-
ডিপোজিট
ফরেক্স মার্কেট এ আমি যে টাকা আয় করি তা আমি নেটেলার একাউন্ট এর মাধ্যমে উত্তোলন করি।ফরেক্স মার্কেট এ আয় করা টাকা উত্তোলন করার অনেক অনলাইন মাধ্যম রয়েছে। যারা আপনার আয় করা টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্ট এ ট্রান্সপার করে দিয়ে। তবে এই পদ্দতি একটু জামেলা।তাই আমি নেটেলার একাউন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করি।এছাড়াও আমরা ফরেক্স মার্কেট এর আয় করা টাকা ভিবিন্ন ভাবে উত্তোলন করতে পারি।ধন্যবাদ...
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে হলে অনলাইন ভিত্তক মানি একাউন্ট লাগবে। আমার কাছে স্ক্রিল ভাল লাগে।
-
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেডকরতে হলে এখানেও আমদের ডিপোজিট করতে হয় আর এই ডিপোজিট করার ক্ষেত্রে একেক জন একেক ধরনের মাধ্যম ব্যবহার করে আমরা মতে নেটেলার সব থেকে বেশি ভালো মনে হয়
-
ফরেক্স ব্রোকার গুলোর এক একটা পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে। আমার মতে নিটেলার ভাল। কারন এতে দ্রুত পেমেন্ট পাওয়া যায়। আর এই ব্যলেন্স উত্তোলনের জন্য সব সময় কাউকে না কাউকে পাওয়া যায়, যাদের মাদ্যমে ট্রান্সফার করা যায়।
-
আমার মতে ফরেক্সে ডিপোজিট করার জন্য লিবাটি রিজার্ভ সব থেকে ভাল। আমি লিবাটি রিজার্ভ এ ডিপোজিট করি। আর তাছাড়া প্রায় সব বব্রোকারই লিবাটি রিজার্ভ কে সাপোর্ট করে। আমার জানা মতে ফরেক্সে যত ব্রোকার আছে তাদের চাত ভাগের তিন ভাগই লিবাটি রিজার্ভ এ ডিপোজিট করে। তাই আমার মতে ডিপোজিট করার জন্য এই মাধ্যমটাই ভাল।
-
সাধারন্ত ফরেক্স এ ডিপোজিত করার জন্য অনেক মাধ্যম আছে। আপনার কাছে যেতা সুবিধার হয় সেটা ধারা আপনি দিপজিত করতে পারেন। ফরেক্সে ডিপোজিট করা ভাল আমার মতে স্কিল/মানিবুকার্সের এবং নিটেলারের মাধ্যমেই ডিপোজিট করা সবচেয়ে ভাল কারন এই দুটি অনলাইন প্রেমেন্ট মেথড খুবই জনপ্রিয় এবং নিরাপদ তাছাড়া এখান থেকে আপনি খুবই অল্প সময়ের মধ্যে অাপনার ফরেক্স অ্যাকাউন্টে কোন ঝামেলা ছাড়াই ডিপোজিট করতে পারছেন।
-
ফরেক্স মারকেটে টড়েড করার জন্য যে ডিপজিট করা লাগে সেই ডিপজিট করার জন্য অনেক ট্রান্সফর মাধ্যম আছে জা দিয়ে ফরেক্স একাউন্টে ট্রেড করা জন ডিপজিট করা জায় তবে আমার মতে নেটালার দিয়ে ডিপজিট করা ভাল ।
-
আমার মতে মানি বুকারস বা নেটেলার সব থেকে ভাল। এক এক ব্রোকার এক এক ধরনের পলিসি ব্যবহার করে, তাই সব ট্রান্সফার মেথড সব ব্রোকার সাপোর্ট না ও করতে পারে।তবে আমি অবশ্য মানি বুকারস ব্যবহার করি।
-
অমার কাছে ফরেক্সে ডিপোজিট করার সবচেয়ে ভাল এবং নির্ভরযোগ্য প্রেমেন্ট মাধ্যম হিসাবে মনে হয় মানিবুকার্স বা স্কিল। কারন এটির মাধ্যমে খুব সহজে এবং অতি অল্প সময়ের ব্যবধানে ফরেক্সে ডিপোর্জিট করা যায়।
-
ফরেক্স মার্কেটে ডিপজিট করার জন্য অনেক মাধ্যম আছে তবে সবগুল দিয়ে ডিপজিট করা ভালো না কারন দরেক্স মার্কেটে ডিপজিট করার সময় খেয়াল রাখতে হবে যে ডিপজিট করার জন্য কোন সমসা না হয় তাই নেটেলার দিয়ে ডিপজিট করা ভালো ।
-
