আমি মনে করি যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বা যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। কারন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বেশি পিপ্স লাভ করতে গিয়ে লসের মুখে পড়তে পারেন।
Printable View
আমি মনে করি যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বা যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। কারন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বেশি পিপ্স লাভ করতে গিয়ে লসের মুখে পড়তে পারেন।
প্রথমেই দেখুন আপনার ট্রেডিং স্ট্রাটিজি দ্বারা কত পিপস্ লাভ করা সম্ভব । তারপর আপনি আপনার টার্গেট ডলার এর সাথে সমন্বয় করে পিপস্ কে ডলার দিয়ে ভাগ করে আপনি আপনার লট সাইজ ঠিক করুন । তবে খেয়াল রাখবেন স্টপলস যেনো যুক্তি সংগত হয় । না হলে বেশিরভাগ সময় িই স্টপলস হিট করে মার্কেট আবার ফেরত আসার সম্ভাবনা রযেছে ্
আমার মতে ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় মার্কেটে লাভ করার চেয়ে শিখার উপর গুরুত্ব বেশি দেওয়াই ভাল । নতুন অবস্থায় প্রথমত আপনাকে লোভ *পরিহার করতে হবে । একটি নির্দিষ্ট পরিমান পিপস টার্গেট করে তা পূর্ণ হলে মার্কেট থেকে বেরিয়ে আসা উচিত । এবং লোভ না করে সব সময় টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা উচিত । ধন্যবাদ ।।
প্রাথমিক অবস্থায় কম লাভে ট্রেড ক্লোজ করলে ঝুকি কম থাকে । নতুন অবস্থায় ঝুকির মধ্যে পরলে মোটিভেশন নষ্ট হতে পারে । তাই আমার মতে নতুন্দের মিনিমাম ৫ থেকে ১০ পিপ্স লাভ হলেই একাউন্ত করতে পারেন।
মানুষ যত পায় তত চায়। তবে ফরেক্স এ এই চাওয়ার মাঝে একটি সীমাবদ্ধতা রাখতে হবে। প্রতিদিনই একটি নির্দিষ্ট পরিমান টার্গেট ঠিক করুন। আপনি কতটুকু চান। আপনি যদি লংটাইম ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার চাওয়ার পরিমানও বেশি হবে। আর আপনি যদি শট টাইম ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার চাওয়ার পরিমান কম থাকাই ভাল। আমার মতে আপনি যদি প্রতিদিন ১০০ পিপের পিছনে না ছুটে ৩০ থেকে ৪০ পিপের পিছনে ছুটেন। সেটাই ভাল হয়। অতিরিক্ত রিক্ত নিয়ে ১০০ পিপ আয় না করে কম রিক্সে ৩০ পিপ আয় করা অনেক ভাল। এখন হিসেবটা দেখুন আপনি যদি গড়ে প্রতিদিন ২৫ পিপও আয় করতে পারেন, মাসে ২২ দিন তাহলে
২৫*২২= ৫৫০ পিপ মাসে।
আপনি যদি এক ডলার দিয়ে ট্রেড করেন তাহলে তো কথাই নেই। মাসে ৫৫০ ডলার। আর যদি .২০ লটে ট্রেড করেন তাহলে
.২০*৫৫০= ১১০ ডলার। চিন্তা করে দেখুন কম কিসে।
আপনার রিক্স অনেক কম তাই বলে আয়টা কিন্তু কম না। ভেবে দেখুন আমার হিসেবটা একবার।
এইটা আমি ঠিক বলতে পারছি না। কারন ফরেক্স এ প্রতি মূহৃর্তে অনেকটা উঠানামা করে থাকে । আমরা কেউ শউর দিয়ে বলতে পারব না যে মার্কেট কোন দিতে যেতে পারি। তবে এই শিউরটা যারা বা যে দিবে তাতে ফরেক্স সম্পর্কে অনেকটা জ্ঞান, অভিজ্ঞতা , দক্ষতা থাকতে হবে। তবেই একটু বলা যাবে যে কত পিপস এ লাভ করা যাবে।
