-
আসলে ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে।
-
ইনডিকেটর দেখে ট্রেড করা মোটেও সুবিধা জনক বলে আমি মনে করি না কারন এতে অনেক সময় লস হওয়ার সম্ভাবনা থাকে কারন সবাই এই সব ইনডিকেটর এনালাইসিস করতে পারে না তাই ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করা ভাল ফল দায়ক হয় না
-
ইনডিকেটর দেখে ট্রেড করা বা ইনডিকেটর দিয়ে ট্রেড করা আমি পছন্দ করি না কারন ইনডিকেটর সবসময় সটিক সিধান্ত নেয় না কখনো কখনো তারা ভুল সিগনাল দেয় তাই ফরেক্স ট্রেড করার জন্য ইনডিকেটর আমি পছন্দ করি না।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দুই ধরনের এনালাইসিস ই প্রয়োজন আছে । মার্কেট প্রাইস একশন তো দেখতে হবেই তাছাড়াও বিভিন্ন নিউজ থেকে কারেন্সি এর সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ইন্ডিকেটর গুলো মুলত ম্যাথমেটিকস এর চরম নিদর্শন। এই ইন্ডিকেটর গুলোর বেশির ভাগই তৈরী মার্কেট এর প্রাইস হিস্টোরি থেকে । তাই কখোনোই ইন্ডিকেটর গুলো দেখে ১০০% প্রেডিক্ট করা যায় না । তবে ইন্ডিকেটর খারাপ কাজও করে না । যদি না কোন কারণে সাপোর্ট রেসিস্টেন্ট লেভেল ব্রেক করে।
-
ইন্দেকেতর ব্যবহার করা ট্রেডিং কে আর সহজ করে দেই । কিন্তু জুদি ইন্দেকেতর ব্যবহার করার কারনে আর বেশি জতিল মনে হয় ট্রেড কে তাহলে ইন্দেকেতর ব্যবহার না করাই ভাল। অনেকে আসঙ্খ ইন্দিকেতর ব্যবহার না করে ২ বা ৩ ব্যবহার করতে বলে।
-
আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভাল লাগে না তাই আমি ইন্ডিকেটর সাপোর্ট করি না কারন ইন্ডিকেটর অনেক সময় ভুল সিগ্নাল দেয় এই জন্য ইন্ডিকেটর দিয়ে ট্রেড না করা ভাল ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে অনেক সমসার সম্মুখীন হতে হয়।
-
আমি এখনো ডেমো ট্রেড করি ইনডিকেটর দেখে লাভ লস মিলে অনেক লসে আছি। অন্য কোন আছে যে ট্রেড করার।
-
ইন্ডিগেটর আপনাকে মার্কেটের মুভমেন্ট বুঝতে সাহাজ্য করবে কিন্তু আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান তাহলে অব্রমই আপনি ইন্ডীগেটর নির্ভর হবেন না। আপনি ইন্ডিগেটর দেখে টেকনিক্যাল সিদ্ধান্ত নিয়ে এর সাতে ফান্ডামেটাল মিলিয়ে ট্রেড করবেন। এটা আপনাকে অনেক সাহাজ্য করবে।
-
ইনডিকেটর দেখে ট্রেড করার ক্ষেত্রে আমার মতামত হল ইনডিকেটর দেখে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে খুব লাভবান হওয়া যায় কিন্তু ফরেক্স মার্কেটে ইনডিকেটর এর উপর নিরভরসিল হওয়া উচিৎ না কারণ সব ইনডিকেটর সব সময় ভালো ফল দেয় না এর জন্য ইনডিকেটর এনালাইসিস করতে হয়
-
আমরা যারা ফরেক্স করি তারা প্রায় সবাই ইন্ডিকেটর উইজ করে থাকি।কারন ইন্ডিকেটর এর মাদ্ধমে আমরা লেনদেন করাটা বেশি পছন্দ করে থাকি,তাই আমরা প্রাইস অ্যাকশন কম উইজ করি কিংবা উইজ করি না।আপনি যদি প্রাইস অ্যাকশন একেবারেই উইজ না করেন তাহলে,কোন একদিন আপনি দেখবেন আপনার আপনার ট্রেড বিপরীত চলে গেছে।তাই সবাই প্রাইস অ্যাকশন ব্যবহার করার চেষ্টা করবেন।
