আমিএই ধরনের ইনডিকেটর ব্যাবহারের প্রতি অনেক আগ্রহী আমি এটা ডাউনলোড করেছি এবং আশা রাখছি এ থেকে ভাল কিছু পাব । নিউজ সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারন এই সময় মুহূর্তের মধ্যে মার্কেট অনেক মুভমেন্ট করে থাকে । আশা করি এটা ভাল কাজে দেবে!
Printable View
আমিএই ধরনের ইনডিকেটর ব্যাবহারের প্রতি অনেক আগ্রহী আমি এটা ডাউনলোড করেছি এবং আশা রাখছি এ থেকে ভাল কিছু পাব । নিউজ সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারন এই সময় মুহূর্তের মধ্যে মার্কেট অনেক মুভমেন্ট করে থাকে । আশা করি এটা ভাল কাজে দেবে!
আমরা নিউজ টাইমে বিভিন্ন রকমের সাইট ব্রাউজ করে থাকি। আপনাকে ধন্যবাদ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপনার সফটওয়্যার কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে আমার জানা নেই।
ফরেক্স যেহেতু স্মার্ট ব্যবসা তাই এর কাজ গুলো করতে হবে স্মার্টলি। আমি মনে করি, ইন্ডিকেটোর নিউজ টাইম না বুঝে মানুয়ালি দেখা উচিৎ প্রতি দিনের খবর তাতে মার্কেট সম্বন্ধে আরও পরিচিত হওয়া যাবে।
আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে ভালবাসি। ফান্ডামেন্টাল এনালাইসিস কিংবা নিউজ ট্রেড করে প্রফিট করা সময় সাপেক্ষ বিধায় আমি সুইং ট্রেড করা পছন্দ করি। এক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস বেশ কাজ দেয়। অবশ্য কে কিভাবে ট্রেড করবে তা তার অভিজ্ঞতার উপরেই নির্ভর করে।
ধন্যবাদ আয়শা আক্তার আপনি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন।
নিউজ ইন্ডিকেটরটা এখানে কেউ আপলোড দিলে খুব ভাল হত।আমরা এ ফোরামে শুধু আলোচনা করে যাচ্ছি কিন্তু কেউ কোন সঠিকভাবে তথ্য আপলোড করছি না।আমি অন্যখানে ইন্ডিকেটরটা পেয়েছি।আমি এটার সাথে লিংক হিসাবে ফরেক্স ফ্যাক্টরী ব্যবহার করছি।
মার্কেটে নিউজ দেখার জন্য এরকম ইন্ডিকেটর খুব প্রয়োজন ছিল।আজ পেলাব।ফলাফল পেলে ধন্যবাদ।না পেলে ধন্যবাদ ফেরত দিতে ভুলবেন না।ফরেক্স খুব জটিল লাগে যখন বড় বড় নিউজগুলো দেখি ।আপনাদের অবস্থা কেমন থাকে?
নিউজ ট্রেডের ইন্ডিকেটর হলো বিভিন্ন নিউজ প্রোভাইডার সাইটের দ্রুত চলমান রিয়েল টাইম ইকোনোমিক ক্যালেন্ডার। এর মধ্যে প্রসিদ্ধ হলো ফরেক্সফ্যাক্টরি, ক্যাশব্যাকফরেক্স, ওয়ান্ডা, ইয়াহু, ইনভেস্টিং, ফরেক্সস্ট্রিট ইত্যাদি। আর নিউজের সময় যেহেতু স্পাইক হয় তাই স্পাইক দেখার জন্য স্পাইক ইন্ডিকেটর রাখা যেতে পারে। আর সঠিক সময় জানার জন্য টাইম ইন্ডিকেটরও রাখা যেতে পারে।
এই একই ইন্ডিকেটর আমি ব্যাবহার করি কিন্তু আমি তো এরকম কিছু দেখি নাই,এমঙ্কি নিউজ এর সময় এটি লাফাইতে থাকে কিছুই বুঝা যায় না,আর বুঝা না গেলে ট্রেড দিলে সাধারনত লস ই করি,তাইলে আপনি এটা দিয়ে কিভাবে কি করেন।
ভাল আমার অসরে এই বিষয়ে কিছুু জানা ছিল না। আপনার কাছ থেকে জানতে পেরে খুবি ভাল লাগর। আমি শুুধু জানতাম যে শুক্র বারেই শুধু হাই ইমপ্যাক্ট নিউজ আপডেট হয়। তবে আপনার দেয়া সাজেশন টি ডাউনরোড করতে পারলে লাভ হোত বোদ হয় কিন্তু দুর্ভাগ্য বসত আমরি ড্রপবক্স একাউন্ট নেই। তাই ডাউনলোড করতে পালাম না।
নিউজ ট্রেড করা নতুদের জন্য বকামি
কারন নতুন রা মারক্রেট নাহ বুইজা নিউজ ট্রেড করে এর ফলে
মারকেট আপনার বিপক্ষে গেলে হইত সব টাকা জিড়ো হতে পারে
আপনাকে অনেক ধন্যবাদ এই ইন্দিচাতর তা দেবার জন্য আমি এই ধরনের ইনডিকেটর অনেক দিন থেকে খুজছিলাম এত দিন পর পেলাম আমি মনে হয় এই ইনডিকেটর ভাল কাজ করবে চাট এ একটা ফটো দিলে আরও ভাল হত । আমার মাজে মাজে নিউজ দেখার সময় থাকে না তখন এই ইনডিকেটর ভাল কাজ করবে আমার জন্য ।
নিউজ বোঝার এবং এগুল কার্যকর করার উপায় বা কৌশল কি। নিউজে মাঝে মাঝে কিছু কারেন্সি পেয়ারের সিগন্যাল দেখি এগুলো কি অনুসরণ করা যায় । যদি করা যায় তবে দু' এক জনের নাম উল্লেখ করবেন যার সিগন্যাল মটামটি সফল হয় তাদের নাম।
আমি এটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে রেখেছি দেখি কিছুদিন ব্যাবহার করে৷তারপরে বুঝবো এর প্রয়োগ যথার্থ কী না৷তখন নতুন সবাইকে বলতে পারবো এর প্রয়োজন আছে কী না৷তবে এধরনের নিউজ ইনডিকেটর গুগলে সার্স দিলে অনেক পাওয়া যায় কিনতু কার্যকারীতা কেমন হবে সেটাই মূল বিষয়৷আমরা অনেকেই ট্রেড করতে বসলে টেনশনে থাকি তাই নিউজের সময় সতর্ক থাকতে ভূলে যাই তাই ঐ নিউজের সময় যদি কোনো ইনডিকেটর আমাদেরকে ৫/১০ মিনিট পূর্বেই নিউজের এলার্ম দেয় তাহলে আমরা ঐ সময় সতর্ক হবো৷এটা আমাদের উপকারই হবে৷