টাইম ফ্রেম হল একটা নির্দিষ্ট সময়ে প্রাইস সর্বোচ্চ কত পর্যন্ত উঠেছিল বা নেমেছিল তার একটি চিত্র দেখার একটি চার্ট। এ টাইমফ্রেম দেখে ফরেক্স ট্রেডাররা ট্রেড করে থাকে।টাইমফ্রেম কয়েক ধরণের হয়ে থাকে যেমন: (১ ,৫, ১৫, ৩০) মিনিট ,১ঘন্টা, ৪ ঘন্টা, ডেইলি, সাপ্তাহিক ও মাসিক। এই টাইমফ্রেম গুলোর মুভমেন্ট দেখে ট্রেডাররা ট্রেড করে থাকে। যে সকল ট্রেডার স্কাল্পার তারা সর্ট টাইমফ্রেম ও লং টার্ম ট্রেডাররা হায়ার টাইমফ্রেমে ট্রেড করে।তবে এখানে আমার মতে সবচেয়ে ভাল টাইমফ্রেম হল ৪ ঘন্টার টাইমফ্রেম।