-
আমরা মারকেট কে চাট এ দেখি। এই চাটে ক্যান্ডেল স্টিক থাকে। এখন মারকেট বাই নাকি সেল মুড এ আছে এটা কে সহজে বুজার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনডিকেটর ব্যবহার করি। এই ইনডিকেটর এর কাজ হলো মারকেট এর পাইস কোন দিকে আছে তা নিদেশ করা। বা আমাদের কে পরবতীতে মারকেট কোন দিকে যেতে পারে তাকে নিদেশ করা। তবে ইনডিকেটর এর কিছু দুভলতা আছে। সে গুলো বুজে ইনডিকেটর মেনে ট্রেড করা উচিত। তাহলেই সফল ভাবে ট্রেড করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট এ তিন প্রকার এর এনালাইসিস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।আর টেকনিক্যাল এনালাইসিস এর অন্যতম হাতিয়ার হচ্ছে ইন্ডিকেটর।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্থা সম্পর্কে জান্তে পারি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে এর ট্রেড করতে পারি।ইনডিকেটর ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়া সম্ভব নই।কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করার অন্যতম হাতিয়ার হচ্ছে ইনডিকেটর।যা মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ইনডিকেটর হল নির্দেশক ফরেক্স মার্কেট বুঝতে আপনাকে সাহায্য করে। ফরেক্স মার্কেটে সম্পর্কে অতীত বর্তমান জেনে এনালাইসিস করা। আমরা মার্কেট সম্পর্কে স্বাবাভিক ধারনা নিতে হলে বিভিন্ন রকমের ইনডিকেটরের মাধ্যমে আমাকে জানতে হয় কখন বাই বা সেল করব সেটা আমরা বিভিন্ন ইনডিকেটর দেখে করি। আমাদের ইনডিকেটর নিয়ে অনেক এনালাইসিস করতে হয়।
-
ফরেক্স বাজার প্রতিমুহূর্ত পরিবর্তনশীল। তাই এই বাজার পরিবরতন সম্পরকে আগে থেকে বুঝার জন্য কিছু ইন্ডিকেটর আছে যা আমাদের ফরেক্স বাজার আনালাইসিস করার জন অনেক সহায়তা করে। এদের মধ্যে মুভিং এভারেজ অন্যতম। এছাড়া আর আছে,
বলিংগার ব্যান্দ, জিগজ্যাগ, পিভাট পয়েন্ট, ওসিলেটর,,,এগুলো বাজার আনালাইসিস করার অনেক গুরূত্বপূর্ন ইন্ডিকেটর।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে আমরা বুঝে থাকি যার মাধ্যমে আমরা বাই বা সেল ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেট আছে যে ট্রেডার যেটা পছন্দ করে তা দিয়ে ট্রেডিং করে থাকে,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে ইন্ডিকেটর ব্যাবহার করে ভাল ট্রেডিং শিখতে পারি।
-
ফরেক্স বাজার প্রতিমুহূর্ত পরিবর্তনশীল।। ফরেক্স বাজারে কারেন্সির মুল্য প্রতিমুহূর্ত উঠানামা করে।। এই উঠানামার পরিমাণ গড়ে কতটুকু মুভ করে তা ফরেক্স ব্রোকারে ইন্ডিকেটর এর মাধ্যমে বোঝা যায়।।
-
ইন্ডিকেটর হল একধরনে প্রতীক যেগুলো দারা ফরেক্স মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে তা বুঝা যায়। ইন্ডিকেটর ছাড়া ফরেক্স ট্রেডিং করা খুব কঠিন। কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো খুব উপকারি। কিন্তু সব ইন্ডিকেটর সঠিক দিক নির্দেশনা দেয়না।
-
