আমার মতে রোবট এর ম্যারমে কাজ করার েচয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করাই ভাল ।এর ফলে আপনার ট্রডের সমপকে জ্ঞান বারবে এবং ট্রড সমপকে অভিগতা বারবে আমি মনে করি ।
Printable View
আমার মতে রোবট এর ম্যারমে কাজ করার েচয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করাই ভাল ।এর ফলে আপনার ট্রডের সমপকে জ্ঞান বারবে এবং ট্রড সমপকে অভিগতা বারবে আমি মনে করি ।
আমার মতে নিজের বুদ্ধি দিয়ে কাজ করা অনেক ভাল। রোবট এর মাধ্যমে কাজ করলে অনেক কিছু শেখা যাই না। আর তাছাড়া নিজে কাজ করলে নিজের অনেক অভিজ্ঞতা বাড়ে। যার ফলে আগামীতে সাফলতা অজন করা খুব সহজ হয়। আর যদি নিজে কাজ না করে রোবট ব্যবহার করে কাজ করা যায় সেইখান এ লস এর সম্ভাবনা ও অনেক বেশি থাকে। তাই নিজের কাজ নিজে করায় ভাল।
না কখনই রোবট এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয় । আপনি নিজে এনালাইসিস করে ট্রেড করুন । নিজে মার্কেট বোঝার চেষ্টা করুন , আর এজন্য আপনাকে ধৈর্য্য ধরতে হবে । ফরেক্সে একদিনে কোতিপটি হয়া যায় না । এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে , মার্কেট এনালাইসিস করা শিখতে হবে তারপর আপনি একদিক সাফল্যের মুখ দেখবেন । আর রোবট যে ১০০% সঠিক ট্রেড করতে সক্ষম তা কিন্তু নয় । আর রোবট তো মানুষেরই তৈরি । কাজেই মানুষ ভুল করলে রোবটও ভুল করবে । আর এর নিজে সিদ্ধান্ত নেবার কোন ক্ষমতা নাই যা পুর্বে থেকে দেয়া থাকে তাই সে করতে পারে ।
রোবটের মাধ্যমে ট্রেড করতে পারলে ভাল ফলাফল পাওয়া যায়।তবে আপনি যদি রোবটের মাধ্যমে ট্রেড করতে চান তাহলে প্রথমে আপনাকে ভাল করে ট্রেডিং কৈৗশল শিখতে হবে।কারন আপনি যদি ভাল না জানেন তাহলে রোবট দিয়ে ট্রেড করতে পারবেন না্।রোবট সেট করতে হলে আপনাকে মাকেট সমন্ধে অনেক জানতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে।
আমার মনে হয় রোবট দিয়ে ফরেক্স ট্রেড করলে লাভ ও আছে আবার লস ও আছে , রবোট হোল এক্তা সফটওয়্যার আর আপনি রোবট কে যে ভাবে দিবেন ও সেই ভাবেই ট্রেড করবেন টাই লাভ হলেও অল্প র লস হলেও অল্প কিন্ত আপনি নিজে করলে লাভ বেশি করতে পারবেন
ফরেক্স মার্কেটে আমার মতে রবট ব্যবহার করে ফরেক্স ট্রেড করা ভাল না কারন রবট দিয়ে আয় করা জায় সত্য কিন্তু রবট দিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করা জায় না কারন আমি ফরেক্স মার্কেটে জত ট্রেড করবো আমার মার্কেট সম্পরকে ততই ভাল অভিজ্ঞতা আসবে এই জন্য রবট দিয়ে ট্রেড করলে সেটা সম্ভব হবে না ।
রোবট একটি সফটওয়্যার যা নিজে নিজে ট্রেড করে . তাকে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম করে দেওয়া হয়। সে তার উপর ভিত্তি করে বাই সেল করে ট্রেড করে। রোবট ব্যাবহার করে ট্রেড করলে লাভ হবে সাথে লস ও হবে। দক্ষ ট্রেডাররা রোবট ব্যবহার করে ট্রেড করে থাকে। আমার মতে যারা নতুন তাদের উচিত রোবট না ব্যবহার করা।
