-
প্রধান মুদ্রা বলতে আমরা বুজি যেই মুদ্রার প্রচলন বেশি। এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান। যেমন - usd, eur, gbp, jpy, aud, cad . এই মুদ্রা গুলা ফরেক্স মার্কেট এ বড় ভূমিকা রাখে। তাই আমি মনে করি এই মুদ্রা গুলা এ হল ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা।
-
প্রধান মুদ্রা বলতে আমরা বুজি যেই মুদ্রার প্রচলন বেশি। এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান। যেমন - usd, eur, gbp, jpy, aud, cad . এই মুদ্রা গুলা ফরেক্স মার্কেট এ বড় ভূমিকা রাখে। তাই আমি মনে করি এই মুদ্রা গুলা এ হল ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা।
-
প্রধান মুদ্রা বলতে আমরা বুজি যেই মুদ্রার প্রচলন বেশি। এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান। যেমন - usd, eur, gbp, jpy, aud, cad . এই মুদ্রা গুলা ফরেক্স মার্কেট এ বড় ভূমিকা রাখে। তাই আমি মনে করি এই মুদ্রা গুলা এ হল ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা।
-
ফরেক্স মার্কেটের মুদ্রা বলতে গেলে আমরা প্রথমেই বলবো ডলার । এই ক্ষেত্রে বেশ কিছু মুদ্রা ফরেক্স এ প্রচলন আছে যেমনঃ ডলার, ইউরো, পাউন্ড, কানাডার ডলার, অস্ট্রেলিয়ার ডলার ইত্যাদি।
-
প্রধান মুদ্রা বলে আমরা ফরেক্স মার্কেট এ ডলার কেই বুঝি । মার্কেটে মুদ্রা জোর হিসাবে থাকে । যেমন ইউরো /উসড, জিবিপি/ ইউএসড, সিএড / ইউএসড ইত্যাদি । এগুলোই মুলত প্রধান মুদ্রা হিসাবে কাজ করে ।
-
forex market e protha mudra bolta amra buji.ero/usd,usd/gbp, etadi.amra er mathomi fore khala thaki.
-
ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা বলতে বুঝায় যে মুদ্রা ফরেক্স মার্কেটে বেশি প্রচলিত। এখানে তার কয়েকটি মুদ্রার নাম দেওয়া হল- usd, eur, jpy, gbp, chf, cad, aud, nzd. ইত্যাদি। ফরেক্স মার্কেটে এগুলো বেশি ব্যবহৃত হয়।
-
ফরেস্ক বাজারে সাধারনত ডলার বেচা ক্কেনা হয়।
-
ফরেক্স এর প্রধান মুদ্রা ডলার । তার সাথে কিছু মুদ্রা জোড় রয়েছে তা হল-
ডলার/ইউরো
ডলার/কানাডার ডলার
অস্ট্রেলিয়ার ডলার/ডলার
পাউন্ড/ডলার
-
যেহেতু ফরেক্স একটি আন্তজাতিক ব্যবসা সেহেতু এখানে আন্তজাতিক মুদ্রা ব্যবহার করা হয়।ফরেক্স মার্কেটে যে মুদ্রার প্রচলন বেশী হয়ে থাকে আমরা সেই মুদ্রাকে প্রধান মুদ্রা বলে থাকি।যেমন - usd, eur এই মুদ্রা গুলা ফরেক্স মার্কেট এ বড় ভূমিকা রাখে।
