আমার মতে ফরেক্স ট্রেডিং এর যোগ্যতা হিসেবে যা লাগবে নিজস্ব পিপি বা ল্যাপটপ ইন্টারনেট সংযোগ সহ,ইন্টারনেট চালানোর দক্ষতা,মেটট্রেডার-৪ সফটওয়্যার নিয়ন্ত্রন করা,ফরেক্স করার মানসিকতা, বিনিয়োগ করার সক্ষমতা,ধৈর্য্যসহ ডেমো চর্চা, নিয়ম মেনে চলা।
Printable View
আমার মতে ফরেক্স ট্রেডিং এর যোগ্যতা হিসেবে যা লাগবে নিজস্ব পিপি বা ল্যাপটপ ইন্টারনেট সংযোগ সহ,ইন্টারনেট চালানোর দক্ষতা,মেটট্রেডার-৪ সফটওয়্যার নিয়ন্ত্রন করা,ফরেক্স করার মানসিকতা, বিনিয়োগ করার সক্ষমতা,ধৈর্য্যসহ ডেমো চর্চা, নিয়ম মেনে চলা।
ট্রেডিং এর জন্য আপনার অনার্স/মাস্টার্স পাস হতে হবে না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রচণ্ড শেখার আগ্রহ, শত বিপদে ভেঙ্গে না পড়ার মানসিকতা, লোভ সংবরণ করার মানসিকতা, নিজেকে সবসময় মোটিভেট করা যে "আমি পারবো, আমাকে পারতেই হবে", পূর্বের ভুল থেকে শিক্ষা নেয়া এবং সেই ভুলগুলো বারংবার না করা, নিজেকে সফলতার শীর্ষে দেখতে চাওয়া।
ফরেক্স ট্রেডিং এর জন্য যে সব যোগ্যতা থাকা আবশ্যক তা নিম্নরুপ। যথাঃ ১) ইংরেজি ভাষায় পারদর্শিতা ২) অধ্যাবসায়ের মনোভাব ৩) ফরেক্স কে জানতে ও শিখতে ব্যাপক পড়াশোনা ৪) লোভ সংবরনের যোগ্যতা ৫) লস বা ব্যর্ততাকে সহজে গ্রহন করতে পারা ৬) সামান্য লসে হতাশ না হওয়া ইত্যাদি।।।
ট্রেডিং এর জন্য শুধু আপনার ট্রেডিং এর ইচ্ছা আর ধৈর্য থাকা দরকার।
ফরেক্স মার্কেটের ট্রেড করার জন্য আমার বেশী বেশী দক্ষতা দরকার । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পেরেছে । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ব্যবসা করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
ফরক্সে মার্কেটে ট্রেডিং করার জন্য আমার ডেমো ট্রেড বেশী বেশী করে করতে হবে । যে যত বেশী ডেমো ট্রেড করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা রিয়েল ট্রেড করার আগেই ডেমো ট্রেড করব তাহলেই আমরা বেশী একটা লসে পড়ব না । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে কিছুটা শিক্ষা গ্রহন করতে হবে তবে আপনাকে প্রথমেই কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে না হয় আপনি কিছুই বুঝবেন না । এর পরে আপনি ট্রেডিং এর জন্য বেসিক ধারনা থাকা লাগবে ফরেক্স সম্পর্কে । তারপরে আপনাকে যে ট্রেডিং করাবে তার কথা বুঝার মত যোগ্যতা থাকতে হবে আপনাকে । এই সকল যোগ্যতা থাকলে আপনি ফরেক্স টেডিংয়ে ভাল কিছু করতে পারবেন ।
সব বিজনেস এর ই সিসটেম হল পুরাতনরা লভ করবে নতুনরা যে হে তু নতুন সে জন্য তারা মার্কেট এ টিকে থাকতে হবে ভালো দিন দেখার আশায় । কারন তারাও পুরাতন হবে এবং ল্যাভ করতে পারবে । আমি মনে করি যে এত গুরুত্বপূর্ণ এসব কৌশল লালন পালন করে রাখা হয় যা ভাল জিনিস আপনি করতে পারেন ফরেক্স।
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ, ধৈর্য্য,নির্লোভ মন ৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
এই বাজারে ট্রেড করার জন্য আপনার তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে কিন্তু সফলভাবে ট্রেড করার জন্য অবশ্যই আপনার ট্রেডিং সম্পর্কে ভাল ধারণা এবং অভিজ্ঞতার প্রয়োজন। কারণ এগুলো ছাড়া আপনি এই বাজারে সফল হতে পারবেন না। আর আমার মনে হয় ট্রেডিং সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন না হলেও চলবে। ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান আপনি ইন্টারনেট থেকে পেতে পারেন আর অভিজ্ঞতা আপনি দীর্ঘদিন ডেমোতে অনুশীলনের মাধ্যমে পেতে পারেন।