ফরেক্স মারকেটে জারা ভাল অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডার তারা ফরেক্স মার্কেটে রবট দিয়ে ফরেক্স ট্রেড করে না কারন রোবট ফরেক্স মারকেটে জারা ফরেক্স সম্পরকে ভাল জানে না তারা রোবট দিয়ে ফরেক্স মারকেটে ট্রেড করে আর রোবট দিয়ে ট্রেড করা ভাল না কারন রোবট দিয়ে ট্রেড করলে ফরেক্স সম্পরকে অনেক কিছু জানা জায় না ।
ফরেক্স মার্কেটে যদি আপনি একজন রিয়াল ট্রেডার হতে চান তাহলে রোবট ব্যবহার করবেন না ।রোবট হল একটি অটোম্যাটিক সিস্টেম যেখানে আপনি কন প্রকার কষ্ট ছাড়া ট্রেড করতে পারবেন কিন্তু এতে আপনি ফরেক্স মার্কেট সমন্ধে শিখতে পারবেন না।তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে রোবট এর মাধ্যমে ট্রেড করা ভাল না।
রোবট এর ম্যারমে কাজ করার চেয়ে
নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করাই
ভাল।তার পরেও রোবট নিয়ে কাজ করে
আপনি যদি ভাল বোধ করেন টা ভাল।
এটা আপনার দক্ষতার ব্যাপার।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক রকমের ইনডিকেটর ব্যবহার করা যায় কিন্তু রোবট তার একটি মাধ্যম। আমার কাছে মনে হয় যে রোবট দিয়ে ট্রেড না জরায় ভাল কারন যারা বানাই তারাতো রোবট দিয়ে অনেক টাকার মালিক হতে পারে। তাহলে কেন তারা এই রোবট মাকেটে ছারে। অনেক নতুন ট্রেডার দের কাছে রোবটের কথা বলে টাকা হাতিয়ে নেই।
আমি মনে করি যে রোবট টা কি তা জানা টা ভাল কিন্তু রোবট দিয়ে টেড করার মোটেও ভাল না, এই প্রভাব নতুন ট্রেডার মধ্যে অনেক বেশী তারা মনে করে ফরেক্স ইনভেষ্ট করে রোট দিয়ে ট্রেড করে অনেক টাকা আয় করবো যা বাস্তবতা উল্টো, তাই নিজে ট্রেড করুন তাহলে ফরেক্স সম্পর্কে ভঅল ধারনা হবে ধীরে ধীরে ভাল করবেন.
রোবট ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করা যায় অনেকেই এটি করে থাকে তবে আমি যতদূর দেখেছি এবং যানি তাতে করে বলতে পারি যে আসলে রোবট কিন্তু সব সময় মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট যথাযথো ভাবে ধরতে পারে না সেই কারনে আমি মনে করি রোবটের উপর নির্ভরশীল না হয়ে নিজেস্ব ট্রেডিং কেৌশরৈ ট্রেড করাই সবচেয়ে ভাল এতে করে ভূল ট্রেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কুমিয়ে আনা সম্ভাব।
রোবটের মাধোমে ট্রেড করা ভাল এবং রোবটের মাধোমে ট্রেড করা যায় , কিন্তু রোবট কারেনসির মারকেটে মুভমেন্ট ধরতে পারেনা । তাই আমার কাছে মে হয় আমাদের করনীয় হচ্ছে শুধু মাএ রোবটের উপর নিভরশীল না হয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে , এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে ট্রেড করতে হবে সেই সাথে নিজেকে একজন দক্ষ ট্রেডারের পরিচয় তুলে ধরতে হবে ।
জি রোবট এর মাধমে ট্রেড করাটাও অনেক ভালো, তবে বেপার হলো আমরা অনেকেই ফ্রি রোবট ট্রেড করে থাকি, কিন্তু রী ট্রেড মার্কেট এর অনেক কন্দিতীয়ন এর সাথেই মিলিয়ে চলতে পারে না, ফলে ক্ষতির সম্মুখীন হয়. তাছাড়া ভালো ট্রেড করার জন্য আপনাকে দামী রোবট কিনতে হবে. যেকোনো ট্রেডিং এর ক্ষেত্রেই আমাদেরকে আগে ডেমো ট্রেডিং এ ট্রেড করে দেখতে হবে.
রোবট এর দিয়ে ট্রেড করা মোটেও ভালো না। রোবট দিয়ে ট্রেড করলে আপনি কোন্দিন ভালো ট্রেডার হতে পারবে না। রোবট দিয়ে যদি ভালো ট্রেড করা যেতো তাওহলে সবাই রোবট ব্যবহার করতো। তবে অনেক টাকা দিয়ে অনেকে রোবট বেচে। এগুলো ব্যবহার করে কোন লাভ নেই। কারন এগুলো মারকেটের গতিবিধি বুঝতে পারে না।
ফরেক্স মার্কেট এ আমরা যারা নিজেরা এনালাইসিস করে ট্রেড করি সেই ট্রেড করা অনেক ভাল,যদি নিজে না করে রোবট দিয়ে করাতে চান তাহলে রোবট যদি ভাল কাজ করে থাকে তাহলে প্রফিট হবে আর যদি ভাল ভাবে কাজ না করে তাহলে লস হবে,
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক ইন্ডকেটর ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমি মনে করি নিজে নিজে ট্রেড শিখে রুবটের মধ্যমে ট্রেড না করে নিজেই ট্রেড করা ভাল।এতে করে আপনার অবিজ্ঞতা অনেক বৃদ্ধি পাবে।
একটা কথা চিন্ত করুন যে রোবট যদি নিশ্চিতভাবে অনেক প্রফিট দিত তবে আমরা মনে হয় ফরেক্স মার্কেটে কেউ আর লুজার হত না ! কারণ সবাই রোবট ব্যবহার করে সব প্রফিট নিয়ে নিত ! আসলে ভাই রোবট , ঈন্ডিকেটর বেশিরভাগই শুধু একটা ধারণা প্রদান করতে পারে এবং এগুলো কোন প্রফিট দিতে পারে না তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে মেনুয়াল ট্রেডিং হল সবচেয়ে বেশি কার্যকর কারণ এখানে আপনি আপনার সামর্থ্যর উপর বেশি নির্ভরশীল হতে পারবেন
আমরা ইন্সটা ফরেক্স এর বাংলা ফোরামে পোষ্টিং করছি এখানে আমাদের কে যে বোনাস মানি দেওয়া হয় এটা শুধু ট্রেড প্রাক্টিস করার জন্য এখানে রোবট ব্যবহার করার সুযোগ নেই তবে যদিকেউ করে থাকেন তবে আর করবেন না যদি করেন তাহলে অ্যাকাউন্টেরর সব ব্যলেন্স খালি অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে আমাদেরকে শুধু শিখার জন্য দেওয়া হয়ে থাকে।
রোবট ট্রেড করতে হলে আপনাকে প্রথমে রোবট কিনতে হবে তারপর আপনি রোবট ট্রেড করতে পারবেন । এতো কিছু না করে নিজের অভিজ্ঞতা ট্রেড করলে আপনার জপন্ন এটা অনেক লাভ ।কারন আপনি নিজে ট্রেড করলে নিজে দেখে সুনে ট্রেড করতে পারবেন । কোথায় কি হচ্চে তা নিজের ছকে দেকতে পারবেন । লাভ লস এর কারন টা বুজতে পারবেন । এতে আপনার অন্ন রকম অভিজ্ঞতা হবে বলে আমি মনে করি । তাই আমি বলব রোবট ট্রেড করা ভাল না ।
ফরেক্স মার্কেটে কখনো রবটের মাধম ট্রেড করা ভাল না কারন ফরেক্স মার্কেটে রোবট দিয়ে ট্রেড করলে রোবট লাভ দেয় ঠিক তবুও রোবট সবসময় লাভ দিবে এমন কোন কথা নয় কারন রোবট লস করায় তাই আমি বলবো যে রোবট যদি লস করায় তখন আমি ট্রড ক্লোজ করতে পারব না আমি ট্রেদ করে যদি লস করি ক্লোজ করে দিতে পারব ।
রোবটের মাধ্যমে ট্রেড করা ভাল নয়। এতে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ব। আমাদেরকে এখানে টিকে থাকতে হলে মার্কেট নিয়ে পড়াশুনা ও গবেষণা চালিয়ে যেতে হবে। আমরা যদি পরিশ্রম না করি তাহলে এত সুন্দর লাভজনক একটি ব্যবসা থেকে ছিটকে পড়ব। শক্ত হাতে দক্ষ হয়ে গড়তে হবে।