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর আমি যতটুকু জানি ইন্ডিকেটর হল এক ধরনের নির্দেশক যা দিয়ে আপনি ফরেক্স এর মার্কেট এর উঠা নামা সমন্ধে জানতে পারবেন। ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ভালো ভাবে জানা যায়। ফরেক্স এ ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে যেমন প্রফিট হবে ঠিক তেমনি লস ও হতে পারে। তাই ইন্ডিকেটর এর নির্ভর হয়ে সবসময় ট্রেড করা উচিত নয়।
-
অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন। তাই নিজেও এনালাইসিসের মাধ্যমে ট্রেড পরিচালনা করুন।
-
ইন্ডিকেটর মানে হলো ফরেক্স মার্কেট যে ক্যান্ডেল এর ধাপ গুলো উঠানামা করে যে ধারনা করা হয় বা পাওয়া যায় তাই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় যে মুদ্রার দাম কত উঠানামা করে তা ধারনা করা যায়। এ ইন্ডেকেটর দেখে আমরা ঝুকি নিয়ে ফরেক্স এ ট্টেড করে আয় করতে পারব।
-
ইন্ডিকেটর আসলে এটি একটি নির্দেশক হিসেবে কাজ করে। আপনি যদি মার্কেট এর মুভমেন্ট প্রাইচ যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে এ ব্যপারে ইন্ডিকেটর সাহায্য করতে পারে। আর ইন্ডকেটর ব্যবহার করে ও আপনি ভাল ট্রেড করতে পারেন। আগে আপনাকে ইন্ডিকেটর নিয়ে রিসার্স করতে হবে।
-
ইন্ডিকেটর ফরেক্স এ অনেক গুরুত্তপূর্ন একটি টুল। যা দিয়ে আপনি মার্কেট এর প্রাইচ মুভমেন্ট অনুধাবন করতে পারবেন। মেটা ট্রেডার প্লাটফরামে এ ইন্ডিকেটোর সেকশনে অনেক ইন্ডিকেটর দেয়া আছে। আপনি সেগুলো ব্যবহার জেনে তা ট্রেডিং এ কাজে লাগাতে পারেন।
-
আপনি ঠিকই বলেছেনবলে আমিমনে করি এজন্য এ বিষয়ে আমি আপনার সাথে পুরোপুরি একমত। একধরনের বিশেষ নির্দেশক টুলস যা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে এবং ট্রেন্ড সম্পর্কে ধারনা প্রদান করে তাকে আমরা ইন্ডিকেটর বলি। বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের মধ্যে বোলিংজার ব্যান্ডস, আরএসআই, মুভিং এভারেজ ইত্যাদি অন্যতম ভূমিকা পালন করে আসছে।
-
ইন্ডিকেটর হলো নির্দেশক । ইন্ডিকেটরের সাহায্যে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি । ইন্ডিকেটর ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো দিক নির্দেশনা দিয়ে থাকে যে মার্কেট কোন দিকে যেতে পারে । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার হরা হয়ে থাকে । যার কাছে যে ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেডে ভালো সুবিধা পাওয়া যায় সেই ট্রেডার সেই ইন্ডিকেটরের দিক নির্দেশনা ফলো করে ট্রেড করতে থাকে । ইন্ডিকেটরের কাজ হল ট্রেডারকে ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দিয়ে সাহায্য করা যাতে ট্রেড ভালো ট্রেড করতে পারে ।
-
আসলে ইন্ডিকেটর হচ্ছে এক ধরনের নির্দেশক,মার্কেট প্রাইস সামনে বাড়বে না কমবে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি খুব সহজেই নির্নয় করতে পারবেন।কিন্তু ইন্ডিকেটর ফান্ডামেন্টাল এনালাইসিস এর কারনে সবসময় সঠিক নির্দেশনা দেয়না,ফলে ট্রেডাররা অনেক লস করে থাককে।তাই ইন্ডিকেটরের ওপর সবসময় নির্ভরলীল হওয়া ঠিক নয়।
-
