আসলে কম লিভারেজ হলে আপনার ব্রোকার আপনাকে বড় লটে ট্রেড ওপেন করতে দিবে না। তদ্রুপ মার্জিন কলও খাবেন দেরীতে। কিন্তু বেশি লিভারেজ নিলে বড় লটে ট্রেড করতে পারবেন এবং মার্জিন কল খাবেন খুব শীঘ্রই। তাই আমি প্রিফার করি ১ঃ১০০।
Printable View
আসলে কম লিভারেজ হলে আপনার ব্রোকার আপনাকে বড় লটে ট্রেড ওপেন করতে দিবে না। তদ্রুপ মার্জিন কলও খাবেন দেরীতে। কিন্তু বেশি লিভারেজ নিলে বড় লটে ট্রেড করতে পারবেন এবং মার্জিন কল খাবেন খুব শীঘ্রই। তাই আমি প্রিফার করি ১ঃ১০০।
আমার মতে ১ঃ১০০ লিভারেজ নিয়ে
ট্রেড করা ভাল হবে কারন আপনি
লিভারেজ ছাড়া ফরেক্স মার্কেট এ
ট্রেড করতে পারবেন না । লিভারেজ
না নিয়ে যদি ট্রেড করেন তা হলে
ভাল লাভ হবে না তাই আপনার ১ঃ১০০
লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত এই
লিভারেজ এ আপনি আপনার জন্য রিস্ক
হয় এমন ট্রেড ওপেন করতে পারবেন না ।
ফরেক্স মার্কেট এ আমরা যা ডিপোজিট করি তার বিপরীতে আমরা লিভারেজ নিয়ে থাকি,লিভারেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে,তাই আমার মতে লিভারেজ বেশি নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করা অনেক ভাল,তাই অনেক প্রফিট করা যায় ফরেক্স মার্কেট থেকে
আমরা জারা ফোরামে পোস্ট করে বনাস নেই আর তা দিয়ে ট্রেড করি তাদের লিভারেজ ফিক্সড। আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারব না। তবে আমার মতে বেসি লিভারেজ না নেওয়া ভাল কারন তাহলে আপনি বড় লটে ট্রেড করতে পারেন জা আপনার অ্যাকাউন্ট এর জন্ন ভাল হবে না।
আমার মতে লিভারেজ যত বেশি নেয়া যায় নেয়া উচিত । এতে আপনার অর্থের সম্পূর্ণ স্বদব্যবহার করা সম্ভব হবে । তবে কখনওই লিভারেজ অধিক মুনাফার জন্য ব্যবহার করা যাবে না । লিভারেজ ব্যবহার করতে হবে যখন একাউন্ট জিরো হবার সময় হয় ।
ফরেক্স মার্কেটে একাউন্ট করার সময় একটি নির্দিষ্ট পরিমানের লেভারেজ নিয়ে একাউন্ট করতে হয় সেই লেভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় লেভারেজ অনেক ধরনের আছে ১;২০০ থেকে সুরু করে অনেক আছে এর মধে ভাল হয় ১;৫০০ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা আমার মনে হয় ভাল বেশি নেয়া ভাল না আবার কম নিয়ে ট্রেড করা ভাল না ।
আপনার একাউন্টে যত কম লিভারেজ হবে ততই আপনার জন্য ভাল হবে। অনেক ট্রেডার আছে যারা অতিরিক্ত এভারেজ নিয়ে ট্রেড করতে যায়। তবে আপনি যদি একজন দক্ষ ট্রেডার হন সেই কেত্রে আপনি লিভারেজ বেশি নিতে পারেন।