-
এখানে ডলার সব থেকে বেশী পেয়ারে থেকে থাকে এবং বিভিন্ন জোরা কারেন্সি তে এই পেয়ার বেশী বেবহার করা হয়ে থাকে । ফরেক্স মার্কেট এর প্রধান মুদ্রা বলতে গেলে ডলার কেই বলা চলে কারন এর নিউজে আমরা বেশী লাভ করতে পারি । এই ক্ষেত্রে বেস কিছু মুদ্রা ফরেক্স এ প্রধান।
-
যেই মুদ্রা গুলার প্রচলন বেশি এবং যেগুলার মুভমেন্তের উপর অন্য মুদ্রা গুলার মুভমেন্ত নিরভর করে সেগুলাকে প্রধান মুদ্রা বলে । যেমন ইউর ,জাপানি মুদ্রা ,পাউন্দ ,দলার ইত্ত্যাদি । মুলত এগুলর বেচা কেনার উপর মারকেতের মুভমেন্ত অনেক্তা নিরভর করে । তাই এগুলাকে প্রধান মুদ্রা বা মেজর কারেন্সি পেয়ার বলে
-
ডলার, ইউরো, পাউন্ড, কানাডার ডলার, অস্ট্রেলিয়ার ডলার ইত্যাদি প্রধান মুদ্রা
-
ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা ডলার।১০০ ডলার কোন অংশেই কম নয় একজন নতুন ট্রেডারের জন্য। হ্যা, আপনার উপযোগীতার উপর নির্ভর করে। আপনার মাসিক কত ডলার আয়ের প্রয়োজন তার উপর নির্ভর করে আপনার বিনিয়োগ কত হতে হবে।
-
ফরেক্সে প্রধান মুদ্রা হলো ডলার আমার জানামতে অনেকে এটা নিয়েই ট্রেড করে থাকে।
-
যদি এই মার্কেট এর প্রধান মুদ্রা কোনটি বলা হয়ে থাকে তাহলে আমি বলব ইউ এস ডি কারন এই পেয়ার এই মার্কেট সব থেকে বেশী কারেন্সি রয়েছে এবং এতই ট্রেডারদের অন্যতম একটি পেয়ার যার মাধ্যমে ট্রেডার বেশিরভাগ সময় ট্রেড করে থাকেন এবং এই পেয়ার কে অনেক পছন্দ করে থাকেন ।
-
ফরেক্স মার্কেট এ সবচেয়ে বেশির বাগ মানুশ ডলার এবং ইউরো এবং জিবিপি ব্যাবহার করে। আমি বেশির বাগ ডলার ব্যাবহার করি। আমার সবচে প্রিও currency ডলার এবং ইউরো। আমি দুই currency কে খুব ভালভাশি।
-
প্রতেক বিজনেস এর প্রধান হচ্ছে তার মূলধন। তাই ফরেক্স ট্রেডিং এ ও প্রধান হচ্ছে মূলধন।
-
শি।ফরেক্স মার্কেটের প্রধান মুদ্রা গুল নিছে দেওা হলঃ
১। ইউরো/ ডলার
২। অস্ট্রেলিয়া/ কানাডা
। কানাডা/ ডলার
-
আমি মনে করি ফরেক্স মাকেটে প্রধান মুদ্রা হল ডলার।আর এই্ ডলার যত বেসি বিনিয়োগ করা জাবে ততো বেসি লাভ করা জাবে।আমাদের উচিত বেসি ডলার বিনিয়োগ করা।
-
ফরেক্স একটি মুদ্রা বাজার ।এখানে মুদ্রা বেচা কেনা হয়। ফরেক্স মার্কেটের মুদ্রা বলতে ডলার ই বেশি ব্যবহার হয়ে থাকে। তবে ইউরো, পাউন্দ , অস্ট্রেলিয়ান ডলার ও ব্যবহার হয়।
-
আমার কাছে যদি ডলার নাা হয়ে টাকা হতো আমাদের বাংলাদেশের তবে অনেক ভালো হত
-