-
এটির উপর পুরপুরি নির্ভর করা কখনই উচিত নই । আমরা আমাদের ট্রেড এর সাহায্য কারি হিসেবে এটি ব্যবহার করতে পারি , কিন্তু অবশ্যই ১০০ ভাগ ট্রেড সিন্ধান্ত নেইটা উচিত নই , এতে লস এর সম্ভবনা থাকে , আমাদের অবশ্যই একনমিক নিউজ এর উপর গুরুত্ত আরপ করতে হবে
-
জায়।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ইন্ডিকেটর দেখা যায় কারন ইন্ডিকেটর দিয়ে অনেকে ট্রেড করে তবে ট্রেড করলে ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যায় না কারন ট্রেড করলেও ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যাবে না।
-
ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং করতে হলে ট্যকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভাল অভঞ্জতা থাকেতে হবে,তাহলে লশের সম্ভবনা কম থাকবে ।তা না হলে অন্যদিক গুলা দেখতে হকে
-
ইনডিকেটর নিয়ে অনেক বিতর্ক আছে ছিল এবং থাকবে। তার পরও ইনডিকেটর এর ব্যবহারও বন্ধ হবে না। আসলে ইনডিকেটর কখনও ভবিষ্যৎ বলতে পারে না। সে শুধু আপনাকে অতীত টা দেখায় যার উপর অনুমান করে আপনি ভবিষ্যৎ নির্ধারনের চেষ্টা করেন। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব।
-
আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা অনেক ঝুঁকিপূর্ণ কারন ইন্ডিকেটর কোন দিন আমাদের সঠিক তথ্য দিতে পারে না তাই বেসির ভাগ সময় ই আমাদের লস হয়।আমি নতুন দের প্রাইস অ্যাকশান ট্রেডিং শিকতে বলি জেটা একটি বিশ্ব মানের ট্রেডিং কওশল।
-
ফরেক্স মার্কেটে আমি ইন্ডিকেটর দেখে ট্রেড করা পছন্দ করি না কারন ইন্ডিকেটর এক্সময় ভাল সিগ্নাল দেয় আবার ট্রেড করতে করতে ইন্ডিকেটর অনেক সময় ভুল সিগ্নাল দেয় এই কারনে আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা পছন্দ করি না ।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যায় কিন্তু ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা খারাপ না কিন্তু ফরেক্স ট্রেড করা যাবে তবে সেই ইন্ডিকেটর এর উপর নির্ভর করা যাবে না তাই ইন্ডিকেটর এর সিগ্নাল ব্যবহার করতে হবে তবে সম্পূর্ণ ভাবে নির্ভর করা যায় না।
-
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত ইনডিকেটর দেখে ট্রেড করি। তবে এর পাশাপাশি আমরা ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস করি। এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি সাধারণত ফরেক্স মার্কেট ইনডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড বেশি করি। তাই আমি মনেকরি যখন কোন প্রকার নিউজ থাকেনা তখনা আমরা ইনডিকেটর এর সাহায্য নিতে পারি।ফরেক্স মার্কেট এ অনেক ধরণের ইনডিকেটর রয়েছে।আপনি যেকোনোটি ব্যাবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে আমি ইন্ডিকেটর দেখে ট্রেড করা পছন্দ করি না কারন ইন্ডিকেটর এক্সময় ভাল সিগ্নাল দেয় আবার ট্রেড করতে করতে ইন্ডিকেটর অনেক সময় ভুল সিগ্নাল দেয় এই কারনে আমি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা পছন্দ করি না ।
