভারেজ ব্যবহার করাই ভালো।
ফরেক্সে লিভারেজ একটি গুরুত্বপূর্ন বিষয়। আমার ব্যলেন্সে যদি 100 ডলার থাকে আর আমি যদি 1000 ডলারের ট্রেড ওপেন করতে চাই তাহলে ত হবে না। তাই ব্রোকার আমাদের জন্য লোনের ব্যবস্থা করে রেখেছে। যাতে আমরা 1000 ডলারের ট্রেড ওপেন করতে পারি। ব্রোকারের সাইটে 1 লট সমান কত ডলার তা লেখা থাকে।
ফরেক্স মার্কেটে একাউন্ট খোলার সময় একটা অপশন দেওয়া থাকে যে লিভারেজ।আসলে লিভারেজটা হচ্ছে আপনি আপনার ডিপজটের উপর লোন নেওয়া। আপনার ডিপজীট যদি কম হয় তাহলে লিভারেজ বেশি নিলে বড় ট্রেড ওপেন করতে পারবেন।
লিভারেজ বা মার্জিন অর্থ হচ্ছে লোন।আপনার ক্যাপিটাল এর ওপর সবোর্চ্চ কতগুণ লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে থাকে লিভারেজ বলে।১:১লিভারেজ হলে ভালো হয় এতে রিস্ক কম থাকে।১:৫এর বেশী লিভারেজ না নেওয়া।এদের ক্যাপিটাল বেশী।আর যাদের ক্যাপিটাল কম তাই আমরা লিভারেজ হিসেবে বেশী নেওয়াও যুক্তি সংগত।১:১০০/১:২০০পর্যন্ত
লিভারেজ যত বেশি থাকবে আপনি ততো বেশি ট্রেড ওপেন করতে পারবেন। এখানে বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে ।
লিভারেজ বা মার্জিন লোন হল আপনার ব্রকার কতৃক জন্য প্রদত্ত লোন সুবিধা। যা সর্বোচ্ছ ১:৫০০ পর্ষন্ত পাওয়া যেতে পারে। ধন্যবাদ।
ফরেক্স ট্রেড করার জন্য লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ।লিভারেজ আপনার মূলধন এর উপর সর্বোচ্চ কত গুন লোন ব্রোকার আপনাকে দিবে সেটা নির্ধারণ করা। লিভারেজ বেশি থাকলে আপনি বড় লটের ট্রেড নিতে পারবেন। আবাড় লিভারেজ কম হলে লট সাইজ ছোট হবে । তবে নতুন ট্রেডাররা লিভারেজ কম নিয়ে ট্রেড করা ভালো ।
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যা দ্বারা আপনি আপনার ডিপোজিটের সর্বোচ্চ কতগুন ইউনিট একই সাথে ক্রয়-বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন, আপনার ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১ঃ২০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০x২০০=২০০০০ ডলার ট্রেড করতে পারবেন।
বেশী মূলধন বিনিয়োগ করে ভালভাবে ট্রেডিং করতে পারলে অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু লিভারেজ বেশি আছে বলে আপনি বেশি ট্রেড ওপেন করবেন তা ঠিক না। ট্রেড ওপেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, তা না হলে আপনার একাউন্ট জিরো হতে যেতে পারে । আপনি আপনার একাউন্টে ৫ ডলার ডিপোজিট করেছেন আর লিভারেজ দিয়েছেন ১ঃ১ মানে আপনি কোন ব্যাকাপ পাবেন না। আবার আপনি ১ঃ৫০ লিভারেজ দিয়েছেন তাহলে আপনি ৫ ডলারের ৫০ গুন মানে ২৫০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন। কিন্তু যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনার ট্রেড টি অটমেটিক অফ হয়ে যাবে ।
