-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করলে আমার নিজের যেমন অনেক কিছু জানা হয় তেমনি আমি মনে করি অনেকেই এখান থেকে অনেক কিছুই শেখেন । তাই এখানে লিখতে বেশ ভাল লাগে । অনেক ধরনের অভিজ্ঞতা হয় । অনেকের লেখা দেখে অনেক অজানা বিষয় জানা যাই । এসব কারনে আমি ফরেক্স সম্পর্কে লিখতে আনন্দ পাই ।
-
কোন সম্পর্কে লেখা লেখি করলে জ্ঞান কমে না বরং বারে। একটা কথা আমি জানি কিন্তু এটি যদি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমার জ্ঞান কমবে না কিন্তু বারবে। তাই আমি ফরেক্স সম্পর্কে লিখা লিখতে খুব খুব ভালবাসি। ধন্যবাদ
-
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার খুব ভাল লাগে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লিখতে আসলে অনেক কিছু শিখা যাই , কারণ যারা ফরেক্সে আসে এসে লেখা লেখে এমন অনেক বর ভাই আসে যে তারা ফরেক্সে বিজনেস এ অনেক এক্সপার্ট তারা তাদের মত প্রকাশ করে এই ফরেক্সে এসে , তাই আমি মনে করি ফরেক্সে লিখতে আসলে অনেক কিছু শিখা জার।
-
ফরেক্স ট্রেড মার্কেটে এসে লেখা লেখি করতে আমার অনেক ভাল লাগে আর অনের লেখা পরতে ও অনেক ভাল লাগে, আমি ফরেক্স মার্কেটে লিখতে এসে অনেক কিছু শিখতে পেরেছি । । ফরেক্সে অনেক বড় বড় এক্সপার্ট ভাই ই রা আছে যারা তাদের ফরেক্স এর এক্সপার্ট এর কথা বলে যে তারা কি ভাবে ফরেক্স ই টিকে আছে এবং এখন এত ভাল ইন কাম করছে কি ভাবে । । সব কিছু ই শেয়ার করে তারা।
-
অসাধারন অসাধারন ফরেক্স সম্পর্কে লিকতে আমার অনেক ভাল লাগে যা আমি মুকের ভাষায় বুজাতে পারব না । কারণ এতে করে ফরেক্স সম্পর্কে আমি আরও সচ্চও ধারনা পাই ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে লেখা লেখি করতে পারা এটা অনেক কিছু , কারণ সবাই যদি ফরেক্সে লেখা লেখি করি তা হলে আমার মনে সবাই ফরেক্সে শাইন করতে পারবে। লেখা লেখি করলে অনেক কিছু শিখা যাই যানা যাই , আবার সবার সাথে কথা বলা যার । চলুন আমার সবাই ফরেক্সে লেখা লেখি করি আর অনেক কিছু যানার পর মার্কেটে ইনভেস্ত করি/
-
ফরেক্স সম্পর্কে লিখতে আমার অনেক ভাল লাগে , ফরেক্সে অনেকে লেখা লেখি করে সেই লেখা দেখে আমি অনেক কিছু যানতে পারছি । আমি যখন লেখি তখন আমার মনে হয় যেন আমি ফরেক্সে সকল ট্রেড আর এর সাথে কথা বলছি আমি যত টুকু জানি তত টুকু সবার সাথে শেয়ার করি , আমার অনেক ভাল লাগে সবার সাথে শেয়ার করতে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এটি সম্পর্কে লিখা লিখতে আমার কাছে খুব খুব ভাল লাগে। ফরেক্স সম্পর্কে লিখা লিখলে নিজের জ্ঞানের পরিধি অনেক বেরে যায়। তাই ফরেক্স সম্পর্কে লিখা লিখতে আমার খুব ভাল লাগে। ধন্যবাদ
-
হ্যাঁ আমর অনেক অনেক ভাল লাগে ফরেক্স নিয়ে লেখা লেখি করতে। ফরেক্স থেকে টাকা আয় করা যায় তাই এখানে অনেক কিছু লিখা যায় এবং লেখলে তা আয় হয় তাই লেখা যাই আয় করা যাই। আমার তাই ফরেক্স এত ভাল লাগে।
-
ফরেক্স সম্পর্কে নিজে জানার জন্য লেখা লিখি করতে আমার ভালো লাগে । আমি ফরেক্স এর ফোরাম লিখে আমার প্রশ্ন করতে পারছি এবং অন্যদের কাছ থেকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি । আমি নিজে যা জানি ফরেক্স সম্পর্কে তা অন্যদের কাছে শেয়ার করতে পারছি এতে আমার অনেক ভালো লাগে । এই জন্য ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার ভালো লাগে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এই বাবসা খুবই জনপ্রিয় এবং এখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয়। এটি একটি অনেক বড় মানের বাবসা। তাই ফরেক্স সম্পর্কে লিখা লিখতে আমার খুবই ভাল লাগে। ধন্যবাদ
-
ফরেক্স একটি ইন্টারনেট ভিত্তিক একটি অসাধারন একটি ব্যবসা তো আমরা যেহেতু অনেক কিছু এই ইন্টারনেট থেকে জানতে পারি তো আমার ও ফরেক্স সম্পর্কে ইন্টারনেটে লিখতে ভাল লাগে । আমি বাংলাদেশ ফোরামে লিখতে অনেক পছন্দ করি এছাড়া ফেসবুকে আমার একটি নিজের পেজেও আমি ফরেক্স সম্পর্কে লিখে থাকি।
-
মইনুদ্দিন আহ্মেদ
এখানে লেখালেখি করা মানে নিজে যা জানি টা অন্নকে জানান এবং অন্নের কাজ থেকে কিছু জানা। তাই ফরেক্স এ লেখালাখি করতে বেস ভালই লাগে। কারন এতার মাধমে অনেক সমস্যার সমাধান ও আসে। তাছাড়া বিভিন্ন জনের সাথে অভিজ্ঞতা শেয়ার করে মরেক্স সম্পরকে অনেক কিছুই জানা যায় যা মারকেত এ ত্রাদ করার সময় খুব কাজে আসে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এটি একটি অনেক বড় বাবসা এবং এটি স্মার্ট বাবসা। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হয়। পৃথিবীর অনেক দেশের মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকেন। তাই ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার খুব ভাল লাগে। ধন্যবাদ
-
মোঃ আনোয়ার হোসেন
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার সবসমায় ভাললাগে কারন এখান থেকে অনেক কিছু সেখা যায় ।
-
হ্যা অবশ্যই ভাল লাগে... আর সেটা যদি বাংলায় লিখতে পারি তবে তো কথাই নাই :) ফরেক্স মুলত সবার জন্য তাই এখানে লেখালিখি করে অনেকের কাছ থেকে সমস্যার সমাধান পাওয়া যায়. বিভিন্ন সিস্টেম সম্পর্কে জ্ঞান লাভ করা যায়. সবকিছু মিলিয়ে ভালই লাগে
-
ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে আমার দরুন লাগে । এখানে লিখে নিজের অভিজ্ঞতা শেয়ার করা যাচ্ছে আর অপরের অভিজ্ঞতা জানার সুযোগ হচ্ছে ।
-
