স্কাল্পিং ফরেক্স এ খুবই জনপ্রিয়। কারন আপনি স্কাল্পিং করে ১০-২০পিপ্স মার্কেট থেকে খুব দ্রুত নিতে পারেন। ১০-২০ পিপ্স নিয়ে ট্রেড ক্লোজ করাই হছে স্কাল্পিং। এর থেকে বেশি ট্রেড ওপেন করে রাখলে সেটা সাধারন ট্রেড হয়ে যাবে।
Printable View
স্কাল্পিং ফরেক্স এ খুবই জনপ্রিয়। কারন আপনি স্কাল্পিং করে ১০-২০পিপ্স মার্কেট থেকে খুব দ্রুত নিতে পারেন। ১০-২০ পিপ্স নিয়ে ট্রেড ক্লোজ করাই হছে স্কাল্পিং। এর থেকে বেশি ট্রেড ওপেন করে রাখলে সেটা সাধারন ট্রেড হয়ে যাবে।
স্কালপিং ট্রেডিং টা হলো অনেকটা হিট এন্ড রানের মত।সময় সুযোগ বঝে ভালো একটা সেট আপ পেলে ৫ - ১০ পিপ্স এর জন্য ট্রেডে এন্ট্রি দেওয়া এবং অল্প লাভ নিয়ে বের হয়ে যাওয়াকেই স্ক্যাল্পিং ট্রেডিং বলে।
মূলত স্ক্যালপিং বলতে আমরা বুঝি খুবই অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করা। এবং খুব তাড়াতাড়ি ট্রেডটি ক্লোজ করে দেয়া। মার্কেটে যখন মুভমেন্ট কম থাকে। ১ মিনিট অথবা ৫ মিনিটের চার্টে ফেলে ট্রেড করা হয়। লাভ হোক বা লস হোক খুব তাড়াতাড়িই ট্রেডটি ক্লোজ করে দেয়া হয়। স্ক্যালপিং করতে গেলে আপনাকে বেশি একটা এ্যানালাইসিসের দরকার হয় না। তবে অভিজ্ঞতার দরকার আছে তা না হলে আপনি কখনোই স্ক্যালপিং করতে পারবেন না।
স্কাল্পিং অনেকে ঝুকি মনে করেন। আসলে বাস্তবে এটাই সত্য। কারন মার্কেট ছোট টাইম্ফ্রেম দেখে বুঝা যায় না মার্কেট কোন দিকে যাবে। এর জন্য আপনাকে হাইয়ার টাইম ফ্রেম এ যেতে হবে মার্কেট বুঝার জন্য। স্কাল্পিং করার আগে আপানাকে অবশই হাই টাইম দেখে নিতে হবে।
আমি দেখেছি ফরেক্স মার্কেটে যারা নতুন আসে তাদের জন্য স্ক্যালপিং ট্রেড খুব জনপ্রিয় হইয়ে থাকে, এটা আমার নিজের বেলাইও হইছিল এবং সবার জন্য এটা হয় আমি মনে করি,স্ক্যালপিং হচ্ছে শর্ট টাইম ধরে ট্রেড করাকে বলা হয়ে থাকে, আপ্নে যদি চান অল্প সময় এর ভিতর আপ্নে প্রফিট বা লস করবেন তাহলে সেটা হবে স্ক্যালপিং ট্রেড।
মার্কেট সবসময়ই ওঠা ও নামে, আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লাভ নিতে পারেন। এর জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে । এর জন্য ভাল ভাবে মার্কেট এনালা্ই করত হবে । মূলত স্ক্যাল্পিং হল, কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস।
স্ক্যাল্পিং করতে হলে আপনাকে মার্কেটে অধিক দক্ষ ট্রেডার হতে হবে।নয়ত আপনি সঠিকভাবে স্কাল্পিং ট্রেড করে লাভবান হতে পারবেন না।স্ক্যাল্পিং ট্রেড সাধারনত ১ থেকে ৩০ মিনিটের ট্রেডকে বলা হয়ে থাকে।স্ক্যাল্পিং ট্রেড করতে হলে আপনার নিউজের দিকে খেয়াল করতে হবে।
মার্কেট যে সময় গুলোতে বেশি অঠা নামা করে ঐ সময়ে ট্রেডার রা ৫-১০ মিনিট বা তার থেকে বেশি বা কম সময়ের মধ্যে ছোটো ছোটো ট্রেড দিয়ে প্রফিট করে এ সকল ছোটো ট্রেড কে স্ক্যাল্পং বলে।স্ক্যাল্পিং এর জন্য ট্রেডার কে দক্ষ হতে হয় কারন এ সময়ে ছোট ভুলে অনেক বড় ক্ষতি হতে পারে।স্ক্যাল্পিং এ অনেক বেশি ঝুকি বহন করতে হয়।নতুন বা অনভিজ্ঞ ট্রেডার রা স্ক্যাল্পিং না করাই ভালো।
স্ক্যালপিং বেশিরভাগ সময় অভিজ্ঞ ট্রেডাররা ব্যাবহার করে।এতে করে তারা অল্প সময়ের জন্য একটি ট্রেড ওপেন করে এবং অল্প পিপস লাভ হতেই তারা ট্রেডটি ক্লোজ করে দেয়।তবে এর জন্য সঠিক এনালাইসিস দরকার তা নাহলে বড় লস হতে পারে।
