-
ঘরে বসে টাকা আয় করতে পারলে কে না আনন্দিত হয় । এই আনন্দ একবারে আসে না । এর জন্য অনেক কস্ট করতে হয় । ফরেক্সে অনেক গবেষণা , আলোচনা , পরযাচলনা , অনুশীলনের মাধ্যমে সফলতা আসে । শেষ পর্যন্ত পুরাপুরি সফল হতে না পারলেও বেশ আনন্দ লাগে । নিজে কিছু করার আনন্দ পায় এখান থেকে । ফরেক্সের কোন নতুন সাইড সম্পরকে জানতে পারলে ভাল লাগে । লস রিমুভ করতে যেয়ে নিজে নিজে যখন চেষ্টা করে তার কারন বের করে সমাধান বের করি তখন খুব আনন্দ লাগে যা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবেনা।
-
হ্যাঁ ফরেক্স করতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ, ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাবসা। ফরেক্স করে অনেক কিছু শেখা এবং জানা যায়। এর মাধ্যমে খুব কম সময়ে অপেক্ষাকৃত বেশি প্রফিট করা যায়। ধন্যবাদ
-
ফরেক্স আমাকে এক ভিন্ন ধরনের পথ দেখিয়েছে , যেখান থেকে আমি নিজেকে টেনে তুলতে পারবো । কারণ, ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাবসা। ফরেক্স করে অনেক কিছু শেখা এবং জানা যায়। এর মাধ্যমে খুব কম সময়ে অপেক্ষাকৃত বেশি প্রফিট করা যায়। ধন্যবাদ
-
মইনুদ্দিন আহ্মেদ
একটা ভাল বেবসা করে আয় করতে পারলে কে না আনন্দিত হয়। বিশেষ করে যে বেবসা আপনি ঘরে বসে নিজের মেধা দিয়ে করে আয় করছেন। হ্যাঁ আমি ফরেক্স এর কথা বলছি। একাহ্নে আপনি ফরেক্স ত্রাদ এ কাজ শিখে অভিজ্ঞ হয়ে উঠলে আয় করা তেমন কথিন হবে না। তবে আপনাকে ধরজ ধরে ক্রে যেতে হবে, শিখতে হবে। তারপর আয় করতে পারবেন । আমরা আজ ফরেক্স ত্রাদ করে খুশী।
-
হ্যাঁ ফরেক্স করতে পেরে আমি খুব আনন্দিত। কারণ, আমি ফরেক্সে ট্রেড করে অনেক কম সময়ের মধ্যে অনেক প্রফিট করতে পারি। এতে আমাকে কারো কাছে যেতে হয় না। আমি নিজের মত করে ঘরের মধ্যে বসে বসে ট্রেড করে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারি। ধন্যবাদ
-
হ্যা অবশ্যই আমি আনন্দিত ফরেক্স বিসনেসের একজন হতে পেরে. একজন মানুষের সকল চাহিদা ফরেক্স মার্কেট সম্পুর্নরুপে পুরন করতে পারে, এই বিসনেস আমরা যেকোন স্থান হতে করতে পারি কোন রকম সমস্যা ছাড়াই. ইন্টারনেটের মাধ্যমে আমরা সধারনত এই কাজটি করে থাকি
-
আমার যানা মতে ফরেক্স এর মতন সহজ বিজনেস আর হয় না । বর্তমানে সবাই অনলাইনে চলে আসছে এই সময় ফরেক্স হল অনলাইনে একটা ভাল বিজনেস যে কোন লোক ফরেক্স বিজনেস করতে পারে আপনি ফরেক্স বিজনেস করে আপনার জীবন বদলে দিতে পারবেন, ফরেক্স এ ট্রেড করতে পেরে আমি খুব আনন্দিত।
-
ফরেক্স করতে পেরে আমি সত্যিই অনেক বেশী আনন্দিত এবং উৎফুল্লিত। কারণ ঘরে বসে অনলাইনে ইনকাম করার অফুরন্ত সুযোগ রয়েছে। ফরেক্স করে আমি সত্যিই গর্ভিত।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে আমি খুব আনন্দিত কারন আমি একজন বেকার। দেশে চাকরির সুযোগ অনেক কম হওয়ায় ইচ্ছে থাকলেও চাকরি করতে পারছি না।তাই বসে বসেই সময় পার করতে হচ্ছিল এমন সময় ফরেক্স মার্কেটে কাজ করতে পেরে আসলেই আমি খুব আনন্দিত।মোট কথা ফরেক্স মার্কেটে ট্রেডের জন্য ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে যা আমার জন্য আনন্দের বিষয়।
-