লিভারেজ মানে হচ্ছে লোন যা আমরা ব্রোকারের কাছ থেকে নিতে পারি আমার মনে হয় ১ঃ২ থেকে ১ঃ২০০০ পর্যন্ত লিভারেজ নেয়া যেতে পারে। যত বেশি লিভারেজ নিবেন আপনার ট্রেডিং করার ক্ষমতা তত বেশি পাবে তবে লিভারেজ বেশি না নেয়াই ভালো লিভারেজ বেশি নিলে বেশি লটে ট্রেড করতে মনে চাইবে তখন হয়তো অনেক লসে পড়তে হতে পারে আমার মতে ১ঃ৫০ থেকে ১ঃ২০০ এর মধ্যেই লিভারেজ সীমাবদ্ধ রাখা উচিত।
আমি ফরেক্সে নতুন তাই লিভারেজ সম্পর্কে জানিনা । তবে আপনাদের সবার আলোচনা থেকে বুঝতে পারলাম লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সরবোচ্ছ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । আর এই লিভারেজের কারণেই আপনি লট সাইজ নির্ধারণ করতে পারবেন ।
লিভারেজ হচ্ছে সেই রেশিও যার মাধ্যমে বুঝা যায় একটা ট্রেডে আপনি আপনার ব্রোকার কর্তীক কি পরিমান লোন বা আর্ধিক ব্যাকাপ পাবেন। একেক ব্রোকার হাউজ একেক টাইপ লিভারেজ দিয়ে থাকে। হিসেব টা কিন্তু খুব কঠিন না। লিভারেজ হচ্ছে সেই রেশিও যার মাধ্যমে বুঝা যায় একটা ট্রেডে আপনি আপনার ব্রোকার কর্তীক কি পরিমান লোন বা আর্ধিক ব্যাকাপ পাবেন। একেক ব্রোকার হাউজ একেক টাইপ লিভারেজ দিয়ে থাকে। হিসেব টা কিন্তু খুব কঠিন না।
লিভারেজ বা মার্জিন লোন হলো ব্রোকার কর্তৃক প্রদত্ত লোন। আপনার ব্যালেন্স বা মূলধনের উপর ভিত্তি করে ব্রোকার যে সর্বোচ্চ্য যে পরিমাণ ঋণ প্রদান করা হয় তাকেই মার্জিন লোন বলা হয় বা লিভারেজ বলা হয়। ধরুন আপনার মূলধন একশত ডলার, আপনি ১ঃ১০০ লিভারেজ ব্যাবহার করবেন সেক্ষেত্রে আপনাকে ব্রোকার আপনাকে ১০০ গুণ পর্যন্ত লিভারেজ দিবেন।
লিভারেজ মানে হল আপনার মূলধন এর উপর সর্বোচ্চ কত গুন লোন ব্রোকার আপনাকে দিবে তা বুঝায় । লিভারেজ বেশি থাকলে আপনি বড় লটের ট্রেড নিতে পারবেন । আবাড় লিভারেজ কম হলে লট সাইজ ছোট হবে । প্রত্যেক ট্রেডের বিপরীতে আপনি ব্রোকার প্রদত্ব লোন সুবিধা নিতে পারবেন ৷ যেমন ধরুন আপনি আপনার একাউন্টের লিভারেজ যদি ১:১০০ রেখে ট্রেড করতে চান তাহলে আপনার ১$ সাইজের লটে এন্ট্রী করলে ব্রোকার প্রদত্ব লোন সুবিধা থাকবে ১০০$ ৷
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । তবে আমি মনে করি লিভারেজ বেশি নেয়ােই ভাল । কারন খারাপ সময়ে এটি আপনাকে অনেক বেশি সহয়তা করবে । বিশেষ করে যখন একাউন্ট মার্জিন কল খাওয়ার সম্ভাবনা থাকে ।
আপনার পুজির অল্প কিন্তু আপনার লিভারেজ বেশী সে ক্ষেত্রে লট সাইজ বর হতে পারে।আবার আপনার লিভারেজ অল্প সে ক্ষেত্রে লট সাইজ বর নিতে দেবে না।তবে লিভারেজ ছোট হলে ভাল হয় বলে আমি মনে করি। আপনি ১ঃ৫০ লিভারেজ দিয়েছেন তাহলে আপনি ৫ ডলারের ৫০ গুন মানে ২৫০ ডলার পর্যন্ত ট্রেড করতে পারবেন। কিন্তু যদি মার্কেট নিচের দিকে নামতে থাকে তাহলে আপনার ট্রেড টি অটমেটিক অফ হয়ে যাবে ।
ফরেক্স মার্কেটে একাউন্ট খোলার সময় একটা অপশন দেওয়া থাকে যে লিভারেজ।আসলে লিভারেজটা হচ্ছে আপনি আপনার ডিপজটের উপর লোন নেওয়া। আপনার ডিপজীট যদি কম হয় তাহলে লিভারেজ বেশি নিলে বড় ট্রেড ওপেন করতে পারবেন।লিভারেজ মানে হচ্ছে ;। ফরেক্সে আমাদের টিকে থাকতে আমাদের লাভ বা লসের অংশ বিশেত।। লিভারেজ বেশি হলে লাভ বেশি হয়।। আর লিভারেজ কম হলে লাভ কম হয়।।।