লিভারেজ কে লোনের সাথে তুলনা করা যায়। আপনি ফরেক্সে যত ইনভেস্ট করবেন ব্রোকার তার বিপরীতে একটি নির্দিষ্ট অনুপাতে লোন দেয়। এটাই লিভারেজ। আমার মতে নতুন অবস্থায় ১ঃ৫০ অনুপাতে লিভারেজ নেওয়া যায়। তবে দক্ষ হলে আরেকটু বেশি লিভারেজ নেয়া যায়।
১:১ লিভারেজ হলে ভাল হয়। করণ এতে রিক্স কম থাকে। ১:৫ এর বেশি লেভারেজ নেয় না। কারন ওদের ক্যাপিটাল বেশি। আমাদের ক্যাপিটাল কম তাই আমরা বেশি লেভারেজ নিই। কিন্তু অতিরিক্ত বেশি নেওয়াও যুক্তিসংগত নয়। ১:১০০ বা ১:২০০ পর্যন্ত নেওয়া যায়।
আমাদের ফরেক্স ট্রেডিং শিখা এবং ট্রেড করা এগুলোর জন্য ১:৫০ এটা আমাদের জন্য পারফেক্ট এর উপরে ঠিক হবে ণা বরং কম নিলে ভাল রিস্ক কম থাকবে ফরেক্স এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে আপনি খুব দ্রুত কিছু করতে চেষ্টা করবেন পরিনাম খুবই দরুহ তাই আমরা সকলে নিজের উদ্যেগে আস্তে আস্তে ট্রেডিং চালিয়ে যাব এক সময় আমরা উন্নতি করতে পারব।
লিভারেজ খুব বেশি না নেওয়ায় ভালো বিশেষ করে নতুনদের তো অবশ্যই কম লিভারেজ নেওয়া উচিত। কারন অতিরিক্ত লিভারেজ ওভারট্রেডিংয়ের কারন। এজন্য আমার মতে ১:৫০ লিভারেজ সিস্টেমটাই ভালো। আমি নিজেও নতুন ট্রেডার হওয়ায় ১:৫০ লিভারেজ ব্যবহার করে থাকি।
আপনি হয়ত লিভারেজ নিয়ে অনেক বড় ধরনের ব্যবসা করতে পারবেন কিন্তু যখন দেখবেন লিভারেজ নিয়ে বড় লাভকরে আপনার একাউন্টে আপনার জমাকৃত টাকার পরিমানে লাভ যোগ হয়েছে তখন আপনার মন খারাপ হতে পারে তাই আমি মাত্র ২০০ লিভারেজ নিয়ে ট্রেড করছি এবং অল্প অল্প করে সামনে এগিয়ে যাচ্ছি। আপনি চাইলে আমার মত অল্প করে লিভারেজ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
ফরেক্স ব্যবসার জন্য লিভারেজ সব সময় কম নেয়া ভালো । যে যত বেশী লিভারেজবেশী নিবে সে তত বেশী লসের সন্মুখীন হবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লিভারেজ কমিয়ে নেব তাহলেই সফলতা অর্জন করা যাবে । আর লিভারেজ ১:১০০ বা ১:২০০ নেওয়াটাই ভালো ।
লিভারেজ ব্যবহার করে আমরা অল্প মুলধন দিয়ে অনেক বড় লট এ ট্রেড এন্ট্রি নিতে পারি এবং অনেক অনেক বেশি লাভ করতে পারি । কিন্তু এটা অনেক বেশি রিস্কি কারন অধিক লিভারেজ ব্যবহার করে বড় লট এ ট্রেড এন্ট্রি নেওয়ার ফলে মার্জিন অনেক কমে যায় , ফলে মার্কেট যদি কিছু পিপস বিপরীতে যায় তাহলে একাউন্ট 00 হয়ে ট্রেড অটো বন্ধ হয়ে যায় ।
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।
ফরেক্স মার্কেটে লিভারেজ যত বেশি হবে তত সুবিধা তাই যত বেশি পারা যায় লিভারেজ নিতে হবে। তবে তার সঠিক ব্যবহারও জানতে হবে। বেশি লিভারেজ আছে বলেই বড় লটে ট্রেড করা থেকে বিরত থাকা উচিৎ। তা না হলে লসের সম্ভাবনা আছে।
