আসলে সত্য বলতে ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস, যেখানে ব্যবসা করার জন্য মূলধন ও ফরেক্স দিয়ে থাকে।যদি বিষয়টা ক্লিয়ার করে বলি, তাহলে আপনি যদি নিয়মিত ফোরামে মানসম্মত পোস্ট করেন, তাহলে মাস শেষে ফোরাম থেকে অনেক ভালো মাপের একটা বোনাস পাবেন।এবং সেই বোনাস সরাসরি উইথড্র করতে না পারলেও, ওই বোনাস মূলধন হিসেবে কাজে লাগিয়ে, আপনি খুব সহজে ট্রেডিং করতে পারবেন। এবং ট্রেডিংকৃত অর্জিত মুনাফা সহজেই উইথড্র করতে পারবেন।তাই বলবো ফরেক্সে অবশ্যই বিনিয়োগ ছাড়া ব্যবসা করা সম্ভব। এবং ফরেক্স শুধুমাত্র আপনাকে উপার্জনই দিবে না, সেইসাথে উপার্জন করার জন্য মূলধনও দিয়ে থাকে।