ফরেক্স ইন্ডিকেটর হচ্ছে মূলত প্রাইস আপ-ডাউনের একটি চিত্রভিত্তিক নির্দেশনা। ইন্ডিকেটর মার্কেটের পূর্ববর্তী পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী অবস্থান সম্পর্কে আপনাকে ধারনা দিবে। ইন্ডিকেটর হল ফরেক্স এ মার্কেট এর বায় এবং সেল এর যে ধাপ গুলো দেখা যায় এর যে গতিবিধি হয় তাই ইন্ডিকেটর।
-
অনেকের ধারনা ইন্ডিকেটর প্রাইস আপ-ডাউনের সিগন্যাল মানেই দিয়েছে তার মানেই হল এখন বাই করতে বলছে বা সেল করতে বলছে। কিন্তু ইন্ডিকেটর যদি বলে এখন আপট্রেন্ড হতে পারে, তারমানে হল ইন্ডিকেটরের হিসাব অনুসারে এখন মার্কেট আপট্রেন্ডে যেতে পারে। অথবা ডাউনট্রেন্ড মনে হচ্ছে শেষের দিকে, বা মার্কেট ওভারসোল্ড। নির্ভর করে ইন্ডিকেটরের ওপর। তাই আপনি যদি ভালো বিভিন্ন ধরনের কয়েকটি ইন্ডিকেটর ব্যবহার করেন, তবে আপনি মার্কেট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। সেটা আপনার অন্য অ্যানালাইসিসের সাথে যুক্ত করে ট্রেড করুন। সেইক্ষেত্রে সঠিক ট্রেড করার সুযোগ অনেক বাড়বে। ইন্ডিকেটরকে কখনও অন্ধভাবে অনুসরণ করবেন না। আইডিয়া নিন, আর কাজে লাগান।
-
ফরেক্স করতে গেলে কিছু কিছু সিস্টেম অবলম্বন করতে হয়ে থাকে সেইরকম ই ইন্দিকেটর একটি ধাপ । ইন্ডিকেটর বলতে আমরা সহজ ভাসায় বুঝি তা হল নির্দেশক । ফরেক্স মার্কেটের ইন্ডিকেটর দিয়ে আমরা মারকেট এনালাইসিস করতে পারি মার্কেট উপ্রে যাবে না নিচে নাম্বে । ইন্ডিকেটর ফলো করে ট্রেড করলে অনেক সুবিধা হয় ।
-
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
-
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
ফরেক্স ইন্ডিকেটর হচ্ছে মূলত প্রাইস আপ-ডাউনের একটি চিত্রভিত্তিক নির্দেশনা। ইন্ডিকেটর চার্ট এর যে চিহ্ন দেখা যায় যা এর গতিবিধি কে বোঝায়। ইন্ডিকেটর মার্কেটের পূর্ববর্তী পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী অবস্থান সম্পর্কে আপনাকে ধারনা দিবে। সহজ কথায়, বর্তমান প্রাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ হবে সেই নির্দেশনা আপনি ইন্ডিকেটরের মাধ্যমে পাবেন।
-
মার্কেটের গতিবিধি নির্দেশসিত হই ইনডিকেটর দারা, যার দ্বারা মার্কেটের উঠা-নামা বোঝা যায়।অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন।
-
ইন্ডিকেটর হল পথ প্রদর্শক । ইন্ডিকেটর ছাড়া খুব কম সংখ্যক মনুষ ফরেক্স মার্কেটে ট্রেড করে । আমি মনে করি ইন্ডিকেটর ছাড়া আমাদের ট্রেড করা ঠিক নয় । কারন ইন্ডিকেটরই পারে আমাদের অনেক টাকা প্রফিট করিয়ে দিতে । কারন ইন্ডিকেটর পথ দেখিয়ে দেয় যে কন দিক আ ট্রেড করব । বাই দেবো না সেল দেবো । আমি সব সময় ইন্ডিকেটর ব্যবহার করে থাকি ।
-
আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷অবশ্যই ফ্লাটফর্ম থেকে ট্রেন ছাড়ার পূর্বেই আমাদের কে ট্রেনে উঠে নিজের সিটে বসতে হয়৷ট্রেন ছেড়ে দেওয়ার পরে নয়৷মার্কেট প্রাইসও ঠিক এইভাবে আপ ওয়েতে বা ডাউন ওয়েতে চলে যাওয়ার আগেই আমাকে ট্রেডে এন্ট্রী করতে হবে৷তাই এক্ষেত্রে যেকোনো ইনডিকেটর তেমন কিছুই বলতে পারবে না যে প্রাইস এখন আপে যাবে না কী ডাউনে যাবে৷কিছু টেকনিক্যাল এনালাইসিসের জন্য ইনডিকেটরদের একটু নাড়াচাড়া করা যেতে পারে মাত্র৷