ফরেক্স মার্কেটের প্রধান মুদ্রা হল ইউএসডি এটি ট্রেডারদের কাছে অনেক জনপ্রিয়। এটি দিয়ে সাধারনত ট্রেডাররা ট্রেড করে সাচ্ছন্দবোধ করে।
-
আমার মতে ফরেক্স হচ্ছে মুদ্রা কেনা-বেচার বাজার।আর এই বাজারে সবছেয়ে বেশি কেনা-বেচা হয় ডলার আর ইউরো।আর আমরাও সাভাবিকভাবে সবচেয়ে বেশি ট্রেড করি ডলার । তবে আমাদের জন্য ডলার ই ভাল ।
-
ফরেক্সেে সকল মুদ্রা আমার কাছে ভাল বলেমনে হয়। সকল কারেন্সি খুব ভাল ট্রেডিং করার জন্য। তবে কিছু কিছু কারেন্সি খুব বেশী ব্যাবহৃত হয়।
-
ফরেক্স মারকেটে অনেক মুদ্রা ট্রেড করা হয় তার মধ্যে প্রধান প্রধান মুদ্রা হলো usd/cad,gbp/usd, usd/jpy, nzd/usd ,aud/usd, eur/usd, usd/chf,ইত্যাদি।
-
USD, eur, gbp, jpy, aud, cad . এই মুদ্রা গুলা ফরেক্স মার্কেট এ বড় ভূমিকা রাখে।
-
ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা যদি টাকা হতো তবেই বোধ করি ভালো হতো! কিন্তু তাতো আর হবার নয়। তাই ডলারকেই প্রধান মুদ্রা মনে করি। এবং বাধ্য।
-
যে যে মুদ্রাগুলোর বেচাকেনা ফরেক্স মার্কেটে বেশী হয় সেই মুদ্রা গুলোকেই প্রধান মুদ্রা বা মেজর ক্যারেঞ্ছি বলে। এই মুদ্রা গুলো হল...... u s d , euro , j p y. g b p, a u d, cad ইত্যাদি । আমি একজন নতুন ফরেক্সার এর বেশী কিছু আমি জানি না।
-
ফরেক্স ট্রেডিং বাজারে অনেকগুলো মুদ্রার প্রচলন রয়েছে এবং এদের মধ্যে যে সকল মুদ্রাসমুহ বেশি ব্যবহৃত হয়ে থাকে সে সকল মুদ্রাসমুহকে প্রধান মুদ্রা বলা হয়ে থাকে। এদের মধ্যে রয়েছে ইউ এস ডি, ইউরো, পাউন্ড ইত্যাদি।
-
হ্যা বন্ধু ফরেক্স মার্কেটে যেসকল মুদ্রার কেনা বেচা সব সময়ই বেশি থাকে সেগুলো হল মেজর কোরেন্সি বা প্রধান মুদ্রা যেমন, usd,cad, aud,nuz,eur,gbp, ইত্যাদি।
-
আসলে ফরেক্স এ রিজার্ভ কারেন্সি হিসেবে বেশি পরিচিত হচ্ছে আমেরিকান ডলার। এ ছাড়াও ফরেক্স এ আরো কয়েকটি প্রধান মুদ্রা আছে। যা বেশি পরিমানে ট্রেড হয়। এগুলো হলঃ ইউরো, জিবিপি, জাপানিজ ইয়েন, কানাডিয়ান ডলার, আস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার। এই আটটা কারেন্সি হচ্ছে মেজর কারেন্সি।
-
ফরেক্স মার্কেটে প্রধান মুদ্রা বলতে বুঝায় ফরেক্স মার্কেটের মেজর পেয়ার গুলোকে বুঝায় জেন ইউরো,ইউএসডি,জিবিপি,জেপিইয়,এইউডি,ইত্যাদি এগুল সাধারণত প্রধান মুদ্রা বলা হয় এর সাথে অন্যান্য কিছু পেয়ার আছে এই প্রধান মুদারার সাতে ক্রস করে ট্রেড করা হয়।
-