যেহেতু ফরেক্স একটা ওপেন প্লাটফর্ম যেখানে বয়সের কিংবা শিক্ষাগত যোগ্যতার কোন মাপকাঠি আপনাকে ক্রস করতে হবে না। এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি বা একটা সফল নির্ভরতা। এই ক্ষেত্রে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন। তবে আমি যেটা প্রেফার করি তা হল যদি আপনি মিনিমাম 12 Class পর্যন্ত পড়াশুনা শেষ করে ফরেক্স শুরু করেন তাহলে আপনার মানসিক স্টেবিলিটি টা ঠিক মত কাজ করবে। পড়ালেখা বা বয়সের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারন আপনি যখন এই ব্যবসায় পা দিবেন কিংবা বুঝতে শুরু করবেন তখন যদি আপনার বয়সের মেচুরিটি না থাকে তাহলে আপনার দ্বারা যেকোন এক্সিডেন্ট(ট্রেডি লস) হওয়া খুবই স্বাভাবিক । আর যেহেতু এটা ফুল একটা এনালিটিকেল টার্মস ট্রেডিং তাই আপনার মিনিমাম বোধ ছাড়া আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব না।
ফরেক্স এ ট্রেডিং করতে হলে আপনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না।শুধু বেসিক নলেজটা থাকলে হবে।ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনার প্রয়োজন দক্ষতা। দক্ষতা থাকলেই এখান থেকে আপনি অনেক টা দূর এগিয়ে জেতে পারবেন।
ট্রেডিং এর জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তার মধ্যে প্রথমেই আপনাকে ফরেক্স মার্কেটের বেসিক বিষয় গুলো জেনে নিতে হবে যেমন টাইমফ্রেমের ব্যবহার, পেয়ার ইত্যাদী। এরপর আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে যেমন মার্কেট কোন পর্যায়ে গেলে আপনার বায় নেয়া উচিত নহবে কোন পর্যায়ে গেলে সেল নেয়া উচিত হবে, কত লট নিতে হবে এসব ব্যপার। আমার মতে এগুলোই ট্রেডিং এর যোগ্যতা।
ফরেক্স একি ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে ট্রেডিং করতে হলে নিজেকে যথেষ্ট দক্ষ করে তুলতে হবে। ভালো শিক্ষাগত যোগ্যতা ও মানসিক যোগ্যতা যা অনেক বেশি সাহায্য করে এখানে।
বাজারে সর্বদা ভাল সুযোগ থাকবে মূল জিনিসটি এই সুযোগগুলিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। আপনি বেশ ভাল স্ক্যাল্পার এবং ইউএসডিএফএফ সম্পর্কে আপনার বিশ্লেষণ খুব স্পষ্ট, একটি বুলিশ প্রবণতা এবং আপনি অবশ্যই এটি থেকে কিছুটা ভাল লাভ করতে পারেন কারণ ইউএসডিএফএফ এমনকি উচ্চতর সময়সীমার দিকেও upর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে। একটি জিনিস আমি আবিষ্কার করেছি যে এটি কোনও রেঞ্জিং বা জিগ জিগ মার্কেটের চেয়ে ট্রেন্ডিং মার্কেটে স্ক্যাল্প করা সবচেয়ে সহজ এবং সহজ।
ট্রেডিং করার জন্য একজন ট্রেডারের কয়েকটি গুনাবলী থাকা প্রয়োজন তার মধ্যে প্রথমটা হলো ধৈর্যধারন কারন ফরেক্স থেকে শেষপর্যন্ত তারাই ভালো করতে পারে যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারে। দ্বিতিয়ত মেধাগত শক্তি থাকা দরকার কারন মার্কেট এনালাইসিস করতে হবে নিজস্ব মেধা দিয়েই এবং এখানে কোনো শারীরিক পরিশ্রমের প্রয়োজন পড়বে না শুধু পড়বে মেধাগত শক্তির। আর সর্বোপরি নিজেকে সবসময় আবেগ ও লোভ থেকে দূরে রাখতে হবে তাহলেই ফরেক্স করার জন্য কিছুটা হলেও যোগ্য হওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। ধন্যবাদ
হ্যা আমি আপনাদের সাথে একমত,কারন ফরেক্স করতে গেলে দুইটা যোগ্যতা অবসস্যাই প্রয়োজন তা নাহলে ফরেক্স এ কাজ করা যাবে না ।এছাড়া আমি আরও কয়েকটা যোগ্যতা যোগ করতে চাই যেমন ফরেক্স এ ট্রেড করতে হলে তার কিছু শিক্ষা প্রয়োজন আছে কেননা তার ফরেক্স লেখা বা পোস্ট করা এই সব বিষয়গুলো যেন পড়তে কোন সমস্যা না হয় তাই লেখাপড়া জানাটা জরুরি।
ফরেক্স মার্কেটের নতুন ট্রেডাররা হয়তো অনেক কিছুই জানেনা আর ফরেক্স মার্কেটে জানার কোন শেষ নেই প্রতিদিন নিজেকে নতুন মনে হয় তবে ট্রেড ওপেন করার সময় টেকনিক্যাল এবং সেন্টিমিটার এনালাইসিস সবথেকে গুরুত্বপূর্ণ এনালাইসিস তারপরও মার্কেটের রেনস সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল এগুলো সম্পর্কে জানা উচিত এবং এগুলো ফলো করে ট্রেড ওপেন করা উচিত তাছাড়া ডাউনট্রেন্ড আপ ট্রেন্ড তো আছেই