অবশ্যই আমি ফরেক্স করতে পেরে অনেক আনন্দিত। কারন ফরেক্স অনেক লাভজনক বিজনেস। ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। তাই যেকোনো সময় ফরেক্স করা যায়। অন্য যেকোনো কাজের পাশাপাশি ফরেক্স করা যায়। আমি ফরেক্স থেকে এখন কম লাভ করতে পারি। তবে আমার মনে হয় একদিন আমি ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। আর অনেক সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবো। এসব কারনে ফরেক্স করতে পেরে আমি আনন্দিত।
-
হ্যাঁ আমি আনন্দিত। কারন আমি আমার অবসর সময়কে ফরেক্সের কারনে কাজে লাগাতে পারছি। আমি আনন্দিত কারন আমি মানুষকে অনেক কিছু জানাতে পারছি, আমি আনন্দিত কারন আমি নিজে অনেক কিছু জানতে পারছি। আমি আনন্দিত কারন আমি উপার্জন করত পারছি। আমি আনন্দিত কারন আমি অনেক নতুন বন্ধু পেয়েছি।
-
ফরেক্স করতে পেরে আমি অনেক আনন্দি। কারন আমার জীবন মানের অনেক উন্নতি হয়েছে। আর আমি অনেক লাভবান হয়েছি আমি নিজের পায়ে দারাতে পেরেছি। আমার দ্বরিদ্রতা দূর হয়েছে আমি বাচার মত কোন একটা কাজ পেয়েছি।
-
ফরেক্স করতে পেরে আমি অত্যান্ত আনন্দিত কারন আমি ঘরে বসে কাজ করে আয় করার অফুরন্ত সুয়োগ পাচ্ছি। সব চেয়ে বড় কথা অল্প পুজি নিয়ে কাজ করা যাচ্ছে।
-
বর্তমানে ফরেক্স হল একটি আধুনিক অনলাইন বেবসা আমরা যে কেউ চাইলে ফরেক্স করে খুব সহজেই বদলে ফেলতে পারি আমাদের এই জীবন, তাই ফরেক্স করতে পেরে আমি অবশ্যই নিজেকে অনেক আনন্দিত মনে করি । বাংলাদেশে থেকে উন্নত সকল দেশের সাথে মিলে মিশে এ রকম কাজ করা সত্যি আমাদের জন্য অনেক বড় ও ভাগ্যের বেপার।
-
ফরেক্সে আমার আসা খুব বেশিদিন হয়নি, আবার খুব কম দিনও নয়। এখানে এসেছি মূলত খালাতো ভাইয়ের হাত ধরে। এই কয়দিনে ফরেক্সে নানা চড়াই উতরাই গেছে। কখনো অনেক লস হয়েছে আবার কখনো একাউন্টও জিরো করে ফেলেছি। কিন্তু ভেঙ্গে পড়িনি। আকড়ে ধরে রেখেছি। ফলে ফরেক্স থেকে প্রফিটও পেয়েছি। আমি এখন ফরেক্স নিয়ে আনন্দিত। ফরেক্স নিয়ে খুশি।
-
হ্যাঁ আমি ফরেক্স করতে পেরে খুবই আনন্দিত। কারণ, এটি আন্তর্জাতিক মুদ্রা বাবসা। এখানে ট্রেড ঘরে বসেই এমনকি কারও কাছে যেতে হয় না। এছাড়া আমি ঘরে বসেই অনেক আন্তর্জাতিক জ্ঞান আহরন করতে পারি। তাই আমি ফরেক্স করতে পেরে খুবই আনন্দিত। ধন্যবাদ
-
ফরেক্স করতে মার খুভ ভাল লাগে করন ফরেক্স এ এক্তা মজা আলাধা এখানে লাভ লস মিলে ভাল লাগে আমি ফরেক্স সিখে নিজেকে আনন্দিত মনে করি ফরেক্স ট্রেড জিবনে অনেক উপকারে আসবে বভিশতে অনেক উপকারে আসবে বলে মনে করি ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। ফরেক্সে ট্রেড করলে উপার্জন সহ অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। তাই আমি মনে করি ফরেক্সে ট্রেড করতে পেরে আমি বাক্তিগত ভাবে খুবই খুশি। ধন্যবাদ
-
ফরেক্স করতে পারে অামি খুব খুসি অল্প পরিশরম করে অধিক পরিমানে তেমন ভাবে আমি এর থেকে জ্ঞান ও সংগ্রহ করতে পারি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে যেয়ে আমি আন্তর্জাতিক মার্কেটের সকল দেশের মূদ্রার নাম শিখতে পেরেছি। যা আমার বিসিএস পরিক্ষা সহ অন্য সব চাকরির পরিক্ষার প্রশ্ন উত্তর দিতে সহায়ক ভূমিকা পালন করছে। যে জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে আমি আনন্দিত।
-
ফরেক্স করতে পেরে আমি আনন্দিত। কারণ আমি প্রত্যেকটা নতুন কাজেই আনন্দ অনুভব করি। যেহেতু ফরেক্স এ আমি নতুন তাই ফরেক্স নিয়ে কাজ করতে আমার ভালই লাগে। ফরেএক্সে আমি আনন্দিত আর বেশি হব জখন আমি এই বিষয় গুলো নিয়ে আরও বেশি করে জানতে পারব।