-
ইন্ডিকেটর হচ্ছে একটি নির্দেশিকা, যা আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে একটা সিগন্যাল পদর্শন করে থাকে। তবে সর্বদা এই সিগন্যাল সঠিক হয় না। ইন্ডিকেটর অনেক সময়ই ভূল সিগন্যাল পদর্শন করে থাকে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা তিন ধরনের এনালাইসিস করি। ইন্ডিকেটোর ও একটি এনালাইসিস।জার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্তা সম্পর্কে জানতে পারি। ফরেক্স মার্কেট কি ইঙ্ক্রেচিং হবে না ডিক্রেচিং হবে তা আমাদেরকে জানিয়ে দেই। ফরেক্স মার্কেট এ লাভ লস উভইটী আমরা ইন্ডিকেটোর এর মাধ্যমে কোরতে পারি। তাই আমি ভিবিন্ন ধরনের ইনডিকেটর এর মাধ্যমে এনালাইসিস করে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ইন্ডিকেটর হচ্ছে ফরেক্স মার্কেট এর বিভিন্ন মুভমেন্ট এর গানিতিক প্রকাশ।ইন্ডিকেটর এর সাহায্যে আমরা সহজেই মার্কেট মুভমেন্টর বিভিন্ন গানিতিক হিসাব চিত্রের মাধ্যেম দেখতে পাই।এই ইনডিকেটর দিয়ে আপনি মার্কেট এর অবস্থান সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স মার্কেট টেকনিকেল এনালাইসিস একটি গুরত্ত পুরন জিনিস ।আর এই এনালাইসিস এর জন্য ইনডিকেটর খুবে দরকার।ফরেক্স ব্রোকার গুলোতে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়।এক্সেমনঃ-বুলিঙ্গার বেন্ডস,মুভিং এভারেজ ইত্যাদি।এছাড়া অনলাইনে হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়
-
ভাই এখানে ইন্ডিকেটর হল ফরেক্স মার্কেটে নদী পার হবার বাহন কিংবা বলতে পারেন ইন্ডিকেটর হল এক ধরনের দিক নির্দেশক, আপনার পথ চলার সাথী যে আপনাকে তার অনুমান মোতাবেক কিছুটা ধারনা প্রদান করবে এবং বাকী ৭০% আপনাকে আইডিয়া করে নিতে হবে। কারন এখানে আপনি ডিসিসন নিবেন যে আপনি বাই না সেল ট্রেড নিতে আগ্রহী। সুতরাং বলা যায় ইন্ডিকেটর হল মার্কেটের আগাম পূর্বাভাস।
-
সোজা কথায় মার্কেট বোঝার জন্য কিছু টুল ব্যবহার করা হয় যাকে আমরা ইন্ডিকেটর বলি। অনেক রকমের ইন্ডিকেটর আছে সব গুলো ইন্ডিকেটর সবার জন্য বোধগম্য নয় তাই এত ইন্ডিকেটর। কিছু ইন্ডিকেটর আছে মার্কেট এর দিক নিদেশের্না বা ট্রেন্ড দেখার জন্য অবার কিছু আছে বায়ার সেলারের অবস্থা পরিমাপ করতে, আবার কিছু আছে সাপোর্ট এবং রেজিষ্ট্যান্স পরিমাপ করতে।যেমন: মুভিং এভারেজ সবচেয়ে বেশী ব্যবহ্রত ট্রেন্ড ইন্ডিকেটর, ফিবোনাচ্ছি ইন্ডিকেটর আছে সাপোর্ট এন রেজিস্ট্যান্স বুঝতে ইত্যাদি।
-
