ভাই আপনার সাথে আমি একমত কারন বেশি লোভের আশায় মাঝে মাঝেই আমরা ট্রেড নিয়ে ঝুলে থাকি পরিনামে কি দাঁড়ায় যেখানে সকাল বেলা ১০ ডলার লাভ থাকা সত্ত্বেও ক্লোজ করলাম না বিকালে বা রাতে এসে চিন্তা করতে হয় একাউন্ট ব্যালেন্স কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। এইটাই আমাদের সবচেয়ে বড় ভূল সিদ্ধান্তের অভাব।