ফরেক্স মার্কেটের প্রধান মুদ্রা বলতে ফরেক্সস মেজর কোরেন্সি জোড় গুলো যে সকল মুদ্রা গুলো নিয়ে গঠিত হয় সেগুলোকে বোঝায় কারন সাধারন ভাবে ফরেক্স মার্কেটে বা এক্সচেন্জ করার ক্ষেত্রে এই মুদ্রা গুলো বেশি হয়ে থাকে যেমন, ইউ এস ডলার, বৃটিস পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার, অষ্টেলিয়ান ডলার, জাপানি ইয়েন ইত্যাদি আবার আর্থিক বাজারে এই মুদ্রাগুলোর দপটও বেশি। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট যে মুদ্রা বেশি ব্যবহারিত্ব হয় তাকেই প্রধান মুদ্রা বলা হয়। এবং যে মুদ্রা বেশি কেনাবেচা হয় তাকেও প্রধান মুদ্ররা বলা যায় যেমন eur, usd, cad, jpy, gbd, aud, nzd এবং ইত্যাদি আরও অনেক রয়েছে। তাছাড়া বিভিন্ন ট্রেডার রা বিভিন্ন মুদ্রা কেনাবেচা করে মজা পায় আর তারা সেই মুদ্রাকেই প্রধান মুদ্রা বলে।
-
ফরেক্স মার্কেটের মেজর কারেন্সি গুলো হল ইউ এস ডি, জি বি পি, এ ইউ ডি, সি এ ডি, এ মুদ্রা গুলো প্রধান কারেন্সির অন্তর্ভূক্ত।
-
ফরেক্স হলো আন্তর্জাতিক মূদ্রাবাজার। এখানে সব ধরনের মূদ্রা নিয়ে ট্রেড করা যায়। এমন কি তেল, স্বর্ণ নিয়েও আপনি ট্রেড করতে পারবেন । এখানে যেহেতু অনেক মূদ্রা আছে তাই সব মুদ্রা নিয়ে বট্রেড করা সম্ভব না। ফরেক্সের মুদ্রাগুলোলে মেজর কারেন্সী এবং মাইনর কারেন্সী এই দুই ভাগে ভাগ করা যায়। মেজর কারেন্সি হলো ডলার, ইউরো, জিবিপি, কানাডার ডলার, অস্ট্রেলিয়ার ডলার কে বোঝায়।
-
জি ফরেক্স মার্কেট এ এই ধরনের মুদ্রার বেচাকেনা একটু বেশি হিয়ে থাকে, আসলে একমাত্র এই কারণে এই মুদ্রাগুঅলোর স্প্রেড ও অনেক কম থাকে, তবে এতবেশী কেনা বেচার কারণে এই মার্কেট গুলি সাধারণত অনন্য মার্কেট এর তুলনায় অস্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি থাকে, সপ্রিয়াদ কম থাকার দরুন আপনি অল্পতেই লাভ করতে পারছেন, যেখানে গোল্ড এর সাথে ট্রেড করলে তা এত সহজ হয়ে উঠে না
-
যে সকল মুদ্রা বেশি বেচাকেনা হয় ঐ সকল মুদ্রা সমূহকে প্রধান মুদ্রা বা মেজর কারেন্সি বলে। মেজর কারেন্সি বা প্রধান মুদ্রাগুলোর মধ্যে অন্যতম হল ইউরো,ডলার ইত্যাদি।
-
এছাড়াও আরও অনেক মুদ্রা আছে তবে এগুলো ব্যাবহার করার কারন এই পেয়ার বা মুদ্রা গুলোতে বেশি প্রভাব পরে। আপ্ন এই পেয়ার গুলোতে অনেক বেশি লাভ করা সম্ভব মানে সহজেই এই পেয়ার গুলোর বিশিষ্ট অনেক সহজে বোঝা যায়। আপনি অন্য মুদ্রা গুলো তেও ট্রেড করতে পারেন তবে এই মুদ্রা গুলো তে ট্রেড করা অনেক ভাল।