ইন্ডিকেটর হলো ট্রেডিং এর সরঞ্জাম যার মাধ্যমে আপনি বাজারের ধারণা পেতে পারেন। সাধারণত ইন্ডিকেটর ব্যবহার করা হয় বাজার সম্পর্কে জানার জন্য। কারণ আপনি বাজার সম্পর্কে না জানলে বাজারে ঠিকমত প্রবেশ করতে পারবেন না আর বাজারের ঠিকমত প্রবেশ করতে না পারলে আপনি ঠিকমত মুনাফা করতে পারবেন না। তবে আমার জানামতে সবাই ইন্ডিকেটর ব্যবহার করেন না, কারণ ইন্ডিকেটর এর সাহায্যে সবসময় বাজার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে সাধারণত কোন একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করাকে বোঝায়। তাই এটাকে আপনি এখানে মার্কেটের দিক নির্দেশক হিসেবে ধরে নিতে পারেন যে, মার্কেটটা আসলে ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ডের দিকে ইশারা করছে। সুতরাং এখানে মুভিং এভারেজ থেকে শুরু করে আর যত টাইপের ইন্ডিকেটর আছে, ফরেক্স ট্রেডারগণ একেক জন একেক ধরণের ইন্ডিকেটর নিয়ে এখানে ট্রেড করে থাকেন।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে বুঝায় এটা ফরেক্স মার্কেটের পজিশন বুঝার জন্য যে দিক নির্দেশনা দিয়ে থাকে সেটাই হচ্ছে ইন্ডিকেটরের কাজ। আর এই দিক নির্দেশনা দেখে একজন ট্রেডার তার ট্রেডিং কৌশলের ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকে। আর সে অনুযায়ী সে তার ট্রেড পরিচালনা করে থাকে। অর্থাৎ এই মার্কেটে মুভিং এভারেজ থেকে শুরু করে যত প্রকার ইন্ডিকেটর আছে যা ট্রেডারদের সুবিধা দিয়ে থাকে সবই ইন্ডিকেটের মধ্যে পড়ে। আর এটা ব্যবহার করে একজন ট্রেড সফলতা অর্জন করতে সক্ষম হয়।
-
ইন্ডিকেডর হলো এক ধরনের নিণায়ক যা দিয়ে আমরা খুব সহজেই কারেন্সি পেয়ার এর গতি পথ জানতে পারি। ট্রেডিং এর জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে।
-
টেকনিক্যাল এনালাসিস করার জন্য ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে। তবে শুরু ইন্ডিকেটরের উপর ভিত্তি করে ট্রেড করা ঠিক নয়।
-
আমি যতটুকু জানি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সামনে পেয়ারের প্রাইস বাড়বে কি বাড়বেনা। অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে।
-
ফরেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে কিছুই জানতে হয় আর বেশি বেশি পড়া শুনা করতে হয়।ফরেক্স মার্কেটে যে যেমন সময় দিবে সেই বেশি কিছু ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারবে।ইন্ডিকেটর সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হলে আমি মনে করি আপনি বেবি পিপ্স ডট কমে ভাল করে লিখা আছে।
-
আমি বলবো এক কথাই ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক ।অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।
-
আমরা জানি আমি বলবো এক কথাই ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক ।অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।
-
ইন্ডিকেটর হল ফরেক্স মার্কেটের গতিবিধি জানার একটা টুলস । এই টুলস টা ব্যবহার করে আপনি আপনার মার্কেট কে ভাল করে নিয়ন্ত্রন করতে পারেন । আমরা আসলে ফরেক্স মার্কেট কে ভাল করে জানার জন্য এই টুলস ব্যবহার করে থাকি ।
-
যারা ইন্ডিকেটর তৈরি করেন তাদের মতে ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সামনে পেয়ারের প্রাইস বাড়বে কি বাড়বেনা। অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন। তাই নিজেও এনালাইসিসের মাধ্যমে ট্রেড পরিচালনা করুন।