-
লোভ হচ্ছে ধ্বংসের মূল। লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। লোভকে এড়িয়ে চলতে পারলে জীবনে সফলতা অর্জন করা যায়। যে কোন পেশায় বেশী লোভ করলে চলবে না কম করে ধীরগতিতে সাফল্য অর্জন করতে হবে। অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে। কাজেই লোভকে সামলাতে হবে সুতরাং ফরেক্স এর ক্ষেত্রেও বেশি লোভ করা যাবেনা। বেশি লোভ করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাজেই লস যাতে না হয় সেজন্য সর্তকতা অবলম্বন করতে হবে। দক্ষতার সাথে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারাটাই মূল লক্ষ্য কারন আমরা বেশি লোভের আশায় অতিরিক্ত ট্রেড বা লিভারেজ নিয়ে থাকি যা আমাদের একাউন্টির জন্য ক্ষতিকর হতে পারে। কোনো মানুষই লোভের ঊর্ধ্বে নায় তাই সবার ভিতর কম বেশি লোভ রয়েছে, তবে যারা লোভ কে নিয়ন্ত্রণ করতে পেরেছে তারাই ফরেক্স থেকে সফলতা অর্জন করতে পেরেছে, তাই বলবো আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সফল হতে চান তাহলে অবশ্যই লোভ কে নিয়ন্ত্রণে রেখে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে।
-
লোভ মানুষের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বড় বৈশিষ্ট্য হলো লোভ। লোভ কে নিয়ন্ত্রণ করতে পারলেই ফরেক্সে আপনি সফল হতে পারবে কারণ লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ফরেক্সে দীর্ঘদিন সময় শ্রম দিয়ে কাজ করে আপনি একটি অ্যাকাউন্ট প্রতিষ্ঠা করেছেন, লোভের আশায় বড় লটে ট্রেড করা বা একাধিক লট ব্যবহার করে অধিক লাভের আশায় অনেক সময় অল্প লাভ না নিয়ে আরো বেশি লাভের জন্য অপেক্ষা করার ফলে ক্ষতি মুখে পড়তে হয়।তাই লোভকে দূরে থাকাটাই উত্তম।
-
ফরেক্সে টিকে থাকার জন্য লোভ থেকে বের হয়ে আসতে হবে। লোভ করলে কেউ কোনদিন টিকে থাকতে পারবে না মার্কেটে। যেকোন কাজে লোভ হলো পতনের মূল।ফরেক্স ব্যাবসায় যারা বেশি লোভ করেছে তারা বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারে নাই। তাই লোভ থেকে বিরত থেকে ফরেক্সে কাজ করা দরকার ।আর ফরেক্স মার্কেটে অন্যতম ব্যার্থকার কারণ হলো লোভ।তাই লোভ কে সামাল দিয়ে মার্কেটে কাজ করে যেতে হবে। কথায় আছে অতি লোভে তাতি নষ্ট তাই অতি লোভ থেকে বিরত থাকাটাই উওম।
-
আপনি আসতে পারেন এবং আরও ভাল কাজ করে এবং স্টপ লোকসানের সরঞ্জামগুলি ব্যবহার করে ভাল বাণিজ্য করতে পারে এবং লাভ করতে পারে take এটির মাধ্যমে আমরা আমাদের লোভকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারি। তাই লোভ কে সামাল দিয়ে মার্কেটে কাজ করে যেতে হবে। কথায় আছে অতি লোভে তাতি নষ্ট তাই অতি লোভ থেকে বিরত থাকাটাই উওম।
-
ফরেক্সে কোন ধরণের লোভ করা যাবে না। কারণ লোভ যদিও কোন ক্ষেত্রেই উপকার বয়ে আনে না। ফরেক্স তো আরো বিশাল মার্কেট । এই মার্কেটে যারা টিকে থাকতে পারবে তারাই সফলকাম হয় । এজন্য এখানে কোন ধরণের লোভ করলেই টিকে থাকা সম্ভব নয়। সুতরাং ফরেক্সে ভাল কিছু করতে হলে কোন ভাবেই লোভ করা যাবে না।