ফরেক্স ব্যবসাতে অভিজ্ঞতা অতি প্রয়োজনীয় বিষয় । এখানে লাভ করতে হলে আপনাকে ফরেক্স ভাল ভাবে বুঝতে হবে । তাই না বুঝে করতে গেলে লসের অনেক বেশী সম্ভবনা আছে । কত পিপ্স লাভ করা যায় তা আপনি আপনার অভিজ্ঞতা দ্বারা সহজেই বুঝতে পারবেন ।
আপনি যে কত পিপ্স লাভ করবেন তা নির্ভর করবে আপনার উপর।আপনি যদি মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হন তাহলে আপনি অনেক পিপ্স পর্যন্ত লাভ করতে পারেন।আর যারা নতুন তারা যদি ট্রেড ওপেন করে আর যদি লাভ হয় তাহলে ৫ থেকে ১০ পিপ্সই যথেষ্ট।
ফরেক্স মার্কেটে কত পিপ লাভ করার প্রয়জন সেটা আসলে বলা জায় না কারন মার্কেট এক সময় এক রকম থাকে তাই সঠিক ভাবে বলা জায় না যে ফরেক্স মার্কেট থেকে কত পিপ লাভ করা জায় করা দরকার সেটা মারকেট অনুজায়ি ফরেক্স মার্কেট দেখে সেটা বুজতে হবে ।
ফরেক্স মার্কেটে যদি আমরা ট্রেডিং করে থাকি তাই আমি মনে করি আমরা যদি ট্রেডিং করার সময় স্টপ লস ৫০ পিপস দিয়ে থাকি তাহলে আমাদের টেক প্রফিট দিতে হবে ১০০ পিপস। যদি আমরা ১০ টি ট্রেড করে থাকি এর মাঝে যদি আমাদের ৪টি ট্রেড স্টপ লসে হিট করে তাহলে বাকি ৬ টি ট্রেডে আমাদে সকল লস উঠে লাভ থাকবে।
আসলে অভিজ্ঞ ট্রেডারদের মতে আপনি যা স্টপ লস দিবেন তার দিগুন টেক প্রফিট দিবেন। এতে হবে কি ভাই আপনি যদি একটি পেয়ার এর এন্ট্রি তে লাভ করতে পারেন তাহলে আপনি আবার আর দুইটা এন্ট্রি নিতে পারবেন। তখন আপনার জন্য আনেক শুবিধাও হবে।
আমি মনে করি যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো।
কত পিপস আপনি লাভ করবেন এটা কেউ তো দূরে থাক আপনি নিজেও বলতে পারবেন না।নতুন ট্রেডারদের জন্য লাভ করা খুবই কঠিন কাজ।কারন এরা মার্কেট সম্পর্কে অদক্ষ।মার্কেটের মুভমেন্ট আর এনালাইসিস করতে সম্ভব হয় না।তাই একজন দক্ষ ট্রেডার হিসবে গড়ে তুলতে হবে।আপনি যদি মার্কেটে নতুন হন আর যদি ট্রেড করে লাভ করতে পারেন তাহলে অল্প পিপ্স লাভ নিয়ে ট্রেড ক্লোজ করা উচিত।কারন মার্কেট কোন দিকে যাবে বলা মুশকিল হয়ে পড়ে।
আপনি যে প্রশ্নটি করেছেন আমার মনে হয় এটির সঠিক উত্তর দেওয়া কারর পক্ষেই সম্ভাব নয় আপনি নিজেও বোধহয় এটির সঠিক উত্তর দিতে পারবেন না তার কারন হল এক একজনের চাওয়া এক এক রকম আপনি একটি ট্রেড ধরে সেটি ২ ডলার লাভে ছেড়ে দিয়েই খুশি হয়ে যেতে পারেন কিন্তু তাই বলে যে অন্য একজন দুই ডরার লাভে সন্তুষ্ট হবেন সেটি কিসের ভিত্তিতে বলবেন!তবে হ্যা আমি কোন ট্রেড ধরার পরে ২০ থেকে ২৫ পিপস লাভ করেই তা ছেড়ে দেই।
অনেক বড় বড় ট্রেডার গঅন ৩০/৪০ পিপ্স আয় করার জন্ন পেরেশান হয়ে থাকে । সেই যায়গায় একজন নতুনের অবস্থা কি বুঝতেই পারেন বেশি লোভ করলে ক্ষতিতে পড়তে হবে । তবে মারকেটের মুভমেন্টের উপর নিরভর করে লাভ/লস । সে টা বুঝে ট্রেড ক্লোজ করতে হবে ।
আপনি কত পিপস লাভ করবেন সেটা আপনা নিজের উপর নির্ভর করে তবে সাপোর্ট রেসিটেন্স দেখে তারপর ট্রেড ক্লোজ করা উচিত । আসলে ফরেক্স করতে করতে যখন অভিজ্ঞতা অর্জন করতে পারলে তখন আপনি নিজেই বুঝতে পারবেন এক একটা ট্রেড কত পিপস লাভ নিয়ে ক্লোজ করতে হবে ।