ফরেক্স মার্কেটে ট্রোড করতে হলে আমাদের কে লিভারেজ নিয়ে ট্রেড করতে হবে আমি মনে করি আমাদের কে লিভারেজ নিতে হবে ১.৫০ হল আদর্শ। এর বেশি নিলে বড় ভলিউমে ট্রেড অপেন করে একাউন্ট জিরো হয়ে যাবে।
আমার মতে লিভারেজ ১ঃ২ হল সবথেকে ভাল লিভারেজ।আপনি ইচ্ছা করলে বেশি লিভারেজ দিতে পারেন।তাতে আপনার লাভ বেশি হবে আবার লসে পড়লে লসও বেশি হবে।তাই ১ঃ২ লিভারেজ আপনার ব্যালেস্ন ভারসাম্য ঠিক থাকবে।
আমার মতে 1:1 লিভারেজ হলে ভাল হয়। করণ এতে রিক্স কম থাকে। ১:৫ এর বেশি লেভারেজ নেয় না। কারন ওদের ক্যাপিটাল বেশি। আমাদের ক্যাপিটাল কম তাই আমরা বেশি লেভারেজ নিই। কিন্তু অতিরিক্ত বেশি নেওয়াও যুক্তিসংগত নয়। ১:১০০ বা ১:২০০ পর্যন্ত নেওয়া যায়।
যারা ফরেক্সে নতুন আমি মনে করি তাদের কম লিভারেজ নেওয়া উচিত কারন লিভারেজ বেশি নিলে আপনার ট্রেডে যদি আপনার বিপরিত দিকে যায় তাহলে আপনার ব্যলেস্ন শুন্য হতে সময় লাগবে না।তাই ১.১ বা ১.২ লিভারেজ নইলে সবথেকে বেশি ভাল হয়।
লিভারেজের বিষয়টা সম্পন্ন নিজের কাছে আপনি যত বেশি লাভ করতে চান তার ইপর িনিরভর করে । আমার কাছে সব থেকে বড় টাই ভাল লেগেছে ।
আমি বড় লিভারেজ নিয়ে কাজ করতে পছন্দ করি ।
ফরেক্স ফোরাম বোনাস একাউন্ট তোলার জন্য আপনাকে অবশ্যই ১ঃ৫ হতে হবে তা না হলে আপনার একাউন্ট খুলতে পারবেন না। এটা ফোরাম বোনাসের জন্য বাধ্যতামূলক।
অনেক লিভারেজ নিইয়ে ভাল ব্যাবসা করছে । আমার মতে লিভারেজ না নেয়াই ভাল কেননা যদি আপনি প্রফিট নিশ্চিত করতে পারেন তবে আপনি লিভারেজ যতই নেন অসুজবিধা নাই । কিন্তু ফরেক্সে প্রফিট নিশ্চিত করে কেউ বলতে পারবেনা । লিভারেজে প্রফিট হলে ভাল আর যদি লসে পড়েন তবে একেবারে জিরো ।
নতুন অবস্থায় লিভারেজ ১:৫০ হওয়া সবচেয়ে ভাল এবং এটার উপকারিতাও ভাল ছোট ভলিয়মে ট্রেড করে মার্কেট নিজের মধ্যে নিয়ে আসতে পারলে ভাল তারপরে দক্ষতা অর্যন করার পরে আপনি কতটুকু লোড নিতে পারবেন সেটা আপনি ভাল বুযতে পারবেন কারন নতুন ট্রেডারদের জন্য এরচেয়ে ভাল কিছু আমার জানা নেই।
আমি লিভারেজ সব সময়ই বেশি নিয়ে থাকি। লিভারেজ বেশি নেয়ার সুবিধা আছে। আপনি যদি দক্ষতার সাথে ট্রেড করেন এবং কম রিক্স নিয়ে ট্রেড করে থাকেন তবে আমার মতে ১:১০০০ লিভারেজই ভাল। কারন বেশি লিভারেজ নেয়ার সুবিধা হল এতে মার্জিক কল খাওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনি যদি একাধিক ট্রেড করে থাকেন আপনি যদি ভাল মানি ম্যানেজমেন্ট মেনে না চলেন তাহলে আমি বলব আপনি ১্:২০০ লিভারেজ নিয়ে ট্রেড করুন।