-
ইনডিকেটর দেখ ফরেক্স মার্কেটে ত্রেড করা ভালো যদি আপনি এটা খুব ভালো করে এনলাইসিস করতে পারেন তবে এটার উপর মানে ইনডিকেটরের উপর কখনো নির্ভরশীল হওয়া ভালো না কারণ এতে অনেক সময় খুব ভালো করে এনলাইসিস করতে না পারলে লসের সম্ভাবন থাকে
-
আমি প্রথম যখন ফরক্সে কাজ করা শুরু করি । তখন ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতাম পরে আমি অনেক লস খাই ।আমি বিশেষ করে মানি -মানেজমেন্টর দিকে বেশি গুরুত্ব দেই আর টেকনিক্যাল-অ্যানালাইসিস এর দিকে বেশি খেয়াল রাখি ।তারপরই আমি সফল হই ।
-
ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে। এটা মার্কেট এর দিক পরিবর্তনের সাথে সাথে নিজে পরিবর্তন হয়। তবে বেশির ভাগ সময় এটা ফলো করে ট্রেড করতে পারলে লাভ করা যায়।অনেকের ধারনা ইন্ডিকেটর গুলো ঠিক মতো কাজ করেনা। কিন্তু আসল ব্যপার হল আমরা ন্ডিকেটর ব্যবহারের নিয়ম কানুনই জানিনা। একজন দক্ষ ট্রেডারের অন্যতম গুন হল ইন্ডিকেটর এর সঠিক ব্যবহার করা।
-
আমি মনে করি নতুন ট্রেডার এর খেত্রে ট্রেড করার জন্য পরাতোন ট্রেডারকে দেখে ট্রেড করা উচিত। কারন ব্রোকার হতে প্রদত্ত নির্দেশনা ব্যতীত ট্রেডিং করলে যে কোন সময় লস খেয়ে যেতে পারিএবং মুলধন হারিয়ে হতাশা পরেজেতে পারি ।ট্রেডের ক্ষেত্রে ইন্ডিকেটর গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। যেমন যদি মুভিং এভারেজ এর কথা যদি বলি তাহলে মুভিং এভারেজ মার্কেটের একটি গড় মুভমেন্ট প্রকাশ করে থাকে।যা দেখে আমরা সহজে ট্রেড নিতে পারি।
-
আপনারা যাই বলেন না কেন একেক ইন্ডিকেটর একেক রকম কাজ করে তাকে তাই ফরেক্স মার্কেট যদি দক্ষ না হওয়া যায় তাহলে ইন্ডিকেটর তেমন ভাল না ,সেই সময় কেন্ডেল স্টিক দেখে ট্রেড করা অনেক ভাল যা কিছু টা হলেও কাজে আছে,তাই ফরেক্স মার্কেট এ দক্ষ হওয়া একান্ত প্রয়োজন না হলে বিভিন্ন সমস্যায় সমূখীন হতে হয়।
-
কথাটা সত্য যে যারা নতুন তাদের বেশির ভাগই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন। তবে নতুনদের মাঝে একটা দিক দেখা যায় যে তারা যে ইন্ডিকেটর ব্যবহার করেন তারা সেই ইন্ডিকেটর এর ব্যবহার সম্পকে ভালভাবে জানেন না। তাই তারা অচিরেই বিপদে পড়েন। তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করতেই চান তাইলে তার ব্যবহার সম্পকে আপনাকে আগে ভালভাবে জানতে হবে।
-
BwÛ‡KUi gv‡K©‡Ui MwZ †iva Ki‡Z cv‡i bv Z‡e m¤¢ve¨ w`‡Ki avibv †`q| ZvB BwÛ‡KUi †`‡L †UªW Kivi mgq mZK© _vK‡Z n‡e| BwÛ‡KUi wm‡j± Kivi mgq mwVK UvBg‡d«g †mU K‡i wb‡Z n‡e| Zvn‡jB Avcwb cÖwdU Ki‡Z cvi‡eb|
-