ফরেক্সে যারা নতুন ট্রেডার তাদের উচিত বর্তমান মার্কেট ভাল ভবে অ্যানালাইসিস করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা আর সেক্ষেত্রে যদি আপনি ইউরো/ইউ.এস.ডি এই কারেন্সি পেয়ারটি ব্যাবহার করে তার পর ট্রেড করতে চান তা হলে প্রতিটি ট্রেডে সবোচ্চ ২০ থেকে ২৫ পিপস লাভ করা উচিত কারন তাতে করে ঝুকি অনেকাংশে কুমিয়ে ফেলা সম্ভাব।
আমি বলবো এটা নির্ভর করে আমাদের অভিজ্ঞতা ও ইচ্ছার উপর। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা আমাদের সম্ভাবনার দিকে চেয়ে থাকি। তাই অল্প লাভ থেকে আবার লোকসানকে বিষন্ন মনে আলিঙ্গন করি। আসলে এখানেই অভিজ্ঞতা আমাদের সাথে খেলা করে। আর আমরাও এক সময় পাকা খেলোয়ার হবার সুযোগ পাই।
ভাই এই বিষয় টি নির্ভর করে কে কোন ধরনের ট্রেডার তার উপর অভিজ্ঞ ট্রেডার গন প্রতিদিন ৪০ থেকে ৫০ পিপ্স প্রফিট করতে পারে আর অভিজ্ঞ না হলে ১০ পিপ্স প্রফিট করাই অনেক কঠিন। তবে আমি মনে করি প্রতিদিন ২০ পিপ্স প্রফিট করাই আমার জন্য যথেষ্ট
ফরেক্স মার্কেটে আমাদের কে টিকে থাকতে হবে কারন পিপস লাভ আর লস কোন কথা নেই সেটা আমাদের লাভে পরিনত করতে হবে তাহলে ফরেক্স সম্পর্কে আমরা অভিজ্ঞতা হয়। আমাদের কে একাউন্ট জিরো করা মানে আবার আরেকটা সমস্যায় পড়তে হবে।
আমার মতে দৈনিক 30 থেকে 40 পিপস টার্গেট রাখা ভালো। যদি দৈনিক 20 থেকে 30 পিপস ও হয় তাহলে মাসে অনেক পিপস লাভ থাকবে। এতে মাস শেষে ভালো একটা এমাউন্ট চলে আসবে।
ফরেক্স মার্কেটে আপনি কত পিপস লাভ করবেন বা করা উচিৎ-আসলে বিষয়টা এই রকম ভাবে বলাও যায় না আবার চিন্তা করাও ভূল৷আপনি আপনার নির্দিষ্ট ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স দেখে বুঝে ট্রেড করবেন,টেকপ্রফিট সেট করবেন৷সেখানে ১০ পিপসও আসতে পারে আবার ৭০ পিপসও আসতে পারে৷এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কত পিপস টার্গেট করে ট্রেডে এন্ট্রী করেছেন৷
আমার মতে প্রায় প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিদিন ১০ থেকে ২০ পিপ্স লাভ করা কারণ আপনি যদি এর চেয়ে অধিকা লাভের চিন্তা করেন তাহলে হয়তো আপনার ট্রেডিং অনেকটা ঝুকির মুখে পড়ে যেতে পারে। আর যদি আপনি ১০ থেকে ২০পিপ্স করে লাভ করেন তাহলে আপনি খুব সহজেই তা অর্জন করতে পারবেন কারণ এই ১০/২০ পিপ্স মার্কেট ডাউন হলে সমস্যা হবে না আবার মার্কেট আপ হলে সমস্যা হবে না বরং আপনি খুব সুন্দর ভাবে আপনার ট্রেডিং পদ্ধতি পরিচালনা করতে পারবেন।
এটা সাধারনত ট্রেডারের স্ট্র্যাটেজির উপর নির্ভর করে। একেক ট্রেডারের মানসিকতা একেক রকম। তাই তাদের কত পিপস লাভ করা উচিত এসম্পর্কে কোনো লিমিট নেই। আমার মতে মার্কেট বুঝে কম পিপসে ট্রেড ক্লোজ করে দেয়া উচিত আবার মার্কেট বুঝেই বেশি পিপস লাভের টার্গেট করা উচিত।
আমি মনে করি যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো।