ফরেক্স মার্কেট আপনি যদি ট্রেদিং স্ট্রেটেজি জ্ঞান থাকে তাহলে যেকোন লিভারেজ নেয়া যাই।বেশি লিভারেজ নিলে যদি ট্রেড আপনার পক্ষে থাকে তাহলে বেশি লাভ করতে পারবেন আর ট্রেড যদি বিপক্ষে যাই তাহলে বেশি লস করবেন।তাই আমি মনে করি ১.২০০ লিভারেজ নেয়া ভাল।
বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি আবার তেমন লস ও বেশি হোওয়ার সম্ভাবনা থাকে।আপনি যদি মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি বড় লিভারেজ নিয়েও কাজ করতে পারেন। এটি আপনার দক্ষতার ব্যাপার। 1:1লিভারেজ হলে ভাল হয়। ১:৫ এর বেশি লিভারেজ না নেয়া ভাল।লিভারেজ কম বা বেশি হবে সেটা ট্রেডারের দক্ষতা এবং ইনভেস্ট এর উপর নর্ভর করে।
আসলে লিভারেজ নিয়ে ব্যবসা করার যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে । বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি করা যায় তেমন লস ও বেশি হওয়ার সম্ভাবনা থাকে । তাই লিভারেজ ১ঃ১০০ থেকে ১ঃ২০০ তে থাকা উচিত ।আর রিস্ক কম করার জন্য ১:৫০ নিতে পারেন।
ফরেক্স মার্কেট এ লিভারেজ এর সুবিধা আছে। তবে এই লিভারেজে একাউন্ট ধংসের আরেকটি কারন। কারন ফরেক্স এ লিভারেজ বেশি থাকলে একাউন্ট এ কম ব্যলেন্স থাকলেও আমরা বেশি ব্যলেন্স এর লট ব্যবহার করে ট্রেড করতে পারি। তাই কম ১ঃ৫০ হলে আমার মতে ভালো। এর চেয়ে কম হলেও ভালো।
আমি মনে করি নতুন ট্রেড আর দের ছোট লিভারেজ নিয়ে কাজ করাই ভাল কারন এতে রিস্ক কম কিন্তু আপনি যদি মার্কেট সম্পর্কে অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি বড় লিভারেজ নিয়েও কাজ করতে পারেন। এটি আপনার দক্ষতার ব্যাপার।
লিভারেজ নিলে যেমন লাভ হয় বেশি নিলে তেমন লস হবে । আমার মতে লিভারেজ ১ঃ১০০ বা ১ঃ২০০ নিয়ে ট্রেড করলে ভালো হয় । যদি আপনি অভিজ্ঞ হন বা মার্কেট ভালো বোঝেন তাহলে বেশি লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন ।
বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস অনেকটাই আগে থেকে অবলোকন করা যায় । আমরা যদি ঠিক মত মার্কেট এ্যনালাইসিস করি তাহলে দেখতে পাই মার্কেটের অবস্থা । সুতরাং আমরা যখন যে অবস্থাতে মার্কেট থাকুক না কেন পূর্বাভাস যেন বলতে পারি ।
ফরেক্স বাজার আজকে কি হবে আসলে একজন অভিজ্ঞ ট্রেডার কিছু নিয়ম নিতি দেখলে বলতে পারে মার্কেট এর গতি ভাল না খারাপ।তবে নিউ ট্রেডারগন ও চাইলে বুজতে পারে শুদু একটু চিন্তা বা লেখাপড়া করলে বুজতে পারবে,কারন এটি কোন কটিন কিছু না।আমার জানা মতে কেন্ডেল স্টিক ,এনালাইসিস আর প্রত্যেক দেশের অত্তনিতির অবস্তা দেখলে বুজা যায় মার্কেট এর গতি কি হবে।
