Originally Posted by
Traderboy
একাগ্র চিত্তে ভাবুন আপনার কি যোগ্যতা আছে ফরেক্স থেকে আয় করার। কত আয় করার সামর্থ আপনি রাখেন। প্রতিটি মানুষের কিছু কোয়ালিটি থাকে। কিছু যোগ্যতা তাকে। এগুলি সময়ের সাথে সাথেই হয়ে যায়। তবে ফরেক্স একটি ভিন্ন জগৎ। কেউ চাইলেই এখানে যোগ্য হতে পারে না। যোগ্য হতে চাইলে নিজের একাগ্রতা, চেষ্টা আর সাধনা, শ্রম ধৈর্য এখানে বিনিয়োগ করতে হয়। বিনিময়ে যোগ্য হয়ে ওঠে মানুষ। এখান আয় করবেন সেজন্য দরকার আপনার মানুষিকতার পরিমাপ। আপনার মানুষিকতা যত উন্নত আপনার আয়ের রেসিও তত ভালো হবে। লোভ মানুষের অনেক বড় শত্রু। তাই মানুষিকতার সাথে লোভের সংমিশ্রণ হলে এক্ষেত্রে সব যায়গায় আপনি লুজার হবেন।