আমি মনে করি যারা এই ব্যবসায় একেবারে নতুন, আপনারা মনের মধ্যে প্রচুর সাহস নিয়ে, ভলিয়ম কম করে অর্থাৎ লর্ড সাইজ কম রেখে যত পিপস কালেক্ট বা সংগ্রহ করতে পারেন । এরকম একটা টার্গেট নিয়ে কাজ করন যে, এই মাসে আমার টার্গেট হল ১০০০, ২০০০ বা ৫০০০ পিপস । তাহলে হবে কি পরবর্তিতে আপনি লর্ড সাইজ বাড়িয়ে দিয়ে ঐ একই পিপস নিচ্ছেন এবং আপনার উপার্জন অনেকটা বেড়ে যাবে, তবে সেটা নতুন অবস্থায় কখনই নয় । মিনিমাম দুই তিন বছর পর ।
আমি মনে করি প্রত্যেক ট্রেডার প্রথম অবস্থায় বেশি লোভ না করে প্রতিদিন যেন তারা ২০ থেকে ৩০ পিপস করে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত। কারণ আপনি বেশি লোভ করেন তাহলে হয়তো ছোট একটা লাভের জন্য বড় ধরনের লসে পড়ে যেতে পারেন। যেহেতু আপনি নতুন অবস্থায় ফরেক্স মার্কেট সম্পর্কে কোন ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা নেই। তাই অল্প পরিমাণ লাভ নিয়েই সন্তোষ্ট থাকা সবচেয়ে উত্তম।
actually,লাভ একটি চাহিদা,তা সারা ফরেক্স একটা freedom বিজনেস,আপনি কতটুকু লাভ করার পর ট্রেড ক্লোজ করবেন এটা আপনার ইচ্ছা...।তবে নতুন দের জন্য এটা ঠিক করে উচিত তারা daily কতটুকু লাভ করবে।কারন লাভ করতে করতে লোভ হয়ে যায় আর তখন এ লস হয়...।।এই লোভ কে control করার জন্য আপনার daily লাভ এর পরিমান ফিক্সড করা উচিত।
আমার মতে দৈনিক হিসাব না করে মাসিক একটা হিসাব রাখলে ভালো হয় যেমন মাসে মুল ব্যালেন্সের ৫% থেকে ১০% প্রফিট এবং এটা যদি ট্রেডাররা সবসময় করতে পারে তবে সে ভালো প্রফিট করতে পারবো। এখানে লক্ষণীয় যে একজন যদি মাসে ৫% থেকে ১০% প্রফিট করে যেতে পারে মাসিকভিত্তিতে তবে বছরান্তে সে ১২ গুনন ১০%= ১২০% যা ব্যাংকের হিসাবে অনেক প্রফিট। ব্যাংকে যারা টাকা ডিপোসিট কর রাখে তারা যে মাত্রায় প্রফিট পায় তার থেকে অনেকবেশী প্রফিট করা সম্ভব হবে ফরেক্স মার্কেটে।
আমার মতে আপনি যদি বেশির লাভের কথা চিন্তা না করে দৈনিক অল্প অল্প লাভের কথা চিন্তা করে ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে প্রতিদিন ৫-৮% প্রফিট নিতে পারবেন। তবে সবচেয়ে ভাল হয় আপনি যদি প্রতিদিন ১০-১৫টি ট্রেড করে প্রত্যেক ট্রেডে ২/৩পিপস প্রফিট নেন তাহলে সেটাই আমার মনে হয় সবচেয়ে ভাল হতে পারে। এতে করে আপনার ঝুকিও অনেক কম হবে। যা আপনি সারা দিনে ১টি ট্রেডে প্রফিট নিবেন সেটা ১০-১৫টি ট্রেড করে সেই একই পরিমাণ প্রফিট নিতে চেষ্টা করুন। এতে করে আপনার মার্কেট সম্পর্কে অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারে বলে আমার বিশ্বাস।
যাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বা যারা বাজারে নতুন প্রবেশ করেছেন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প পরিমান পিপ্স লাভ করা। কারন আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি বেশি পিপ্স লাভ করতে গিয়ে লসের মুখে পড়তে পারেন।