ফরেক্স মার্কেটে লিভারেজ নিয়ে ব্যবসা করার যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে । বেশি লিভারেজ নিলে যেমন লাভ বেশি করা যায় তেমন লস ও বেশি হওয়ার সম্ভাবনা থাকে । তাই লিভারেজ ১ঃ১০০ থেকে ১ঃ২০০ তে থাকা উচিত ।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ যারা নতুন টেড আর তাদের ১০ থেকে ৫০ লিভারেজ নেওয়া উচিত কারন অনেক নতুন টেড আর কিছু না বুজে ফরেক্স মার্কেট এ বড় লট এ টেড করতে জেয়ে অ্যাকাউন্ট ০ করে ফেলে তাই বড় লিভারেজ নিলে বড় রিস্ক থাকে ফরেক্স মার্কেট এ অনেক বড় বড় টেড আর ৫০ বা ১০০ লিভারেজ নিয়ে টেড করে তারা ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ ও করছে তারা অনেক দিন থেকে ফরেক্স মার্কেট এ টেড করছে তাই বেশি লিভারেজ দিয়ে টেড করা উচিত না
সর্বনিম্ন যত কম লিভারেজ নেবেন তত কম রিস্ক হবে। তবে একেবার কম লিভারেজ নিলেও আবার অল্প পুজি দিয়ে ট্ররড করতে পারবেন না। তাই লিভারেজ তো মোটামুটি নিতে হবে যাতে অল্প পুজি দিয়ে ট্রেড করা সম্ভব হতে পারে। এজন্য ১:৫০ লিভারেজ নেওয়া ভালো হতে পারে এবং রিস্ক মোটামুটি সহনশীল হবে।
আপনি যত কম লিভারেজ নিয়ে ট্রেড করতে পারেন আপনার জন্য ততটাই মঙ্গল। কিন্তু আমাদের পুঁজি কম থাকে বলে লিভারেজ নিতে হয়। আর লিভারেজ নিতে গিয়ে আমাদের চালান্টাই হাত ছাড়া হয়ে যায়। লিভারেজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবল্মবন করতে হবে। প্রতিটি পদক্ষেপ আমাদের বুঝে শুনে ফেলতে হবে। তবেই আমরা ফরেক্স ট্রেডিং সফল ভাবে করতে পারব। আমাদের প্রত্যেকের উচিত আগে ফরেক্স ভাল ভাবে শিখে নেওয়া। তাহলে আমাদের সফলতার পথ আরো সহজ হবে।
অামরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে চাইলে অবশ্যই লীভারেজের দিকে খেয়াল করে কাজ করতে হবে । কারণ লিভারেজের ব্যাপারটি কাজ করে অনেক । অামরা লিভারেজ ১ঃ১০০ থেকে ১ঃ২০০ পর্যন্ত নেওয়ার চেষ্টা করব । অামরা এর বেশী নিলেই সমস্যায় পড়ে যেতে পারি । অামরা লোভের চেয়ে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
মার্কেটে টিকে থাকতে হলে ও নিয়মিত প্রফিট করতে হলে অবশ্যই লিভারেজ কম নেওয়া উচিত৷১ঃ৩০,১ঃ৪০ বা ১ঃ৫০ লিভারেজ নেওয়া ভালো হবে৷লিভারেজ যত বেশি নিবেন আপনার পুজিঁ তত বেশি রি্স্কের মধ্যে থাকবে৷আর ফরেক্স ট্রেডিং কম রিস্ক নিয়ে করা ভালো৷
আমি মনে করি যদি আপনি *স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করেন তাহেল রিভারেজ কোন সমস্যা নয় যে কোন লিভারেজেই ভাল কাজ করবে। কিন্তু যদি আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করে ট্রেড করেন তো কমপক্ষে 1:50 লিভারেজ নিয়ে ট্রেড করুন।