নতুন অবস্হায় সবাই ইন্ডিকেটর দেখে ট্রেড করে।তবে আমার মতে শুধু মাএ ইন্ডিকেটরের উপর নিভর করে ট্রেড করা উচিত নয়।তবে কিছু কিছু ইন্ডিকেটর আছে খুবই ভাল কাযকরী।আমি ইন্ডিকেটরের পাশাপাশি টেকনিক্যল অ্যনালাইসিস করে ট্রেড করি।ধন্যবাদ
-
ইন্ডিকেটর নিয়ে অনেক বিতর্ক রয়েছে । আসলে আমি ফরেক্স একজন নতুন ট্রেডার এবং আমার ইন্ডিকেটর নিয়ে ব্যাক্তিগত মতমত হল ইন্ডিকেটর ব্যবহার করে কেউ ট্রেড সস্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারে না । কারণ ইন্ডিকেটর শুধু ট্রেড সম্পর্কে আগাম কিছু ধারণা দেয় মাত্র । তাই ফরেক্স ব্যবসা করতে গেলে নিজের একটা স্ট্রাটেজি তৈরি করে তবেই এই ব্যবসায় পরিচালনা করা উচিত । ফরেক্স ব্যবসায় ইন্ডিকেটরের ব্যবহার শুধুমাত্র নিজের ট্রেড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কিন্ত সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য নয় ।
-
আমার মতে ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে। ইন্ডিকেটর ট্রেড করতে সহায়তা করে।কিন্তু তার জন্য প্রত্যেক ট্রেডারকে ম্যানুয়ালি ভালো ট্রেড জানতে হবে।কারন ইন্ডিকেটর ভালোমতো ব্যবহার তো করতে জানতে হবে।তাই ইন্ডিকেটর বলেন আর রোবট বলেন ম্যানুয়ালি ট্রেডের ওপর কোনো ট্রেড নাই।ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হলেও তাই আমার মতে আগে ভালো ট্রেড শিখে নিতে হবে। ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে।
-
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর এমন একটা যা পূরভাবাস এর মত কাজ করে তবে এটি যে একশত ভাগ নিশ্বয়তা দেবে তা না হয়ত কিছুটা ভূলও হতে পারে ,সেজন্য একজন দক্ষ ট্রেডার ট্রেড করার সময় অনেক কিছু দেখে ট্রেড করে থাকে ,তবে আমাদের মত কম অভিজ্ঞবান ট্রেডার রা এনালাইসিস করতে পারিনা যা কিছুটা সমস্যায় পরতে হয়।
-
ফরেক্স ট্রেডিং এ ইন্ডিকেটরের গুরুত্ব অনেক। অনেকেই প্রাইজ অ্যাকশন এর উপর ট্রেড করে থাকে। কিন্তু সব সময় প্রাইজ এ্যাকশন নির্ণয় করা মুসকিল। তাই আমাদের বেশির ভাগ সময়ই ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করতে হয়। কিন্তু সঠিক ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেড করতে পারি না। মনে রাখবেন কখনোই ইন্ডিকেটরের ডিফন্ট সেটিং ঠিক মত কাজ করে না। ইন্ডিকেটরের সেটিং জানাটা জরুরী। সঠিক টাইম ফ্রেম এ সঠিক সেটিং এর ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে পারলে আপনার লসের সম্ভাবনা কম থাকে।
-
আমি ইন্ডিক্টর দেখে ট্রেড করার পক্ষপাতিত্ব করি। কারন একমাত্র ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ইন্ডিকেটর দেখেই ট্রেড করতে হবে। আমি দেখছি বিশ্বের যারা বড় বড় ট্রেডার তারা ফরেক্স মার্কেটে ট্রেড করে শুধু মাত্র ইন্ডিকেটর দেখে। তারা মাত্র কয়েক পিপ্স নিয়ে ট্রেড করে থাকে।
-