-
অতি লোভে তাতি নষ্ট।ফরেক্স মাকেটে লাভের লোভে জিরো হওয়ায়া বোকামি আরকি।লোভ মানুষের বৈশিষ্ট তবে বেশি লোভ কোথায় ভাল না লোভ ব্যাতার কারন।ফরেক্স মাকেটকে ব্যবসা হিসাবে নিতে হবে জুয়ার লোভে ৯
-
একটা প্রবাদ বাক্য সেটা হলো লোভে পাপ পাপে মৃত্যু। এটা আসলেই ঠিক যে লোভে পাপ আর পাপেই মৃত্যু। কেননা এখানে আপনি যতো বেশি লোভ করবেন ততই আপনার মূলধন হারানোর ঝুঁকি বেশি থাকবে। আর আমি মনে করি শুধু ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেই নয় যে কোন কাজে যে বেশি লোভ করবেন সেটা ততটাই খারাপ হবে মোটেই ভালো হবে না। ফরেক্সের ক্ষেত্রে আমাদের সকলেরই উচিত হবে এখানে লোভ সামলিয়ে ট্রেড করা সেটা নতুন ট্রেডার দের জন্য একটু বেশি খেয়াল রাখতে হবে। কেননা এখানে নতুন ট্রেডাররাই বেশি লাভের আশায় লোভ না সামলিয়ে ট্রেড করে আর তার ফল ভালো হয় না।
-
আমরা সবাই জানি যে, কোন কিছুতেই লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে থাকলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসবে তারাই ফরেক্স থেকে লস করবেন এবং ফরেক্স থেকে ঝরে পরবে। ফরেক্স করতে হলে আগে লোভ, ইমোশনাল ত্যাগ করতে হবে তাহলে আপনি ফরেক্স করতে পারবেন আর যদি না পারেন তাহলে ফরেক্স না করাই ভাল। কেননা, ফরেক্স মার্কেট একটি রিক্সি মার্কেট। এই মার্কেট এ লোভ নিষিদ্ধ। লোভ করলে আপনি লসতো করবেন ই এমনকি ফরেক্স এ বেশী দিন টিকে থাকতে পারবেন না।
-
লোভ হ'ল সদস্যরা অনেক কিছু করে লাভ অর্জনের প্রক্রিয়ায় লোকেদের একদিনেই ধনী হতে চায়, এই জাতীয় সদস্যদের প্রলুব্ধ করা হয় এবং তাদের বাণিজ্য তাদের ক্ষতি দিতে শুরু করে যদি আপনি লোভ থেকে বাঁচেন তবে আপনি আসতে পারেন এবং আরও ভাল কাজ করে এবং স্টপ লোকসানের সরঞ্জামগুলি ব্যবহার করে ভাল বাণিজ্য করতে পারে। ফরেক্স ব্যবসায় যারা লোভ করেছে তারা খুব বেশি দিন টিকে থাকতে পারেনি। লোভের আশায় বড় লটে ট্রেড করা বা একাধিক লট ব্যবহার করে অধিক লাভের আশায় অনেক সময় অল্প লাভ না নিয়ে আরো বেশি লাভের জন্য অপেক্ষা করার।
-
অতি লোভে তাতি নষ্ট।ফরেক্স মাকেটে লাভের লোভে জিরো হওয়ায়া বোকামি আরকি।লোভ মানুষের বৈশিষ্ট তবে বেশি লোভ কোথায় ভাল না লোভ ব্যাতার কারন।তাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলব যে প্রত্যেকটি ট্রেড ওপেন করার পূর্বে আমাদের মানসিকভাবে ধৈর্যধারণ করতে হবে আর ট্রেডে কতটুকু লাভ করা যাবে সেই দিকে মনোযোগী না হয়ে ট্রেডটি সফল করার জন্য কি কি করণীয় তার দিকে মনোযোগী হতে হবে । লোভ করতে গেলে নিজের আবেগ নিয়ন্ত্রণে থাকে না। যখন নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না তখন যে কোন দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য একটু লোভ না থাকলেও যেমন ঐ কাজে আকর্ষণ থাকে না। তবে সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে।