না ফোরাম থেকে যে পোস্টিং বোনাস পাবেন তা তুলতে পারবেন না । কেননা ফোরামের বিধিবদ্ধ নিয়মের মধ্য আছে যে আপনি যা বোনাস পাবেন তা থেকে অবশ্যই লাভের অংশ তুলতে পারবেন যেটা আপনি কাজে লাগাবেন । অর্থ্যাৎ ফোরামের প্র্রাপ্ত বোনাসকে কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং বাড়তি যে অংশটা লাভবান হবেন সেটা উত্তোলন করতে পারবেন ।