যদি আপনি নতুন হন তাহলে আপনাকে প্রতিদিন ৫০ থেকে ১০০ পিপস সর্বদা টার্গেটে রাখা উচিত। এবং এর ফাঁকে দিয়ে আপনাকে অবশ্যই মার্কেটের অভিজ্ঞাতা থেকে শুরু করে, মার্কেট পর্যবেক্ষণ এবং এই মার্কেটকে প্রচুর দিতে হবে। কারন একবার যখন আপনার দক্ষতা বেড়ে যাবে তখন আপনি দিনে ৪০০ থেকে ৫০০ কিংবা ১০০০ পিপসও নিতে পারবেন প্রতিদিন।
আপনি ফরেক্স মার্কেট থেকে কত পিপ্স লাভ করবেন এটা নির্ভর করছে আপনার উপর কারন আপনি যদি ছোট টাইম এ ট্রেড করেন তাহলে আপনার টার্গেট হবে কম পিপ্স আর আপনি যদি বড় টাইম এ ট্রেড করেন তাহলে আপনার টার্গেট হবে বেশি পিপ্স তবে এটা আরও নির্ভর করে আপনার ট্রেডিং সিস্টেম এর উপর কারন ট্রেডিং সিস্টেম এ বলা থাকে এই সিস্টেম এ কত পিপ্স লাভ হয়
প্রতিদিন ৩০ থেকে ৪০ পিপস আরনিং করতে পারলেই যথেষ্ট হবে।কারন প্রথমিকভাবে এর চাইতে বেশি পিপস আর্নিং করতে গেলে লস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে।তবে আপনি যখন ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠবেন তখন আপনার পিপস আর্নিংটাও বৃদ্ধি পেতে থাকবে।
ফরেক্সে যারা নতুন ট্রেডার তাদের উচিত বর্তমান মার্কেট ভাল ভবে অ্যানালাইসিস করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা আর সেক্ষেত্রে যদি আপনি ইউরো/ইউ.এস.ডি এই কারেন্সি পেয়ারটি ব্যাবহার করে তার পর ট্রেড করতে চান তা হলে প্রতিটি ট্রেডে সবোচ্চ ২০ থেকে ২৫ পিপস লাভ করা উচিত কারন তাতে করে ঝুকি অনেকাংশে কুমিয়ে ফেলা সম্ভাব।
*আমার ধারনা মতে এটি সবচেয়ে বড় ব্যাপার না ট্রেনিং শিক্ষা সবচেয়ে বড় ব্যাপার
ফরেক্স মার্কেটে কত পিপ লাভ করার প্রয়জন সেটা আসলে বলা জায় না কারন মার্কেট এক সময় এক রকম থাকে তাই সঠিক ভাবে বলা জায় না যে ফরেক্স মার্কেট থেকে কত পিপ লাভ করা জায় করা দরকার সেটা মারকেট অনুজায়ি ফরেক্স মার্কেট দেখে সেটা বুজতে হবে ।
ফরেক্স মার্কেটে কত পিপস লাভ করবেন সেটা সম্পূর্ণ আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে। কেননা এই মার্কেট সম্পর্কে সঠিক ব্যবহার যদি আপনি জানতে পারেন তাহলে আবশ্যই মোটামুটি ভাল পিপস প্রফিট নিতে পারবেন। আর যদি কোন রকম অভিজ্ঞতা ছাড়া ট্রেড করতে আসেন তাহলে আপনি কোন দিনই সফলভাবে লাভ করতে পারবেন না বরং ক্ষতি ছাড়া কোন কিছুই উপভোগ করতে পারবেন না। অতএব ভালভাবে বুঝে শুনে ট্রেডিং কৌশল পরিচালনা করুন তাহলে অবশ্যই ভাল পিপস নিয়েই লাভ করতে পারবেন।
যারা নতুন তাদের অল্প কিছু পিপস লাভ করলেই চলবে।মূলত কে কত পিপস লাভ করবে তা নির্ভর করে তার ট্রেডিং প্লানের ওপর। কেউ লং টার্মে ট্রেডে বেশি পিপস লাভ করবে আবার কেউ শর্ট টার্মে ট্রেডে অল্ট পিপস লাভে ট্রেড করবে।মূলত আমি মনে করি বেশি বেশি লোভ না করে মার্কেটের মুভমেন্ট বুঝে মোটামুটি কিছু পিপস লাভ করাই ভালো।
আপনি ফরেক্সে কত পিপস লাভ করবেন সেটা নির্ভর করবে পুরোপুরি আপনার উপর। তবে এক্ষেত্রে দেখতে হবে আপনার মূলধন কতো। কেননা আপনার মূলধন কম হলে আপনি চাইলেও বেশি লাভ করতে পারবেন না। তবে আমার মতে নতুনদের প্রথমে কম রিস্ক নেয়াই উচিত।