ফরেক্স মার্কেট এ ২০ পিপ্স এর নিচে যে লাভ করা হয় বা আপনার টেড ইং সিস্টেম এ যদি ২০ পিপ্স এর নিচে লাভ হয় তাকে স্ক্যালপিং টেড বলে । স্ক্যালপিং টেড সাধারনত ১৫ মিনিট এর নিচের চাট এ করা হয় আপনি যদি স্ক্যালপিং টেড ভাল করে করতে পারেন তা হলেও আপনি অনেক ডলার লাভ করতে পারবেন যারা ফরেক্স মার্কেট এ নতুন টেড আর তারা সাধারণত স্ক্যালপিং করে টেড শুরু করে স্ক্যালপিং করার অনেক ভাল টেড ইং সিস্টেম পাওয়া যায়
আমাদের সবার জানা আপনি ফরেক্স এ বিভিন্ন উপায়ে ট্রেড করতে পারেন । তার মধ্যে স্কেল্পিং একটি উপায় । এই স্কেল্পিং হল খুব অল্প সময় এ ট্রেড করে কিছু পিপস হাতিয়ে নেওয়া । আপনি ১৫ থেকে ৩০ মিনিট মধ্যে ট্রেড করে যে যা প্রফিট করে সেটাই হল স্কাল্পিং । ফরেক্স এ স্কাল্পিং করে অনেক ভালো মুনাফা অর্জন করা যাই । তাই আমি একজন ভালো স্কাল্পার হতে চাই ।
স্ক্যাল্পিং হচ্ছে অল্প সময়ের ট্রেড। মার্কেটের উঠানামার ভিততে অল্প সময়ের জন্য ট্রেড দিয়ে অল্প লাভে সেই ট্রেড ক্লোজ করাকে স্ক্যাল্পিং হিসেবে জেনে থাকি। সাধারনত নিউজ পাবলিশ হওয়ার পর মার্কেট খুব বেশি হারে উঠানামা করে। এ সুযোগটাকে কাজে লাগিয়ে ট্রেড করাই হচ্ছে স্ক্যাল্পিং। অল্প স্ময়ের টাইমফ্রেম গুলি যে যত সহজে বুঝতে পারে সে তত তাড়াতাড়ি স্ক্যাল্পিং-এ সফলতা পায়। তবে স্থায়ী ভাবে মার্কেটে টিকে থাকতে হলে বড় টাইমফ্রেম গুলি ফলো করে ট্রেড করতে হয়।
ফরেক্স মার্কেট যে অবস্থানে থাকুক না কেন (আপট্রেন্ড,ডাউনটেন্ড,রেঞ্জ বাউন্ড)। ছোট মুভমেন্ট সবসময়ই করে। এই ছোট মুভমেন্টকে কাজে লাগিয়ে ট্রেড করাকে স্ক্যাপ্লিং বা শর্ট ট্রেড বলে। স্ক্যাপ্লিং এর জন্য টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ১মিনিট থেকে ৩০মিনিটের টাইমফ্রেমগুলো স্ক্যাপ্লিং এর জন্য ব্যবহৃত হয়। সাধারনত ২০ পিপসের নিচে ক্লোজ করা ট্রেডকে স্ক্যাপিং বলে।স্ক্যাপ্লিং জন্য কারেন্সি পেয়ার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে সকল কারেন্সি পেয়ার কম স্প্রেড সে সকল কারেন্সি নির্বাচন করা ভাল। স্ক্যাপ্লিং করা মারাত্মক ঝুকিপূর্ণ। স্ক্যাপ্লিং- বিনিয়োগকৃত মূলধন সবসময়ই ঝুকির মধ্যে থাকে। অনেকে মনে করে স্ক্যাপ্লিং করার জন্য তেমন কোন জ্ঞান প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারনা, পর্যাপ্ত ফরেক্স জ্ঞান ও এনালাইসিস ছাড় স্ক্যাপ্লিং করা ঠিক না।
কোন সমস্যানেই তবে খেয়াল রাখা ভালো যেন অ্যাভারোজ মার্কেট টাইম মোটামুটি ১৫ মিনিট এর বেশি হয় । তাহলে আর সমস্যা হবে বলে মনে হয় না । স্ক্যাল্পিং এর সময় উদ্দেশ্য থাকে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে কাজে লাগিয়ে প্রফিট করা । স্পেড ব্যয় এবং ঝুকি দুটোই বেশি থাকে ।
অনেক ট্রেডারদের দেখা যায় যারা তাদের মার্কেটিং স্ট্রাটেজিতে স্ক্যালপিং পদ্ধতি বেছে নেয় । আপনি অল্প সময়ে মার্কেট এর মুভমেন্ট যত ভালো বুঝবেন আপনি স্ক্যাল্পিং এ তত বেশি সফল হতে পারবেন । স্ক্যাল্পিং করার জন্য আমাদের উচিৎ ছোট টাইম ফ্রেম নিয়ে বেশি বেশি এ্যানালাইসিস করা ।