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে হয় আর এটা সম্পূর্ণ আম্নার উপর নির্ভর করে যে আপনি কোন ব্রোকারের মাধ্যমে ফরেক্স মার্কেট ডিপোজিট করবেন এছাড়া ততে আমার মনে হয় ডিপোজিট করার জন্য ইন্সতা ব্রোকার সব থেকে ভালো
-
ডিপোজিট করার জন্য অনেক মাধ্যম আছে যেগুলার দ্বারাতে আপনি ডিপোজিট করতে পারেন এখন কথা হচ্ছে আপনার ব্রোকার কোন মাধ্যম সাপোর্ট করে তার উপর ডিপেন্ড করে আপনাকে একাউন্ট খুলতে হবে। কোন কোন ব্রোকার সব পেমেন্ট মেথড সাপোর্ট করে না আর আমার কাছে নিটেলার এর সুবিধা ভাল লাগে তাই আমি নিটেলার দিয়ে ডিপোজিট করি। তবে অনেকের কাছে মানি ব্রোকারস, স্ক্রিল, পেপাল দিয়ে ডিপোজিট করতে ভাল লাগে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কোন মেথড সবচেয়ে বেশি সিকিউর সেটাতে একাউন্ট খোলাই বেটার বলে আমি মনে করি।
-
আমার মতে মানিবুকার্স বা স্ক্রিল আর নেটেলার সবচেয়ে ভাল। আর অনেক ব্রোকার মানিবুকার্স এর ডিপোজিট বোনাস দিয়ে থাকে। তবে টাকা উঠানোর ক্ষেত্রে নেটেলার সবচেয়ে ভাল। আপনি আপনার মাস্টার কার্ডটি দিয়ে সহজেই টাকা উত্তোলন করতে পারবেন। মানিবুকার্স এর খরচ অবশ্য অনেক কম।
-
প্রায় সব ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। লিবার্টি রিসার্ভ সবচেয়ে ভাল।
-
ডিপোজিট করার জন্য আমার মতে নেটলার হল সব চাইতে ভাল প্রসেস । কারন এটা আমাদের আনেক রকমের সুবিধা প্রদান করে । যেমন ইনস্ট্যান্ট টাকা বের করা যায় যেকোন সময় যেকোন জায়গায় । আবার ব্রোকারে ডিপোসিট করতে গেলেও বেশি ঝামেলা করতে হয়না, স্ক্রিল এর মত।আর মাস্টার কার্ড হলে অনেক ভাল হয় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আসলে ইনভেস্ট করা লাগে ইনভেস্ট ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় না কারন ব্যবসা করতে গেলে যেমন ইনভেস্ট করতে হয় ঠিক অন্ন ব্যবসার মত তাই ইনভেস্ট করা জায় অনেক ভাবে কারন ইনভেস্ট করতেও গেলে নেটেলার দিয়ে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে হয় ।
-
আমি আপনার সাথে একমত তবে লিবার্টি পাশাপশি মানি বুকারস বা নেটেলার অনেক ভালো । এক এক ব্রোকার এক কএ ধরনের পলিসি ব্যবহার করে, তাই সব ট্রান্সফার মেথড সব ব্রোকার সাপোর্ট না ও করতে পারে। এক্ষেত্রে আমার দেশে কোন মেথড এ টাকা আনা সম্ভব ও খরচ কম তা বিবেচনায় নিতে হবে। তাই এ ব্যাপারে ভাল একজন ফরেক্সার এর কা ছথেকে পরামর্শ নিন।
-
ফরেক্স এ ডিপোজিত করার জন্য কি আবার বিভিন্ন সমস্যা ভোগ করতে হয়,আমি কিন্তু এই সমস্যা গুলোর সম্বন্দে ভাল জানা নেই তব্র এখন মোটামুটি জানতে পারলাম।তবে অনেকে অনেক রকম কথা বলছে ,আমার প্রশ্ন হচ্ছে আমি যদি পেওনার বা স্ক্রিল এর মাধ্যমে একাউন্টতে ইনভেস্ত করি তাহলে কি কোন সমস্যা হবে।
-
আসলে এই ব্যাপারতা যার কাছে যেটা শুবিধার মনে হই ।। আপনি লিবার্টি রিজার্ভ ব্যবহার করেন তাই আপনার লিবার্টি রিজার্ভ ভালো লাগে ।। আমি মানি বুকারস বা স্ক্রিল ব্যবহার করি তাই আমার কাছে মানিবুকারস বা স্ক্রিল ভালো লাগে , আরেকজন নেটে লার ব্যবহার করে তাই তার কাছে নেটেলার শুবিঢার মনে হই ।। নেতেলার বা মানিবুকারস , স্ক্রিল , পাজা , পেপাল এগুলা সবটাই ভালো যে যেটা ব্যবহার করেমজা পান ।।