আমি এই মার্কেটে প্রথম এবং আমি বর্তমানে ফরেক্স শেখার উপর আছি এবং আমি ফরেক্স সম্পর্কে আমার জ্ঞান বাড়ানোর জন্য বাংলা ফরেক্স ফরামে ব্যবহার করে থাকি এখানে আমি অনেক কিছু শিখতে এবং জানতে পারি কারন এই ফরাম সাইটে সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং আমিও খুবই আনন্দিত হই আমার সামান্য কিছু জ্ঞান এই ফরামের মাধ্যমে সবাইকে জানাতে।
-
আমি আসলে খুব বেশি দিন যাবত ফরেক্স নিয়ে লিখছি না, তবে যেকয় দিন যাবতই লিখছি না কেন লিখে মজা পাচ্ছি। অনেকে অনেক কিছু লিখে, উপদেশ দেয়, কোনো সমস্যা থাকলে সমাধান দেয় বেশ ভালো লাগে এইগুলা। তবে একটা জিনিস খেয়াল করলাম সবাই বেশ ভালো লিখে। আমিও চেষ্টা করি সবকিছু ভালো ভাবে আপনাদের সামনে উপস্থিত করার জন্য। সবাই দোয়া করবেন এইভাবে যেন লিখে যেতে পারি।
-
ফরেক্স সম্পর্কে লেখা-লিখি করতে আমার অনেক ভালই লাগে। আর ফরেক্স সম্পর্কে লেখা-লিখি করলে অনেক কিছু জানা ও শিক্ষা যায়। আর নতুন নতুন বিষয় সম্পর্কে অনেক কিছু জানা ও জ্ঞান অর্জন করা যায়। আমি ফরেক্স এ লেখা-লিখি করে অনেক জ্ঞান অর্জন করেছি।
-
ফরেক্স সম্পর্কে লিখতে আমার অনেক বেশী ভাল লাগে। নিজে লিখে এবং অন্যের লিখা পড়ে ফরেক্স সম্পর্কে জানার আগ্রহ আরো বেড়েছে।
-
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতের আমার অনেক ভাল লাগে ফরেক্স এর ফোরাম এ লেখা লেখি করলে আমরা অনেক কিছু জানতে পারি ফরেক্স এর বাংলা ফোরাম এ পোস্ট করলে আমরা অনেক ভাল কিছু শিখতে পারি , আমি আমার যত প্রবলেম আছে সব কিছু ঠিক করে ফোরাম এ গিয়ে পোস্ট করলে অনেক এক্সপার্ট ভাই হেল্প করে থাকে তার পর সবার শাথে যোগাযোগ হয়ে থাকে।
-
সত্যি কথা বলতে ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে। আমার ফেচবুকে আমি মাঝে মাঝে ফরেক্স সম্পর্কে পোস্ট দিয়ে থাকি। আমি একজন প্রাইজ একশন ট্রেডার তাই প্রাইজ একশন এর উপর লেখালেখি করতে আমার ভাল লাগে। আর এ বিসয়ে আমি প্রায় মন্তব্য করে থাকি।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার লেখালেখি করতে আমার ভালোই লাগে কারন ফরেক্সে কাজ করতে আমার ভালোই লগে । আমার মনে হয় আমার মতো সবার ই ফরেক্স বিষয়ে লেখতে ভালো লাগে কারন ফরেক্স এমন একটা বিষয় যা লেখতে আমার নিজের জ্ঞান বাড়ে সেই সাথে আমার একাউন্ট ও বাড়ে। আর যা দিয়ে ট্রেড করতে পারি । ফরেক্স নিয়ে লেখালেখি করতে করতে না জানা বিষয় গুলো সম্পর্কে ধারনা পাওয়া যায়।
-
ফরেক্স বলতে আমার ভাল লাগে , আততাই ভাল লাগে যে কি বলব ।পারলে সারাদিন ফরেক্স ার সাথেই কাতাতাম । যদি আমন হত যে ফরেক্স নিয়া আমদের দেশে অনেক কিছু জানার বা বা বলার জনা কোন বাবস্থা থাক্ত । তবে আমারা আর অনেক কিছু শিখতে পারতাম । তাই ফরেক্স ফোরাম যা ইনেস্তাফরেক্স ার সাহায্য সহযোগিতায় আগিয়া যাছে , ার সাথে শম্পরক যুক্ত সবাইকে ধনবাদ ।