আমি সাধারণত পার্সোনালি ইনডিকেটর ইউজ করিনা।কারন আমি প্রাইস একশন ট্রেড করতে পছন্দ করি।আমার মতে কেউ যদি শুধুমাত্র ট্রেন্ডলাইন এবং সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে ট্রেড করে তাহলে সে ইন্ডিকেটরের তুলনায় খুব বেশী পরিমাণ প্রফিট করতে পারবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে প্রথমে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ইন্ডিকেটর ব্যাবহার করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর নিউজ দেখে,যদি কোন ফরেক্স ট্রেডার ট্রেডিং করে তাহলে অনেক প্রফিট করতে পারবে,তাই ফরেক্স অনেক ভাল।
-
আমার মনে হয় ফরেক্সে নতুন যেকোনো ট্রেডার ট্রেডিং শুরু করে ইন্ডিকেটর দেখে। ইন্ডিকেটর নিয়ে আছে নানা বিতর্ক। ইন্ডিকেটর ব্যবহার করা উচিত? নাকি প্রাইস অ্যাকশনই বেশি ভালো? দুঃখজনক হলেই সত্যি আমাদের মধ্যে বেশিরভাগ ট্রেডার জানেন না কিভাবে ইন্ডিকেটরগুলো কাজ করে।
-
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের ইন্ডিকেটর অনলাইনে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল ইন্ডিকেটর অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা ইন্ডিকেটর দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা ইন্ডিকেটর বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত । তাই আমার কাছে এসকল ইন্ডিকেটর ভূয়া বলে মনে হয় ।
-
আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা উচিত না। বিশেষ করে নতুনদের তো অবশ্যই ইন্ডিকেটর বাদে ট্রেড করতে হবে । কারন নতুন অবস্থায় প্রফিট করাই মূল লক্ষ্য নয় বরং নতুন অবস্থায় দক্ষতার সহিত ট্রেড শিখাই মূল লক্ষ্য হওয়া উচিত। কারন আমরা যদি ভালোভাবে ম্যানুয়াল ট্রেডিং শিখতে পারি তবে তা সারাজীবনের জন্য কাজে লাগবে।
-
আমার মতে ইন্ডিকেটর ব্যবহার না করাই ভালো । কেননা ইন্ডিকেটর মার্কেট চলে যাবার পর রেজাল্ট দেয় । আগাম রেজাল্ট দেয় না । তবে কিছু কিছু সময় ইন্ডিকেটর এতই ভালো রেজাল্ট দেয় যে আপনি কল্পনাই করতে পারবেন না । আপনি যদি প্রাইজ একশান বুঝতে পারেন তাহলে ইন্ডিকেটর ব্যবহার না করলেও চলে ।
-
ইনডিকেটর দেখে ট্রেড করাটা আমি অনেকটা সমর্থন করিনা.সিগনাল মেকেত সম্পর্কে পূর্ব নির্দেশনা দিয়ে থাকলেও.শতভাগ সঠিক সিদ্ধান্ত কোনো ইনডিকেটর ই দিতে পারেনা.তাই আমি বলি নিজগুনে ট্রেড করা তাই ভালো.কিন্তু ইনডিকেটর কে আপনি আপনার সিদ্ধান্তের যাচাইকরণ হিসেবে বেবহার করতে পারেন.যার ফলে আপনি আপনার সিদ্ধান্তের বেপারে আত্মবিশ্বাসী হতে পারেন.
-
ফরেক্স মার্কেটে ট্রেড কারার জন্য অনেক ইন্ডিকেটর রয়েছে।সব ইন্ডিকেটর ভাল কাজ করে না।আমার কাছে কিছু কিছু ইন্ডিকেটর ভূয়া মনে হয়।তবে কিছু কিছু ইন্ডিকেটর আবার ভাল কাজ করে।যেমন :পেরাবলিক এস্যার, টেন্ড লাইন, সাপোট রেজিসটেন্স, ফিবনসি, হাইকেনেসি ইত্যাদি।আমার মতে নতুন অবস্হায় এসকল ইন্ডিকেটর দেখে ট্রেড করতে পারলে আপনি প্রফিট করতে পারবেন।ধন্যবাদ