-
আমার মতে স্কিল/মানিবুকার্সের এবং নিটেলারের মাধ্যমেই ডিপোজিট করা সবচেয়ে ভাল কারন এই দুটি অনলাইন প্রেমেন্ট মেথড খুবই জনপ্রিয় এবং নিরাপদ তাছাড়া এখান থেকে আপনি খুবই অল্প সময়ের মধ্যে অাপনার ফরেক্স অ্যাকাউন্টে কোন ঝামেলা ছাড়াই ডিপোজিট করতে পারছেন।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা ডিপোজিট করে থাকি কিন্তু আমাদের ডিপোজিট ককরা সুভিধা,আর উঠানোর সুবিধার জন্য আমরা বিভিন্ন মাধ্যম ব্যাবহার করে থাকি,তাই আমি ফরেক্স মার্কেট এ ডিপোজিট এর জন্য মানিবুকার্স এর স্ক্রিল একাউন্ট ব্যাবহার করে থাকি,উঠি একি পথে ঝামেলা নেই।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন্ট্রেডারকে অবশ্যই কিছু না কিছু ডলার তার একাউন্টে ট্রেড করার জন্য ডিপজিট করতেই হবে। আমি মনে করি আপনি যদি ভাল করে ট্রেড করে আপনি আপিনার একাউন্ট দিয়ে ইনকাম করতে চান তবে আপনি নির্সন্দেহে ইন্সটা ফরেক্সে ডিপজিট করতে পারেন।
-
মানি বুকারস বা নেটেলার সব থেকে ভাল। এক এক ব্রোকার এক এক ধরনের পলিসি ব্যবহার করে, তাই সব ট্রান্সফার মেথড সব ব্রোকার সাপোর্ট না ও করতে পারে। এক্ষেত্রে আমার দেশে কোন মেথড এ টাকা আনা সম্ভব ও খরচ কম তা বিবেচনায় নিতে হবে।
-
ডিপোজিট করার জন্য বা উইথড্র করার জন্য হোক যাই হোক আপনি যে পেমেন্ট মেথডের কথা বলছেন সেটা ভালো। কিন্তু আমার মতে আরও ভালো পেমেন্ট মেথড রয়েছে যার মাধ্যমে আমরা বাংলাদেশি কোনো ব্যংক থেকে টাকা উঠাতে পারি। নেটলার হলো একটা পেমেন্ট মেথড যা অনেক ব্রোকারেই সাপোর্টেড এবং নেটলারের মাস্টার কার্ড দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন বুথ থেকে টাকা তুলতে পারি।
-
ডিপোজিট করার জন্য ইন্সাটাফরেক্সই ভালো । যে ট্রেডারগণই ডিপোজিট করেন না কেন ইন্সটাফরেক্সে ডিপোজিট করবেন তাহলে সফলকাম হতে পারবেন । আমিও ইন্সটাফরেক্সে ডিপোজিট করে সফলতা অর্জন করেছি ।
-
আমার মনে হয় ডিপোজিট করার জন্য এক এক জন ফরেক্সার এক একটি ব্রোকার ব্যবহার করে। তবে আমার জানা মতে লিবার্টি রিভার্সই ভাল।আবার এর অসুভিতাও আছে যেমন এ থেকে সরাসরি ব্যাংক এর ম্যাধমে ওয়িথদও করা যাই না। তাই এ ব্যাপারে ভাল একজন ফরেক্সার এর কাছ থেকে পরামর্শ নিন।
-
ফরে মার্কেটে আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে আমি মনে করি বা আমি নির্দেশ দেই আপনি স্কিল এর মাধমে আপনি ইন্সটা ফরেক্স ব্রোকারে ইনভেস্ট করতে পারেন কারন আমি সব স্ক্রিল এর মাধ্যমে করে অনেক মঝা পাচ্ছি আর তাই আপনাকে এই পরামর্শ দেই আপনার ভাল লাগবে।
-
ফরেক্স ডিপেজিড করার জন্য মানি বুর্কাস ও লির্বাটি রিসার্ভ এই দুইটি বেশী পপুলার । আমার কাছে লির্বাটি রিসার্ভ একটু বেশি ভাল এবং এর সুবিধা বেশি।
-
আমার কাছে মনে হয় ডিপোজিটের জন্য সব থেকে ভাল হল মানি বুকারস(স্ক্রিল) কেননা এর ডলার খুব সহজে এবং কম রেটে পাওয়া যায়। আর মোটামুটি সব ব্রোকার স্ক্রিল কে সাপোর্টও করে থাকে।
তবে যার কাছে যেটা সুবিধা জনক মনে হয় তার কাছে তাই সেরা।
-