-
ফরেক্স সম্পর্কে আমার লেখা লিখি করতে অনেক ভাল লাগে আর আমি ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে করতে অনেক কিছু শিখতেও পারছি। আর আপনারাও ইচ্ছা করলে ফরেক্স সম্পর্কে লিখতে ও জানতে চাইলে ফরেক্স বাংলা ফোরামে যোগদান করতে পারেন। আমি মনে করি তাহলে আপনার ফরেক্স সম্পর্কে আরও বেশি বেশি করে জানতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন।
-
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার অনেক ভাল লাগে ফরেক্স এর ফোরাম এ যখন একটা পোস্ট করি তখন অনেক এক্সপার্ট ভাই রা তাদের সব কিছু শেয়ার করে থাকে সেই খান থেকে আমার অনেক না জানা গুলে জানা হয়ে যায় । আমি ফরেক্স সম্পর্কে যত টুকু জানি তা সবার সাথে শেয়ার করতে আমার অনেক ভাল লাগে । শেয়ার করলে অনেক কিছু শিখা ও যায় জানা ও যায় অনেক নতুন কিছু জানতে পেরে অনেক ভাল লাগে আমার।
-
ফরেক্স নিয়ে লেখা লেখি করলে আমাদের অনেক কিছু জানা ও শেখা হয় ফরেক্স এর ফোরাম মার্কেটে অনেক এক্সপার্ট ভাই তারা তাদের কথা শেয়ার করে তারা কি ভাবে মার্কেটে এক্সপার্ট হয়েছে কি ভাবে ট্রেড করলে খুব সহজেই টাকা ইনকাম করা যায় ভাল করে কি ভাবে কাজ শিখা যায় তা ভাল ভাবে জানা যায় ফরেক্স মার্কেটে লেখা লেখি করলে ।
-
আসলে সত্যি কথা বলতে ফরেক্স সম্পর্কে লেখা লিখি করতে খুব ভালো লাগে। ফরেক্স মার্কেটে এসে অনেক অজানা বিষয় জানা যায়। এর মাধ্যমে অনেক নতুন বন্ধু পাওয়া যায়। দেখা যায় ফরেক্স সম্পর্কে লেখা *লিখি করকে গিয়ে ও বাংলা টাইপ টা অনেক ভালো হয়। দেখা যায় ফরেক্স সম্পর্কে অনেক বিষয় জানা বাদ পড়ে যায় কিন্তু লেখার ফলে তা সহজে জানা যায়। তাই আমি অবশেষে বলবো ফরেক্স সম্পর্কে লেখা লিখির মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার। এমন একটি বাবসা সম্পর্কে আমি আমার অভিজ্ঞতাকে সকলের মাঝে তুলে ধরতে পারছি এবং আমার মন্তব্য গুলো শেয়ার করতে পারছি এটি ভেবে আমার কাছে খুবই ভাল লাগে। ধন্যবাদ:happy:
-
ফরেক্স মাকেট হচেছ বৈদেশিক মুদ্রা বাজার।পৃথিবীর সবচেয়ে বড় স্টক মাকেট হচেছ নিউইয়ক স্টক মাকেট কিন্তু ফরেক্স মাকেট তারচেয়ে ২৫ গুন বড়। তাই আমি বলতে পারি এমন একটি বড় পরিধির মাকেটে আমাকে কিছু লিখতে দেয়ার সুযোগ দেয়ার জন্য, আমি নিজেকে ধন্য মনে করি।ধন্যবাদ
-
আমার ফরেক্স সর্ম্পকে লিখালিখি করতে ভালোই লাগে কারন এটিতে আমি অনেক কিছু শিখতে পারি এবং আমার অনেক নলেজ বাড়ে তাই আমি ফরেক্স এ ফোরাম লিখি সময় পেলেই এবং এতে আমার দক্ষতা বাড়ে এবং আমি ফোরাম থেকে ব্যানেন্স ও পেয়ে থাকে যাতে আমার ট্রেড করতে সুবিধা হয় এবং আমি লাভ করলে তা আমি আবার ইনিস্তাতেই ডিপোজিট করি এবং আমার হাতখরচ চালাই।