-
হা ফরেক্স করতে পেরে আমি খুবিএ আনান্দিত। কারন ঘরে বশে আগে কোন কাজ করতাম না। যখন আমি আমার এক বর ভাইর কাছ থেকে ফরেক্স সম্পরকে জান্তে পারলাম এবং ফরেক্স সম্পরকে ভাল ভাবে গান অরজন করলাম। তারপর থেকে আমি ফরেক্স করতে লাগ্লাম।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে জানার বা আগ্রহ আমার অনেক দিন থেকে ছিল তাই আমার আগ্রহ আমি একদিন ফরেক্স করবো এই আসা ছিল তাই আমি ফরেক্স করতে পারায় আমি খুভ আনন্দিত আমি করতে পেরে নিজের কাছে খুভ ভাল লাগে।
-
ফরেক্স করতে পেরে আমি অনেক আনদিত কারন ফরেক্স মার্কেট থেকে আয় করে আমার নিজের প্রয়জন মেটাতে পারছি তাই আমি ফরেক্স করে আনন্দিত তাই ফরেক্স মার্কেট থেকে আমি আর আয় করার চেস্টা করছি।
-
ফরেক্স এর সাথে সংযুক্ত হয়ে আমি অনেক আনন্দিত তা কিন্তু নয় আবার অনেক হতাশ তাও নয় আমি মোটামুটি মধ্যস্ততার ভেতরে আছি তবে এত মার্কেট প্লেসের সাথে সংযুক্ত হতে পেরেছি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করি আমি ফরেক্স সম্বন্ধে পরিপূর্ন জ্ঞান অর্যনের পাশাপাশি ফরেক্স মার্কেটে ক্যারিয়ার গড়ার ইচ্ছেও আছে আমার।
-
হ্য ভাই ফরেক্স করতে পেরে আমি আনেক আনন্দিত। আনেক খুশি। কারন আমি ফরেক্স তেকে অনেক তাকা আয় করতেছি। আর আমার দিন এখন দিন পাল্টেছে এখন আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে মাসে ১২০০০-১৪০০০ টাকা আয় করছি। তার মানে এখন আমি আর বেকার না আমি একজন স্বাবলম্বী মানুষ।
-
ফরেক্স করতে পেরে আমি আনন্দিত, কারন বর্তমানে ফরেক্স হচ্ছে একটা অনলাইন আধুনিক ব্যবসা। ভাব ভাবে ফরেক্স করতে পারলে নিজের স্বপ্নটাকে অনেক বড় করে তৈরী করে তা বাস্তবায়ন করা সম্ভব। তাছাড়া আমি এই খানে কাজ করে অল্প সময়ে ভাল প্রফিট পাচ্ছি।
-
অবশ্যই আমি ফরেক্স করতে পেরে খুব আনন্দিত কারণ এটা আমাকে অর্থনৈতিক ভাবে খুব সাহায্য করে এতে আমার নিজেকে পরিচালনা করতে কোন অসুবিধা হয় না এবং এটা আমার জ্ঞানকে প্রসারিত কর এজন্য আমি ফরেক্স মার্কেটে অংশ নিতে পেরে খুবই আনন্দিত
-
বিভিন্ন দেশের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে একই মার্কেটে প্রফিটের আশায় সবাই ঘুরছি ভাবতেই থ্রিল লাগে। এত বড় একটা মার্কেটে অংশ গ্রহন করতে পেরে যে কারও মত আমারও আনন্দিত হওয়ারই কথা। কিন্তু আমার তা লাগছে না। কেননা এই মার্কেটে আমি বেশ কিছু টাকা হারিয়েছি তাই এটা আমার কাছে একটা চ্যালেন্জ।
-
আমার কন কাজ ছিল না। আমি বেকার জীবন জাপন করছিলাম কিন্তু আমি যখন ফরেক্স বাবসা সুরু করলাম আমি অনেক কস্তে জীবন জাপন করতাম কিন্তু কিছু দিন পর আমাদের অনেক বন্ধু এই বাবসা সুরু করে। আমি আখন মাসে একটা নিদ্দ্রিওস্ত টাকা আয় করতে পারি। আমি প্রতিদিন অনেক টাকা আয় করতে পারি। আমি খুব শুশি এই বাবসা করে।
-
ফরেক্স করতে পেরে আমি অনেক আনন্দিত কারন করতে পেরে আমার জীবন আমি নিজেকে ধন্ন মনে করি ফরেক্স আমার সব্দিন থেকে খুভ ভাল লাগে ফরেক্স করে আমি সফল মনে করছি নিজেকে তাই আমি খুভ বেশি আওন্দিত ।
-
ফরেক্স করতে পেরে আমি খুব আনন্দিত . ফরেক্সের মাধ্যমে আমি উপার্জন করতে পারছি . এটি খুব সহজ কাজ। এটি আমার জীবনকে সম্পুর্ণ পাল্টে দিয়েছে . ফরেক্স করে আমার জীবন অনেক উন্নত হয়েছে গেছে . এখন আমি অনেক খুশি .