আমার মতে ফরেক্সে ডিপোর্জিট করার জন্য সব থেকে ভাল প্রেমেন্ট মেথড হল স্কিল বা মানিবুকার্স কারন এই প্রেমেন্ট মেথর্ডের মাধ্যমে যেমন আপনি খুবই অল্প সময়ের মধ্যে ফরেক্সের অ্যাকাউন্টে ডলার ডিপোর্জিট করতে পারছেন ঠিক তেমনি স্কিলের মাধ্যমে ফরেক্সে ডিপোর্জিট করতে কোন চার্জ এই প্রেমেন্ট মেথড নেয় না। সেই কারনে সব থেকে ভাল ডিপোর্জিটের মাধ্যম হল স্কিল।
-
ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার জন্য অনেক ধরনের প্রসেসর আছে। যেটা আপনার সুবিধা পান সেটাই দিয়ে আপনি ডিপোজিট করতে পারেন। তবে আমি নিজে মানি বুকারস দিয়ে ডিপোজিট করেছি। আমার মনে হয় এটাই ভালো প্রসেসর।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেড করি। আমার কাছে ডিপোজিটের সঠিক মাধ্যম সম্পর্কে আমার জানা নেই। তবে স্ক্রীল সম্পর্কে অনেকে বলেছে এটা দিয়ে সহজে টাকা তুলা এবং উঠানো যায়।ব্যাংক থেকে কি সরাসরি টাকা ডুকানো যায়।
-
ফরেক্স এ ডিপোজিট করার জন্য জানতে হবে আপনার ব্রোকার কোন কোন মেথড সাপোর্ট করে। কারন আপনাকে সেই মেথড এ ডিপোজিট করতে হবে। নেটলার ও স্ক্রিল খুবই সহজলব্য মাধ্যম বাংলাদেশে। আবার লিবার্টি রিভার্সই অনেক ভাল। তবে কিছুটা জামেলা আছে।
-
ফরেক্স এ অনেক কারেন্সি দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন। তবে যেখানে কমিশন কম সেখান দিয়া ডিপোজিট করা ভালো। আমার মতে মানিবুকারস বা নেটেলার দিয়া ডিপোজিট করা উত্তম।
-
ফরেক্স মার্কেটে ডিপোজিট করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। এর মধ্যে লিবার্টি রিসার্ভ সবচেয়ে ভালো বলে আমি মনে করি। কারন বেশিরভাগ ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। তাছাড়া এতে অনেক সুবিধাও রয়েছে।
-
ফরেক্সে অনেক ব্রকার আছে যাদের মাধ্যমে আমরা ট্রেড করে থাকি । একেক ব্রকার একেক জনের নিকট সুবিধা জনক মনে হয় । তবে খোজ খবর নিয়ে দেখে সুনে যার নিকট যেটা ভাল মনে তার সেটার সাথেই কাজ করা উচিত । খেয়াল রাখতে হবে আমরা যেন প্রতারনার স্বীকার না হই ।
-
ফরেক্স মার্কেটে ডিপজিট করা জায় তার মধ্যে আমার মতে ভাল হবে সবচেয়ে নেটেলার দিয়ে ডিপোজিট করলে ভাল হবে তাই নেটেলার দিয়ে ডিপোজিট করবেন এবং নেটেলার দিয়ে টাকা উত্তলন করবেন।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে সরাসরি ডিপোজিট করা যায় না আমাদের কে কোন একটি অনলাইন ব্যাংকে ডিপোজিট করে ট্রেড করতে হয় আমার কাছে মনে স্ক্রিল ভাল হবে কারন স্ক্রীল প্রায় অনেক ব্রোকারে কাজ করে।
-
যেভাবে আপনার সুবিধা পান সেটাই দিয়ে আপনি ডিপোজিট করতে পারেন। ফরেক্স মার্কেটে ডিপজিট করা জায় তার মধ্যে আমার মতে ভাল হবে সবচেয়ে নেটেলার দিয়ে ডিপোজিট করলে ভাল হবে তাই নেটেলার দিয়ে ডিপোজিট করবেন
-
ফরেক্স কাজ কারার জন্য সবথেকে সাইট হল ইনেক্সর্ট্রা ফরেক্স আমি নিজে ইনেক্সর্ট্রা ফরেক্স এ ট্রেড করি এবং আমার কাছে ডিপোজিড করার জন্য সব থেকে নির্ভর যোগ্য সাইট হল ইনেক্সর্ট্রা ফরেক্স । ইনেক্সর্ট্রা ফরেক্স এর রুলস মেনে চল্লে সহজে একাউন্ট ব্যান্ড হয় না এবং প্রফিড উইড্রো নিয়েও কোন সমস্যা হয় না।