-
ফরেক্স সম্পর্কে লেখালেখি করতে আমার খুভ ভালো লাগে কারন ফরেক্স সম্পর্কে আগে আমি লেখা লেখি করতে পারতাম না ফরেক্স সম্পর্কে অনেক জানা অজানা কথা প্রকাশ করতে পারতাম এখন বাংলা ফরামে লেখা লেখি করতে পারি অনেক কিছু জানতে পারি ট্রেড সম্পর্কে অনেক লেখা লেখি হয় ।
-
ফরেক্স মার্কের্টি এর ভ্রবসা একটি অন্যরকম মার্কের্টিং ব্যবসা । বিশ্বের সব থকে বর মার্কেট সেটি হল ফরেক্স মার্কেট । আর এর মার্কেট এর ব্যবসা লেখা লেখি করিতে ভাল লাগে । আর ভাল লাগার একটা ভাল কারন হল । এর মাধ্য ম্যে অর্থ আয় করা যায় । এবং এটি র মাধ্য মাধ্যমে অনেক ান্যান্য জ্ঞান অর্জন করা সম্ভব হয় । তাই এ মার্কেটে লেখালেখি করতে আমার ভাল লাগেহ এর্ব আমার মনে হয় আমাদে;র সকলেরই খভাল লাগা উচিত ।
-
আসলেই ফরেক্স সম্বন্ধে লেখালেখি করতে আমার ভাল লাগে। সবারই একটা মতামত জানা যায় নিজের মতামত ব্যক্ত করা যায় সবমিলিয়ে ভালই লাগে।
-
লেখালেখি করতে আমার অনেক ভাল লাগে এবং শুধু লেখালেখি করা নয় অন্যদের লেখা পড়তে আমার আরও বেশি ভাল লাগে। এখানে লেখালেখি করতে গেলে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা হয়, মার্কেত এনালাইসিস নিয়ে লেখা হয়। লেখালেখির ফলে অনেক ধরনের ফীডব্যাকও পাওয়া যায়।
-
ফরেক্স সম্পর্কে লেখা লেখি করতে আমার খুভ ভালো লাগে কার ফরেক্স সম্পর্কে লেখা লেখি করলে অনেক অজানা অনেক কিছু জানা যায় জেটা আমি কনদিন জানতে পারতাম না সেটা ফরেক্স ফরামে লেখা লেখি করে জানা যায় অনেক অবিজ্ঞতা অরজন করা ।
-
লেখালেখি ব্যপারটাই আমার জন্য আনন্দদায়ক। ফরেক্স নিয়ে লেখালেখি ব্যপার টা আরো অন্যরমকম। এখানে লেখালেখি করতে গেলে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা হয়।ফরেক্স ফোরাম পোস্টিং করতে অনেক ভাল লাগে । লেখালেখির ফলে অনেক ধরনের ফীডব্যাকও পাওয়া যায়। আসল কথা লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে আগ্রহও বাড়তে থাকে।
-
লেখালেখি ব্যপারটাই আমার জন্য আনন্দদায়ক। ফরেক্স নিয়ে লেখালেখি ব্যপার টা আরো অন্যরমকম। এখানে লেখালেখি করতে গেলে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা হয়।ফরেক্স ফোরাম পোস্টিং করতে অনেক ভাল লাগে । লেখালেখির ফলে অনেক ধরনের ফীডব্যাকও পাওয়া যায়। আসল কথা লেখালেখি করলে ফরেক্স সম্পর্কে আগ্রহও বাড়তে থাকে।
-
জি আসলে ফোরাম এ ফরেক্স সম্পর্কে লেখালেখি করা আমাদের শখ নয়, তবে আমাদের ব্রোকার এখানে আমাদের এখান থেকে কিছু বোনাস উপার্জনের সুযোগ করে দিয়েছে, আপনি এখান প্রতিটা পোস্ট এর উপর একটা নির্দিষ্ট বোনাস পছেন, মাস শেষে সেটা আপনার ট্রেডিং একাউন্ট অ যোগ হছে, মাস শেষে আপনি সেই তাকে ট্রেড করতে পেরে, আপনি লাভ ও পছেন.