-
ফরেক্স করে আমি অনেক আন্নদিত।কারন আমি একজন ছাত্র । এতা থাকায় আমার বারতি টাকা পাই । টাই আমার কাশে ফরেক্স অনের আন্নদিত ।
-
ফরেক্স ট্রেডিং করতে পেরে এবং শিখতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত কারন আমি খুবই অল্প সময়ের মধ্যে কঠোর অনুশীলনের কারনে বেশ ভাল ফরেক্স ট্রেডিং রপ্ত করতে পেরেছি। আমি এখন ফরেক্স ট্রেডিং খুবই ভাল বুঝি আর মার্কেট অ্যানালাইসিসকে সব সময় অধিক গুরুত্ব দিয়ে ট্রেড ওপেনের পূর্বে বিশ্লেষন করে তার পর আমি ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে থাকি।
-
ফরেক্স করতে পেরে আমি অনেক আনন্দিত । কারণ ফেরেক্স মার্কেটে ঘরে বসেই ট্রেড করা যায় । আর সবচেয়ে বড় কথা অন্য ব্যবসা বা চাকরির পাশাপাশি আমরা ফরেক্স করতে পারচ্ছি । বর্তমানে ফরেক্স অনেক জনপ্রিয় ব্যবসা । এটা একটি আন্তর্জাতিক ব্যবসা তাই এটি বন্ধ হবার কোনো অশংকা নাই তাই যে কোনো চিন্তা ছাড়াই এই মার্কেটে বিনিয়গ করা যায় ।
-
যখন প্রথম ফরেক্স মার্কেটে ঢুকি তখন বেশি মজা পেতাম না খালি লস করতাম এখন এখন ফরেক্স আমার রক্তের সাথে মিশে গেছে । 7 দিনের মধ্যে 2টা দিন আমার অনেক কষ্টে যায় বকি 5 দিন আমি ফরেক্স করে ভালই দিন কাটে এবং অনেক আনন্দ পাই এই কাজ করে ।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তর্জাতিক মার্কেট। ফরেক্স মার্কেট এ আমরা সবাই স্বাধীন ভাবে ট্রেড করতে পারি। ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত বিনা পুঁজিতে ট্রেড করতে পারি। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পেরে আমি সব দিক দিয়ে অনেক খুশি ।ফরেক্স মার্কেট এ আমি আমার মন মতো ট্রেড করে আয় করতে পারি। ফরেক্স মার্কেট এ আমরা আণলীমীটেড আয় করতে পারি। তাই আমার কাছে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে খুব ভালো লাগে। তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
আমি একজন ছাত্র এবং আমি এখন অনেক টাকা মাসে ইনাক্ম করি এই ফরেক্স বাবসার মাদ্ধমে। আগে আমি অনেক কস্ত করে টাকা আয় করতাম কিন্তু এখন আমি অনেক সহজে টাকা আয় করতে পারি। আমার এখন আর কোন সমসাসা হয় না। আমি এখন রেগুলার ট্রেডার এর মত টাকা আয় করতে পারি।
-
আমি ফরেক্স করে খুবই আনাদিত কারন এটা নিজের সাধিন মত করা যাই।
-
ফরেক্স করতে পেরে কি আপনি আনন্দিত ? হা আমি ফরেক্স করে আনন্দিত। ফরেক্স আমন একটি ব্যবসা যা করা অনেক সহজ। কিন্তু এটি করতে অনেক বুদ্ধির প্রয়োজন। এটির জন্য অনেক দক্ষতারও প্রয়োজন।
-
হে। ফরেক্স এ কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। কারণ ফরেক্স এমন একটা বিজনেস যেখানে খুব অল্প সময়ের মাজে ভাল টাকা আয় করা যাই। লাখ লাখ মানুষ ফরেক্স এ কাজ করে আনন্দিত। ফরেক্স আমাকে খুব সাহায্য করেছে। তাই আমি ফরেক্স করতে পেরে খুব খুশি।