নিউজ না বুঝলে কিংবা নিউজ ট্রেডিং সম্পর্কে ভালো ধারন না থাকলে লাইভ একাউন্টে নিউজ ট্রেড করার ঝুকি না নিলেই ভালো।ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের সেকশনে পাওয়া যায়। নিউজ ট্রেডিং এর উপকারিতা কম বেশি সবাই জানি, আবার কেউ কেউ এর অপকারিতার ও খেসারত দিয়েছেন চরমভাবে।আর নিউজ নিউজ না বুঝলে অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকন আর এটাই বুদ্ধিমানের কাজ হবে ।