আরে ভাই রোবট কে তৈরি করেছে মানুষ ,তাহলে আপনি বলেন রোবট দিয়ে ট্রেড করা ভাল নাকি মানুষ নিজের মাথা কাটিয়ে ট্রেড করাটা ভাল,আমি মনে করি মানুষের চাইতে বড় রোবট আর কেউ হতে পারেনা ,কারন মানুষ চাইলে পারেনা এমন কিছু পৃথিবীতে নাই।
আমার কাছে রোবট ব্যবহার মোটেই ভাল লাগে না কারন যারা রোবট বানাই তারা অনেক টাকার মালিক হতে পারত। আমাদের কে নিজের যোগ্যতা বলে ট্রেড করতে হবে তাহলে নিজের একটি ট্রেডিং প্লাট পর্ম তৈরি হবে এবং নিজের মধ্যে একটা আত্তবিশ্বাস তৈরি হবে।
আমি রোবট ট্রেড করি না। কেননা রোবট দিয়ে ট্রেড করলে মার্কেট সম্পর্কে ধারনা পাওয়া যায় না। ফরেক্সে অভিজ্ঞতা অর্জন করতে হলে বিভিন্ন এনালাইসিস করতে হয়। বিশেষ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডেমো প্রাকটিসের কোন বিকল্প নেই। ট্রেডে অভিজ্ঞ হলে রোবটের প্রয়োজন নেই।
ফরেক্স মার্কেট এর সব সিস্টেম প্রফিট দেয় যদি আপনি সেই সিস্টেম এর ব্যাবহার টি করতে জানেন। আমি রোবট এর পক্ষে নই তবে আপনি যদি রোবট এর মাদ্ধমে ট্রেড করে সফলতা পান তবে সেক্ষেত্রে আর কোন কথা থাকে না।
এমন অনেক ফরেক্স ট্রেডার রয়েছেন যারা ফরেক্সে স্ক্যাল্পিং করে থাকে এবং তারাই মূলত রোবট দিয়ে ফরেক্সে ট্রেড করে থাকে তবে আমি কখনই রোবট ব্যাবহার করে ট্রেড করিনি কারন আমি মনে করি রোবট দিয়েই যদি প্রকৃত মার্কেট ট্রেন্ড ধরা যেত তা হলে নিশ্চই ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার কোন প্রয়োজন হত না।
না। কোন রোবট ট্রেড নয়। আপনি নিজেকে একজন রোবট হিসেবে ট্রেডিং টারমিনালে ছেড়ে দেন। দেখবেন সব ডলার আপনার একাউন্টে জমে হিল ( Hill ) হয়ে যাচ্ছে। গল্পের মতো মনে হলেও এটাই সত্যি। টেকনিক্যাল এনালাইসিস করুন। ভাগ্য বদলে যাবে। লোভ পরিহার করুন।
রোবট এন মাধ্যমে ট্রেড করলে লসের সম্ভাবনা খুবই বেশী । যে যত বেশী ধৈর্য্য ধারণ করতে পারে সে তত বেশী সফলকাম হতে পারে । সুতরাং এই ব্যবসা করার জন্য নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করব কিন্তু রোবট দিয়ে এই ট্রেড ব্যবসা করব না ।
না রোবটের মাধ্যমে ট্রেড করা ভাল নয়। আপনি যদি সফল হতে চান নিজেকে ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চান তাহলে আপনার জন্য রোবট নয়। আপনি নিজে নিজে ট্রেড করুন। মার্কেট এ্যানালাইসিস করুন। তাহলেই আপনি সফল হবেন। আর রোবট দিয়ে ট্রেড করলে আপনি কখনোই সফল হতে পারবেন না।
ফরেক্স মার্কেটে অরজিনাল করতে চান তারা নিজে ট্রেড করেন , তাহলে আপনি ফরেক্স মার্কেট সমন্ধে শিখতে পারবেন । নিজের হাতে যতক্ষন সময় আছে,ততক্ষন ম্যানুয়ালি ট্রেড করা উচিত । রোবট হল একটি অটোম্যাটিক সিস্টেম যেখানে আপনি কন প্রকার কষ্ট ছাড়া ট্রেড করতে পারবেন ।
