প্রকৃত পক্ষে ফরেক্স ট্রেডিং মার্কেটে ঠিক সময় বলতে কোন সময় নেই এখানে মার্কেট প্রতিনিয়ত আপ-ডাউন করে তাই অনেক সময় আপনার মনে হবে এইতো ভাল সময় কিন্ত পরক্ষণে লক্ষ্য করবেন যে মার্কেট আপনার ঠিক বিপরীতে আবার চলে গেছে !! তাই আমি মনে করি ভাল সময় হল যখন আপনি এনালাইসিস করে বুঝতে পারবেন যে আপনার ট্রেড লাভজনক হবে ঠিক তখনই আপনি ধরে নিবেন যে আপনার ভাল সময় সামনে দিয়ে আসছে