রোবট বা এক্সপার্ট এডভাইজার দিয়ে ট্রেড করার জন্য আমি ব্যাক্তিগত ভাবে সমর্থন করি না৷ফরেক্স মার্কেট থেকে রোবট বা এক্সপার্ট এডভাইজার দিয়ে কখোনোই নিয়মিত প্রফিট করা যায়না৷সবাইকে পরামর্শ দেই যে- 'নিজে কষ্ট করে ট্রেডার হওয়ার চেষ্টা করুন,কষ্ট করলেই কেষ্ট মিলবে'৷
যার যা মনেহোক না কেন আমর এই রোবট এর মাধ্যমে ট্রেঢ করা ভাল মনেকরি না । আমি মনেকরি এই রোবট এ লছ হবার সম্ভাবনায় বেশি ।
আমি রোবটের মাধ্যমে ট্রেড করার কখনও সমুচিন মনে করি না। কারণ রোবট সব সময় আপনাকে সঠিক পথ দেখাবে না বরং কোন কোন সময় আপনাকে ঝুকি মুখে ফেলে দিতে পারে। এমনকি লাভের চেয়ে আপনি লসের পরিমাণটা বেশি করে ফেলতে পারেন। এজন্য আমি কখনও রোবটকে সাপোর্ট করি না।
যার যা মনেহোক না কেন আমর এই রোবট এর মাধ্যমে ট্রেঢ করা ভাল মনেকরি না । আমি মনেকরি এই রোবট এ লছ হবার সম্ভাবনায় বেশি ।
রোবট এর মাধ্যমে ট্রেড করা কখনই ভাল হবে না, কারন রোবটকে যেভাবে নির্দেশনা দেওয়া আছে রোবট ঠিক সেভাবেই কাজ করবে শুধু ঐ জায়গাতেই । সেক্ষেত্রে লসের সম্ভাবনা অনেক বেশি থাকছে । সুতরাং আমার মতামত হচ্ছে নিজের যোগ্যতায় ট্রেড করা বেশি উত্তম । কারন এখানে আপনি সবকিছু নিজে রক্ষণাবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন ।
ফরেক্স মার্কেট এ নিজে নিজে ট্রেড করা অনেক ভাল কারন আপনি যদি নিজে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট এ আপনি আরও বেশি লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ আপনি রোবট দিয়ে ট্রেড করলে অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে আপনি রোবট এ ভুল সেটিং করলেও আপনার অ্যাকাউন্ট এ বড় লস করতে পারে তাই রোবট দিয়ে ট্রেড করা ভাল না
যে নিজে মাক্রেত বোঝে না তার জনা রবোরট না । আপনাকে আগে ভাল করে মার্কেট বুজতে হবে । আপনি যদি মাক্রেত না বজেন তবে রবোরট দিয়া আপনি কি করবেন । মনে রাখবেন আপনার জন্য রবোরট তখন লাভ হবে যখন আপনি মার্কেট থেকে ভাল লাভ বের করতে পারবেন ।
রোবটকে আমি কখনো খারাপ বলি না। মুলত যে সব মানুষ কিছু কিছু মানুষ রোবট বিক্রি করে, সে আসলে কোন মানুষের প্রফিটেবল স্ট্রাটেজিকেই কোডিং করে না। রোবট দিয়ে মার্কেট মাঝে মাঝে প্রফিট করা যায় কিন্তু নিয়মিত না। চিন্তা কের দেখুন, যে রোবট বিক্রি করছে সে তো রোবট তার একাউন্টে লাগিয়ে লাখ লাখ ডলার আয় করতে পারে। তাহলে সে এটা বিক্রি করছে কেন? রোবট সবসময় ডেমো অ্যকাউন্টে পরীক্ষা করে ব্যবহার করা উচিৎ। তবে আমি আজ পযর্ন্ত এমন কোন রোবট পাইনি যেটা ফ্রি আর কেনা সেই রোবট কন্টিনিউ হাই প্রফিট করতে পারে। যে রোবট যত হাই প্রফিট করে সে রোবট তত হাই লস ও করে। আর যদি সেটিং নিরাপদ করা হয় তখন সেটা প্রফিটও করে অল্প। যেটা ম্যানুয়েল ট্রেডিংয় সম্ভব। কিছু সিস্টেমে রোবট প্রফিট করে কিন্তু সব রোবটই সাময়িক প্রফিট করে এবং একসময় সব প্রফিট লস করে দেয়। যেসব মানুষ আপনাকে রোবট এর প্রলোভন দেখায়, আমার থেকে রোবট কিনুন মাসে ডাবল হবে অবশ্যই সে আপনার সাথে প্রতারনা করছে।